14/06/2025
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
আন্তরিক ভাবে কৃতজ্ঞ যারা প্রতি ৪ মাস পর পর সেচ্চায় রক্তদান করছেন।
নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।
আর নয় বলিদান
রক্তদানে বাঁচবে প্রাণ।
জীবনের জন্য রক্ত।