
17/07/2024
সবে মাত্রই তো ১৮ বছর বয়স তোমার এখনি প্রেম করতে চাও কেনো তুমি? প্রেম করার জন্য, আরেকজনের সাথে থাকার জন্য তো বাকি জীবন পড়েই আছে! তার আগে কিছুদিন নিজের সাথে থাকো!
সকালে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে স্যারের কাছে পড়তে যাও, সারারাত জেগে হোমওয়ার্ক করো, পড়তে পড়তে নিউটন আইন্সটাইনকে দুইটা গালি দাও, ক্লাস বাংক দাও, আম্মার কাছে ডিম না খেয়ে মাংস খাওয়ার জন্য বায়না ধরো, সাইকেল কেনার জন্য বাপের কাছে ঘ্যানঘ্যান করো...
ভার্সিটিতে ভর্তি হও, বন্ধুদের সাথে আড্ডা দাও, সারারাত জেগে থেকে সকালে নাস্তা খেয়ে ঘুমাতে যাও, রুটিন ছাড়া জীবন কাটাও, সবাই যা করবে তার উল্টা কাজ করো, লেট করে ক্লাসে যাও, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মানুষের সাথে মিশো, মানুষের জীবনের গল্প শোনে, যখন যেখানে ইচ্ছা হারায়ে যাও, যা ইচ্ছা হয় করো...
ভালোবাসা খুঁজে বেড়ায়ো না, ভালোবাসা যখন আসার এমনিই আসবে! কখন আসবে বুঝতেও পারবা না!
আগে নিজের প্রেমে পড়ো, নিজের সাথে ডেট করো, নিজেকে টাইম দাও! নিজেকে প্রস্তুত করো, যখন ভালোবাসা আসবে তখন যাতে ওই মানুষটাকে অনেক ভালোবাসা দিতে পারো... নিজেকে ভালো না বেসে আরেকজনকে ভালোবাসতে যায় বোকারা!!
~ধন্যবাদ ☺