25/06/2025
📌অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন—কিন্তু রোগ ভালো হচ্ছে না। ডাক্তার বদলিয়েছেন কয়েকজন, সবরকমের পরীক্ষা-নিরীক্ষা করা শেষ—কিন্তু সমস্যাটা আসলে কী এটাই ধরা পড়ছে না এখনো; সব রিপোর্ট নরমাল!
📌কী, অবাক হচ্ছেন! ভাবছেন শরীর অসুস্থ, তাহলে মেডিক্যাল রিপোর্ট কেনো নরমাল? আপনি বুকের ব্যাথায় ঘুমাতে পারেন না, মাথা ব্যথায় এদিক সেদিক ছুটোছুটি করেন, পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না, জ্বরে শরীরে কাঁপুনি ধরে যায়, খেতে পারেন না কিছুই, ঘরে ঢুকলেই শরীর অস্থির হয়ে ওঠে—আর ডাক্তার কিনা বলছে আপনার কোনো সমস্যাই নেই!
আসলে আপনার সমস্যা ঠিকই আছে। কিন্তু এটা ক্লিনিক্যাল টেস্টে খুঁজে পাওয়ার মতো কোনো সমস্যা না। আর টেস্টে খুঁজে পেলেও এর প্রতিকার খুঁজতে হবে অন্য জায়গায়। দুটি হাদিস শুনুন—
জাবের রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر
অর্থ: বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহিহ আল জামে; শাইখ আলবানী রহ.সহীহ বলেছেন : ১২৪৯)
অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটকে যখন বদ নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয় ।
জাবের রা. থেকে বর্ণিত যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره بالعين
অর্থ: আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)
এই দুটি হাদিস থেকে বোঝা যায়, বদনজরের কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনকি এসব সমস্যা এতটাই প্রকট হতে পারে যে, এর প্রভাবে মৃত্যুও হতে পারে।
এ ছাড়া জ্বীন-যাদুর প্রভাবেও আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদুর প্রভাবে অসুস্থ হয়ে যাওয়ার কথা তো আমরা সকলেই জানি।
সুতরাং এসব সমস্যা থেকে মুক্তির জন্য অবশ্যই আপনাকে কুরআন-হাদিসে বর্ণিত পদ্ধতি অবলম্বন করেই চিকিৎসা নিতে হবে। নবীজি অসুস্থ হলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রুকইয়াহ করে দিয়েছেন। নবিজি নিজেও বিভিন্ন সময় রুকইয়াহ করার নির্দেশ দিয়েছে।
পরামর্শের জন্য আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে 01612-877464) মেসেজ করতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন।
ধানমন্ডি ব্রাঞ্চ: বিল্ডিং সি (নিচ তলা), বাসা নং – ৯১/১, রোড নং – ১১এ, ধানমন্ডি, ঢাকা – ১২০৯। মোবাইল: 01612877464 , গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/hDDwUMEPKdq
বনানী ব্রাঞ্চ: চান্দিওয়ালা ম্যানশন, ২য় তলা (লিফটের ২), বাসা নং - ৩২, ব্লক - জি, রোড - ১১, বনানী, ঢাকা - ১২১৩ । মোবাইল :: 01610445262, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/CGFu6QmgRUx
উত্তরা ব্রাঞ্চ: বাসা নং – ১৫, সেক্টর নং - ৭, রোড নং - ৩১, (মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজে এর নিচ তলা)। মোবাইল :: 01889992870, গুগোল লোকেশন লিঙ্কঃ https://goo.gl/maps/cLy9RW4nLFyyiLPc6
মোহাম্মদপুর ব্রাঞ্চ (বিশেষায়িত রুকইয়াহ হাসপাতাল): রহমান হামদান, বাসা নং - ২৫২/৩/এ, রোড নং - ৬, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল :: 01894430662, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/jNv4YndSJdib7QLw9
আফতাব নগর ব্রাঞ্চ: শায়লা ম্যানশন, ২য় তলা (লিফটের ১), বাসা নং - ০২, রোড - ০৪, ব্লক - সি, আফতাব নগর, ঢাকা - ১২১২। (আফতাব নগর মেইন রোডে "সি ব্লকের মাথায়" ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ভিশন এর শোরুম এর বিপরীত পাশের রাস্তায় "হলুদ বিল্ডিং"।) মোবাইল :: 01889992878, গুগোল লোকেশন লিঙ্কঃ https://maps.app.goo.gl/wmKGZYAouF9Bavhm6?g_st=awb
দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।
হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন : https://shorturl.at/Rzfex