Ruqyah Hospital Bangladesh

Ruqyah Hospital Bangladesh জিন,যাদু, বদনজর,ওয়াস‌ওয়াসা,বিভিন্ন ?

শুরু হয়ে গেল ডিসেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌 ‼️ সুন্নাহ তারিখ সমূহ: ২০শে ডিসেম্বর, ২২শে ডিসেম্বর ও...
20/12/2024

শুরু হয়ে গেল ডিসেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌

‼️ সুন্নাহ তারিখ সমূহ: ২০শে ডিসেম্বর, ২২শে ডিসেম্বর ও ২৪শে ডিসেম্বর ‼️

💠যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান, তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটস্থ ব্রাঞ্চে। 💠

♦️ কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন? ♦️

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও - তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" (জামে তিরমিযীঃ ২০৫১)

💠হিজামা প্ল্যানেটে আমরা হিজামার পাশাপাশি রোগীর সমস্যার ভিত্তিতে দিয়ে থাকি স্পেসিফিক ডায়েট প্ল্যান। যারা নিয়মিত হিজামা সেশন নেওয়ার পাশাপাশি আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করেন তারা অনেকাংশেই দ্রুত ফলাফল পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল প্ল্যান সাজেষ্ট করেন 📌 Dr. Saiful Alam Talukdar Sir ...

💠এ ছাড়াও মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

💠তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই এ্যাপয়েন্টমেন্ট চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটবর্তী ব্রাঞ্চে!

"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Rzfex


©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

আগে আমরা ভাবতাম বয়স বলেই শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা ও অন্যান্য সমস্যা দেখা দেয়! আজকাল যেকোনো বয়সেই শরীরের জয়েন্ট ব্যথা ...
19/12/2024

আগে আমরা ভাবতাম বয়স বলেই শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা ও অন্যান্য সমস্যা দেখা দেয়! আজকাল যেকোনো বয়সেই শরীরের জয়েন্ট ব্যথা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে জয়েন্ট ব্যথা হওয়া স্বাভাবিক। এছাড়া যারা খুব ভারি কাজ করেন তাদের ক্ষেত্রেও দেখা যায় জয়েন্ট ব্যথা।
জয়েন্ট ব্যথার প্রাথমিক চিকিৎসা হলো লাইফস্টাইলে পরিবর্তন। নিয়মিত অন্তত ৩০ মিনিট সকালে রোদে হাঁটা, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া, যেসব কাজ করলে জয়েন্ট ব্যথা বেড়ে যায় সেসব কাজ করা থেকে বিরত থাকা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী হিজামা সেশন নেওয়া।
হিজামা নাইট্রিক অক্সাইডের পাথওয়েকে বুস্ট করে, শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে, পেশীগুলোকে রিল্যাক্স রাখে ও জয়েন্ট ব্যথা প্রশমিত করতে সাহায্য করে। আপনার ব্যথার ধরণ ও গভীরতার উপর ভিত্তি করে কয়টা সেশন প্রয়োজন তা থেরাপিস্ট বলে দিবেন। অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে হিজামা থেরাপি নিতে তাই আজই চলে আসুন হিজামা প্ল্যানেটে।

অনেক অতি বুদ্ধিজীবি মানুষ আছেন যারা জ্বীন-যাদু, বদনজর, হাসাদ ইত্যাদি বিষয়গুলো একদমই বিশ্বাস করেন না। দেখা যাবে, এসব অবিশ...
15/12/2024

অনেক অতি বুদ্ধিজীবি মানুষ আছেন যারা জ্বীন-যাদু, বদনজর, হাসাদ ইত্যাদি বিষয়গুলো একদমই বিশ্বাস করেন না। দেখা যাবে, এসব অবিশ্বাসীদের প্রায় সবা-ই সহি শুদ্ধভাবে কালিমা শাহাদাতও পড়তে জানেন না। এমনকি কুরআন কুরআন-হাদীসের বেসিক জ্ঞানটুকুও তাদের নেই। তারপরও তারা নিজেদের অজ্ঞতাকে স্বীকার না করে, বরং কুরআন-হাদিস স্বীকৃত প্যারানরমাল বিষয়গুলোকে জাস্ট কুসংস্কার বলে উড়িয়ে দেয়। আল্লাহ তায়ালা এসব লোকদের সঠিক বুঝ দান করুন।
আরেক শ্রেণির লোক আছে অতি বিশ্বাসী। এরা লোকমুখে শোনা ভিত্তিহীন বিষয়ও অকাট্যভাবে বিশ্বাস করে নেয়। কোনো যাচাই-বাছাইয়ের প্রয়োজনও মনে করে না। প্যারানরমাল ইস্যুতে এদের বিশ্বাস আরও একধাপ এগিয়ে। সবকিছুতেই এরা জ্বীন-যাদুর সমস্যা খোঁজার চেষ্টা করে। একবারও ভাবার চেষ্টা করে না যে, সমস্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না।
অনেকেই এমন আছেন, রাতে দুইটা/তিনটা বা সারারাত পর্যন্ত অকারণে মোবাইল চেপে সময় নষ্ট করে। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেয়। দীর্ঘদিন এভাবে চলার কারণে স্বাভাবিকভাবেই একসময় তার শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। ব্রেন কাজ করে না ঠিক মতো। পড়ালেখা মনে থাকে না। চেহারা নষ্ট হয়ে যায় ইত্যাদি। অথচ একসময় তারা এসব সমস্যার জন্যও জ্বীন-যাদুকেই দায়ী করে। কবিরাজ-ওঝার কাছে দৌড়ায়। এমন অনেক উদাহরণ আছে সমাজে। কেবল মোবাইল আসক্তির কারণে সংসারে ঝামেলা সৃষ্টি হচ্ছে। স্বামী-স্ত্রীর মাঝে সন্দেহ দানা বাঁধছে। একসময় এই সন্দেহপ্রবনতা রূপ নিচ্ছে বিচ্ছেদে। শয়তানের ফাঁদ কত ভয়ংকর!

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন রাতের আঁধার ন...
13/12/2024

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে আটকিয়ে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।


ইবনু জুরাইজ (রহ.) বলেন, হাদীসটি ‘আমর ইবনু দ্বীনার (রহ.)...... জাবির ইবনু ‘আবদুল্লাহ্ হতে ‘আত্বা (রহ.)-এর মতই বর্ণনা করেছেন। তবে তিনি وَاذْكُرُوْا اسْمَ اللهِ বলেননি। (৩২৮০) (আধুনিক প্রকাশনীঃ ৩০৬০, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩০৬৯)


গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)

অধ্যায়ঃ ৫৯/ সৃষ্টির সূচনা (كتاب بدء الخلق)

হাদিস নম্বরঃ ৩৩০৪

হাদিসের মানঃ সহিহ

একটা নির্দিষ্ট বয়স পর অনেকেরই প্রায় সময় মাংসপেশিতে ব্যথা অনুভব হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে ভারি কাজ করা কিংবা দীর্ঘক্ষণ বস...
12/12/2024

একটা নির্দিষ্ট বয়স পর অনেকেরই প্রায় সময় মাংসপেশিতে ব্যথা অনুভব হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে ভারি কাজ করা কিংবা দীর্ঘক্ষণ বসে থাকার ফলেও এই ব্যথা অনুভব হতে দেখা যায়! এমন ক্ষেত্রে অনেকে গরম সেক নেন কিংবা কাওকে দিয়ে মালিশ করান, যা আসলে কোনো ফলপ্রসূ সমাধান না!
মাংসপেশির ব্যথার ক্ষেত্রে কাপিং থেরাপি খুব উপকারী। কারণ কাপিং থেরাপির মাধ্যমে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং নাইট্রিক অক্সাইড বুস্ট হয়। যা শরীরের টায়ার্ডনেস দূর করে এবং মাংসপেশির ব্যথাকে অনেকাংশে শিথিল করে।

ব্যথার পরিমাপ ও সময়কালের উপর সেশন কয়টা প্রয়োজন তা থেরাপিস্ট বলে দিবেন। হিজামা প্ল্যানেটের অভিজ্ঞ থেরাপিস্টগণের হিজামা এবং আমাদের সার্টিফাইড ডাক্তার কতৃক ডায়েট প্ল্যান হতে পারে আপনার মাংসপেশিতে ব্যথার সমস্যার দারুণ একটি সমাধান ইনশা'আল্লাহ।

হিজামা প্ল্যানেটে আপনাদের সমস্যা অনুযায়ী দেওয়া হয় ডায়েট প্ল্যান, লাইফস্টাইল প্ল্যান ও হিজামা সেশন। অভিজ্ঞ ডাক্তার ও থেরাপিস্টের পরামর্শে হিজামা করাতে আজই এ্যাপোয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটে।

আমরা শরীর বন্ধ করা বলতে বুঝি, জ্বীন-শয়তান, যাদু-টোনা ও অন্যান্য কষ্টদায়ক বিষয় থেকে নিরাপত্তা লাভের জন্য প্রয়োজনীয় ব্যবস্...
11/12/2024

আমরা শরীর বন্ধ করা বলতে বুঝি, জ্বীন-শয়তান, যাদু-টোনা ও অন্যান্য কষ্টদায়ক বিষয় থেকে নিরাপত্তা লাভের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এ ক্ষেত্রে অনেকের ধারনা, শরীর বন্ধ করতে হলে বুঝি তাবিজ, তাগা, (কবিরাজের দেওয়া) আংটি ইত্যাদি কোনো জিনিষ ব্যবহার করতে হয়। অথচ শরীর বন্ধ বা নিজের নিরাপত্তালাভের জন্য এসব তাবিজ-কবচের ব্যবহার সুন্নাহসম্মত কোনো পদ্ধতি না। এমন কি ফকির-কবিরাজদের দেওয়া অধিকাংশ তাবিজই সরাসরি শিরকের অন্তর্ভুক্ত থাকে। আর হাদিসে এসেছে—
উকবা বিন আমের রা. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “যে তামিমাহ (তাবিজ-কবজ) ঝুলালো,আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না, আর যে শঙ্খ ঝুলালো আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন না।" (আহমদ:১৬৯৫১, হাকেম:৪/২১২)
সুতরাং শরীর বন্ধের জন্য তাবিজ-কবচের ব্যবহার সুন্নাহসম্মত কোনো রীতি নয়। এ জন্য প্রতিটি মুসলিমের উচিত নিজের নিরাপত্তালাভের জন্য কুরআন-হাদিসে বর্ণিত পদ্ধতি অবলম্বন করা। নিম্নে কিছু আমল দেওয়া হলো। শরীর বন্ধের নিয়তে এগুলোর ওপর আমল করতে পারি:
সকাল-সন্ধ্যার বিশেষ কিছু মাসনুন আমল :
➡️ ফজর ও মাগরিবের নামাজের পর নিম্নে বর্ণিত আমলগুলো করবেন:
১. সকাল-সন্ধ্যায় ৩ বার পড়বেন:
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লা–হিত তাম্মা–তি মিং শাররি মা খলাক।
অর্থ: আমি আল্লাহর কাছে তাঁর পরিপূর্ণ বাক্যের উসিলায় তাঁর সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করি [মুসলিম ও তিরমিজি]
২. সকাল-সন্ধায় ৩ বার পড়বেন:
بِسْمِ اللّهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِه شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লা–হিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা–ই ওয়াহু ওয়াস সামিউল আলীম।
অর্থ: সেই আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমীনের কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
[তিরমিজি,৩৩২৪ : হাসান ও সহিহ, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ]
৩. সকাল-সন্ধায় ৭ বার পড়বেন:
حَسْبِيَ اَللّهُ لَآ اِلهَ أِلأَّ هُؤَ عَلَيْهِ تَؤَكَّلْتُ ؤَهُؤَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম।
অর্থ : আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন উপাস্য নাই, আমি তার উপরই নির্ভর করছি আর তিনি মহান আরশের অধিপতি [মুসনাদে আহমাদ]
৪. সকাল-সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়বেন। এরপর তিন কুল (সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বেন।
⏩ বি: দ্র: এই আমলগুলো ছাড়াও আরও দোয়া রয়েছে। তবে নিজের নিরাপত্তার জন্য সকাল-সন্ধ্যার এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ।
➡️ রাতে ঘুমের আগে বিছানায় এই আমলগুলো করবেন:
১. অজু করে ঘুমাবেন, তাহলে ফেরেশতারা আপনার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবে।
২. ডান কাত হয়ে ঘুমাবেন।

৩. শোয়ার পূর্বে কোন কাপড় বা ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে নিবেন। [সহিহ মুসলিম]

৪. এক বার আয়াতুল কুরসি ও সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে নিবেন। (বুখারি)

৫. সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিবেন। (বুখারি)

৬. নিম্নে বর্ণিত দুটি দোয়া ৩ বার করে পড়বেন—

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমা–তিল্লা–হিত তাম্মা–তি মিং শাররি মা খলাক

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ، مِنْ غَضَبِهٖ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ، وَأَنْ يَّحْضُرُوْنِ

উচ্চারণ : আউজু বিকালিমা–তিল্লা–হিত তাম্মা–তি মিন গদাবিহি ওয়া ঈকা বিহী,ওয়া শাররি ঈবাদিহী, ওয়া মিন হামাজা তিশ শায়াতীনি ওয়া আই ইয়াহদ্বুরূন।
➡️ টয়লেটে ঢুকার পূর্বে নিম্নে বর্ণিত দোয়াটি পড়ে নিবেন—اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা, মিনাল খুবসি ওয়াল খবা-ইছ।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি খারাপ জিন ও খারাপ পরী থেকে। [সহিহ মুসলিম, ৩৭৫]
❌বিঃদ্রঃ আরবি শব্দের উচ্চারণ কখনই বাংলায় পরিপূর্ণভাবে আদায় করা যায় না। তাই বাংলায় এই দোয়াগুলোর উচ্চারণ না পড়ে আরবি শুদ্ধ উচ্চারণ শিখে নিবেন।

শুরু হয়ে গেলো "ডিসেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার প...
07/12/2024

শুরু হয়ে গেলো "ডিসেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️
প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত হিজামা প্ল্যানেটে চলে বিশেষ #ডিস্কাউন্ট_সপ্তাহ।
যারা বাজেট স্বল্পতার জন্য হিজামা করাতে দ্বিধাবোধ করছেন, তারা এই বিশেষ সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে হিজামা সেশন নিয়ে নিতে পারেন। "নভেম্বর" মাসের হিজামা ডিস্কাউন্ট সপ্তাহ চলবে ০৮ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং পর্যন্ত ইন'শা'আল্লাহ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_১ঃ
হিজামা সেশান মাত্র ২০৫০ টাকায়।
১। সর্বোচ্চ ১৫ টি পয়েন্টে (শরীরের যে কোন স্থানে)।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত।
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_২ঃ
হিজামা সেশান মাত্র ১৫৫০ টাকায়।
১। শুধু পিঠের নির্দিষ্ট ১০ টি পয়েন্টে।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই এ্যাপয়েন্টমেন্ট চলে আসুন হিজামা প্ল্যানেটের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে!
মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Rzfex
©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

শুরু হয়ে গেল নভেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌 ‼️ সুন্নাহ তারিখ সমূহ: ২০শে নভেম্বর, ২২শে নভেম্বর ও ২৪...
19/11/2024

শুরু হয়ে গেল নভেম্বর মাসের হিজামার সুন্নাহ তারিখ আলহামদুলিল্লাহ📌


‼️ সুন্নাহ তারিখ সমূহ: ২০শে নভেম্বর, ২২শে নভেম্বর ও ২৪শে নভেম্বর ‼️


💠যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান, তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটস্থ ব্রাঞ্চে। 💠


♦️ কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন? ♦️


হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও - তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" (জামে তিরমিযীঃ ২০৫১)


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


💠হিজামা প্ল্যানেটে আমরা হিজামার পাশাপাশি রোগীর সমস্যার ভিত্তিতে দিয়ে থাকি স্পেসিফিক ডায়েট প্ল্যান। যারা নিয়মিত হিজামা সেশন নেওয়ার পাশাপাশি আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করেন তারা অনেকাংশেই দ্রুত ফলাফল পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল প্ল্যান সাজেষ্ট করেন 📌 Dr. Saiful Alam Talukdar Sir ...


💠এ ছাড়াও মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

ঢাকায় হিজামা প্ল্যানেটের ৫টি ব্রাঞ্চ। ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জেলায়। এ্যাপয়েন্টমেন্ট করতে ফোন করুন।
Dhaka Branches:
01612877464 (Dhanmondi)
01894430662 (Md.Pur)
01610445262 (Banani)
01889992870 (Uttara)

হিজামা প্লানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টারের কুমিল্লা ব্রাঞ্চে রাক্বি ও হিজামা থেরেপিস্ট  নিয়োগ করা হবে।ধানমন্ডি ব্রাঞ্চে এ...
14/11/2024

হিজামা প্লানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টারের কুমিল্লা ব্রাঞ্চে রাক্বি ও হিজামা থেরেপিস্ট নিয়োগ করা হবে।

ধানমন্ডি ব্রাঞ্চে এসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে।

এছাড়াও আমাদের ক্লিনিকের ডক্টর,ব্রাঞ্চ ম্যানেজার,রাক্বি পদগুলোতেও এপ্লাই করে রাখতে পারেন। প্রয়োজনে কল করা হবে। আবেদন করতে নিচের লিংকে ক্লিক করে ফরমটি ফিলাপ করে রাখুন।
প্রয়োজনে হোয়াটসএপে মেসেজ করুনঃ
+8801896510003
আবেদনের ফর্ম লিংকঃ
https://forms.gle/m5C9RAK2egx1B9iu9

প্রিয় চিটাগংবাসী, দেখা হচ্ছে ১৬ই নভেম্বর ইংশা আল্লাহ।
14/11/2024

প্রিয় চিটাগংবাসী, দেখা হচ্ছে ১৬ই নভেম্বর ইংশা আল্লাহ।

11/11/2024
শুরু হয়ে গেলো "নভেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর...
09/11/2024

শুরু হয়ে গেলো "নভেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️
প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত হিজামা প্ল্যানেটে চলে বিশেষ #ডিস্কাউন্ট_সপ্তাহ।
যারা বাজেট স্বল্পতার জন্য হিজামা করাতে দ্বিধাবোধ করছেন, তারা এই বিশেষ সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে হিজামা সেশন নিয়ে নিতে পারেন। "নভেম্বর" মাসের হিজামা ডিস্কাউন্ট সপ্তাহ চলবে ১০ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর, ২০২৪ ইং পর্যন্ত ইন'শা'আল্লাহ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_১ঃ
হিজামা সেশান মাত্র ২০৫০ টাকায়।
১। সর্বোচ্চ ১৫ টি পয়েন্টে (শরীরের যে কোন স্থানে)।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত।
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_২ঃ
হিজামা সেশান মাত্র ১৫৫০ টাকায়।
১। শুধু পিঠের নির্দিষ্ট ১০ টি পয়েন্টে।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই এ্যাপয়েন্টমেন্ট চলে আসুন হিজামা প্ল্যানেটের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে!
মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

ঢাকায় হিজামা প্ল্যানেটের ৫টি ব্রাঞ্চ। ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জেলায়। এ্যাপয়েন্টমেন্ট করতে ফোন করুন।
Dhaka Branches:
01612877464 (Dhanmondi)
01894430662 (Mohammadur)
01610445262 (Banani)
01889992870 (Uttara)

"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Rzfex
©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

Address

Muhammadpur

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801894430662

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Hospital Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Hospital Bangladesh:

Share