ইসলামি পাত্র পাত্রী সংগঠন

ইসলামি পাত্র পাত্রী সংগঠন The goal of our page is to help build an Islamic relationship,

07/11/2025

جمعه مبارك

29/10/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! MD Mamun Talukder, Md Jewel Ahmed Sorkar, Saikat Rabby, Nurul Anwar

আলহামদুলিল্লাহ 💗💗
16/10/2025

আলহামদুলিল্লাহ 💗💗

30/03/2025

"🌙عيد مبــــــــــــــــــــارك🌙"
تقبل الله منا ومنكم

বৈবাহিক অবস্থা :অবিবাহিত জন্মসন (আসল):২০০০গাত্রবর্ণ: ফর্সা উচ্চতা:৪'৯"ওজন :৫৬কেজিরক্তের গ্রুপ:বি পজিটিভ পেশা: ঠিকানা:স্থ...
28/03/2025

বৈবাহিক অবস্থা :অবিবাহিত

জন্মসন (আসল):২০০০

গাত্রবর্ণ: ফর্সা

উচ্চতা:৪'৯"

ওজন :৫৬কেজি
রক্তের গ্রুপ:বি পজিটিভ
পেশা:

ঠিকানা:

স্থায়ী ঠিকানা:যশোর

বর্তমান ঠিকানা

কোথায় বড় হয়েছেন?যশোর

শিক্ষাগত যোগ্যতা : 4th year, Dental Unit of a government medical college

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন?

জেনারেল:হ্যা

মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন?

মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল: GPA-5

মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ :Science

মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন:2018

উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন?

উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল:GPA-5

উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ:Science

উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন:2020

স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম:Sher-E-bangla Medical College (Dental Unit)

পাসের সন:4th year running

পারিবারিক তথ্য
পিতার পেশা:অবসরপ্রাপ্ত সেনা সদস্য

মাতার পেশা:গৃহিণী

বোন কয়জন?২জন

ভাই কয়জন?১ জন

চাচা মামাদের পেশা

পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা :মধ্যবিত্ত

ব্যক্তিগত তথ্য

সুন্নতি দাঁড়ি রয়েছে কি?

পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?

ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন?বোরখা,হিজাব,নিকাব

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ?চেষ্টা করি,আলহামদুলিল্লাহ

নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন?

মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি?জি,আলহামদুলিল্লাহ

শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?না,,শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি

কোন মাঝহাব অনুসরণ করেন?
হানাফি

কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন

নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন?

মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি?

দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন?

আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ?না

মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর

আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন:বৃষ্টিমুখর রৌদ্রমুখর, প্যারাডক্সিকাল সাজিদ, বেলা ফুরাবার আগে।

আপনার পছন্দের অন্তত ৫ জন আলেমের নাম লিখুন:শাইখ আহমাদুল্লাহ,ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, মিজানুর রহমান আজহারি,আবু ত্বহা আদনান।

31/01/2025

বৈবাহিক সম্পর্কের উদ্দেশ্য হোক পবিত্রতা এবং নেক সন্তান লাভ

দাম্পত্য জীবনের একান্ত মুহূর্তে স্বামী-স্ত্রীর উচিত পবিত্রতা, সতীত্ব এবং নেক সন্তান লাভের নিয়ত করা। এটি যেন দৃষ্টির সংযম ও পাপ থেকে বাঁচার একটি মাধ্যম হয়।

হজরত যাকারিয়া (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন:
فَهَبْ لِي مِن لَّدُنْكَ وَلِيًّا يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا

অর্থ: "হে প্রভু, আপনি নিজ অনুগ্রহে আমাকে এমন উত্তরাধিকারী দান করুন, যে আমারও উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব (আ.)-এর বংশধরদের মধ্য থেকেও উত্তরাধিকার লাভ করবে। এবং তাকে আপনার প্রিয় বান্দা করে দিন।"

আল্লাহ তা'আলা হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া কবুল করে তাঁর ঘরে হযরত ইয়াহিয়া (আ.)-কে দান করেছিলেন, যিনি জ্ঞান, চরিত্র এবং পবিত্রতার ক্ষেত্রে অনন্য ছিলেন।

পবিত্র কুরআনে হযরত ইয়াহিয়া (আ.) সম্পর্কে বলা হয়েছে:
وَآتَيْنَهُ الْحُكْمَ صَبِيًّا وَحَنَانًا مِنْ لَّدُنَّا وَزَكوةً وَكَانَ تَقِيًّا وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا

অর্থ: "আমি তাকে শৈশবকালেই জ্ঞান, কোমল হৃদয় ও পবিত্রতা দান করেছি। তিনি ছিলেন মুত্তাকী। তিনি তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং কখনো অবাধ্য বা অহংকারী ছিলেন না।"

পবিত্র কুরআনের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে, আমাদের উচিত নিজের সন্তানদের জন্য নেক আশা ও দোয়া কামনা করা। সন্তান লাভের নেয়ামত অর্জনের পর তাদের যথাযথ শিক্ষাদান ও সঠিকভাবে লালন-পালনের দায়িত্ব নবীদের আদর্শ অনুযায়ী পালন করা উচিত।

সন্তানদের পার্থিব জীবনের উন্নতির পাশাপাশি তাদের পরকালীন হায়াতের প্রতিও সমান মনোযোগী হওয়া অপরিহার্য । সন্তান লাভের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহর আনুগত্য এবং দ্বীনের প্রচার ও প্রসার।

আমাদের সন্তানরা হয়ে উঠুক পৃথিবীর বুকে সম্মান ও মর্যাদার উজ্জ্বল স্তম্ভ, হয়ে উঠুক দ্বীনের সেবায় চাঁদ-সূর্যের মতো দীপ্তিমান।

তাই, সন্তানের জন্য আমাদের নেক নিয়ত ও এই দোয়া হওয়া উচিত, আল্লাহ আমাদের এমন নেক সন্তান দান করুন, যাদের মাঝে আমরা খুঁজে পাব চোখের প্রশান্তি, যারা হবে আমাদের জন্য চিরস্থায়ী সদকায়ে জারিয়া। আমিন।

মূলনীতি-৪

#সন্তান_প্রতিপালনে_৩৩০টি_নির্দেশনামূলক_মূলনীতি

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি। বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
29/12/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

✍️Waraqa

18/11/2024

আসসালামু আলাইকুম

24/08/2024

আসসালামু আলাইকুম
দেশের এই ক্রান্তিলগ্নে সবাই বন্যার্ত এলাকার লোকদের পাশে দাড়ানোর চেষ্টা করবেন।

বায়োডাটা ফর্ম  #ইসলামি_পাত্র_পাত্রী_সংগঠনবিসমিল্লাহির রাহমানির রাহীম ।  #পাত্রী কোড - Ipps-01 #জেলা ঃপাবনা #বিভাগঃরাজশাহ...
18/07/2023

বায়োডাটা ফর্ম

#ইসলামি_পাত্র_পাত্রী_সংগঠন

বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
#পাত্রী কোড - Ipps-01
#জেলা ঃপাবনা
#বিভাগঃরাজশাহী

আমি, এই মর্মে ওয়াদা করছি যে... আমি নিম্নোক্ত ফর্মে সজ্ঞানে কোন অসত্য তথ্য দিবোনা। পাশাপাশি এও অংঙ্গীকার করছি যে, একজন মুসলিম নারী/পুরুষকে বিয়ে করতে আমার শরয়ী কোন বাধা নেই। (যেমন শারিরীক মিলনে অক্ষমতা/ স্বামী মারা যাওয়ার পর বা তালাকের পর ইদ্দত পালন/ কাদিয়ানী/শিয়া/ঈসায়ী না হওয়া ইত্যাদি) - আপনি কি এই প্রতিজ্ঞা করছেন?

নাম :
জন্মতারিখ :
অরিজিনাল -০২.০২. ১৯৯৭
সার্টিফিকেট :১২.১১.১৯৯৮
শিক্ষাগত তথ্য :
MSc: running in Bangladesh Agricultural University
BSc: Agriculture,BAU
Passing year: 2022
CGPA:3.878
HSc:Science
Ishwardi Mohila College
Passing year :2016
GPA:5.00(golden A+)
SSc:Science
North Bengol Paper Mills High School
Passing year: 2014
GPA:5.00. (A+)

মাসিক ইনকাম-টিউশন থেকে কিছু আয় হয় আলহামদুলিল্লাহ
উচ্চতা -5 ft 2 inch
ওজন - 40+-2
রক্তের গ্রুপ : A+
গায়ের রং (চেহারার ধরণ)- উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা-অবিবাহিত

বর্তমান ঠিকানা- বাংলাদেশ কৃষি বিশবিদ্যালয়, ময়মনসিংহ
স্থায়ী ঠিকানা(জেলা ও বিভাগ)-রাজশাহী, পাবনা,ঈশ্বরদী

পারিবারিক অবস্থা(উচ্চবিত্ত/silent মধ্যবিত্ত/নিম্নবিত্ত) ও তথ্য বিবরণ এছাড়াও স্পেশাল বংশ থাকলে উল্লেখ করতে পারেন—মধ্যবিত্ত

পিতার নাম-
পিতার পেশা- বেসরকারি চাকরি
মাতার নাম-
মাতার পেশা-গৃহিণী

ভাই-বোন (ভাই-বোনদের মধ্যে আপনার অবস্থান কত ও তারা কে কি করেন সংক্ষপে বর্ণনা দিন)-১ বোন, ১ ভাই
আমি সবার বড়।
বোন: Student ( hons 2nd year)
ভাই: ২ বছর ৮ মাস বয়স

বাবার দিকের আত্মীয়দের বর্ণনা দিন সংক্ষেপে-
১ম চাচা: ব্যবসায়ী
৩য় চাচা: চাকরিজীবী
৪থ চাচা: ব্যবসা
৫ম + ৬ষ্ঠ চাচা: জমি দেখাশোনা করেন

মায়ের দিকের আত্মীয়দের বর্ণনা দিন সংক্ষেপে-
বড় মামা: Professor (RUET)
মেজো মামা: ব্যবসায়ী
ছোট মামা: station master

১. আপনি কি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে সক্ষম-

২. আপনার আয় কি হালাল-

৩. আপনি কি মাহরাম নন-মাহরাম মেইন্টেইন করেন(অফলাইন বা অনলাইনে চোখের পর্দার ব্যাপারে কত % সচেতন তা লিখুন): জ্বি মাহরাম নন মাহরাম মেনে চলি, সর্বোচ্চ চেষ্টা করি ইন শা আল্লাহ


৪. আপনার মাযহাব? (হানাফী, সালাফি বা অন্য কিছু ইসলামি কোন দল পছন্দ করুন উল্লেখ করুন?) অবশ্যই এটা উল্লেখ করতে হবে কেননা এসব দিক থেকে স্বামী-স্ত্রীর আক্বীদায় অমিল থাকলে নানান সমস্যা দেখা দিতে পারে—হানাফি তবে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল

৫. মেয়েদের ক্ষেত্রে - আপনি কি পাচ ওয়াক্ত সালাত আদায় করেন, বোরকা, নিকাব বা হাত-পা মোজা পরা হয় কি ?জ্বি ইন শা আল্লাহ ৫ ওয়াক্ত সালাত সময়মত পড়ি, জ্বি বোরকা নিকাব, হাত পা মোজা পরি

৬. অন্য আর কি কি আমল করেন নিয়মিত -নিয়মিত কুরআন তিলাওয়াত করি ইন শা আল্লাহ, মাঝে মাঝে ইসলামিক বই পড়ি & শায়েখদের লেকচার শোনার চেষ্টা করি।

৭. বিয়ে কি সুন্নতি তরীকায় করতে চান নাকি কমিউনিটি সেন্টারে-জ্বি সুন্নাত অনুসারে করতে চাই।

৮. বিয়ের সময় সামাজিকতার নামে উপহার/বরযাত্রী/যৌতুক প্রথা/সাধ্যের অতিরিক্ত মোহরানার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি -কোন রকম যৌতুক দিবোনা কারন নাজায়েজ।

৯. গান/ফিল্ম/সিরিয়াল/নাটক ইত্যাদি দেখার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি-এগুলো অপছন্দ করি, কোন
নেশা নেই আলহামদুলিল্লাহ

১০. দ্বীনকে প্রাধান্য দিয়ে দিয়ে আপনি পাত্র/পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ে ছাড় দিতে পারবেন? -দুরপথ, গায়ের রঙ, লম্বা

১১. পাত্র/পাত্রী পছন্দের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয় বেশি প্রাধান্য দিচ্ছেন? দ্বীনদারিতা

১২.অনলাইনে বায়োডাটা দিয়েছেন এটা আপনার অভিভাবক জানেন ?(অনুগ্রহ করে অভিভাবকের অনুমতি নিয়ে আমাদের কাছে বায়োডাটা দিবেন) -জ্বি জানেন

১৩. আপনার প্রিয় সখ কি: ছাদ কৃষি

১৪. নিজের অন্যান্য দিক নিয়ে যদি কিছু বলতে চান...

পাত্রের/পাত্রীর ক্ষেত্রে আপনার চাহিদার বিবরণ দিনঃ

পাত্র/পাত্রীর ক্ষেত্রে আপনি কেমন দ্বীনদারিতা আশা করছেন ? তাকওয়াবান কারণ এই গুণটি যার মধ্যে থাকবে তার সব আমলই সৌন্দর্যমন্ডিত হবে ইন শা আল্লাহ
চেহারা : আলহামদুলিল্লাহ
বয়স: ২৮-৩২
উচ্চতা:৫.৫ ফিট +
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা:নুন্যতম বিএসসি
পেশা :হালাল সরকারি / বেসরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার
মাযহাব: হানাফি
পরিবারের ধরন :মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জেলা ও বিভাগ :রাজশাহী, পাবনা,সিরাজ গঞ্জ,নাটোর, বগুড়া, কুষ্টিয়া
অন্যান্য : আমার ইচ্ছা সমূহ
১.কুরআন হিফজ করা
২.জীবন সংগীর সাথে হজ্ব বা উমরা করা
৩.পরিপাটি নামাজ রুম

যোগাযোগ - পেইজ ইনবক্স অথবা,
মেইল আইডি -nishatraihana678@gmail.com

07/06/2023

কুমিল্লার আলেমা অথবা দ্বীনদ্বার পাত্রী আবশ্যক

Address

Fotulla, Narayanganj
Dhaka
1421

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামি পাত্র পাত্রী সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram