Raqi Hafez Muhammad Musa

Raqi Hafez Muhammad Musa 01971-836429 (WhatsApp)

দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা না...
28/11/2024

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

জুম'আর রিমাইন্ডার
22/11/2024

জুম'আর রিমাইন্ডার

জুম'আর দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেওয়া হয়। আর এ সময়টি হল জুম'আর দিন আসরের পর থেকে...
01/11/2024

জুম'আর দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেওয়া হয়। আর এ সময়টি হল জুম'আর দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।

[ বুখারী: ৯৩৫, ইফা: ৮৮৮, এবং আধুনিক: ৮৮২ , মুসলিম: ৮৫২ ]

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।বন্যায় ক্ষুধার্ত বানভাসি মানুষের হাতে খাবার, ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিতে চাই।আপনা...
26/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
বন্যায় ক্ষুধার্ত বানভাসি মানুষের হাতে খাবার, ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিতে চাই।

আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। আপনি আমি অসহায়দের পাসে দাড়াই আল্লাহ আমাদের পাসে দাড়াবেন ইন'শা আল্লাহ।

কেহ অংশগ্রহণ থেকে মাহরুম হবেন না, ৫০/১০০/৫০০ বা যার যা সামর্থ আছে শরিক হন।

সহযোগিতা করতে চাইলে

01971836429
(bKash, Nagad Personal)
Md Musa

বেশী পরিমাণে দিতে চাইলে ইনবক্স করার অনুরোধ করছি। অথবা যোগাযোগ করুন-
01941-417874 (WhatsApp এবং IMO)

সকলকে পোস্টটি শেয়ার করে সহযোগিতার অনুরোধ করছি।

18/08/2024

এখনো মানুষ মরে পথের পরে
এখনো আসেনি সুখ ঘরে ঘরে
কী করে তাহলে তুমি নেবে বিশ্রাম
কী করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম ॥

যেমন বাংলাদেশ চাই: ☑️সরকারি অফিস-আদালত ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে।☑️সবার মত প্রকাশের স্বাধীনতা...
17/08/2024

যেমন বাংলাদেশ চাই:

☑️সরকারি অফিস-আদালত ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব মুক্ত থাকবে।

☑️সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ-অনুভূতিতে আঘাত করা হবে না।

☑️ভিন্ন মতের কারণে কেউ গুম, খুন বা হয়রানির শিকার হবে না।

☑️আয়না ঘরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না।

☑️সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না।

☑️আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে।

☑️বিচারকার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই ন্যায়বিচার পাবে।

☑️বিচার বিভাগের প্রতি মানুষের সর্বোচ্চ আস্থা তৈরি হবে।

☑️আইনের শাসন থাকবে।

☑️জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য পুস্তকে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের রিফ্লেকশন হবে।

☑️শিক্ষার নামে কারো ওপর তার ধর্ম ও বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না।

☑️দেশের মানুষের বিশ্বাস ও চেতনা পরিপন্থী বিষয় এবং পশ্চিমা সংস্কৃতি আমদানী করা হবে না।

☑️প্রবাসীদের প্রতি হয়রানি বন্ধ হবে এবং দেশের সকল সেবায় তাদের জন্য বিশেষ প্রায়োরিটি থাকবে।

☑️ বেকারত্ব দূরীকরণে তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ দিয়ে উদ্যোক্ত হওয়ার পথ সুগম হবে।

☑️বিনোদন ও সংস্কৃতির নামে বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ হবে।

☑️ দাড়ি, টুপি, হিজাব ও ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণ দূর হবে।

☑️সংখ্যালঘুরা নিপীড়িত হবে না।

☑️ইসলামপন্থীদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য দূর হবে।

☑️ইমাম-খতীবদের হক কথা বলার স্বাধীনতা থাকবে।

☑️সকল নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

☑️দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

☑️অধিক মুনাফাখোরী ও মজুতদারী থাকবে না।

☑️নিরাপদ খাদ্য, পানীয় এবং ওষুধ নিশ্চিত হবে।

☑️চিকিৎসার মান উন্নত ও আস্থাশীল হবে।

☑️ছাত্র সংসদ ছাড়া শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিমূলক ছাত্র রাজনীতি থাকবে না।

☑️দুর্নীতি, অনিয়ম এবং খাদ্যে ভেজাল মিশ্রণের শাস্তি হবে সবচেয়ে কঠোর।

☑️বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অপসংস্কৃতি থাকবে না।

☑️পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য ও সিন্ডিকেট দূর হবে।

☑️ঢাকার ট্রাফিক জ্যাম কমে যাবে।

☑️যত্রতত্র বাস স্টপেজ এবং বাস-ট্রাক পার্কিং বন্ধ হবে।

☑️কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য পাবে।

☑️শ্রমিকের প্রতি কোনো অবিচার হবে না।

☑️সব ধরনের জালিয়াতি ও প্রতারণা বন্ধ হবে।

☑️গুণ্ডামি ও পেশি শক্তির প্রদর্শনী দেখতে হবে না।

☑️চাটুকারিতার উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরণ, ব্যানার, ফেস্টুনে পরিবেশ দূষিত করা হবে না।

( শায়েখ আহমাদুল্লাহ)

17/08/2024

জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের।

মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন কেবল মজা না নিয়ে শিক্ষাও গ্রহণ করি।

( শায়েখ আহমাদুল্লাহ)

Address

Gabtoli
Dhaka
GABTALI

Telephone

+8801941417874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Hafez Muhammad Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram