03/04/2017
কেন শিশুর জন্য আলাদা চক্ষু সেবা?
কারণ-
- শিশুরা বুঝতে পারে না তাদের চোখের সমস্যা আদৌ আছে কি নাই
- শিশুর চোখের পাওয়ার দেয়া বড়দের মতো সরল কাজ নয়
- ছোটবেলার সমস্যা বড় হয়ে ভয়াবহ হয়ে দাড়াতে পারে
- সারা বিশ্বে এখন শিশুদের চোখের জন্য আলাদা বিশেষজ্ঞদল কাজ করে
আর আমরা এসেছি একইভাবে আপনার শিশুটির চোখের যত্ন নিশ্চিত করতে। ঢাকাতেই শিশু চক্ষু বিশেষজ্ঞ আছে হাতে গোনা কয়েকজন, আর পুরানো ঢাকায় আমরাই প্রথম।