27/05/2025
আপনার বাচ্চা কি সামান্যতেই অধৈর্য্য হয়ে পড়ছে? 😠 স্কুলের পড়ালেখায় কি তার মনোযোগের অভাব দেখা যাচ্ছে? রাতে ঘুমাতে কি অনেক সময় লাগছে? 🤔
এই লক্ষণগুলো কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে হতে পারে। এখনই সতর্ক হওয়া প্রয়োজন! #শিশুদেরস্বাস্থ্য #মোবাইলআসক্তি
সহজ সমাধান:
টিপস ১: আপনার সন্তানকে শেখানোর সেরা উপায় হলো নিজের উদাহরণ তৈরি করা। ওদের সামনে আপনিও মোবাইল ব্যবহার কমান।📱➡️ বই অথবা অন্য কাজে মনোযোগ দিন।
টিপস ২: প্রতিদিন অন্তত ৩০ মিনিট আপনার বাচ্চার সাথে এমন সময় কাটান, যেখানে মোবাইল ফোন থাকবে দূরে। গল্প করুন, খেলুন অথবা একসাথে কোনো পছন্দের কাজ করুন। এই সময়টা ওদের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ❤️ #পারিবারিকসময় #স্ক্রিনটাইমকমানো