Oral Rehab Dental Surgery

Oral Rehab Dental Surgery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oral Rehab Dental Surgery, House-1, Road-2, PC Culture Housing, Mohammadpur, Dhaka.

"ওরাল রিহ্যাব ডেন্টাল সার্জারী" সবাইকে জানাচ্ছে বংলা নববর্ষের মঙ্গলময় শুভেচ্ছা। নতুন বছরটি সবার জন্য শান্তি ও সমৃদ্ধির ম...
13/04/2013

"ওরাল রিহ্যাব ডেন্টাল সার্জারী" সবাইকে জানাচ্ছে বংলা নববর্ষের মঙ্গলময় শুভেচ্ছা। নতুন বছরটি সবার জন্য শান্তি ও সমৃদ্ধির মঙ্গলবার্তা বয়ে আনুক।
পহেলা বৈশাখে যতখুশি মিষ্টি খান, তবে মিষ্টি খাবার পরে মুখ পরিষ্কার করতে ভুলবেন না।

দেখুন তো মজা পান কিনা........................ :)
17/01/2013

দেখুন তো মজা পান কিনা........................ :)

কলা বা কদলি এর গুন তো আমরা সবাই কম বেশি জানি। কলা গাছ এর কাঁচা/পাকা ফল,ফুল, কান্ড, পাতা সব কিছুই আমাদের কাজে লাগে।তবে কল...
14/01/2013

কলা বা কদলি এর গুন তো আমরা সবাই কম বেশি জানি। কলা গাছ এর কাঁচা/পাকা ফল,ফুল, কান্ড, পাতা সব কিছুই আমাদের কাজে লাগে।

তবে কলার খোসাকে আমরা বিপদজনক বলেই জানি। কলার খোসায় পা পিছলে চিতপটাং হবার গল্পও নিশ্চই সবাই পড়েছেন ছোটবেলায়।

আজ জানবো কলার খোসার উপকারিতা।
পাকা কলার খোসায় আছে এমন এক গুন যা হতে পারে আপনার দাঁতের হলদে ভাব কমনোর ঘরোয়া পদ্ধতি।

আসুন তবে জেনে নেই কিভাবে এটি সম্ভব।

পাকা কলা খাবার পরে কলার খোসাটি ফেলে দেবেন না। খোসার ভিতরের দিকের অংশ আপনার দাঁতের উপর রাখুন। এবার আস্তে আস্তে কলার খোসার ভিতরের অংশ আপনার দাঁতের উপর মালিশ করতে থাকুন। এভাবে আন্তত ২মিনিট মালিশ করুন। দেখবেন আপনার দাঁত আগের তুলনায় সাদা দেখাচ্ছে।

Happy New Year..........................সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।আপনার নতুন বছরটি শুরু হোক নতুন কোন সংকল্প দিয়ে। ...
02/01/2013

Happy New Year..........................
সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।


আপনার নতুন বছরটি শুরু হোক নতুন কোন সংকল্প দিয়ে। নতুন বছরের শুরুতেই ঠিক করে নিন আপনার সংকল্প।খারাপ অভ্যাস গুলোকে বিদায় জানিয়ে, আহ্বান জানাতে পারেন কোন ভালো অভ্যাসকে। ২০১৩ সবার জন্য শুভ হোক।

আর হ্যাঁ ; বছরের শুরুতেই আপনার বাৎসরিক ডেন্টাল চেকআপ্ সেরে নিন এবং নিশ্চিন্ত থাকুন সারাবছর জুড়ে।

জীবনে বিভিন্ন ধাপে আপনার ব্রাশ হোল্ডারটি ভিন্ন ভিন্ন সংখ্যক টুথব্রাশ ধারন করে। নিচের এই ছবিটা সেই বাস্তবতাই তুলে ধরেছে। ...
13/12/2012

জীবনে বিভিন্ন ধাপে আপনার ব্রাশ হোল্ডারটি ভিন্ন ভিন্ন সংখ্যক টুথব্রাশ ধারন করে। নিচের এই ছবিটা সেই বাস্তবতাই তুলে ধরেছে। ছবিটা সম্পর্কে আপনার মতামত কি?

দাঁতের সমস্যায় ভুগছেন??? দাঁতের সকল সমস্যার চিকিৎসা সুলভমুল্যে পেতে আসুন ওরাল রিহ্যাব ডেন্টাল সার্জারী তে ।পুরো ডিসেম্বর...
10/12/2012

দাঁতের সমস্যায় ভুগছেন???
দাঁতের সকল সমস্যার চিকিৎসা সুলভমুল্যে পেতে আসুন ওরাল রিহ্যাব ডেন্টাল সার্জারী তে ।
পুরো ডিসেম্বর মাস জুড়ে পাচ্ছেন ২০% ডিসকাউন্ট সকল সেবার উপর।*
অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সেবা নিন সোমবার-শনিবার, বিকাল ৫টা - রাত ১০টা।**


*স্কেলিং ও পলিশিং ডিসকাউন্টের আওতামুক্ত
**রবিবার অনুরোধ সাপেক্ষে রোগী দেখা হয়

House-1, Road-2, PC Culture Housing, Mohammadpur, Dhaka-1207, 1207 Dhaka, Bangladesh

keep smiling......................... :)
27/11/2012

keep smiling......................... :)

প্রসঙ্গঃ Aphthous Ulcer প্রতিরোধ ও প্রতিকার- Aphthous Ulcer জিনিসটা কি? এটি কি কি কারনে হয়? এবং এটা হলে কি কি উপসর্গ পাও...
24/11/2012

প্রসঙ্গঃ Aphthous Ulcer প্রতিরোধ ও প্রতিকার-

Aphthous Ulcer জিনিসটা কি? এটি কি কি কারনে হয়? এবং এটা হলে কি কি উপসর্গ পাওয়া যায়?
এই প্রশ্নগুলোর উত্তর তো জানা হয়ে গেছে। এখন বাকি আছে, সবচাইতে গুরুত্তপূর্ণ প্রশ্ন।
* Aphthous Ulcer কিভাবে প্রতিরোধ করা যায়?
* প্রতিরোধ সম্ভব না হলে, এর প্রতিকার কি?

আমরা জানি প্রতিকার এর চাইতে প্রতিরোধই উত্তম। তাই প্রথমে জানবো প্রতিরোধের উপায়।

# প্রথমতো, যদের শারীরিক দূর্বলতা বা, অপুষ্টি জনিত কারনে বার বার এই ধরনের ঘা ফিরে ফিরে আসছে, তাদের জন্য শরীরে পুষ্টির ঘাটতি পূরনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। ভিটামিন ও মিনারেল এর ঘাটতি থাকলে তা পুরনের জন্য পুষ্টিকর খাদ্যগ্রহন জরুরী। প্রয়োজনে ঔষধ সেবনের মাধ্যমে ঘাটতি পুরন করতে হবে।

# পর্যাপ্ত পরিমান ঘুম এবং দুশ্চিন্তামুক্ত জীবন জাপনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

# নমনীয় ঘাড় এবং নরম ব্রিসল যুক্ত টুথব্রাশ ব্যবহার করলে, টুথব্রাশিং এর সময় খোঁচা খাওয়ার ভয় অনেকাংশেই থাকে না। এভাবেও Aphhous Ulcer এর ঝুঁকি কিছুটা কমানো যায়।

# মচমচে ও কোনা বিশিষ্ট খাবার খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করলে, তা থেকে এই ধরনের ক্ষত কিছুটা এড়ানো সম্ভব হতে পারে।

# সাইট্রিক এসিড এর কারনে যদি এইধরনের ক্ষত দেখা দেয় তবে, সাইট্রিক এসিড সমৃদ্ধ ফল যেমনঃ লেবু, কমলা এগুলো না খাওয়াই ভালো। তবে যেহেতু এই ধরনের ফল গুলো ভিটামিন-সি এর ও খুব ভালো উৎস, তাই ভিটামিন-সি এর ঘাটতি রোধ করার জন্য, যে সব খাবারে ভিটামিন-সি এর পরিমান বেশি কিন্তু সাইট্রিক এসিড এর পরিমান কম ,সেগুলো বেছে নেয়া যেতেপারে যেমনঃ আম, তরমুজ, বাঙ্গি, আপেল ইত্যাদি।

# অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার না খাওয়াই ভালো।

# কোন বিশেষ খাবারের প্রতি এলার্জি জনিত কারনে যদি এই ধরনের ক্ষত দেখা দেয়, তবে সেই খাবারটি এড়িয়ে চলাই ভালো।

# Dental appliance যেমনঃ Dental Braces এর কারনে প্রায়ই এই ধরনের ক্ষতের সৃষ্টি হয়। তাই Dental Braces ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সবচাইতে ভালো হয় Braces টি যদি মোম দিয়ে ঢেকে দেয়া যায়।


এতোসব সাবধানতা অবলম্বনের পরও যদি Aphthous Ulcer প্রতিরোধ করা সম্ভব না হয় তবে প্রতিকার এর জন্যে একজন ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী। আপনার ডেন্টিস্টই আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারবেন।

প্রতিকার-
# সাধারনতো, যেসব কারনে ক্ষতের সৃষ্টি হচ্ছে সেটি যদি সনাক্ত করা সম্ভব হয় তবে সেই কারন গুলো অপসারন জরুরী।

# ঝাল-মসলা জাতীয় খাবার এড়িয়ে চলার মাধ্যমে মুখের জ্বালাপোড়া/ ব্যাথা থেকে অনেকখানি মুক্তি পাওয়া সম্ভব হবে।

# যদি ভিটামিনের ঘাটতি জনিত কারনে এটি হয়ে থাকলে, ভিটামিন-বি১২ সেখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

# এছাড়া এলকোহল মুক্ত মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করলে ও আরাম পাওয়া যাবে।

# যেসব টুথপেস্টে Sodium Lauryl Sulfet নেই সেই টুথপেস্ট ব্যবহারে ও Aphthous Ulcer জনিত ক্ষতের প্রকোপ কমে এবং ব্যাথা উপশমেও সাহায্য করে।

# তাছাড়া, সিলভার নাইট্রেট জাতীয় পেস্ট ক্ষতের উপর ব্যবহার করলে তাৎক্ষনিক ভাবে জ্বালাপোড়া ও ব্যাথার সাময়িক উপশম হয়।

# Steroid জাতিয় ঔষধ গুলো এই ধরনের ক্ষতের প্রকোপ কমাতে এবং লক্ষন গুলো প্রশমনে বেশ কার্যকর। কিন্তু Steroid এর নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়ার কারনে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়।

সবশেষে একটি আশার কথা বলি। যদিও কোন কোন সমীক্ষায় দেখা গেছে ৩০% থেকে ৪০% ক্ষেত্রে রোগীদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায়। অর্থাৎ একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হয়ে থাকে। কিন্তু Aphthous Ulcer রোগটি ছোঁয়াচে নয়।

আমাদের সাথেই থাকুন।
পরবর্তি পরামর্শের জন্য চোখ রাখুন, আমাদের পরবর্তি পোস্টে।

Aphthous Ulcer সম্পর্কে কিছু কথা ইতোমধ্যেই বলা হয়েছে। কিছু কথা বাকি রয়ে গেছে।* প্রশ্ন ছিল Aphthous Ulcer এর কারন কি?উত্ত...
22/11/2012

Aphthous Ulcer সম্পর্কে কিছু কথা ইতোমধ্যেই বলা হয়েছে। কিছু কথা বাকি রয়ে গেছে।

* প্রশ্ন ছিল Aphthous Ulcer এর কারন কি?


উত্তরঃ আসলে এই ধরনের ক্ষত বা ঘা কি কারনে হয় তা নির্দিষ্ট ভাবে এখন ও জানা সম্ভব হয়নি। তবে কিছু কারন কে সম্ভাব্য হিসেবে ধরে নেয়া হয়, যে কারন গুলো রোগের প্রকোপ বাড়িয়ে দিতেও বিশেষ ভূমিকা রাখে।

# আঘাত জনিত কারন। যেমনঃ টুথ ব্রাশিং এর সময় খোঁচা লাগা। বা, অন্য কোন শক্ত জিনিসের খোঁচা লাগা।
এমনকি, খাবার খাওয়ার সময় মচমচে এবং কোনা যুক্ত খাবার ও এই ধরনের আঘাতের কারন হতে পারে যাথেকে পরবর্তিতে ক্ষত বা ঘা হতে পারে।

# Dental Appliance থেকে ও এই ধরেন ক্ষত সৃষ্টি হতে পারে।

# টক জাতীয় ফল (বিশেষ করে যে গুলোতে সাইট্রিক এসিড আছে, যেমনঃ লেবু, কমলা ইত্যাদি ও এই ধরনের ক্ষতের কারন হতে পারে।

# বিশেষ কোন খাবারে এলার্জি থাকলে তা থেকে ও এই ধরনের ক্ষতের সৃষ্টি হতে পারে। সাম্প্রতিক এক গবেষনায়, গোরুর দুধ এর প্রতি এলার্জি এর সাথে Aphthous Ulcer এর সম্পর্কের কথা বলা হচ্ছে।

# হঠাৎ করে ওজন কমে গেলে বা, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে ও এটি প্রায়শই দেখা যায়।

# এছাড়া, শরীরে কিছু ভিটামিনের ঘাটতি হলেও এই ধরনের ক্ষত হতে পারে। যেমনঃ ভিটামিন- বি১২, আয়রন, ফলিক এসিড।

# কোন ক্যামিকেল এর কারনে বা, অতিরিক্ত গরম/ঠান্ডা খাবার এর কারনে ও এটি হতে পারে।

# পর্যাপ্ত ঘুমের অভাব অথবা, খুব বেশি মানসিক অস্থিরতা ও এই ধরনের ক্ষতের জন্য অনেকাংশে দায়ি।

# কখনো কখনো কিছু কিছু কেমোথেরাপির সাইড ইফেক্ট হিসেবে ও এই ধরনের ক্ষত হয়।


পরবর্তি পোস্টে জানবো Aphthous Ulcer প্রতিরোধ এর উপায়।
আমাদের সাথেই থাকুন।

* Aphthous Ulcer জিনিসটা কি? * কিভাবে বুঝবেন যে, আপনি এই রোগে আক্রান্ত?খুব সাধারন ভাষায়, Aphthous ulcer হলো, মুখে ঘা বা ...
20/11/2012

* Aphthous Ulcer জিনিসটা কি?
* কিভাবে বুঝবেন যে, আপনি এই রোগে আক্রান্ত?


খুব সাধারন ভাষায়, Aphthous ulcer হলো, মুখে ঘা বা ক্ষত। এই রোগ সম্পর্কে পূর্ববর্তি পোস্টে কিছুটা ধারনা দেবার চেস্টা করা হয়েছে। আজ এর লক্ষন সমূহ নিয়ে কিছু বলবো।

# মুখে ঘা বা, ক্ষত এটি একটি খুবই কমন সমস্যা। যে কোন বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে।
# ঠোঁট বা মুখের ভিতরের দিকে, কোন একটি জায়গায় জ্বালা-পোড়া অনুভব হবে এবং দুই/এক দিনের মধ্যে সেখানে একটি ক্ষত দেখা দেবে।
# ক্ষতটি সাধারনত হালকা হলুদ অথবা ধুসর বর্নের হয়ে থাকে। তবে এটি সাদা হতে ও দেখা যায়।
# ক্ষত এর কারনে জ্বর ও হতে পারে।
# কিছু কিছু ক্ষেত্রে জিহ্বার নিচে বা, গলায় ব্যাথা ও হতে পারে।

এই ধরনের ক্ষত আবার ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে।
যেমনঃ
কিছু ক্ষত আকারে ছোট হয়। এই প্রকারের ক্ষতই বেশি কমন ভাবে দেখা যায়।

আবার, কিছু ক্ষত আকারে বেশ বড় হয়ে থাকে। এই প্রকারের ক্ষত গুল সারতে বেশি সময় নেয়। সাধারনত বয়ঃসন্ধি কালের ছেলে মেয়ে দের মধ্যে এটি বেশি মাত্রায় দেখা যায়। এবং ক্ষত সেরে যাওয়ার পর ও বার বার ফিরে আশার প্রবনতা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়।

সবচাইতে ভয়াবহ আর এক প্রকারের ক্ষত দেখা যায়, যে গুলো আকারে খুব ছোট হয় এবং একই জায়গায় অনেক গুলো করে হতে দেখা যায়। Aphthous Ulcer এর মধ্যে এটি সবচাইতে বেদনা দায়ক।

অর্থাৎ; আপনার মুখের ভিতরের দিকে, গালের ভিতরের দিকে, ঠোঁটে, জিহ্বায় বা তালুতে, কথাও যদি কোন ক্ষত দেখা দেয়। ক্ষতটি যদি হালকা হলুদ, ধুসর বা, সাদা বর্নের হয়। ক্ষতটি যদি খুবই বেদনা দায়ক হয়।
তবে বুঝবেন এটি Aphthous Ulcer হতে পারে। এবং এটি সম্পর্কে চিকিৎসকের মতামত নেয়া জরুরী।


Aphthous Ulcer এর কারন, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তি পোস্টে।
আমাদের সাথেই থাকুন।

মুখের ভিতরে দাঁত এর সমস্যার পরে যে সমস্ত সমস্যা গুলো অতি বেদনাদায়ক, তার মধ্যে মুখে ঘা অন্যতম।মুখে ঘা এর কিছু পশাকি নাম ও...
19/11/2012

মুখের ভিতরে দাঁত এর সমস্যার পরে যে সমস্ত সমস্যা গুলো অতি বেদনাদায়ক, তার মধ্যে মুখে ঘা অন্যতম।

মুখে ঘা এর কিছু পশাকি নাম ও আছে। একে প্রধানত Aphthous ulcer নামে ডাকা হয়। এছাড়া Canker Sore, Aphthous Stomatitist ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে।
কিন্তু যে নামেই ডাকা হোক না কেনো, সমস্যাটি অত্যন্ত বেদনাদায়ক এবং বিরক্তিকর !
ভয়াবহ ব্যাপার হলো, এক সমীক্ষায় দেখা গেছে, মোট জনগোষ্টির প্রায় ১০% এর মতো মানুষ মুখে ঘা বা, Aphthous Ulcer এ আক্রান্ত।
এবং পুরুষ এর তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন।


* কিভাবে বুঝবেন যে, আপনার Aphthous Ulcer হয়েছে?
* সাধারনত কি কি কারনে এই রোগ হয়?
* কিভাবে এটি প্রতিরোধ করা যায়?
* রোগ হলে তার প্রতিকার কি?

এই সব প্রশ্নের উত্তর জানতে, আমাদের সাথেই থাকুন।
চোখ রাখুন আমাদের পরবর্তি পোস্টে।

Address

House-1, Road-2, PC Culture Housing, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00

Telephone

+8801717886502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oral Rehab Dental Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram