13/09/2025
ডায়াপার র্যাশ – ছোট্ট্ট বাবুর কোমল ত্বকের সুরক্ষা
🔴 ডায়াপার র্যাশ বাচ্চাদের মধ্যে খুব সাধারণ, কিন্তু শিশুর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
🌟 কেন হয়?
ভেজা ডায়াপার অনেকক্ষণ পরায় রাখা
প্রস্রাব/পায়খানার সংস্পর্শে ত্বক নরম হয়ে যাওয়া
বাতাস না চলা
খুব টাইট ডায়াপার পরানো
কখনো অ্যালার্জি বা ফাঙ্গাল/ব্যাকটেরিয়ার সংক্রমণ
🌸 প্রতিরোধে যা করবেন:
✅ প্রতি ২–৩ ঘন্টায় ডায়াপার পরিবর্তন
✅ নরম কাপড় বা কুসুম গরম পানিতে পরিষ্কার করা
✅ প্রতিদিন অন্তত ৩০–৬০ মিনিট ডায়াপার ছাড়া রাখা
✅ জিঙ্ক অক্সাইড বা পেট্রোলিয়াম জেলি বেসড ক্রিম ব্যবহার
✅ ট্যালকম পাউডার এড়িয়ে চলুন (শ্বাসকষ্টের ঝুঁকি থাকে)
✅ ডায়াপার একদম টাইট করে পরাবেন না
🍼 যে ধরনের ডায়পার ভাল:
Cotton based / Hypoallergenic ডায়পার
Breathable layer যুক্ত ডায়পার
Super absorbent ডায়পার
Fragrance ও dye free ডায়পার
✨ বাংলাদেশে জনপ্রিয় ও মানসম্মত কিছু ডায়পার ব্র্যান্ড:
Pampers Premium Care / Baby Dry
Huggies Ultra / Dry Pants
MamyPoko Pants
NeoCare Premium Diaper
Savlon Baby Pant Diaper
Kidz Cotton Diaper
ChuChu Baby Diaper
Smile Baby Diaper
ACI Smart Baby Diaper
🚨 কখন ডাক্তার দেখাবেন?
র্যাশ দ্রুত ছড়িয়ে পড়লে
ফোঁড়া বা পুঁজ হলে
ত্বকে ফাটল বা রক্তক্ষরণ হলে
শিশুর জ্বর আসলে বা খাওয়া কমে গেলে
💖 মনে রাখবেন, শিশুর আরামই সবচেয়ে বড় অগ্রাধিকার। ভালো মানের ডায়াপার + সঠিক যত্ন = আপনার বাবুর হাসিখুশি মুখ।