Home care physiotherapy services BD

  • Home
  • Home care physiotherapy services BD

Home care physiotherapy services BD If you required Physiotherapy, a Home Visit facility for physiotherapy or want to lose weight then th All the treatments we provide
1.

Neck Pain, Shoulder Pain, Back Pain, Knee Pain, Ankle Pain,
2. OA (Osteo Arthritis)and RA (Rheumatoid Arthritis) Therapy.
3. Therapy for Fracture and Sports Injury.
4. Sciatica, Prolapse Intervertebral Disc, and numbness of hand and feet.
5. Muscle and Ligament injury.
6. Joint Replacement Therapy.
7. Posture Analysis and Correction.
8. Pre and Post-Natal Physiotherapy.
9. Hemiplegia, Paraplegia,

Quadriplegia, Bell's Palsy and Facial Palsy.

আমরা যে সমস্ত চিকিৎসা সেবা প্রদান করিঃ

1. ঘাড় ব্যাথা, কাঁধে ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, গোড়ালি ব্যাথা,
2. OA (অস্টিও আর্থ্রাইটিস) এবং RA (রিউমাটয়েড আর্থ্রাইটিস) থেরাপি।
3. ফ্র্যাকচার এবং স্পোর্টস ইনজুরির জন্য থেরাপি।
4. সায়াটিকা, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এবং হাত ও পায়ের অসাড়তা।
5. পেশী এবং লিগামেন্টের আঘাত।
6. জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপি।
7. অঙ্গবিন্যাস বিশ্লেষণ এবং সংশোধন।
8. প্রি-ন্যাটাল ফিজিওথেরাপি।
9. হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, বেলস পালসি এবং মুখের পালসি।

12/07/2025

Good Morning

12/07/2025

👌👌👌👌ব্যাকপেইন (পিঠব্যথা) এর গুরুতর লক্ষণ (যেগুলো থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার):

1. পা বা হাত অবশ হয়ে যাওয়া বা দুর্বলতা।

2. মূত্রধারণে অসুবিধা বা মলত্যাগে অসংযম।

3. জ্বরসহ ব্যথা – ইনফেকশন বা অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে।

4. রাতে ব্যথা বেড়ে যাওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটানো।

5. অবসাদ বা ওজন কমে যাওয়া সহ ব্যথা – টিউমার বা সিস্ট ইত্যাদির লক্ষণ হলে।

                  লোয়ার ব্যাক পেইন (Lower Back Pain) মানে হলো কোমরের নিচের অংশে ব্যথা হওয়া। এটি একটি সাধারণ সমস্যা যা ...
11/07/2025



লোয়ার ব্যাক পেইন (Lower Back Pain) মানে হলো কোমরের নিচের অংশে ব্যথা হওয়া। এটি একটি সাধারণ সমস্যা যা প্রায় সব বয়সী মানুষেরই হতে পারে।

🔍 লোয়ার ব্যাক পেইনের কারণগুলো:

1. পেশি টান (Muscle strain) – ভারি জিনিস তোলা বা হঠাৎ মোচড় খাওয়া।

2. ডিস্ক সমস্যা (Herniated Disc) – স্পাইনাল ডিস্কের সমস্যা থেকে স্নায়ুতে চাপ পড়া।

3. আর্থ্রাইটিস (Arthritis) – জয়েন্ট বা হাড় ক্ষয়জনিত ব্যথা।

4. সায়াটিকা (Sciatica) – পিঠ থেকে পা পর্যন্ত যাওয়া সায়াটিক নার্ভে চাপ পড়লে।

5. অতিরিক্ত ওজন বা দীর্ঘক্ষণ বসে থাকা।

6. দুর্বল পেশি বা খারাপ ভঙ্গি (Poor posture)।

ব্যাক পেইনের (Back Pain) প্রধান লক্ষণগুলো রোগের ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে নিচে সাধারণভাবে দেখা যাওয়া কিছু প্রধান লক্ষণ দেওয়া হলো:

✅ ব্যাক পেইনের প্রধান লক্ষণসমূহ:

1. পিঠে ব্যথা (Pain in the back):

কোমর, পিঠ বা স্পাইনাল এলাকায় টানটান বা ঝিমঝিম ব্যথা অনুভব হয়।

ব্যথা হতে পারে হালকা থেকে শুরু করে তীব্র, ধারালো বা ধীরে ধীরে বাড়তে থাকা।

2. পিঠ শক্ত হয়ে যাওয়া (Stiffness):

বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বা দীর্ঘক্ষণ বসার পর পিঠ শক্ত লাগে।

3. নড়াচড়া করতে অসুবিধা (Limited mobility):

বাঁকা হওয়া, হাঁটা, বসা বা সোজা হয়ে দাঁড়ানোতে কষ্ট হয়।

4. পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়া (Radiating pain):

বিশেষ করে সায়াটিক নার্ভে চাপ পড়লে কোমরের ব্যথা পায়ের পেছন দিয়ে নিচে পর্যন্ত ছড়িয়ে পড়ে (এই অবস্থাকে বলে সায়াটিকা)।

5. বসে থাকলে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে:

মুভমেন্টে ব্যথা কমে বা বাড়ে।

6. কোমরে টান বা জ্বালাপোড়া অনুভব করা (Burning or pulling sensation):

7. কম্পন বা ঝিমঝিম ভাব (Numbness or tingling):

পিঠ থেকে শুরু করে নিতম্ব বা পায়ে ঝিমঝিম ভাব হতে পারে।

⚠️ যদি নিচের লক্ষণ থাকে, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন:

পায়ে দুর্বলতা বা চলাফেরায় সমস্যা

প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণ হারানো

জ্বরের সাথে ব্যথা

দুর্ঘটনার পর তীব্র ব্যথা শুরু হওয়া

👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

06/06/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

What is meow meow disease???? The term "meow meow disease" refers to Cri-du-chat syndrome, also known as cat cry syndrom...
28/05/2025

What is meow meow disease????

The term "meow meow disease" refers to Cri-du-chat syndrome, also known as cat cry syndrome, a rare genetic ailment caused by a chromosome 5 loss.

28/05/2025

Good morning

Address


Telephone

+8801799448259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home care physiotherapy services BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Home care physiotherapy services BD:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share