নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিসিন সার্ভিস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিসিন সার্ভিস

নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিসিন সার্ভিস কম খরচে নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিস?

আপনার সন্তানের প্রতি আরো যত্নবান হোন, এইসব বিষয়গুলো লক্ষ্য রাখুন।
17/06/2022

আপনার সন্তানের প্রতি আরো যত্নবান হোন, এইসব বিষয়গুলো লক্ষ্য রাখুন।

শুধু আপনার কথা নয়:
✔ আপনার কণ্ঠস্বর
✔ আপনার তাকানোর ধরণ
✔ আপনার একটু সহায়তা

আপনি আপনার সন্তানের সাথে যেভাবে কথা বলেন তা শুধু মাত্র তাকে অন্যদের সাথে কথোপকথন শেখায় না, এটা তাদের মানসিক বিকাশ তৈরি করে এবং তারা পরবর্তী জীবনে কীভাবে সম্পর্ক তৈরি করবে তা নির্ধারিত করে।

এই সময়ে ডায়রিয়া থেকে আপনার শিশুকে সুরক্ষা দিতে এই পদক্ষেপগুলো নিতে পারেন।
15/05/2022

এই সময়ে ডায়রিয়া থেকে আপনার শিশুকে সুরক্ষা দিতে এই পদক্ষেপগুলো নিতে পারেন।

আপনার শিশু খেতে না চাইলে অনুগ্রহ করে জোর জবরদস্তি করবেন না।
11/05/2022

আপনার শিশু খেতে না চাইলে অনুগ্রহ করে জোর জবরদস্তি করবেন না।

আপনার শিশুর কোন টিকা মিস হয়নি তো?
27/04/2022

আপনার শিশুর কোন টিকা মিস হয়নি তো?

গত ২ বছরে লকডাউনের কারণে লাখ লাখ শিশু জীবন রক্ষাকারী টিকা নিতে পারেনি।
যখন শিশুরা তাদের টিকা নিতে পারেনা, তখন তারা মারাত্মক সব রোগের ঝুঁকিতে থাকে। 😢

✅ আপনি যদি একজন অভিভাবক হন এবং মনে করেন আপনার সন্তান তার টিকা মিস করেছে, অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন - শীঘ্রই আপনার স্থানীয় স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলুন।

W/ UNICEF

ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের ডায়রিয়া সহ অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রয়োজনে যথাসময়ে চিকিৎসকের পরামর...
07/04/2022

ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের ডায়রিয়া সহ অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রয়োজনে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

⚠ বিগত কিছু দিনে তীব্র মাত্রায় ডায়রিয়া বেড়েছে। ⚠
২৪ ঘণ্টার মধ্যে তিন বা এর অধিকবার তরল পায়খানা ও বমি হলে তা তীব্র ডায়রিয়া। এর প্রভাবে রোগী পানিশুন্যতায় ভুগতে পারে।
👉 মনে রাখবেন, তীব্র ডায়রিয়া প্রতিরোধযোগ্য এবং চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায়। তাই ভয় না পেয়ে সতর্ক থাকুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

রোজা রেখে কি করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন? জেনে নিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
03/04/2022

রোজা রেখে কি করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন? জেনে নিন।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

রোজা রেখে কি #করোনাভাইরাসের টিকা গ্রহণ করা যাবে❓

👉 যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

"একদিনে এক কোটি  #করোনাভাইরাস টিকা"
29/03/2022

"একদিনে এক কোটি #করোনাভাইরাস টিকা"

আগামী ২৮ মার্চ থেকে ৩০ মার্চ, ‘একদিনে এক কোটি' #করোনাভাইরাস টিকা ক্যাম্পেইনের আওতায় যারা প্রথম ডোজ টিকা পেয়েছিলেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে! 💉
✅ এই ক্যাম্পেইনের আওতায় ১২ বছর বা এর উপরে যে কেউ কোন ধরনের মেসেজ ছাড়াই কোভিড টিকা নিতে পারবেন।
✅ ২৮ থেকে ৩০ মার্চ, এই তিনদিনের যে কোন দিন আপনার নিকটবর্তী কেন্দ্র গিয়ে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। সকল কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হবে।
✅ টিকা গ্রহণের জন্য আপনার টিকা কার্ডটি অবশ্যই সাথে নিয়ে আসবেন।

মাস্ক পরুন। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে।
28/03/2022

মাস্ক পরুন। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে।

Keep up protective measures 😷 to help you stay safe from COVID-19

মায়েদের জন্য করোনা ভাইরাস টিকা সম্পর্কিত তথ্য। জেনে নিন, সঠিক সিদ্ধান্ত নিন, নিরাপদে থাকুন।
19/03/2022

মায়েদের জন্য করোনা ভাইরাস টিকা সম্পর্কিত তথ্য। জেনে নিন, সঠিক সিদ্ধান্ত নিন, নিরাপদে থাকুন।

✅ গর্ভবতী / প্রসূতি মায়েরা এবং যে মায়েরা শিশুকে মায়ের দুধ খাওয়ায় সকলেই #করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। 💉
অন্যান্য টিকার মতই এ টিকা নেওয়ার পর কিছু সাধারণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তবে টিকার দীর্ঘমেয়াদী প্রভাবের সাথে কোন সম্পর্কের তথ্য নেই।

✅ তবে টিকা নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিবেন।

করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যখন আপনি সেরে উঠবেন তখন আপনার করণীয় সম্পর্কে জেনে নিন।
17/03/2022

করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যখন আপনি সেরে উঠবেন তখন আপনার করণীয় সম্পর্কে জেনে নিন।

#করোনাভাইরাস সেরে ওঠার দীর্ঘদিন পরেও যদি কেও ক্লান্তি, অবসাদ অথবা শারীরিক দুর্বলতা অনুভব করেন, তাহলে 👇
✅ যথেষ্ট পুষ্টিকর, ভিটামিন ও খনিজযুক্ত খাবার খান, এবং প্রচুর পানি পান করুন
✅ হালকা ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে শারীরিক ফিটনেস বাড়ানোর পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করুন
✅ যথেষ্ট বিশ্রাম নিন এবং ঘুমানোর চেষ্টা করুন।

এর পরেও কোন শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

চলাচলে সরকারি বিধিনিষেধ উঠে গেলেও  #করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো কিন্তু আগের মতোই মেনে চল...
13/03/2022

চলাচলে সরকারি বিধিনিষেধ উঠে গেলেও #করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো কিন্তু আগের মতোই মেনে চলতে হবে।

বর্তমানে #করোনাভাইরাসের সংক্রামণের হার কমে আসলেও, নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য কিছু নিয়ম মেনে চলুন 👇
😷 ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরে থাকুন
👐 নিয়মিত হাত পরিষ্কার রাখুন বা স্যানিটাইজ করুন
⬅️➡️ দূরত্ব বজায় রাখুন আর ভিড় এড়িয়ে চলুন
🤧 হাঁচি – কাশি হলে কনুই অথবা টিস্যু ব্যবহার করুন
💉 নির্ধারিত সময় টিকা নিন।

করোনা ভাইরাসের টিকা সম্পর্কিত কিছু দরকারি তথ্য।
10/03/2022

করোনা ভাইরাসের টিকা সম্পর্কিত কিছু দরকারি তথ্য।

✅ #করোনাভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা একই টিকা কেন্দ্র থেকে নিতে হবে এবং প্রথম আর দ্বিতীয় ডোজ টিকা একই সংস্থার হতে হবে।

✅ প্রথম ডোজ টিকা নেওয়ার অন্তত ১ মাস পরে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

✅ যারা এক মাস আগে প্রথম ডোজ নিয়েছেন, সরকার ঘোষিত গণটিকা প্রদানের তারিখ ২৮ থেকে ৩০ মার্চ ২০২২-এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা এসএমএস ছাড়াই আপনার টিকা কেন্দ্রে গিয়ে নিতে পারবেন।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801930100556

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিসিন সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নবজাতক ও শিশুর জন্য টেলিমেডিসিন সার্ভিস:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category