11/12/2023
সুস্থ ও সবল বাঁচ্চা জন্ম হয় যদি গর্ভবতী মায়ের শরীর সুস্থ ও সবল থাকে। একজন সুস্থ গর্ভবতী মা পারে সুস্থ বাঁচ্চা জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের সাস্থ ভালো থাকলে বাঁচ্চার সাস্থ্যও ভাল থাকবে... এইজন্য গর্ভাবস্তায় ও বাঁচ্চা প্রসবের পর মাকে প্রোটিন ও নিউট্রিশন সমৃদ্ধ খাদ্য খাওয়াতে হবে... কারন মায়ের দেহের ও বুকের দুধের মাধ্যমে বাঁচ্চা খাবার গ্রহন করে থাকে... তাই মায়ের শরীরের প্রোটিন ও পুষ্টির চাহিদা মেটাতে NuSoy এনেছে "NuSoy Mother Care "
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯১৫-১০২৪৩৫ এবং ০১৮১৫-০৬৬৩৭৬ (Imo) এই নম্বরে।
"NuSoy Mother Care " এর কিছু উপকারিতাঃ
# গর্ভাবস্তায়ঃ.....মায়ের শরীরে প্রোটিন/ আমিষের ঘাটতি পূরন করে.....মায়ের শরীরে পুষ্টির ঘাটতি পূরন করে.....মায়ের দেহে প্রচুর এনার্জি দেয় এবং দুর্বলতা দূর করে.....মায়ের দেহের মাধ্যমে গর্ভের বাঁচ্চার প্রোটিনের চাহিদা
পূরন করে ফলে বাঁচ্চার বৃদ্ধি ও মেধার বিকাশ হয়.....গর্ভকালীন ডায়াবেটিসের ঝুকি কমায়.....মায়ের শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখে.....যথেষ্ট পুষ্টি পায় বলে গর্ভের বাঁচ্চা সুসাস্থ্যের অধিকারী হয়
# বাঁচ্চা প্রসবের পরঃ.....মায়ের বুকে দুধের উৎপাদন বাড়ায় ফলে বাঁচ্চা যথেষ্ট দুধ
পায়.....বুকের দুধে প্রোটিন বা আমিষের পরিমান ঠিক থাকায়
বাঁচ্চার দৈহিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়.....মায়ের দেহে প্রচুর এনার্জি দেয় এবং দুর্বলতা দূর করে
সুতরাং মাকে নিয়মিত "NuSoy Mother Care " খাওয়ালে মায়ের দেহে আমিষ বা প্রোটিনের এবং পুষ্টির চাহিদা মিটবে এবং মা থাকবে সুস্থ...আর মা সুস্থ থাকলে অবস্যই সুস্থ বাচ্চার জন্ম হবে...বাঁচ্চা হবে বুদ্ধিমান......মেধাবী। তাই আজ থেকেই গর্ভবতী ও প্রসুতী মাকে খাওয়ান "NuSoy Mother Care "
যোগাযোগঃ ০১৯১৫-১০২৪৩৫ এবং ০১৮১৫-০৬৬৩৭৬ (Imo)