Medi Cure

Medi Cure BHMS (Bachelor of Homeopathic Medicine & Surgery). I wanna Serve the Humanity.

Stay With us to know about Health information &Homeopathy.
is a Curative Treatment Method.
✍️চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শে আপনার পাশে আছি।

মৃত্যুর পর মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যু কতক্ষণ পর্যন্ত কার্যক্ষম বা জীবিত থাকে (অথবা ট্রান্সপ্লান্ট/ব্যবহারের ...
23/09/2025

মৃত্যুর পর মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যু কতক্ষণ পর্যন্ত কার্যক্ষম বা জীবিত থাকে (অথবা ট্রান্সপ্লান্ট/ব্যবহারের উপযোগী থাকে)।

🫘Kidney – ২৬ ঘণ্টা

🫁Lungs – ৮ ঘণ্টা

💅Nails – ৬ ঘণ্টা

👁️Cornea – ৬ ঘণ্টা

🧠Brain – ২০ মিনিট

🫀Heart – ৬ ঘণ্টা

👊Skin – ৪ ঘণ্টা

Follicular Adenoma সম্পর্কে বিস্তারিত.... ✍️✍️Follicular adenoma হলো থাইরয়েড গ্রন্থির একটি benign (অক্ষতিকারক, ক্যান্সা...
23/09/2025

Follicular Adenoma সম্পর্কে বিস্তারিত.... ✍️✍️

Follicular adenoma হলো থাইরয়েড গ্রন্থির একটি benign (অক্ষতিকারক, ক্যান্সার নয়) টিউমার, যা thyroid follicular cell থেকে তৈরি হয়।

সাধারণত একক নডিউল আকারে দেখা যায়।

এটি মহিলাদের মধ্যে বেশি হয় এবং মধ্যবয়সে বেশি ধরা পড়ে।

Follicular adenoma ক্যান্সার নয়, তবে কখনো কখনো follicular carcinoma থেকে আলাদা করা কঠিন হয় → এজন্য FNAC/biopsy দরকার হয়।

কারণ (Causes / Risk Factors):🤔🤔

1. Genetic mutation (বিশেষত RAS mutation)।

2. আয়োডিনের অভাব বা ভারসাম্যহীনতা।

3. হরমোনাল imbalance (ইস্ট্রোজেনের প্রভাব মহিলাদের মধ্যে ঝুঁকি বাড়ায়)।

4. Radiation exposure (শৈশবে গলায় বা মাথায় রেডিয়েশন নিলে ঝুঁকি বাড়ে)।

5. পারিবারিক history থাকলে ঝুঁকি বেশি।

লক্ষণ (Symptoms):👇👇👇👇

বেশিরভাগ সময় কোনো উপসর্গ থাকে না। তবে নডিউল বড় হলে –

গলায় ফোলা বা গুটি দেখা যায়।

গিলতে বা শ্বাস নিতে কষ্ট হতে পারে।

কণ্ঠস্বর ভাঙা বা ভারী হয়ে যেতে পারে।

Pain সাধারণত থাকে না।

Thyroid function (T3, T4, TSH) সাধারণত normal থাকে (non-toxic adenoma), তবে কিছু ক্ষেত্রে হরমোন বেশি উৎপাদন করতে পারে (toxic adenoma)।

প্রতিকার (Conventional Management):💐💐💐

1. FNAC (Fine Needle Aspiration Cytology) → benign না malignant নিশ্চিত করার জন্য আবশ্যক।

2. Benign হলে:

ছোট থাকলে শুধু পর্যবেক্ষণ।

বড় হলে বা compressive symptom থাকলে surgery (lobectomy)।

3. Malignant হলে: total thyroidectomy ও প্রয়োজনীয় চিকিৎসা। ( নোট: হোমিওপ্যাথি মেডিসিন এর সাহায্যে অনেক রোগী রিকভার হয়)

হোমিওপ্যাথিক চিকিৎসা,🥼🥼🥼
হোমিওপ্যাথি তে constitution ও রোগীর সম্পূর্ণ উপসর্গের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোন পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিতে পারেন।
01878-708562, ( What's app)

চোখের অ্যালার্জি (Allergic Conjunctivitis) নিয়ে  আজকের আলোচনা ✍️✍️এসমস্যা, বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়...
04/09/2025

চোখের অ্যালার্জি (Allergic Conjunctivitis) নিয়ে আজকের আলোচনা ✍️✍️

এসমস্যা, বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়। এটি সাধারণত চোখের কনজাংটিভা (চোখের সাদা অংশের উপর পাতলা পর্দা) অ্যালার্জেনের সাথে সংস্পর্শে এলে হয়ে থাকে।

👁️ চোখের অ্যালার্জি হওয়ার কারণ🤔🤔

1. পরিবেশগত কারণ

ধুলা, ধোঁয়া, ধুলোবালি

ফুলের রেণু (Pollen)

পশুপাখির লোম বা পালক

আবহাওয়ার পরিবর্তন

2. রাসায়নিক পদার্থ

সাবান, শ্যাম্পু, কসমেটিক্স, আই লেন্স সলিউশন

সুগন্ধি বা ডিটারজেন্ট

3. খাদ্য অ্যালার্জি

দুধ, ডিম, বাদাম, সামুদ্রিক খাবার ইত্যাদি

4. অন্যান্য কারণ

বংশগত প্রবণতা

অতিরিক্ত মোবাইল/কম্পিউটার ব্যবহার, চোখের ক্লান্তি

দীর্ঘদিন ধূলিময় জায়গায় কাজ করা

👀 লক্ষণসমূহ👇👇

চোখ লাল হয়ে যাওয়া

চোখে চুলকানি

পানি পড়া

চোখে জ্বালাপোড়া অনুভূত হওয়া

চোখের চারপাশে ফোলা

আলোতে তাকালে অস্বস্তি

প্রতিকার🌼🌼🌼🌼

1. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা – প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া।

2. অ্যালার্জেন থেকে দূরে থাকা – ধুলাবালি, ধোঁয়া ও ফুলের রেণু এড়িয়ে চলা।

3. ঠান্ডা পানির সেঁক – চোখে ঠান্ডা পানির কাপড় দিয়ে সেঁক দিলে আরাম হয়।

4. কনট্যাক্ট লেন্স ব্যবহার কমানো (অ্যালার্জির সময় না ব্যবহার করাই ভালো)।

5. সুষম খাদ্যগ্রহণ – ভিটামিন A ও C সমৃদ্ধ খাবার খাওয়া।

হোমিওপ্যাথিক চিকিৎসা🌺🌺🌺
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটমসনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।।।
01878-708562 (What's app)

Heel Pain (হিল ব্যথা) – কারণ, লক্ষ্মণ, প্রতিকার ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আজকের আলোচনা ✍️✍️ Heel Pain কেন হয়?🤔🤔হিল ব্...
02/09/2025

Heel Pain (হিল ব্যথা) – কারণ, লক্ষ্মণ, প্রতিকার ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আজকের আলোচনা ✍️✍️

Heel Pain কেন হয়?🤔🤔

হিল ব্যথা সাধারণত নিচের কারণগুলোর জন্য হয় –

1. Plantar Fasciitis – সবচেয়ে সাধারণ কারণ। হিল থেকে আঙ্গুল পর্যন্ত যে টিস্যু (plantar fascia) থাকে তা প্রদাহ হলে হিল ব্যথা হয়।

2. Calcaneal Spur (Heel Spur) – হিলের হাড়ে কাঁটার মতো হাড়ের গঠন হলে।

3. Achilles Tendinitis – পায়ের গোড়ালির পেছনের টেন্ডন প্রদাহ হলে।

4. Bursitis – হিলে ছোট থলি (bursa) তে প্রদাহ হলে।

5. Obesity / অতিরিক্ত ওজন – হিলে বাড়তি চাপ পড়লে।

6. Flat Foot বা High Arch – পায়ের গঠনজনিত সমস্যা।

7. অতিরিক্ত হাঁটা/দৌড়ানো বা শক্ত মাটিতে কাজ করা।

8. অনুপযুক্ত জুতা পরা – বিশেষ করে পাতলা সোল বা হাই হিল।

Heel Pain এর লক্ষ্মণ👇👇👇

ভোরে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলার সময় তীব্র ব্যথা।

কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কিছুটা কমে যায়, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে বা হাঁটার পর আবার বাড়ে।

হিলের নিচে চাপ দিলে ব্যথা বেড়ে যায়।

অনেক সময় ফোলা বা লালচে ভাব থাকতে পারে।

দীর্ঘস্থায়ী হলে হিলের হাড় শক্ত বা মোটা মনে হয় (heel spur)।

প্রতিকার (General Management)💢💢💢

নরম সোল বা হিল প্যাড যুক্ত জুতা ব্যবহার।

শক্ত মাটিতে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলা।

পা গরম পানিতে ভিজিয়ে রাখা (hot fomentation)।

ওজন নিয়ন্ত্রণ।

বিশ্রাম ও হালকা ব্যায়াম (stretching)।

Heel Pain এ হোমিওপ্যাথিক চিকিৎসা🥼🥼💐💐💐

হোমিওপ্যাথিতে ব্যক্তির টোটালিটি লক্ষণ ও কনস্টিটিউশন অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হয়।

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।

01878-708562 (What's app)

Goiter (গয়টার/গলগণ্ড রোগ) নিয়ে আজকের আলোচনা 👇✍️👉 থাইরয়েড গ্রন্থি (গলার সামনের দিকে অবস্থিত) অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে ...
29/08/2025

Goiter (গয়টার/গলগণ্ড রোগ) নিয়ে আজকের আলোচনা 👇✍️

👉 থাইরয়েড গ্রন্থি (গলার সামনের দিকে অবস্থিত) অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে তাকে Goiter বলে। এটি একা কোনো রোগ নয়, বরং থাইরয়েডের ভেতরে কোনো সমস্যার প্রকাশ।

কেন হয় (কারণসমূহ):🤔🤔

1. আয়োডিনের অভাব – বাংলাদেশ ও ভারতসহ অনেক দেশে সবচেয়ে সাধারণ কারণ।

2. থাইরয়েড হরমোনের অসামঞ্জস্য

হাইপোথাইরয়েডিজম (থাইরয়েড হরমোন কমে যাওয়া)

হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া)

3. অটোইমিউন রোগ

গ্রেভস ডিজিজ

হাশিমোটো’স থাইরয়েডাইটিস

4. থাইরয়েডে সিস্ট, নডিউল বা টিউমার

5. কিছু ওষুধ বা খাদ্য কারণ – যেমন লিথিয়াম ড্রাগ, বা বেশি মাত্রায় বাঁধাকপি, সয়াবিন খাওয়া।

6. পারিবারিক / জেনেটিক কারণ।

লক্ষণ (Symptoms):👇👇

গলার সামনের দিকে ফুলে যাওয়া।

গিলতে বা শ্বাস নিতে অসুবিধা।

কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা ভারী হয়ে যাওয়া।

হরমোনের অসামঞ্জস্য থাকলে –

Hypothyroid → দুর্বলতা, ওজন বৃদ্ধি, ঠান্ডা লাগা।

Hyperthyroid → অতিরিক্ত ঘাম, ওজন কমা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা।

✅ প্রতিকার (General Management):

1. আয়োডিনযুক্ত লবণ খাওয়া (বিশেষত আয়োডিন ডেফিসিয়েন্সি এলাকায়)।

2. থাইরয়েড হরমোন টেস্ট (T3, T4, TSH) করানো।

3. খাদ্যাভ্যাসে ভারসাম্য রাখা।

4. বাঁধাকপি, সয়াবিন, ব্রোকলি ইত্যাদি "goitrogenic" খাবার অতিরিক্ত না খাওয়া।

✅ হোমিওপ্যাথিক চিকিৎসা ✍️

হোমিওপ্যাথিতে constitution ও totality of symptoms দেখে ওষুধ নির্বাচন হয়।

হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা রয়েছে।

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।
01878-708562 (What's app))

পেট ফেঁপে থাকা (Abdominal Bloating(👉 কারণসমূহ👇👇পেট পেঁপে থাকার প্রধান কারণ হলো গ্যাস জমা বা অন্ত্রে ফারমেন্টেশন।হজমের সম...
28/08/2025

পেট ফেঁপে থাকা (Abdominal Bloating(
👉 কারণসমূহ👇👇
পেট পেঁপে থাকার প্রধান কারণ হলো গ্যাস জমা বা অন্ত্রে ফারমেন্টেশন।

হজমের সমস্যা → খাবার সঠিকভাবে না হজম হওয়া।

খাবারের ধরন → বেশি ডাল, বাঁধাকপি, শাকসবজি, দুধ, ভাজা-চর্বিযুক্ত খাবার।

ল্যাকটোজ ইনটলারেন্স → দুধ বা দুধজাত খাবার খেলে গ্যাস জমা।

Irritable Bowel Syndrome (IBS) → বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এর সাথে পেট ফুলে থাকা।

Constipation → মল আটকে গেলে গ্যাস জমা হয়।

ফারমেন্টেশন / ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ → খাবার অন্ত্রে গেঁজে যাওয়া।

অতিরিক্ত বাতাস ঢোকা → খুব দ্রুত খাওয়া, চুইংগাম খাওয়া, সোডা বা কার্বনেটেড ড্রিঙ্কস খাওয়া।

লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডারের সমস্যা → হজমে এনজাইম কম তৈরি হলে গ্যাস।

অন্ত্রে ইনফেকশন / Worm infestation → শিশুদের ক্ষেত্রে।

👉 লক্ষণসমূহ👇👇

পেট ফুলে শক্ত হয়ে যাওয়া।

ঢেকুর ওঠা বা গ্যাস বের হওয়া।

পেটে মোচড় দিয়ে ব্যথা।

খাবার খাওয়ার পর দ্রুত পেট ভারি লাগা।

কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা সাথে থাকতে পারে।

👉 প্রতিকার (General Management)✍️✍️

1. খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া।

2. দুধ, ডাল, বাঁধাকপি, অতিরিক্ত মশলাদার খাবার কমানো।

3. নিয়মিত ব্যায়াম (বিশেষ করে হাঁটা)।

4. কোষ্ঠকাঠিন্য হলে তা দূর করা।

5. কার্বনেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত চা–কফি এড়িয়ে চলা।

6. হজমের জন্য পর্যাপ্ত পানি খাওয়া।

👉 💢💢 হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটম অনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।
01878-708562 (What's app)

🧔‍♂️ Male Infertility✍️✍️1. Definition: What is Male Infertility?🤔🤔Male infertility হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে ...
26/08/2025

🧔‍♂️ Male Infertility✍️✍️

1. Definition: What is Male Infertility?🤔🤔

Male infertility হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে একজন পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায় অথবা অনুপস্থিত থাকে, ফলে যৌন সম্পর্কের মাধ্যমে স্ত্রীকে গর্ভবতী করা সম্ভব হয় না।

এটি সাধারণত বীর্যে স্পার্মের ঘাটতি, গঠনগত ত্রুটি, গতির সমস্যা বা হরমোনীয় ভারসাম্যহীনতার কারণে ঘটে।

একটি দম্পতির বন্ধ্যাত্ব সমস্যার ক্ষেত্রে প্রায় ৪০-৫০% ক্ষেত্রে পুরুষ দায়ী।

2. কেন হয়: Causes of Male Infertility👇👇

🧫 A. Sperm-সংক্রান্ত সমস্যা

Low s***m count (Oligos***mia)

No s***m (Azoos***mia)

Poor motility (Asthenozoos***mia)

Abnormal shape (Teratozoos***mia)

🔗 B. Obstruction in s***m transport

Vas deferens বা epididymis ব্লক

জন্মগত ত্রুটি (CBAVD)

ইনফেকশনজনিত স্কার টিস্যু

⚙️ C. Hormonal Disorders

Hypogonadotropic hypogonadism

Low testosterone

Pituitary gland dysfunction

D. Varicocele😓

অণ্ডকোষের শিরা ফুলে যাওয়া > local temperature rise > s***m damage

🧬 E. Genetic Disorders
Klinefelter syndrome (XXY)

Y-chromosome microdeletion

Cystic fibrosis gene mutation

F. Infections🛌🛌

Mumps orchitis, Gonorrhea, Chlamydia, Tuberculosis

🧍 H. Lifestyle factors

Smoking, alcohol, drug abuse

Obesity

Stress & sleep deprivation

Excessive heat exposure (hot baths/laptops)

3. Types of Male Infertility✍️✍️

1. Pre-testicular Hormonal বা ব্রেনের হরমোন-নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা (e.g., pituitary disorder)
2. Testicular সরাসরি টেস্টিসের সমস্যা (e.g., Varicocele, infections, injury)
3. Post-testicular বীর্য পরিবাহি নালীতে বাধা বা ejaculatory সমস্যা
4. Idiopathic কোনো নির্দিষ্ট কারণ ছাড়া বন্ধ্যাত্ব (20-25% কেস)
5. Genetic infertility জন্মগত ক্রোমোজোম ত্রুটি বা Y-chromosome deletion
6. Functional infertility যৌন দুর্বলতা, erectile dysfunction, premature ej*******on

4. Diagnostic Work-up (Routine Evaluation)🥼🥼✍️

1. Semen analysis (2–3 বার, 3–7 দিনের abstinence পরে)

Count, Motility, Morphology

2. Hormonal profile

FSH, LH, Testosterone, Prolactin, TSH

3. Scrotal Ultrasound/Doppler – Varicocele বা অন্যান্য গঠনগত সমস্যা

4. Transrectal Ultrasound (TRUS) – ejaculatory duct obstruction চেক করতে

5. Genetic testing – azoos***mia বা severe oligos***mia থাকলে

6. Testicular biopsy – s***m production হচ্ছে কিনা জানতে

7. Anti-s***m antibody test – immune-mediated infertility চিহ্নিত করতে
Lifestyle Counseling🌸🌸

Stop smoking, alcohol, and drug use

Maintain healthy BMI

Avoid tight undergarments, saunas, heat exposure

Reduce stress, get adequate sleep

হোমিওপ্যাথি চিকিৎসা 👇👇
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটমসনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।
01878-708562 (What's app)

আচিল (Warts) কি??✍️✍️কারণ,প্রতিকার ও হোমিওপ্যাথি সমাধান।✍️✍️আচিল (Wart) হল ত্বকের একটি সাধারণ সমস্যা, যা মূলত Human Pap...
25/08/2025

আচিল (Warts) কি??✍️✍️কারণ,প্রতিকার ও হোমিওপ্যাথি সমাধান।✍️✍️

আচিল (Wart) হল ত্বকের একটি সাধারণ সমস্যা, যা মূলত Human Papilloma Virus (HPV) দ্বারা সৃষ্ট হয়। এটি সাধারণত ত্বকে ছোট, শক্ত ও রুক্ষ দানার মতো দেখা যায়। আচিল সংক্রামক এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়াতে পারে।

আচিল কেন হয়?🤔🤔

আচিল হওয়ার মূল কারণ হলো:

Human Papilloma Virus (HPV) সংক্রমণ।

ভাইরাসটি ত্বকে কাটা, ঘষা বা ক্ষত থাকার সময় সহজে ঢুকে যেতে পারে।

ইমিউন সিস্টেম দুর্বল হলে বেশি আচিল হয়।

সাঁতারের পুল, কমিউনাল ঝরনা, বা গরম আবহাওয়ায় খালি পায়ে হাঁটলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

আচিলের ধরণ:👇👇

1. Common Wart (Verruca vulgaris) – সাধারণত হাত-পায়ে হয়, শক্ত ও উঁচু।

2. Plantar Wart – পায়ের তালুতে হয়, হাঁটার সময় ব্যথা দেয়।

3. Flat Wart – মুখে বা হাতে হয়, চ্যাপ্টা ও ছোট হয়।

4. Filiform Wart – মুখ, চোখ, ঠোঁটের আশেপাশে হয়; থ্রেডের মতো দেখতে।

5. Ge***al Wart – যৌনাঙ্গে হয়; ভিন্ন ধরণের HPV দ্বারা সৃষ্ট।

💐💐হোমিওপ্যাথিক চিকিৎসা (Homoeopathic Treatment for Warts):

হোমিওপ্যাথিতে আচিলের জন্য অনেক কার্যকরী ঔষধ রয়েছে।
রোগ ও রোগীভেদে ভিন্ন ভিন্ন ঔষধ আসতে পারে।।

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।।।।
01878-708562 (What's app)

#আচিল #চিকিৎসা

🦴 Osteomyelitis কী?🤔✍️Osteomyelitis হল অস্থিতে (bone) সংক্রমণ। এটি ব্যাকটেরিয়া বা কখনো কখনো ফাংগাসের কারণে হয়ে থাকে। সা...
24/08/2025

🦴 Osteomyelitis কী?🤔✍️

Osteomyelitis হল অস্থিতে (bone) সংক্রমণ। এটি ব্যাকটেরিয়া বা কখনো কখনো ফাংগাসের কারণে হয়ে থাকে। সাধারণত এটি Staphylococcus aureus ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে।

👉👉👉Osteomyelitis কেন হয়? (Etiology & Causes)

1. Hematogenous Spread:

রক্তের মাধ্যমে সংক্রমণ হাড়ে পৌঁছায়।

শিশুদের ক্ষেত্রে সাধারণত লম্বা হাড় (long bones) আক্রান্ত হয়।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেরুদণ্ড (vertebrae) বেশি আক্রান্ত হয়।

2. Direct Inoculation:

দুর্ঘটনায় হাড় ভাঙলে বা অস্ত্রোপচারের মাধ্যমে সংক্রমণ ঢুকে যায়।

Open fracture বা orthopedic surgery-এর সময় হতে পারে।

3. Contiguous Spread:

আশেপাশের সংক্রমণ থেকে (যেমন Diabetic foot ulcer) হাড়ে ছড়িয়ে পড়ে।

4. Predisposing Factors:

ডায়াবেটিস

ইমিউনোডেফিশিয়েন্সি

সিকল সেল এনিমিয়া

Peripheral vascular disease

Intravenous drug abuse

লক্ষণ (Symptoms)👇👇👇💢

আক্রান্ত স্থানে ব্যথা ও ফোলা

জ্বর ও ঠান্ডা লাগা

লালচে ভাব (erythema)

চলাফেরায় কষ্ট

কখনো কখনো পুঁজ (pus) বের হওয়া

দীর্ঘমেয়াদি হলে Sinus tract গঠন

Diagnosis (রোগ নির্ণয়)💫💫💫🥼

1. Blood tests:

ESR, CRP, WBC count বৃদ্ধি পায়

2. X-ray / MRI / CT Scan:

হাড়ের ক্ষয় বা ইনফেকশন দেখা যায়

3. Bone biopsy:

নিশ্চিত করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি

4. Culture and Sensitivity:

Pathogen শনাক্তের জন্য

🌿 Homeopathic চিকিৎসা✍️✍️

হোমিওপ্যাথিতে চিকিৎসা individualization, miasmatic analysis এবং totality of symptoms-এর উপর ভিত্তি করে করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।।
01878-708562 (What's app)

✍️ Staphylococcinum হোমিওপ্যাথি মেডিসিন আলোচনা ✍️✍️Source: Prepared from the culture of Staphylococcus aureus.Group: N...
23/08/2025

✍️ Staphylococcinum হোমিওপ্যাথি মেডিসিন আলোচনা ✍️✍️

Source: Prepared from the culture of Staphylococcus aureus.

Group: Nosode.

Action: Acts as an antiseptic nosode, especially in deep-seated suppurative conditions where pus is recurrent and resistant.

👇👇🥼 Clinical Uses (ব্যবহার)

1. Skin & Soft Tissue absece carbuncles.

Non-healing ulcers with purulent discharge.

Multiple septic foci.

2. Bones & Joints

Osteomyelitis, periosteal abscess, bone necrosis.

Chronic suppuration after injury or operation.

Fistula in bone with thick, offensive pus.

3. Post-surgical/Septic Conditions

Suppuration after surgical operation or injury.

Septicemia with staphylococcus involvement.

4. Chronic Conditions

Patients prone to recurrent staphylococcal infections.

Otitis media, sinusitis with purulent discharge due to staph infection.

Endocarditis and other septicemia-related conditions (rarely used).

Kent’s View✍️🥼💢

Kent মূলত Nosodes নিয়ে সাধারণ মন্তব্য করেছেন। তিনি বলেন:

"Nosodes are especially useful in chronic, recurrent, deep-seated septic states where indicated remedies fail."

যদিও Kent-এর Materia Medica-তে Staphylococcinum আলাদা বড় এন্ট্রি নেই, কিন্তু তার General Nosodes discussion এ septic nosodes-এর প্রয়োগ উল্লেখ আছে।

Boericke’s Materia Medica🌸🌸✍️

Boericke-তে Staphylococcinum-এর সংক্ষিপ্ত এন্ট্রি আছে:

Indicated in recurrent boils, abscesses, osteomyelitis, suppuration.

Used where pus formation is slow, unhealthy, offensive.

Chronic cases resistant to other well-selected remedies.

👉 Boericke একে "Useful in chronic suppuration and septic states" বলে উল্লেখ করেছেন।

Allen’s Keynotes🌺🌺🌺

Allen সরাসরি Staphylococcinum নিয়ে বিশদ লেখেননি, তবে তার Nosodes section এ বলা হয়েছে:

Nosodes are useful when the patient shows chronic recurrent infection tendency, esp. when well-selected remedies fail.

In osteomyelitis with chronic pus, Staphylococcinum is considered a complementary nosode.

একুইট জন্ডিস হলে রোগীর খাবার তালিকা✍️✍️জন্ডিসে (Hepatitis/Liver problem) শরীর খুব দুর্বল হয়ে যায়, তাই খাবার হবে — সহজপা...
18/08/2025

একুইট জন্ডিস হলে রোগীর খাবার তালিকা✍️✍️

জন্ডিসে (Hepatitis/Liver problem) শরীর খুব দুর্বল হয়ে যায়, তাই খাবার হবে — সহজপাচ্য, পুষ্টিকর, কম তেল–চর্বিযুক্ত, হালকা কিন্তু শক্তিদায়ক।

👩‍🌾👩‍🌾 জন্ডিস রোগীর জন্য পুষ্টিকর খাবারের তালিকা

👉👉তরল জাতীয় খাবার👇👇👇

ডাবের পানি (Coconut water)

সুপ (Vegetable soup, chicken clear soup – তেল ছাড়া)

লেবুর পানি (চিনি ছাড়া বা সামান্য মধু দিয়ে)

পাতলা ডাল / মুগডাল স্যুপ

💙ফলমূল (সহজপাচ্য)

আপেল

পেঁপে

নাশপাতি

কলা (পাকা)

কমলা / মাল্টা

আঙুর
⚠️ খুব মিষ্টি ফল (খেজুর, লিচু) সীমিত পরিমাণে খাবেন।

🔹 সবজি

লাউ

পটল

ঝিঙ্গে

শসা

পালং শাক, লাল শাক (সেদ্ধ/ভাপা করে)

গাজর, বিট (boiled)

🔹 প্রধান খাবার

ভাত (নরম সেদ্ধ, কম পরিমাণে, বারবার)

খিচুড়ি (তেল-মশলা ছাড়া, পাতলা করে)

সেদ্ধ আলু, সেদ্ধ সবজি

রুটি (আটা, তেল ছাড়া)

🔹 প্রোটিন (অল্প করে)

সেদ্ধ ডিমের সাদা অংশ (কুসুম কম খাবেন)

সেদ্ধ মুরগির বুকের মাংস (তেল/মশলা ছাড়া, অল্প করে)

ডাল জাতীয় খাবার (পাতলা করে রান্না)

🔹 পানীয়

প্রচুর পানি

মধু সামান্য ব্যবহার করা যায়

🔴 যা একেবারে এড়িয়ে চলবেন

❌ গরু/খাসির মাংস, ভাজা-পোড়া, চর্বিযুক্ত খাবার
❌ কফি, চা, কোলা জাতীয় পানীয়
❌ ঝাল, মশলাদার খাবার
❌ অ্যালকোহল / pain killer ওষুধ

✅ সহজ নিয়ম

খাবার বারবার অল্প অল্প করে দিতে হবে (heavy meal নয়)।

প্রোটিন (ডিম সাদা, মুরগি) সীমিত পরিমাণে।মাছ।
ভিটামিন সমৃদ্ধ ফল–সবজি বেশি দিতে হবে।

পানি ও ডাবের পানি সবচেয়ে ভালো।.আখের রস। .পাকনা পেপে।।
বেশি বেশি পানি।।।

🥼🥼🥼হোমিওপ্যাথিতে এর গুরুত্বপূর্ণ কার্যকরী ঔষধ রয়েছে।।।

।।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজের ইনবক্সে মেসেজ দিন।।।
01878-708562 (What's app)

China & Carbo veg এর মধ্যে পার্থক্য Case Example সহ দেখি—✍️✍️🌸🌸✍️Case 1 🥼China (Cinchona officinalis)একজন রোগী আসলো, অভি...
16/08/2025

China & Carbo veg এর মধ্যে পার্থক্য Case Example সহ দেখি—✍️✍️

🌸🌸✍️Case 1 🥼China (Cinchona officinalis)

একজন রোগী আসলো, অভিযোগ—

ডাক্তার সাহেব, আমি অল্প খাবার খেলেই মনে হয় অনেক বেশি খেয়েছি।

খাবারের পর পেট এত ফেঁপে যায় যে জামার বোতাম খুলে বসতে হয়।

কিন্তু সমস্যা হচ্ছে → গ্যাস বের হয় না, আটকে থাকে।

পানি, দুধ, ফল খেলে সমস্যা বাড়ে।

রোগী খুবই দুর্বল, রক্তশূন্য ও সংবেদনশীল।

👉 এখানে China উপযুক্ত কারণ—

গ্যাস বের হতে না পারা → Keynote.

Debility, weakness, oversensitivity → China-র চরিত্র।

🥼🥼✍️ Case 2 → Carbo vegetabilis (Carbo veg)

অন্য এক রোগী বলছে—

পেট সবসময় গ্যাসে ভরা, ডাক দিয়ে গ্যাস বের হয়।”

ডাকলেও আরাম হয় না, বুক ভারী লাগে।

খাবার খাওয়ার পর সাথে সাথে পেট ফেঁপে যায়।

রোগী বলে: আমাকে একটু বাতাস দিন, জানালা খুলে দিন, fresh air ছাড়া থাকতে পারি না।”

অবস্থা প্রায় collapse: ঠাণ্ডা ঘাম, ঠোঁট-নাক নীলচে, pulse দুর্বল।

👉 এখানে Carbo veg বেছে নিতে হবে কারণ—

গ্যাস বের হয়, কিন্তু relief হয় না।

Fresh air এর তীব্র চাহিদা।

Collapse tendency → Carbo veg এর strong keynote।

✅ মূল পার্থক্য আবার মনে রাখুন:

China → গ্যাস জমে আটকে থাকে, বের হয় না।

Carbo veg → গ্যাস বের হয়, তবুও আরাম হয় না, fresh air চায়।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram