23/06/2025
ডিমেনশিয়া (Dementia) একটি স্নায়বিক রোগ, যা মানুষের স্মৃতি, চিন্তা-ভাবনা, ভাষা, আচরণ এবং দৈনন্দিন কাজের ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আক্রান্ত ব্যক্তি তার নিজের নাম, আত্মীয়-স্বজন, এমনকি কোন বস্তু বা স্থান চিনতে পারে না। একটি সময় আসে, যখন তিনি বাথরুম আর বেডরুমের পার্থক্যটাও করতে পারেন না, ঠিকমতো কথা বলতে পারেন না বা নিজের কাপড় পরার দরকারটাও ভুলে যান।
অনেকেই ভাবেন এই মানুষগুলো পাগল হয়ে গেছে, অথচ বাস্তবতা হচ্ছে—তারা পাগল না, তারা অসুস্থ। আর এই অসুস্থতাকে বোঝা, সম্মান করা এবং যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।
🔶 ঠিক এই কারণেই ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়েছে ‘প্রিয়জন পয়েন্ট’ — একটি পূর্ণাঙ্গ মেমোরি কেয়ার হোম।
এখানে ডিমেনশিয়া আক্রান্ত প্রবীণদের জন্য গড়ে তোলা হয়েছে একটি বিশেষায়িত নিরাপদ আবাসিক পরিবেশ, যেখানে—
✅ প্রতি মুহূর্তে প্রশিক্ষিত কেয়ারগিভারদের সার্বক্ষণিক সহচরতা থাকে
✅ বাথরুম, বেডরুম, খাবার, গোসল—সবকিছুতেই রয়েছে গাইডিং সাপোর্ট
✅ প্রবীণদের বারবার প্রশ্ন করা, ভুল করা, কিংবা দুর্ঘটনাক্রমে প্রস্রাব-পায়খানা করে ফেললেও তাদের প্রতি কোন রকম অসম্মান দেখানো হয় না
✅ প্রতিটি সদস্যকে মানুষ হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে দেখা হয়
🧠 মেমোরি কেয়ার হোমে কী ধরনের সেবা দেওয়া হয়?
২৪ ঘণ্টা মনিটরিং এবং কেয়ার
হাইজিন ও স্যানিটেশন সহায়তা
মেন্টাল স্টিমুলেশন এক্টিভিটিজ (ব্রেন গেম, সাদামাটা চর্চা, গল্প বলা ইত্যাদি)
মেডিকেল সাপোর্ট ও রেগুলার চেকআপ
পুষ্টিকর খাবারের নিয়মিত ব্যবস্থা
পরিবার থেকে দূরে থাকলেও যেন ভালোবাসা ও যত্নের অভাব না থাকে, সেই নিশ্চয়তা
🎯 কেন ‘প্রিয়জন পয়েন্ট’ ব্যতিক্রম?
কারণ এখানে কেয়ার শুধু দায়িত্ব নয়, বরং এটি ভালোবাসা, ধৈর্য ও সম্মান দিয়ে গড়ে তোলা সম্পর্ক। আমরা বিশ্বাস করি, প্রবীণদের এই কঠিন সময়ে সবচেয়ে দরকার তাদের 'নিজের মতো করে বাঁচতে দেওয়া'।
📌 যোগাযোগ করুন:
📍 ঠিকানা: প্রিয়জন পয়েন্ট, শাহ আলী বাগ, মিরপুর ১, ঢাকা
📞 কল করুন: 01994-888999
🌐 www.priyojonpoint.com
“ভুলে যাওয়া স্মৃতিগুলোকে যত্নে রাখি, প্রিয়জনের মতোই পাশে থাকি।”