ENT Surgeon Dr.Mozammel Hossen Opu

ENT Surgeon Dr.Mozammel Hossen Opu MBBS(DMC),BCS(Health),
MCPS(ENT), MS(ENT)
Dhaka Medical College Hospital.
(1)

Consultant,
1.Al Manar Hospital, Mohammadpur
For serial-01711633518

2.Eden multicare Hosp , Dhanmondi
For serial- 01711633518

3.Digilab hospital,Tangail
For serial-01867539798

যাদের বাচ্চা(০থেকে ৫ বছর) বধির বা কানে শুনে না শুধুমাত্র তাদের জন্য।যোগাযোগ :প্রতি বুধবার , সকাল ১০টা থেকে ১২ টারুম নং ০...
28/08/2025

যাদের বাচ্চা(০থেকে ৫ বছর) বধির বা কানে শুনে না শুধুমাত্র তাদের জন্য।
যোগাযোগ :
প্রতি বুধবার , সকাল ১০টা থেকে ১২ টা
রুম নং ০৩, ওয়ার্ড ৩০৩
নাক কান গলা বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

একবার টন্সিলেক্টমি অপারেশন করালে, দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই।
27/08/2025

একবার টন্সিলেক্টমি অপারেশন করালে,
দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই।

27/08/2025

আপনার বাচ্চার প্রথমবার টন্সিলের ইনফেনশন ধরা পড়লে , সকল প্রকার ঠান্ডা খাবার বন্ধ করে দেন।তা না হলে বারবার ইনফেকশন হতে থাকবে।

26/08/2025

কানে প্রচন্ড ব্যাথা, কান থেকে পানি আসা এবং কান বন্ধ বন্ধ মনে হওয়া মানে কানে ছত্রাকের প্রদাহ। এমন সমস্যায় ইএনটি বিশেষজ্ঞ দেখান।

23/08/2025

এডিনয়ডেকটমির অত্যাধুনিক পদ্ধতি হলো এন্ডোস্কপি এবং কবলেটর পদ্ধতি। যা আমি নিয়মিত আল মানার হাসপাতাল, মোহাম্মদপুরে করি।আলহামদুলিল্লাহ রোগীও খুশী ,ডাক্তারও খুশী।
যোগাযোগ :০১৭১১৬৩৩৫১৮

23/08/2025

থাইরয়েড গ্রন্থির টিউমার অপারেশন।
যা খুব যত্ন সহকারে করা হয়।আলহামদুলিল্লাহ।।

ব্লাড প্রেসারের শ্রেণীবিভাগ।
16/08/2025

ব্লাড প্রেসারের শ্রেণীবিভাগ।

থাইরয়েড ক্যান্সার রোগীদের সার্জারি পরবর্তী চিকিৎসা রেডিও আয়োডিন থেরাপি । এই চিকিৎসার সাথে জড়িত পরমানু চিকিৎসা কেন্দ্র...
02/08/2025

থাইরয়েড ক্যান্সার রোগীদের সার্জারি পরবর্তী চিকিৎসা রেডিও আয়োডিন থেরাপি ।
এই চিকিৎসার সাথে জড়িত পরমানু চিকিৎসা কেন্দ্র।
বাংলাদেশ প্রায় 24 টির মত পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে।
পরমাণু চিকিৎসার কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বডি হচ্ছে আণবিক শক্তি কমিশন।
যারা এই রেডিও আইসোটপ আমদানি করে সবগুলো চিকিৎসা কেন্দ্রে বরাদ্দ করে।

*(অত্যন্ত দুঃখের বিষয় গত ছয় মাস যাবত থাইরয়েড ক্যান্সারের রোগীরা কোন রেডিও আয়োডিন থেরাপি পাচ্ছে না)*
কারণ দেশে কোন রেডিও আইসোটোপ নাই।

এই চিকিৎসা ব্যবস্থা প্রাইভেট সেক্টর ও নাই আমাদের দেশে।

আমরা চিকিৎসক ক্যান্সার সারভাইভার ও গণমাধ্যম কর্মী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি প্রেসার গ্রুপ হিসাবে যাতে অতি দ্রুত সমস্যার সমাধান হয়।

ইতিমধ্যে dbc news রিপোর্ট করেছে।
ক্যান্সার সারভাইভার রা প্রেস রিলিজ দিয়েছে ।
গতকালকে আমরা কথা বলেছি এখন টিভিতে।

ইন্ডিপেন্ডেন্ট টিভি ও একটা প্রতিবেদন তৈরি করিতেছে।

*(ব্যাপারটা খুবই মানবিক ক্যান্সার রোগীরা চিকিৎসা পাচ্ছে না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও একটা ভালো সার্জারি হওয়ার পর)*.
আসুন আমরা সবাই মিলে যে যার লেবেল থেকে ভয়েস রেইজ করি।
কৃতজ্ঞতা : Abdul Karim Sir

15/07/2025

গলার স্বর পরিবর্তন হওয়ার বড় কারন ভোকাল কর্ড পলিপ।যা অপারেশনের মাধ্যমে পুরাপুরি নির্মুল সম্ভব।এটি গতকাল অপারেশন করা রোগীর ভিডিও।

নাকের দুই পাশে আঙ্গুরের থোকার মতো পলিপ হলে তাকে ইথময়ডাল পলিপ বলে।এগুলো সাধারণত এলার্জি জনীত কারনে বেশি হয়।চিকিৎসার জন্য ...
15/07/2025

নাকের দুই পাশে আঙ্গুরের থোকার মতো পলিপ হলে তাকে ইথময়ডাল পলিপ বলে।এগুলো সাধারণত এলার্জি জনীত কারনে বেশি হয়।
চিকিৎসার জন্য অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন।

Address

Al Manar Consultant Centre( Building No 5)
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ENT Surgeon Dr.Mozammel Hossen Opu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ENT Surgeon Dr.Mozammel Hossen Opu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram