Md.Tanbir Ahammed

Md.Tanbir Ahammed Alhamdulillah ❤️

06/01/2025

সাধারণত ইউরিনারি ট্রাক ইনফেকশন বলতে,কিডনি , ইউরেটার,ব্লাডার,ইউরেথ্রার সংক্রামক রোগকে বুঝায়!রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে!

UTI (Urinary Tract Infection)
UTI (Urinary Tract Infection)

প্রকারভেদ:
Lower UTI- Infection Of the bladder(Cystitis)(মুত্রথলিতে সংক্রামক হয়ে থাকে)
Upper UTI- Pyelonephritis(কিডনিতে সংক্রামক)
Recurrent UTI- Re infection depends age and sex(পুন: সংক্রামক)
Uncomplicated UTI- Infection Urinary tract with kidney Function Normal.(মুত্র নালিতে সংক্রামক)
Complicated UTI- Anatomical, Functional or Pharmacologycal Resistance, Treatment Failure. Abnormal Urinary tract.(যখন ট্রিটমেন্ট ফেইলর হয়ে,ব্যাক্টেরিয়া ভিত্তি স্থাপন করে)
Signs and Symptoms:(লক্ষন)
Fever(জ্বর আসতে পারে)
Urinary Frequency
Urgency
Dysuria
Oligouria(অল্প অল্প মুত্র বার বার হতে পারে)
Hematuria(মুত্রের সাথে রক্ত)
Painful frequent passing of only small amount of urine.(প্রসাব করার সময়ে জ্বালাপোড়া করা)
Foul-Smelling cloudy urine(প্রসাবে দু:গন্ধ ও রং মেঘাটে)
Urinary incontinence
Suprapubic or loin pain(তলপেট ও পিছনে ব্যাথা)
Rigors
Pyrexia
Nausea +Vomiting.(বমি বমি ভাব ও বমি আসতে পারে)
Vaginal dicharge(মেয়েদের সাদা শ্রাব দেখা দিতে পারে)
Headache(মাথা ব্যথা করতে পারে) etc
Aetiology :কারন:
ইউরিনারি ট্রাক ইনফ্রাকশন সাধারনত ব্যাক্টেরিয়া, ভাইরাল,ছত্রাক জনিত কারণে হয়ে থাকে।
Escherichia Coli- 68%
Proteus-12%
Klebsiella-4%
Enterococcus-6%
Staphylococcus -10%
D/D:
Postmenopausal women with atrophic vaginitis and urethritis.
Candida Albicans
Herpes simplex
Chlamydia
Enlarged prostate. etc
Complication : কি কি জটিলতা হতে পারে,
Renal Failure
Septicaemia
Hydronephrosis
Pyonephrosia
Intrarenal abcess
Pyelonephritis
Risk Factor:( যারা ঝুকিতে আছেন,ইউ টি আই হওয়ার)
Diabetics (ডায়াবেটিস রোগিরা)
MultipleSexual (বহুগামিতা) partner
Buccal and A**l coitus sex(যারা পায়ুপথ ও মুখে সেক্স করেন)
Lesbianism(মেয়ে মেয়ে হোমো সেক্স)
BPH(প্রসেটেড এর গ্রন্থি বৃদ্ধি)
Less water drinking(যারা অল্প পানি পান করেন)
Urineray Catheteriization(মুত্র নালিতে ক্যাথেটার)
Child or Babies UTI:(বাচ্চাদের ক্ষেত্রে)
High Fever(তীব্র জ্বর আসতে পারে)
Chills(শরীর ঠান্ডা হয়ে যেতে পারে)
Not eating properly (কিছুই খেতে চায়না)
Irritability
Babies Crying(বাচ্চারা কান্না করে থাকে)
Pregnant Mother UTI: (গর্ভবতী মায়েদের)
গর্ভবতী মায়েদের প্রায় বেশির ভাগ UTI হয়ে থাকে।
Lower Abdomen pain(তলপেট এ ব্যাথা)
LBP(পিছনে ব্যাথা)
Fever(জ্বর এসে থাকে)
Investigation :
Urine R/M/E
Urine C/S
CBC
Serium Creatinine
X-ray KUB resion
USG-KUB
Management :
Antibiotics Therapy,

-Amoxicillin+Clavulanic Acid or
-Nitrofurantoin or
-Ciprofloxacin or
-Cefuroxime+Clavulanic Acid or
-Cefixime or
-Ceftriaxone or
-Gentamicin. etc
Preventation:
প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে।
সময়মত মুত্র নিস্কাশন করতে হবে।
স্বামী -স্ত্রী বা সেক্স করার আগে ও পরে প্রসাব করতে হবে।
বহু কামিতা( বহু যৈনতা পরিহার)
প্রয়োজনে কনডম ব্যবহার
ওরাল ও পায়ুপথে সেক্স এভায়েড করতে হবে
সচরাচর ইউরিনারি ক্যাথেটার করা যাবে না
পর্যাপ্ত তরল খাবার খেতে হবে।
শুকনো খাবার পরিহার
সেক্সয়াল ট্রান্সমিটেড রোগগুলোর সচেতনতা বাড়াতে হবে।
কিডনির অসুখের চিকিৎসা নিতে হবে।
ভিটামিন সি ও স্টোবিরি জাতীয় খাবার খেতে হবে,এতে ইউরিনারি ট্রাকে এন্টিসেপটিক হিসাবে কাজ করে। ইত্যাদি

30/11/2024
শ্রদ্ধেয় শিক্ষিকা,আজ আমরা ভীষণ ভরাক্রান্ত মন নিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনার স্নেহ, মমতা, এবং অমূল্য জ্ঞান আমাদের জীবন...
30/11/2024

শ্রদ্ধেয় শিক্ষিকা,
আজ আমরা ভীষণ ভরাক্রান্ত মন নিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনার স্নেহ, মমতা, এবং অমূল্য জ্ঞান আমাদের জীবনে আলো হয়ে থাকবে। আপনি শুধু একজন শিক্ষিকা নন, ছিলেন আমাদের পথপ্রদর্শক।

আমরা আপনার অনুপ্রেরণা এবং শিক্ষা চিরদিন মনে রাখব। যেখানে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Tanbir Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram