Dr.Ruhul Amin

Dr.Ruhul Amin I am Dr.Ruhul Amin (Homeopathic ) Lecturer of Govt Homeopathic Medical college,Mirpur, Dhaka.

By this page I like to inform everyone about Homeopathic treatment.So I am trying to treat the patient at my best with care. I am a lecturer of Govt homeopathic medical College and hospital, dept.of chronic diseases, case taking, Repertory.In my profession i like to treat the chronic diseases which is very difficult and complex.

26/12/2025

ব্রেইন টিউমার সার্জারি ছাড়াই আরোগ্য...

“একজন বাবা যখন আমার চেম্বারে ঢুকলেন, তার চোখে আর কোনো আশা ছিল না…
তার শিশুসন্তানকে একবার ব্রেইন টিউমার অপারেশন করালেন ঢাকা মেডিকেলে, তারপর মহাখালী ক্যান্সার হসপিটাল এক বছর যাবত চিকিৎসা নিলেন। তারপর আবারও ব্রেইন টিউমার দেখা দিল- পরামর্শ দিলেন সার্জারির
🧠 ব্রেন টিউমার (Ependymoma)
✔️ ৫৮ টা রেডিওথেরাপি
✔️ ৬ সাইকেল কেমোথেরাপি
❌ তবুও কোনো উন্নতি নেই
ডাক্তাররা স্পষ্ট করে বলেছিলেন—
👉 সার্জারি ছাড়া আর কোনো পথ নেই
বাবা শুধু একটাই প্রশ্ন করলেন—
‘ডাক্তার সাহেব, আর কি সত্যিই কিছু করার নেই?’
হাল ছেড়ে না দিয়ে তারা এলেন হোমিওপ্যাথির কাছে।
মাত্র ৫ মাসের চিকিৎসা…
আজ শিশুটি সুস্থ, স্বাভাবিক—
❌ কোনো সার্জারি ছাড়াই।
এই গল্প কল্পনা নয়…
👉 পুরো সত্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।

আর্নিকা মন্টানা আঘাতের অন্যতম ঔষধ :Arnica montana একটি বহুল ব্যবহৃত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ। কি কি লক্ষণ...
21/12/2025

আর্নিকা মন্টানা আঘাতের অন্যতম ঔষধ :

Arnica montana একটি বহুল ব্যবহৃত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ। কি কি লক্ষণে এই ওষুধটা ব্যবহার হতে পারে যদি আপনাদের জানা থাকে, তাহলে হোমিওপ্যাথিতে আঘাতজনিত চিকিৎসার ক্ষেত্রে আপনারা ভরসা করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আঘাতের কারণে যদি ওই জায়গায় রক্ত জমে যায় অথবা সেফটিক কন্ডিশন তৈরি হয় অথবা সেখানে পুজ জমা হয় তাহলে আর্নিকা সেই অবস্থা থেকে স্বাভাবিক করার অসাধারণ ক্ষমতা তার রয়েছে।

🌼 Arnica montana – আরোগ্য ক্ষেত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
১️⃣ আঘাতজনিত প্রথম সারির ঔষধ (Trauma remedy),পড়ে যাওয়া, ধাক্কা, মারধর, দুর্ঘটনার পর
আঘাতের পর নীলচে দাগ (Ecchymosis), রক্তজমাট, ব্যথা,অপারেশন বা দাঁত তোলার পরের ব্যথা ও রক্তক্ষরণ।

👉 রোগী বলে: “আমি ভালো আছি, আমাকে ছুঁবেন না” – এটি Arnica-র একটি ক্লাসিক লক্ষণ।

২️⃣ পেশী ও নরম টিস্যুর ব্যথা:
অতিরিক্ত কাজ, ব্যায়াম বা পরিশ্রমের পর শরীর ভেঙে যাওয়া অনুভূতি,মচকানো, টান (sprain, strain) ভারী জিনিস তোলার পর কোমর ও পেশীর ব্যথা।

৩️⃣ রক্তনালীর উপর বিশেষ প্রভাব

Capillary rupture → ছোট ছোট রক্তনালি ফেটে যাওয়া,শরীরের ভেতরে আঘাতজনিত রক্তক্ষরণ।
আঘাতের পর শক (Shock)

৪️⃣ সার্জারির আগে ও পরে
অপারেশনের আগে ও পরে দিলে রক্তক্ষরণ কমে
ব্যথা ও ফোলা দ্রুত সারে আরোগ্য ত্বরান্বিত হয়।

👉 আধুনিক সার্জারিতেও Arnica ব্যাপকভাবে ব্যবহৃত

৫️⃣ মাথা ও মস্তিষ্কে আঘাত:
মাথায় আঘাত, কনকাশন মাথা ভারী, ব্যথা যেন চাপ দিলে বাড়ে, মাথার ত্বকে স্পর্শ সহ্য হয় না।

৬️⃣ মানসিক লক্ষণ (Mental symptoms)

রোগী নিজের অবস্থা স্বীকার করতে চায় না বলে: “আমি ভালো আছি”
একা থাকতে চায়, বিরক্তি প্রকাশ করে

৭️⃣ প্রসূতি চিকিৎসায় প্রসবের পর, শরীর ভেঙে যাওয়া,জরায়ু ও পেশীর ব্যথা,রক্তক্ষরণ।

৮️⃣ জ্বর ও সংক্রমণে সহায়ক ভূমিকা:

আঘাতের পর জ্বর,শরীর ব্যথা ও ক্লান্তি প্রধান।

⚠️ বিশেষ সতর্কতা: যে কোন ঔষধ মাত্রই বিষ! অভিজ্ঞ এবং প্রফেশনাল ডক্টরের পরামর্শ ছাড়া কোন ওষুধই সেবন করা উচিত নয় কারণ নির্দিষ্ট মাত্রার অতি ব্যবহার রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারেন।

আগামীকাল কুমিল্লায়....আগামীকাল ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। ইনশাআল্লাহ কুমিল্লার চেম্বারে রোগী দেখব সকাল ৯ টা থেকে রা...
11/12/2025

আগামীকাল কুমিল্লায়....

আগামীকাল ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। ইনশাআল্লাহ কুমিল্লার চেম্বারে রোগী দেখব সকাল ৯ টা থেকে রাত আটটা পর্যন্ত।
ঢাকার চেম্বারে সোমবার পর্যন্ত থাকবো না তবে সহকারি ডাক্তার এবং এসিস্ট্যান্ট থাকবে, এই সময়ে প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

05/12/2025

লিভার সিরোসিস রোগী হোমিওপ্যাথিতে সুস্থ....

ওষুধ ব্যবসার কথা চিন্তা করে হোমিওপ্যাথি কে বন্ধ করার চক্রান্ত করিয়েন না, যদি সত্যিই মানুষের কল্যাণে কাজ করেন তাহলে হোমিওপ্যাথি আপনাকে কম খরচে সঠিক চিকিৎসা দেওয়ার যোগ্যতা রাখে, এই রোগীটাই তার প্রমাণ। সব প্রফেশনাল কোর্সে সরকার পর্যাপ্ত ইনভেস্ট করে তারপর সেখান থেকে ফিডব্যাক পায়। আর আমাদের কাছ থেকে সরকার ইনভেস্ট ছাড়াই ফিডব্যাক পেতে চায়। এই সিস্টেম থেকে দক্ষ ডাক্তার তৈরি করতে পারলে অনেক জটিল রোগ কম খরচে চিকিৎসা দেওয়া সম্ভব যা রাষ্ট্রের অনেক টাকা সাশ্রয়ী হতো। এই ভদ্রলোক সৌদি আরব থেকে গতরাত্রে এসেছে আবার আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে চলে যাবে শুধুমাত্র এই চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছে, আলহামদুলিল্লাহ দীর্ঘ দেড় বছর চিকিৎসায় সে এখন সুস্থ।

28/11/2025

গরিব মানুষের কিডনি Dialysis :

গরিব মানুষের কিডনি ডায়ালাইসিসের বিকল্প হতে পারে হোমিওপ্যাথি! S.creatinine 7.7থেকে 2.7, দুই মাসের ব্যবধানে- বিস্তারিত শুনুন রোগীর কাছ থেকে...

21/11/2025

হোমিওপ্যাথির বিরুদ্ধে প্রপাগান্ডায় কান দেবেন না-

কিছুদিন আগে নিজেও আমি অনলাইনে কিছু মন্তব্য দেখতে পেয়েছি যে অস্ট্রেলিয়াতে হোমিওপ্যাথি ব্যান্ড করে দিয়েছেন!এরই মধ্যে অস্ট্রেলিয়ান একজন ডাক্তারের সাথে আমার চ্যাট হয়েছিল অনলাইনে।উনি অনেক বছর অস্ট্রেলিয়াতে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন কোনরকম ঝামেলা ছাড়াই। গত কয়েকদিন আগে একজন অস্ট্রেলিয়ান প্রবাসী এসেছে আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তারপর ওনার কাছে বিস্তারিত শুনলাম অস্ট্রেলিয়াতে কি অবস্থায় আছে হোমিওপ্যাথি....সবাই প্রোপাগান্ডায় কান দিয়ে হোমিওপ্যাথির প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া তার নিজের জন্যই ক্ষতিকর!!

20/11/2025

গত দুইদিন আগে হোমিওপ্যাথি বিষয় নিয়ে মোটিভেশনাল স্পিচ দিয়েছিলাম আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৩৬ তম ব্যাচকে। দীর্ঘ সময়ের ভিডিও, যারা হোমিওপ্যাথিতে নতুন আসছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হয়তো অনেক কাজে আসতে পারে সেজন্য শেয়ার করা।

আজ  ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার:কুমিল্লা চেম্বার এর সময়সূচি অনুযায়ী আজকে সারাদিন কুমিল্লায় রোগী দেখবো। মাসে একদিন, ...
14/11/2025

আজ ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার:

কুমিল্লা চেম্বার এর সময়সূচি অনুযায়ী আজকে সারাদিন কুমিল্লায় রোগী দেখবো। মাসে একদিন, মনে থাকে না তাই মনে করিয়ে দিলাম 🤗

12/11/2025

PLID- Prolapse lumber intervertical disc ইদানিং এই রোগটা ব্যাপক হারে দেখা দিচ্ছে এবং যখন যাদের দেখা দিচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় কোমড়ে ব্যথার জন্য।ব্যথা কোমড় থেকে পায়ের দিকে ছড়ায়, বসলে, উঠতে চাইলে, শুয়ে থাকলে,দাঁড়িয়ে থাকলে, হাটতে গেলে কোমরে প্রচন্ড ব্যথা হয় এবং ব্যথার যন্ত্রণায় জীবন প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। ফিজিওথেরাপি এবং সার্জারি ছাড়া অনেক ক্ষেত্রে জীবন চলে না কিন্তু ও হোমিওপ্যাথিতে এটার খুব সহজ সমাধান আছে-চলুন একটা রোগীর কাছ থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি হোমিওপ্যাথি চিকিৎসার পর কি অবস্থা হল ---



24/10/2025

IBS ভুক্তভোগী রোগীর হোমিওপ্যাথি চিকিৎসার ফলাফল

IBS (Irritable Bowel Syndrome) রোগে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকর হতে পারে — তবে সঠিক ফল পাওয়ার জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া দরকার।
IBS হলো একধরনের functional disorder — অর্থাৎ অন্ত্রে কোনো গঠনগত ক্ষতি না থাকলেও, তার কাজের গতি ব্যাহত হয়।
সাধারণ লক্ষণগুলো হলো:পেট ব্যথা বা ক্র্যাম্প
মল পাতলা বা কোষ্ঠকাঠিন্য (বা দুইটাই পালা করে)
গ্যাস, ফাঁপা ভাব, অস্বস্তি,
হোমিওপ্যাথি শুধু উপসর্গ নয়, রোগীর সামগ্রিক মানসিক-শারীরিক গঠন অনুযায়ী চিকিৎসা করে।
তাই IBS-এর চিকিৎসায় একেক রোগীর ওষুধ একেক রকম হয়।এইসব ক্রনিক ডিজিজ থেকে মুক্ত হতে হলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিলে ইনশাল্লাহ রোগ থেকে মুক্তি পেতে পারেন।

17/10/2025

হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ভুল ধারণা -

বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে নিরুৎসাহিত করেন কারণ হিসেবে তারা বলেন যে, হোমিওপ্যাথিতে স্টেরয়েড ব্যবহার করা হয় ফলে কিডনি ও অন্যান্য অর্গান ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বাস্তবে হোমিওপ্যাথি চিকিৎসার প্রমাণ টা দেখুন

15/10/2025

https://www.facebook.com/share/v/1GDKKn26Kw/ হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার, ধন্যবাদ হোমি কথন পরিবারকে ❤️❤️

Address

House No #3, Road No#2, In The Bag Alley Behind Shah Ali Market, Mirpur 10 Roundabout
Dhaka
1216

Opening Hours

Monday 16:00 - 21:30
Tuesday 16:00 - 21:30
Wednesday 16:00 - 21:30
Thursday 16:00 - 21:30
Saturday 16:00 - 21:30
Sunday 16:00 - 21:30

Telephone

+8801716620097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Ruhul Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category