12/08/2024
কখনো কখনো বাস্তবতা এতো নির্মম হয় যে, মন খুলে কান্নাও করা যায় না। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। এই পৃথিবীতে সবাইতো নিজের ভালোটাই বুঝার চেষ্টা করে। তাই নিজের ভালো মন্দ গুলো অন্যকে বুঝানোর চেষ্টা করাটাই বুকামি। আমি হয়তো আমার মনের কষ্টগুলো আর কোনদিন কাউকে বলতে পারবো না। আমার শত কষ্ট ত্যাগ স্বীকার হয়তো সবাই মনে করে আমি আমার নিজের জন্য করি। আমার ও তো মনে চায় সবকিছু করতে অামি যে পরিস্থিতির স্বীকার এটা কেউ বুঝে না, কোন একদিন হতো সবাই বুঝবে। সবার কান্না মন খারাপ সবাইতো দেখে কিন্তু আমার কান্নার হয়তো ঐ উপরের একজন ছাড়া কেউ দেখে না আর কেউ বুঝার ও চেষ্টা করে না । এমন এক জায়গায় থাকি যেখানে মন খুলে কান্না ও করতে পারি না, নিজের ভালো মন্দের কথা ভাবা তো দূরের কথা। সবাই তো ভাবলো সবার কথা কই আমার কথা তো কেউ ভাবলো না। কেউ ইচ্ছা করে কিছু করতে চাই না, পরিস্থিতি মানুষকে করায়। এই কথাটা কেউ কোন দিন ও বুঝলো না। আর বুঝার চেষ্টা ও করলো না। সবাই বলে সবার কষ্ট হয়, আমি ও তো একটা মানুষ আমার ও কষ্ট হয়, আমাকে অনেক কিছু বলা হয়। অামার মনের কথা গুলো কাউকে বলতে গেলে ও অামি ভালো না। হয়তো আমার ও কষ্ট হয়, আমি ও অনেক কষ্ট পাই 🥹। আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবে কিন্তু আমি........ 🥹🥹🥹🥺