Dr.Ruhul Amin

Dr.Ruhul Amin I am Dr.Ruhul Amin (Homeopathic ) Lecturer of Govt Homeopathic Medical college,Mirpur, Dhaka.

By this page I like to inform everyone about Homeopathic treatment.So I am trying to treat the patient at my best with care. I am a lecturer of Govt homeopathic medical College and hospital, dept.of chronic diseases, case taking, Repertory.In my profession i like to treat the chronic diseases which is very difficult and complex.

24/10/2025

IBS ভুক্তভোগী রোগীর হোমিওপ্যাথি চিকিৎসার ফলাফল

IBS (Irritable Bowel Syndrome) রোগে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকর হতে পারে — তবে সঠিক ফল পাওয়ার জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া দরকার।
IBS হলো একধরনের functional disorder — অর্থাৎ অন্ত্রে কোনো গঠনগত ক্ষতি না থাকলেও, তার কাজের গতি ব্যাহত হয়।
সাধারণ লক্ষণগুলো হলো:পেট ব্যথা বা ক্র্যাম্প
মল পাতলা বা কোষ্ঠকাঠিন্য (বা দুইটাই পালা করে)
গ্যাস, ফাঁপা ভাব, অস্বস্তি,
হোমিওপ্যাথি শুধু উপসর্গ নয়, রোগীর সামগ্রিক মানসিক-শারীরিক গঠন অনুযায়ী চিকিৎসা করে।
তাই IBS-এর চিকিৎসায় একেক রোগীর ওষুধ একেক রকম হয়।এইসব ক্রনিক ডিজিজ থেকে মুক্ত হতে হলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিলে ইনশাল্লাহ রোগ থেকে মুক্তি পেতে পারেন।

17/10/2025

হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ভুল ধারণা -

বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে নিরুৎসাহিত করেন কারণ হিসেবে তারা বলেন যে, হোমিওপ্যাথিতে স্টেরয়েড ব্যবহার করা হয় ফলে কিডনি ও অন্যান্য অর্গান ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বাস্তবে হোমিওপ্যাথি চিকিৎসার প্রমাণ টা দেখুন

15/10/2025

https://www.facebook.com/share/v/1GDKKn26Kw/ হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার, ধন্যবাদ হোমি কথন পরিবারকে ❤️❤️

দিন ঠিক থাকলে তারিখ ঠিক থাকেনা - কুমিল্লার চেম্বার ২য় শুক্রবার এজন্যই রোগীদের মনে থাকে না। ইনশাআল্লাহ  আজ কুমিল্লায় রোগী...
10/10/2025

দিন ঠিক থাকলে তারিখ ঠিক থাকেনা - কুমিল্লার চেম্বার ২য় শুক্রবার এজন্যই রোগীদের মনে থাকে না। ইনশাআল্লাহ আজ কুমিল্লায় রোগী দেখব সারা দিন।

03/10/2025
03/10/2025

হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হলে রোগীর কি ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন....

হোমিওপ্যাথি জনপ্রিয় হচ্ছে.. আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অনেক রোগের কারণ এখনো আবিষ্কার করতে পারেনি। শুধু ধারণা করছে যে এটা থেক...
02/10/2025

হোমিওপ্যাথি জনপ্রিয় হচ্ছে..

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অনেক রোগের কারণ এখনো আবিষ্কার করতে পারেনি। শুধু ধারণা করছে যে এটা থেকে এ রোগের উৎপত্তি হতে পারে। তাহলে কিসের ভিত্তিতে আমরা অহংকার করতে পারি যে আমরা স্বয়ংসম্পূর্ণ! হাদীসে উল্লেখ আছে সব রোগীর চিকিৎসা রয়েছে! চিকিৎসা যদি থেকেই থাকে তাহলে এক চিকিৎসা বিজ্ঞানে যদি না থাকে তাহলে অন্য চিকিৎসা বিজ্ঞানে আছে। এটা সত্য যে এক চিকিৎসা বিজ্ঞানে নাই অন্য চিকিৎসা বিজ্ঞানে আছে। এটার প্রমাণ অনেক আছে। চিকিৎসা বিজ্ঞানের শাখা ইউনানী-আয়ুর্বেদি, এলোপ্যাথি, হোমিওপ্যাথি সহ আরো অনেক শাখা আছে যা থেকে প্রতিনিয়ত মানুষ উপকার পাচ্ছেন তথা রোগ আরোগ্য হচ্ছে। সব সিস্টেমের সমন্বয়ে পুরো বিশ্বে চলছে চিকিৎসা ব্যবস্থা। তাহলে একটা চিকিৎসা পদ্ধতি দিয়ে সফলতা কিন্তু পাচ্ছেনা। তার প্রমান অনেক, এজন্য প্রত্যেক সিস্টেমের যেটা খুব ভালো দিক আছে সেটা কি সুযোগ দেওয়া উচিত নয়, যাতে করে আর্তমানবতা রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। আমি যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আছি, আমি হোমিওপ্যাথির পক্ষে কিছু বলব- সাধারণত কয়েকটা কারণে মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করছে......
প্রথমতঃ অন্য চিকিৎসায় ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে আমাদের কাছে আসে। এমন অনেক রোগ আছে যেগুলো এলোপ্যাথিক চিকিৎসায় ভালো হচ্ছে না এই সংখ্যা কম না, অনেক।
দ্বিতীয়তঃ এই চিকিৎসার খরচ কম,মানুষের মৌলিক চাহিদাগুলোর হচ্ছে- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। চিকিৎসার সামনের যতগুলা পয়েন্ট আছে, সেগুলো পূরণ করতে করতে মানুষ হিমশিম খায়, তারপর চিকিৎসক যদি বলে আপনার এই চিকিৎসার জন্য এক লাখ টাকা খরচ হতে পারে, তাহলে তাদের কাছে খরচটা বহন করা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের জন্য বড় যন্ত্রণাদায়ক! হয় হাত পাততে হয়, না হয় জমি বিক্রি করতে হবে, যদি থাকে! অথচ এমন অনেক দুরারোগ্য রোগ আছে দক্ষ হোমিওপ্যাথি ডক্টর দিয়ে চিকিৎসা করালে জমি বিক্রি করতে হবে না, হয়ত চাল বিক্রি করা লাগতে পারে এ পর্যন্ত!
তৃতীয়তঃ অপারেশনের ভয়, এমন অনেক রোগ আছে যেগুলো আধুনিক চিকিৎসায় অপারেশন করাতে হচ্ছে যেমন টিউমার পাইলস, সিস্ট, টনসিল এনলার্জমেন্ট, এডিনয়েড এনলার্জমেন্ট, এনাল ফিসার এবং আরও অনেক কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা প্রপার মেডিসিন এপ্লাই করলে সার্জারি থেকে মুক্তি পাওয়া যায়।
চতুর্থতঃ কারণটা হচ্ছে এই চিকিৎসা পদ্ধতিতে কোন সাইড ইফেক্ট নেই এবং এটা একটা বড় কারণ হোমিওপ্যাথি চিকিৎসার দিকে লোকজনের ফিরে আসার। মহাত্মা হ্যানিম্যানের যে নিয়ম অনুসারে ওষুধ প্রয়োগ করার কথা বলেছেন সেই অনুযায়ী কোন পেশেন্ট কে ওষুধ প্রয়োগ করলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর তার নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা কাজে লাগিয়ে রোগ দূর করার ক্ষমতা রাখে। এই পদ্ধতিটা একমাত্র হোমিওপ্যাথির কাছে আছে। তাছাড়া হোমিওপ্যাথিতে শারীরিক-মানসিক আবেগিক কারন গুলোর উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করার ব্যবস্থা আছে, এজন্য এই চিকিৎসা পদ্ধতিকে হলিষ্টিক চিকিৎসা পদ্ধতি বলা হয় অর্থাৎ রোগীর সামগ্রিক অবস্থা( শারীরিক, মানসিক এবং আবেগিক) বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয়। একটু উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে, বৃষ্টিতে ভেজার পর সর্দি কাশি জ্বর অস্থিরতা রাসটক্স খেলে উপকার হয়।
চরম অপমান করার পর অসুস্থ হয়ে পড়ে, স্টেফিসেগ্রিয়া ওষুধ টা দিলে রোগী সুস্থ হয়ে ওঠে। প্রেমে ব্যর্থ হয়ে কেউ যদি চুপচাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দীর্ঘনিঃশ্বাস ফেলে, অনিদ্রায় ভোগেন তাকে আপনি ইগ্নেশিয়া দিয়ে ভালো করতে পারেন। না আর বেশি হোমিওপ্যাথির গুনগান গাইবো না, বলতেই পারেন আপনারা এতকিছু পারেন, কেন জাতীয়ভাবে আপনাদের ভুমিকা কম? ব্রাক এবং বিবিসি পরিচালিত জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় 40% মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন। দেখুন এই চিকিৎসাসেবা দেওয়ার জন্য যে পরিমাণ দক্ষ হোমিওপ্যাথি ডক্টর দরকার, আমাদের কাছে সেটা নাই। কারণ বাংলাদেশে মাত্র একটা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। অথচ অ্যালোপ্যাথি মেডিকেল কলেজ অনেক। তার ওপর আমাদের কলেজে অনেক কিছুর স্বল্পতা আছে, অপূর্ণতা আছে, দক্ষ ডাক্তারের অভাব আছে, এত কিছু অপূর্ণতা থাকার পরেও আমরা কিভাবে দক্ষ ডাক্তার গড়ে তুলত পারব? দক্ষ ডাক্তার তৈরি করতে হলে দক্ষ ডাক্তারের সমন্বয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো যুগোপযোগী করে তুলতে পারলে হোমিওপ্যাথি চিকিৎসা মানবকল্যাণে অশেষ অবদান রাখবে এবং আমাদের এসডিজি অর্জনে আমরা সফলতা লাভ করব। এ ব্যাপারে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুভদৃষ্টি থাকলে আমরা সফলতা পাবো,ইনশাআল্লাহ।
(পুরনো পোস্ট আমার প্রোফাইল থেকে)
ডাঃ মোঃ রুহুল আমিন
প্রভাষক, ক্রনিক ডিজিজ ও মেডিসিন বিভাগ
সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মিরপুর ১৪,ঢাকা ১২০৬
০১৭১৬৬২০০৯৭

নতুন চেম্বারে, নতুন উদ্যমতায় রোগীর সেবায়..
31/08/2025

নতুন চেম্বারে, নতুন উদ্যমতায় রোগীর সেবায়..

আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ, আগামীকাল শনিবারও চেম্বার বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে চেম্বার চলবে বিকাল ৪ টা থে...
22/08/2025

আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ, আগামীকাল শনিবারও চেম্বার বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে চেম্বার চলবে বিকাল ৪ টা থেকে রাত দশটা পর্যন্ত।

চেম্বারের স্থান পরিবর্তনের জন্য কাজ চলতেছে, এজন্য আজকে চেম্বার বন্ধ থাকবে। ইনশাআল্লাহ ১৬ তারিখ থেকে আমাদের চেম্বারে রোগী...
14/08/2025

চেম্বারের স্থান পরিবর্তনের জন্য কাজ চলতেছে, এজন্য আজকে চেম্বার বন্ধ থাকবে। ইনশাআল্লাহ ১৬ তারিখ থেকে আমাদের চেম্বারে রোগী দেখার কার্যক্রম বিকাল ৪ঃ০০ টা থেকে রাত দশটার মধ্যে চলবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে রোগীর চিকিৎসায় আন্তরিকভাবে কাজ করার সুযোগ দান করেন,আমীন।

ইনশাআল্লাহ আগামী ১৬ ই আগস্ট ২০২৫ ইং থেকে জননী হোমিও মেডিকেয়ার এর ঢাকার চেম্বার পরিবর্তন হয়ে নতুন ঠিকানায় স্থানান্তর হব...
24/07/2025

ইনশাআল্লাহ আগামী ১৬ ই আগস্ট ২০২৫ ইং থেকে জননী হোমিও মেডিকেয়ার এর ঢাকার চেম্বার পরিবর্তন হয়ে নতুন ঠিকানায় স্থানান্তর হবে।
আরও আন্তরিক এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার যোগ্যতা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এজন্য সবার কাছে দোয়া প্রার্থী🤲🤲

আজ কুমিল্লায়
11/07/2025

আজ কুমিল্লায়

Address

House No #3, Road No#2, In The Bag Alley Behind Shah Ali Market, Mirpur 10 Roundabout
Dhaka
1216

Opening Hours

Monday 16:00 - 21:30
Tuesday 16:00 - 21:30
Wednesday 16:00 - 21:30
Thursday 16:00 - 21:30
Saturday 16:00 - 21:30
Sunday 16:00 - 21:30

Telephone

+8801716620097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Ruhul Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category