Priyojon Nibas - প্রিয়জন নিবাস

Priyojon Nibas - প্রিয়জন নিবাস নিরাপদ আশ্রয়, সুরক্ষিত জীবন – প্রিয়জন নিবাস
(1)

30/06/2025
29/06/2025

আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশি খুশি করা যায় যেভাবে

ডিমেনশিয়া (Dementia) একটি স্নায়বিক রোগ, যা মানুষের স্মৃতি, চিন্তা-ভাবনা, ভাষা, আচরণ এবং দৈনন্দিন কাজের ক্ষমতাকে ধীরে ধ...
23/06/2025

ডিমেনশিয়া (Dementia) একটি স্নায়বিক রোগ, যা মানুষের স্মৃতি, চিন্তা-ভাবনা, ভাষা, আচরণ এবং দৈনন্দিন কাজের ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আক্রান্ত ব্যক্তি তার নিজের নাম, আত্মীয়-স্বজন, এমনকি কোন বস্তু বা স্থান চিনতে পারে না। একটি সময় আসে, যখন তিনি বাথরুম আর বেডরুমের পার্থক্যটাও করতে পারেন না, ঠিকমতো কথা বলতে পারেন না বা নিজের কাপড় পরার দরকারটাও ভুলে যান।

অনেকেই ভাবেন এই মানুষগুলো পাগল হয়ে গেছে, অথচ বাস্তবতা হচ্ছে—তারা পাগল না, তারা অসুস্থ। আর এই অসুস্থতাকে বোঝা, সম্মান করা এবং যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।

🔶 ঠিক এই কারণেই ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়েছে ‘প্রিয়জন পয়েন্ট’ — একটি পূর্ণাঙ্গ মেমোরি কেয়ার হোম।

এখানে ডিমেনশিয়া আক্রান্ত প্রবীণদের জন্য গড়ে তোলা হয়েছে একটি বিশেষায়িত নিরাপদ আবাসিক পরিবেশ, যেখানে—

✅ প্রতি মুহূর্তে প্রশিক্ষিত কেয়ারগিভারদের সার্বক্ষণিক সহচরতা থাকে
✅ বাথরুম, বেডরুম, খাবার, গোসল—সবকিছুতেই রয়েছে গাইডিং সাপোর্ট
✅ প্রবীণদের বারবার প্রশ্ন করা, ভুল করা, কিংবা দুর্ঘটনাক্রমে প্রস্রাব-পায়খানা করে ফেললেও তাদের প্রতি কোন রকম অসম্মান দেখানো হয় না
✅ প্রতিটি সদস্যকে মানুষ হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে দেখা হয়

🧠 মেমোরি কেয়ার হোমে কী ধরনের সেবা দেওয়া হয়?

২৪ ঘণ্টা মনিটরিং এবং কেয়ার
হাইজিন ও স্যানিটেশন সহায়তা
মেন্টাল স্টিমুলেশন এক্টিভিটিজ (ব্রেন গেম, সাদামাটা চর্চা, গল্প বলা ইত্যাদি)
মেডিকেল সাপোর্ট ও রেগুলার চেকআপ
পুষ্টিকর খাবারের নিয়মিত ব্যবস্থা

পরিবার থেকে দূরে থাকলেও যেন ভালোবাসা ও যত্নের অভাব না থাকে, সেই নিশ্চয়তা

🎯 কেন ‘প্রিয়জন পয়েন্ট’ ব্যতিক্রম?
কারণ এখানে কেয়ার শুধু দায়িত্ব নয়, বরং এটি ভালোবাসা, ধৈর্য ও সম্মান দিয়ে গড়ে তোলা সম্পর্ক। আমরা বিশ্বাস করি, প্রবীণদের এই কঠিন সময়ে সবচেয়ে দরকার তাদের 'নিজের মতো করে বাঁচতে দেওয়া'।

📌 যোগাযোগ করুন:
📍 ঠিকানা: প্রিয়জন পয়েন্ট, শাহ আলী বাগ, মিরপুর ১, ঢাকা
📞 কল করুন: 01994-888999
🌐 www.priyojonpoint.com

“ভুলে যাওয়া স্মৃতিগুলোকে যত্নে রাখি, প্রিয়জনের মতোই পাশে থাকি।”

👩‍👧‍👦 সমাজে এমন অনেক মা আছেন, যারা শুধুই মা নন –তারা বাবার মতোই সারা দিন পরিশ্রম করেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তে নিঃস্বার্থ...
16/06/2025

👩‍👧‍👦 সমাজে এমন অনেক মা আছেন, যারা শুধুই মা নন –
তারা বাবার মতোই সারা দিন পরিশ্রম করেন, সন্তানদের ভবিষ্যৎ গড়তে নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেন।

🔸 বাবা না থাকলেও ভালোবাসা, নিরাপত্তা ও দায়িত্বে কোনো ঘাটতি রাখেন না এসব মায়েরা।
🔸 সন্তানদের হাসিমুখই তাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য।
🔸 সংসার চালানো থেকে শুরু করে সন্তান মানুষ করা—সবটাই একা কাঁধে নেন।

❤️ আজকের এই বাবা দিবসে, হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা এমন সব মা-বাবা রূপী মায়েদের।

📌 Priyojon Point সবসময় এমন আত্মত্যাগী মানুষের পাশে আছে –
যারা ভালোবাসা দিয়ে পরিবার গড়ে তোলে।

📢 আপনি কি এমন কোনো মাকে চেনেন?
তাকে শুভেচ্ছা জানান আজই! 👇


#প্রিয়জন_পয়েন্ট #বাবা_দিবস #মা_হলেও_বাবা

প্রিয়জন পয়েন্ট – ভালোবাসায় গড়া একটি পরিবার
📞 যোগাযোগ: 01940-101080
📍 মিরপুর ১, শাহ আলীবাগ, ঢাকা
🌐 www.priyojonpoint.com
📍 Location: https://maps.app.goo.gl/txT76vW81dYgmPUV7

"বয়স যত বাড়ে, মানুষের চাহিদা ততটা বাড়ে না…কিন্তু একটা জিনিসের অভাব প্রবল হয়—ভালোবাসা, সম্মান আর যত্ন।""আজকের বিশ্বে লাখো...
15/06/2025

"বয়স যত বাড়ে, মানুষের চাহিদা ততটা বাড়ে না…
কিন্তু একটা জিনিসের অভাব প্রবল হয়—
ভালোবাসা, সম্মান আর যত্ন।"

"আজকের বিশ্বে লাখো প্রবীণ মানুষ প্রতিদিন নির্যাতন, অবহেলা ও একাকীত্বের শিকার।
কেউ তাদের সঙ্গে কথা বলে না, কেউ পাশে বসে না।
তাদের অভিজ্ঞতা আজ মূল্যহীন, ভালোবাসা আজ দূরের বিষয়।"

"প্রতিবছর ১৫ই জুন পালিত হয় — বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
এই দিন আমাদের মনে করিয়ে দেয়—
প্রবীণদের অধিকার রক্ষায়, তাদের ভালোবাসায় ঘেরা একটি জীবন নিশ্চিত করতে আমাদেরই এগিয়ে আসতে হবে।"

"একটু সময় দিন, একটু শুনুন, একটু বুঝুন…
কারণ আজ আমরা যাদের 'বুড়ো' বলে দূরে রাখছি, কাল আমরাও হবো সেখানেই।"

"Priyojon Point-এ আমরা বিশ্বাস করি—
ভালোবাসায় গড়া একটি পরিবার।
এখানে প্রবীণরা পান যত্ন, চিকিৎসা, নিরাপত্তা আর ভালোবাসার ছায়া।"

"আসুন, প্রবীণদের পাশে দাঁড়াই।
একটা মমতাময় পৃথিবী গড়ি—
যেখানে বয়স কখনো বোঝা নয়, সম্মানের প্রতীক।"

📞 যোগাযোগ করুন আজই
📍 Darus Salam Road, Mirpur-1, Dhaka
📱 01994-888999
🌐 www.priyojonpoint.com

একটু ভালোবাসা, একটু যত্ন… জীবনটা বদলে যেতে পারে।

14/06/2025

👨‍👧‍👦 বিশ্ব বাবা দিবস উপলক্ষে শ্রদ্ধা আর ভালোবাসা সেই মানুষটির জন্য,
যিনি নিঃশব্দে কাঁধে তুলে নেন আমাদের সব দায়িত্ব।
বাবা মানে আশ্রয়, ভরসা আর ভালোবাসার ছায়া।
তাঁর একটুকু হাসি আমাদের জীবনের শান্তি।
আজকের দিনটি হোক সব বাবার প্রতি কৃতজ্ঞতার নিবেদন। 💙

#বিশ্ব_বাবা_দিবস

প্রিয়জন পয়েন্ট – বাবা মায়ের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভালোবাসায় ভরা জীবন নিশ্চিত করতে।🔹 আমাদের ৩ ধরনের কেয়ার প্...
13/06/2025

প্রিয়জন পয়েন্ট – বাবা মায়ের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভালোবাসায় ভরা জীবন নিশ্চিত করতে।

🔹 আমাদের ৩ ধরনের কেয়ার প্রোগ্রাম রয়েছে:

🏡 Residency Senior Home – সুস্থ প্রবীণদের জন্য বাসস্থান ও যত্ন

🤝 Assisted Living Care Home – অসুস্থ প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা ও সহায়তা

🧠 Memory Care Home – ডিমেনশিয়া বা আলঝেইমার রোগীদের জন্য বিশেষ যত্ন

বাংলাদেশে ডিমেনশিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 📊 ডিমেন...
04/06/2025

বাংলাদেশে ডিমেনশিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

📊 ডিমেনশিয়ার বর্তমান চিত্র (২০২০):

মোট রোগী: প্রায় ১১ লাখ প্রবীণ ব্যক্তি ডিমেনশিয়ায় আক্রান্ত।
নারী রোগীর হার: এর মধ্যে ৭৫% নারী, অর্থাৎ প্রায় ৮.৩ লাখ।
পুরুষ রোগীর হার: প্রায় ২.৮ লাখ।

প্রাদুর্ভাবের হার: ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ১২ জনে ১ জন, অর্থাৎ ৮% প্রবীণ ডিমেনশিয়ায় আক্রান্ত।

📈 ভবিষ্যৎ পূর্বাভাস:

২০২৫ সালের মধ্যে: রোগীর সংখ্যা ১৩.৭ লাখ ছাড়িয়ে যেতে পারে।
২০৪১ সালের মধ্যে: এই সংখ্যা দ্বিগুণ হয়ে ২৪ লাখ ছাড়িয়ে যেতে পারে।

🔍 ঝুঁকিপূর্ণ গোষ্ঠী:

বয়স: ৯০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি ৯ গুণ বেশি।
লিঙ্গ: নারীদের মধ্যে পুরুষদের তুলনায় ডিমেনশিয়ার হার দ্বিগুণ।
শিক্ষা: যারা প্রাথমিক শিক্ষাও সম্পন্ন করেননি, তাদের মধ্যে ঝুঁকি ৩ গুণ বেশি।

⚠️ কেন এটি গুরুত্বপূর্ণ?

ডিমেনশিয়া শুধু স্মৃতিভ্রষ্টতা নয়; এটি ব্যক্তির দৈনন্দিন জীবনযাপন, আত্মনির্ভরতা এবং মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। বাংলাদেশে এই রোগ সম্পর্কে সচেতনতা কম, ফলে অনেকেই দেরিতে রোগ নির্ণয় করেন, যা চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে।

✅ করণীয়:

সচেতনতা বৃদ্ধি: ডিমেনশিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।
প্রশিক্ষণ: পরিচর্যাকারী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান।
পরিচর্যা কেন্দ্র: বিশেষায়িত ডিমেনশিয়া কেয়ার হোম স্থাপন।
গবেষণা: রোগের কারণ ও প্রতিকার নিয়ে গবেষণা বৃদ্ধি।

ডিমেনশিয়া মোকাবেলায় পরিবার, সমাজ, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এটি শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়, বরং একটি সামাজিক ও মানবিক চ্যালেঞ্জ।

এই ধরনের প্রবীণদের যেকোনো সেবা নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন +8801994-888999 ওয়েবসাইট : www.priyojonnibas.com

Address

Tejgaon

Telephone

+8801940101080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyojon Nibas - প্রিয়জন নিবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Priyojon Nibas - প্রিয়জন নিবাস:

Share