Dr.Ruhul Amin

  • Home
  • Dr.Ruhul Amin

Dr.Ruhul Amin I am Dr.Ruhul Amin (Homeopathic ) Lecturer of Govt Homeopathic Medical college,Mirpur, Dhaka.

By this page I like to inform everyone about Homeopathic treatment.So I am trying to treat the patient at my best with care. I am a lecturer of Govt homeopathic medical College and hospital, dept.of chronic diseases, case taking, Repertory.In my profession i like to treat the chronic diseases which is very difficult and complex.

আজ কুমিল্লায়
11/07/2025

আজ কুমিল্লায়

এই কোরবানি ঈদের ৫ দিন আগে ঢাকার চেম্বারে অর্শ্বরোগ নিয়ে এক পেসেন্ট সাক্ষাতে এসেছিলেন, বয়স ৩৬, পায়খানার রাস্তা প্রচন্ড...
27/06/2025

এই কোরবানি ঈদের ৫ দিন আগে ঢাকার চেম্বারে অর্শ্বরোগ নিয়ে এক পেসেন্ট সাক্ষাতে এসেছিলেন, বয়স ৩৬, পায়খানার রাস্তা প্রচন্ড ব্যথা ও জ্বালা, ফিজিক্যাল এক্সামিনেশন করে পায়খানার রাস্তায় একটা ফোলা অংশ দেখা গেল যা এখানে ছবিটা পুরোপুরি উঠানো সম্ভব হয়নি।
এভার কেয়ার হসপিটালে দেখানো হয়েছে কলোরেকটাল সার্জন জানিয়েছেন সার্জারি ছাড়া সম্ভব না। খরচের পরিমাণ জানিয়েছেন মাত্র ৫ লক্ষ টাকা, এটা পেসেন্ট এর ভাষ্য, সাথে নাকি আরো কাসুন্দি আছে।
অপারেশনের ভয়,অনেক টাকার ব্যাপার সব মিলিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কি করা যায়?

ওনার পরিচিত এক আত্মীয় এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিলেন, হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে জানতে চাইলেন-উনি ডিরেক্ট বললেন সময় নষ্ট করে লাভ নাই, কাজ তো করে নাহ।

শেষমেষ নিজেই সিদ্ধান্ত নিলেন সার্জারি করার আগে একটু ট্রাই করি,এই কারণেই চেম্বারে আসা।

সমস্ত লক্ষণ সমষ্টি নিয়ে পিয়োনিয়া মেডিসিন সিলেক্ট করলাম। আলহামদুলিল্লাহ গত চারদিন আগে রোগী তার স্ত্রীকে নিয়ে সাক্ষাৎ করতে আসলেন এবং বললেন আপনার মেডিসিন ম্যাজিকের মত কাজ করেছে!! কোন ফোলা, জ্বালা, যন্ত্রণা কিছুই নেই! কোরবানির মাংস ইচ্ছামতো খাইছি, কোন সমস্যা হয়নি।

হোমিওপ্যাথি সম্পর্কে যে বাজে ধারণাটা আমার ছিল, আজকে বুঝতে পারলাম আসলে এটা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না। জটিল সমস্যা কিভাবে এত দ্রুত আরোগ্য হয় এবং কেন হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষ এত দুর্বলতা আজকে প্র্যাকটিক্যালি তা বুঝতে পারলাম। স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এবং সবশেষে একটা অনুরোধ করলেন স্যার একটু কোলাকুলি করতে পারি?
এতগুলা টাকা সেইভ হলো এবং কোনরকম জ্বালা-যন্ত্রণা ছাড়াই দ্রুত আরোগ্য হলো, এমন আবদার তো করতেই পারে!

ডা: মোঃ রুহুল আমিন
সিনিয়র প্রভাষক, ক্রনিক ডিজিজ, রেপার্টরি ও মেডিসিন বিভাগ,
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর ঢাকা ১২০৬

কুমিল্লা চেম্বার এর তারিখ পরিবর্তন :শুধুমাত্র এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা চেম্বারের  সময়সূচি আগামী ১৩-৬-২০২৫ ই...
09/06/2025

কুমিল্লা চেম্বার এর তারিখ পরিবর্তন :

শুধুমাত্র এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা চেম্বারের সময়সূচি আগামী ১৩-৬-২০২৫ ইং তারিখের পরিবর্তে ১০-৬-২০২৫ হবে অর্থাৎ আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুমিল্লা চেম্বারে রোগী দেখা হবে।

৷৷৷ চেম্বার বন্ধের নোটিশ।।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৫/৬/২০২৫ ইং তারিখ হইতে ১১/৬/২০২৫ ইং তারিখ পর্যন্ত ঢাকার চেম্ব...
29/05/2025

৷৷৷ চেম্বার বন্ধের নোটিশ।।।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৫/৬/২০২৫ ইং তারিখ হইতে ১১/৬/২০২৫ ইং তারিখ পর্যন্ত ঢাকার চেম্বার বন্ধ থাকবে। তবে হ্যাঁ আগামীকাল শুক্রবার আপনাদের জন্য চেম্বার খোলা থাকবে বিকাল তিনটা থেকে রাত 9 টা পর্যন্ত। চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের যাদের প্রয়োজনীয় মেডিসিন দরকার তারা যোগাযোগ করতে পারেন নির্ধারিত তারিখের আগে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।

23/05/2025

Chronic A**l fissure of Children.

আমরা বড়দের A**l fissure হলে অনেক কষ্ট পেয়ে থাকি,লক্ষণ হিসাবে পাওয়া যায় পায়খানার রাস্তায় জ্বালাপোড়া, ব্যথা এবং মলত্যাগের শেষে অনেকক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে আর সাথে যদি পায়খানা কষা থাকে তাহলে যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন কি অসম্ভব কষ্ট তাদের পোহাতে হয়!!

ভিডিওতে আপনারা যে বাচ্চাটাকে দেখছেন সেই সমস্যা নিয়ে প্রায় অনেকদিন ধরে ভুগতেছেন। তার কষ্টে তার মায়ের কান্না প্রায়ই চলে আসত অথচ এটা খুব ভালো সমাধান হোমিওপ্যাথিতে আছে মানুষ তা জানে না। চিকিৎসা নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার সমস্যাগুলো কেটে গেল। চিকিৎসা নেওয়ার পর যখন মানুষ উপকার পায় তখনই হোমিওপ্যাথি সম্পর্কে তাদের নেগেটিভ ধারণা গুলো বদলাতে থাকে আর এভাবেই হোমিওপ্যাথি তার নিজস্ব মহিমায় প্রমাণ দিয়ে এগিয়ে চলছে যুগ থেকে যুগান্তরে.......

আগামীকাল শুক্রবার হচ্ছে ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। কুমিল্লায় রোগী দেখার টাইম, মাসে একদিন। অনেক পেশেন্ট তারিখটা ভুলে...
08/05/2025

আগামীকাল শুক্রবার হচ্ছে ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার। কুমিল্লায় রোগী দেখার টাইম, মাসে একদিন। অনেক পেশেন্ট তারিখটা ভুলে যায়। সকাল আটটা থেকে রোগী দেখা হবে রাত আটটা পর্যন্ত।কুমিল্লার ঠিকানায় যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন।

Beauty of Homeopathy.  This is a practical proof of the second aphorism of Dr. Samuel Hahnemann's Organon of Medicine.
04/05/2025

Beauty of Homeopathy. This is a practical proof of the second aphorism of Dr. Samuel Hahnemann's Organon of Medicine.

প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েই হোমিওপ্যাথি মানুষের আস্তা অর্জন করেছে.. আমার চেম্বারে কখনই এমনটা হয়নি, একটা পেশেন্ট খুব মন...
26/04/2025

প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েই হোমিওপ্যাথি মানুষের আস্তা অর্জন করেছে..

আমার চেম্বারে কখনই এমনটা হয়নি, একটা পেশেন্ট খুব মনোযোগ সহকারে দেখলাম। তারপর ওষুধ দেয়ার পর পেশেন্টের মা কমপ্লিন করল, স্যার, রোগী আপনার ওষুধটা নিতে চাচ্ছে না। আমি বললাম কেন? তাকে ডাকুন, তাকে জিজ্ঞেস করার এক পর্যায়ে সে বলল, দেখুন আমি পিজি( বিএসএমএমইউ) হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছি।
সবাই এক বাক্যে বলেছিল অপারেশন ছাড়া হবে না, কিন্তু আপনি বললেন যে ওষুধ খেলে সমাধান হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি তারা ভুল বলল? আমি বললাম তাই তো! তোমার ইচ্ছা কি? বলল আমি ওষুধ নিতে চাচ্ছি না, আমি অপারেশন করাবো। ব্যসতো, তুমি ভিজিট টা দিয়ে চলে যাও, তারপর কিছুটা ইতস্তত করে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পেশেন্টের মা ওষুধটা নিল। উনাকে বললাম কষ্ট করে এই ডোজটা আপনি তাকে সেবন করান, পরবর্তীতে সে -ই আপনাকে এই চেম্বারে নিয়ে আসার জন্য তাগাদা দিবে।তারপর এক মাস পরের ঘটনা। রোগী আবার আসলো, তার অনেক উন্নতি হয়েছে। প্রবলেমটা ছিল ইউরেথ্রাল স্ট্রিকচার(LUTS)। পেশেন্টের মাকে জিজ্ঞেস করলাম আপনি তাকে নিয়ে আসছেন, না সে-ই আপনাকে নিয়ে আসলো? বলল, না সে নিজেই স্বীকার করেছে, ওষুধ সেবনের পর তার অনেক ভালো লাগছে এবং তার যে ধারণা ছিল সে ধারণাটা পরিবর্তন হয়েছে, সেজন্য সে আমাকে রিকোয়েস্ট করলো যে আমার ওষুধ শেষ হয়েছে, আমি আবার ওষুধ আনতে যাব, তুমি আমার সাথে যেতে হবে। আমি কিন্তু আপনাকে তাই বলছিলাম রুগী আপনাকে আবার এখানে আসার জন্য তাগাদা দিবে, তাহলে আমার কথাটা সত্যি হলো!হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের ধারণা গুলো ঠিক এরকমই! যে তারা বিশ্বাস করতে চায় না যে হোমিওপ্যাথিতে এইসব ক্ষেত্রে কোন ভূমিকা আছে কিনা? কিন্তু প্র্যাকটিক্যালি যখন তাদের উন্নতি হয় তখনই তাদের ভুল ধারণাগুলো ভেঙে যায় এবং বিশ্বাস জন্মে যে, না আসলেই এটা দ্বারা আমাদের উপকার হচ্ছে, অবিশ্বাস করার কিছু নেই। চিকিৎসার পূর্বে অনেক রোগীই আমাদেরকে বাকা চোখে দেখে আর যখনই উপকার পায় তখন হোমিওপ্যাথি জিন্দাবাদ!
👍পুরনো পোস্ট, ফেসবুক প্রোফাইলে ছিল, এখন পেইজে
👍বর্তমানে রোগী ঔষধ ছাড়াই ভালো আছে অনেক দিন যাবত।

ডাঃ মোঃ রুহুল আমিন
বি,এইচ,এম,এস(ঢাবি)
এমপিএইচ(বাউবি)
লেকচারার,ক্রনিক ডিজিজ, মেডিসিন বিভাগ
সরকারী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মিরপুর ১৪,ঢাকা।
মোবাইল ০১৭১৬৬২০০৯৭

14/04/2025

সবাইকে নতুন বাংলায় নব বর্ষের শুভেচ্ছা। সুস্থ ও সুন্দর থাকুন এই শুভকামনা সব সময় ❤️

এই মাসে কুমিল্লার চেম্বারের তারিখ পরিবর্তন: সাধারণত প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার কুমিল্লার চেম্বার করে থাকি। এই মাসে কু...
01/04/2025

এই মাসে কুমিল্লার চেম্বারের তারিখ পরিবর্তন:

সাধারণত প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার কুমিল্লার চেম্বার করে থাকি। এই মাসে কুমিল্লা চেম্বারের সময় হচ্ছে দ্বিতীয় শুক্রবার ১১ /৪/২০২৫ কিন্তু ঈদের ছুটি থাকায় ওই তারিখের পরিবর্তে এই মাসের ৪/৪/২৫ ইং তারিখে কুমিল্লার চেম্বার রোগী দেখা হবে। এ মাসে তারিখ পরিবর্তন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
সবাই সুস্থ ও সুন্দর থাকুন এ শুভকামনা প্রতিনিয়ত।

সবাইকে ঈদের শুভেচ্ছা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ, এই ত্যাগের মহিমায় সারা জীবন অতিবাহিত হোক এই প্রত্যাশা র...
30/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ, এই ত্যাগের মহিমায় সারা জীবন অতিবাহিত হোক এই প্রত্যাশা রইল। সবাই সুস্থ ও সুন্দর থাকুন, ঈদ মোবারক ❤️❤️

🎇 ঈদের ছুটি 🎇পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮/ ৩ /২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার থেকে আগামী ৪/৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত ঢাকার...
21/03/2025

🎇 ঈদের ছুটি 🎇

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮/ ৩ /২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার থেকে আগামী ৪/৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত ঢাকার চেম্বার বন্ধ থাকবে। আজ শুক্রবার দুপুর ২ টা থেকে পাঁচটা পর্যন্ত চেম্বার খোলা থাকবে। বন্ধের সময় যাদের প্রয়োজনীয় ওষুধ দরকার তারা অগ্রিম যোগাযোগ করে ওষুধ নিয়ে রাখুন।
সুস্থতায় কাটুক ঈদের আনন্দ এই প্রত্যাশা সবসময়❤️

Address


Opening Hours

Monday 16:00 - 21:30
Tuesday 16:00 - 21:30
Wednesday 16:00 - 21:30
Thursday 16:00 - 21:30
Friday 16:00 - 21:30
Saturday 16:00 - 21:30

Telephone

+8801716620097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Ruhul Amin:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share