Holistic Unani Medicine Center

Holistic Unani Medicine Center HUMC is dedicated to ensure healthy, happy and prosperous life and vibrant health by healing people

 #সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান করবেন না...
12/12/2023

#সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।

১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান করবেন না। কারণ এতে গ্যাস্টিক বাড়বে।

২. ঘুম থেকে উঠেই টয়লেট ক্লিয়ার করার চেষ্টা করুণ।

৩. টয়লেট থেকে ফিরে এসে কমপক্ষে ২ গ্লাস পানি পান করুণ।

৪. মধু কিংবা দুধ খেতে পারেন। এতে শরীলে খুব দ্রুত এনার্জী ফিরে পাবেন।

৫. যদি আপনার ওজন অতিরিক্ত হয় চিনি খাওয়া একদম কমিয়ে দিন।

৬. বলে রাখা ভালো যদি আপনার চায়ের নেশা থাকে তাহলে অতিরিক্ত গরম চা কখনই পান করবেন না।

৭. বাইরে বেশি সময় থাকলে ক্ষুদা লাগবে এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করুণ তেল জাতীয় খাবার এড়িয়ে চলার।

৮. শুনে অবাক হবেন এই যে, ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে ৩৬ ধরণের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৯. রাতে খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাবেন না। একটু হাটুন।

১০. সম্ভব হলে খাওয়ার পড়ে ২০ মিনিট ব্যয়াম করুণ। এতে শরীর ফ্রেশ ও চনমনে লাগবে। ভালো একটা ঘুম হবে।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

আপনি জানেন কি সকাল বেলা খালি পেটে হাটলে কি কি উপকারিতা পাওয়া যায়?আমরা সকলেই জানি সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। আমর...
06/09/2023

আপনি জানেন কি সকাল বেলা খালি পেটে হাটলে কি কি উপকারিতা পাওয়া যায়?

আমরা সকলেই জানি সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। আমরা প্রতিদিনই হাঁটি। তবে শরীর ভালো রাখতে হাঁটার কিছু নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় হাঁটলে শারীরিক ব্যায়াম হয়। হাঁটার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকাল। তবে অনেকে কাজের চাপের কারণে বিকালে হাঁটে।
বিকালে হাঁটলেও শরীরের ব্যায়াম হয়।

তবে সকালে হাঁটার উপকারিতা বা সকালে খালি পেটে হাঁটার উপকারিতা অনেক বেশি। সারারাত ঘুমানোর পর আমাদের শরীরের সবগুলো অঙ্গ শীতল হয়ে থাকে। যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়।

এই সমস্যা থেকে মুক্তির জন্য সকালে হাঁটতে পারেন। সকালে খালি পায়ে হাঁটলে শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ থাকে এবং মানসিক চাপ দূর হয়। যার ফলে মানসিক স্বাস্থ্য ঠিক থাকে। এবং নিয়মিত সকালে হাঁটলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

Holistic Unani Medicine Center

হঠাৎ গরমে সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান ...
29/07/2023

হঠাৎ গরমে সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।

১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান করবেন না। কারণ এতে গ্যাস্টিক বাড়বে।

২. ঘুম থেকে উঠেই টয়লেট ক্লিয়ার করার চেষ্টা করুণ।

৩. টয়লেট থেকে ফিরে এসে কমপক্ষে ২ গ্লাস পানি পান করুণ।

৪. মধু কিংবা দুধ খেতে পারেন। এতে শরীলে খুব দ্রুত এনার্জী ফিরে পাবেন।

৫. যদি আপনার ওজন অতিরিক্ত হয় চিনি খাওয়া একদম কমিয়ে দিন।

৬. বলে রাখা ভালো যদি আপনার চায়ের নেশা থাকে তাহলে অতিরিক্ত গরম চা কখনই পান করবেন না।

৭. বাইরে বেশি সময় থাকলে ক্ষুদা লাগেবে এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করুণ তেল জাতীয় খাবার এড়িয়ে চলার।

৮. শুনে অবাক হবেন এই যে, ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে ৩৬ ধরণের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৯. রাতে খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাবেন না। একটু হাটুন।

১০. সম্ভব হলে খাওয়ার পড়ে ২০ মিনিট ব্যয়াম করুণ।

এতে শরীর ফ্রেশ ও চনমনে লাগবে। ভালো একটা ঘুম হবে।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

হঠাৎ করে এই গরমে আপনার বাচ্চার যত্ন কিভাবে নিবেন?১ থেকে ২ বছরের এই সময় টা প্রতিটি বাচ্চার জন্যই একটু ক্রিটিক্যাল হয়ে থাক...
05/07/2023

হঠাৎ করে এই গরমে আপনার বাচ্চার যত্ন কিভাবে নিবেন?

১ থেকে ২ বছরের এই সময় টা প্রতিটি বাচ্চার জন্যই একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। কারণ শিশু জন্মের পরের এই সময় টায় বেশি অসুখে ভূগে। তাই এই সময় যতদিন না পুরোপুরিভাবে গরম চলে আসে ততদিন পর্যন্ত বাচ্চাকে খুব যত্নে রাখা দরকার।

কোন ভাবেই শিশুর মুখ বরাবর অতিরিক্ত জোরে টেবিল ফ্যান চালাবেন না। আপনার হয়ত মনে হতে পারে যে এতে আপনার বাবুর আরাম লাগবে।

কিন্তু টেবিল ফ্যানের এই বাতাসে উল্টো তার ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়া গরমের শুরুতে কখনও খুব গরম, আবার কখনও হালকা শীত শীত লাগে।

সর্বদা খেয়াল রাখবেন বাচ্চার ঘাড়ের পিছনে হাত দিয়ে দেখবেন ঠান্ডা কিনা? কারণ আমাদের তুলনায় বাচ্চাদের গরম যেমন তাড়াতাড়ি লাগে, তেমন ঠান্ডাও খুব তাড়াতাড়ি লেগে যায়।

তাছাড়া কখনই ভূল করে বাচ্চাদের মোটা কাপড় পড়াবেন না। এবং খেয়াল রাখবেন বাচ্চা ঘেমে যাচ্ছে কিনা? কারণ গরমের এই সময় টায় বাচ্চাদের ঘাম থেকে দ্রুত ঠান্ডা লেগে যায়।

আবার অনেক সময় ছোট বাচ্চাদের গরমে মাথা ঘেমে যায়। তাই খেয়াল রাখুন। এবং মাথা ঘামলে সঙ্গে সঙ্গে বালিশ পরিবর্তন করে দিন। কারণ গরমে ভিজা জামা, ও শিশুর বালিশ পরিবর্তন না করলে শিশুর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রতিদিন নিয়ম করে বাচ্চাকে কুসুম গরম জলে গোসল করাবেন। গোসল করানো বাদ দিবেন না।

কারণ এই সময় বাচ্চাদের শরীর বেশি ঘেমে যায়। এবং স্কিন ইনফেকশন হতে পারে। যেটা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর।


হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

আপনি জানেন কি সকাল বেলা খালি পেটে হাটলে কি কি উপকারিতা পাওয়া যায়?আমরা সকলেই জানি সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। আমর...
03/07/2023

আপনি জানেন কি সকাল বেলা খালি পেটে হাটলে কি কি উপকারিতা পাওয়া যায়?

আমরা সকলেই জানি সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। আমরা প্রতিদিনই হাঁটি। তবে শরীর ভালো রাখতে হাঁটার কিছু নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় হাঁটলে শারীরিক ব্যায়াম হয়। হাঁটার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকাল। তবে অনেকে কাজের চাপের কারণে বিকালে হাঁটে।

বিকালে হাঁটলেও শরীরের ব্যায়াম হয়। তবে সকালে হাঁটার উপকারিতা বা সকালে খালি পেটে হাঁটার উপকারিতা অনেক বেশি। সারারাত ঘুমানোর পর আমাদের শরীরের সবগুলো অঙ্গ শীতল হয়ে থাকে। যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়।

এই সমস্যা থেকে মুক্তির জন্য সকালে হাঁটতে পারেন। সকালে খালি পায়ে হাঁটলে শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ থাকে এবং মানসিক চাপ দূর হয়। যার ফলে মানসিক স্বাস্থ্য ঠিক থাকে। এবং নিয়মিত সকালে হাঁটলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

Holistic Unani Medicine Center

Holistic Unani Medicine Center পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারক বাদ।
28/06/2023

Holistic Unani Medicine Center পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারক বাদ।

This EID-UL FITR We wish Allah's blessing to light up your and hope that it is filled with happiness, peace, joy & Succe...
21/04/2023

This EID-UL FITR We wish Allah's blessing to light up your and hope that it is filled with happiness, peace, joy & Success.

Eid Mubarakh.

Holistic Unani Medicine Center

 #রোজা ও সংযমের মাসে কিভাবে নিজেকে ফিট রাখবেন?রোজার উদ্দেশ্য হল প্রার্থনা,আধ্যাত্মিকতা ও আত্মিক উন্নতি সাধনের দিকে মনোযো...
28/03/2023

#রোজা ও সংযমের মাসে কিভাবে নিজেকে ফিট রাখবেন?

রোজার উদ্দেশ্য হল প্রার্থনা,আধ্যাত্মিকতা ও আত্মিক উন্নতি সাধনের দিকে মনোযোগ দেওয়া। এবং এই মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা। আমরা যা খাই এবং যেভাবে ব্যায়াম করি, তা এই উদ্দেশ্য চরিতার্থ করতে বড় ভূমিকা রাখে। কারণ আমাদের খাদ্য ও ব্যায়াম আমাদের মানসিক চাপের মাত্রা, জীবিকা ও জীবনযাপনের ভারসাম্য ও পরিবারে বড় ধরণের প্রভাব তৈরি করে।

রমজানে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত পানি পান করা থেকে শুরু করে কোনো ধরনের খাবার খাওয়া যায়না। তবে স্বাস্থ্যকর জীবনের জন্য খাবারের ঊর্ধে শরীর চর্চা বা ব্যায়ামের বিকল্প নেই।

চলুন জেনে নেই কি কি বিষয় মেনে চলা জরুরী:

১. নিজেকে হাইড্রেটেড রাখতে হবে:

ইফতার করার পর থেকে সেহরি পর্যন্ত শরীরের জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে করে দিনের বেলায় পানিশূন্যতা হওয়ার প্রবণতা কমে যায়। আর যদি ব্যায়াম করার কথা ভাবেন তাহলে তো অবশ্যই যথেষ্ট পানি পান করতে হবে।

২. নিজের জন্য উপযুক্ত সময়টি খুঁজতে হবে:

প্রত্যেকের এক সময়ে ব্যায়াম করার মতো পরিস্থিতি সাধারণত হয় না। তাই একজনকে অবশ্যই তার একটা নির্দিষ্ট সময় খুঁজে বের করা উচিত যেটা একান্তই তার নিজের জন্য হবে।

ব্যক্তিগতভাবে সন্ধ্যায় রোজা ভাঙার পর ব্যায়াম করা ভালো। কারণ তখন পানি পান করার সুযোগ থাকে এবং শরীর পানিশূন্য হবার ভয় থাকে না।

৩. অতিরিক্ত ঘাম ঝরানো থেকে বিরত থাকুন:

আপনি অনেক বেশি ঘাম ঝরানোর মতো ব্যায়ামে অভ্যস্ত হতেই পারেন। কিন্তু কঠিন ব্যায়ামগুলো রমজানে না করাই ভালো।

রমজান মাসে ব্যায়াম অনেক ধীরে করুন। যেমন, পা দিয়ে করতে পারা অথবা শরীরের উপরিভাগ দিয়ে করতে পারা এমন ব্যায়ামগুলো করার চেষ্টা করুন। কিন্তু অতিরিক্ত ঘাম ঝরে, পিপাসা লাগে এমন ব্যায়াম রমজান মাসে করবেন না।

৪. সেহরিতে প্রচুর শর্করা রয়েছে এমন খাবার খেতে হবে:

শর্করার জাতীয় খাবারের মধ্যে ওটস, বাদাম, খেজুর, এবং কলা। এ ধরনের খাবারগুলো সারাদিন শরীরকে চাঙা রাখে। তাই রোজাতে এই ধরণের খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন।

৫. বিশ্রামের জন্য সময় নির্ধারণ করুন:

ব্যায়ামের মাঝে মাঝে বিশ্রাম করার জন্য সময় নির্ধারণ করতে হবে। এতে করে শরীর হারানো শক্তি ফিরে পাবে। পুনরায় ব্যায়াম করার শক্তি পাওয়া যাবে। কিন্তু পর্যাপ্ত ঘুমানো একটু কষ্টের হয়ে যায় রমজান মাসে। কারণ সকালে দ্রুত উঠা, আবার রাতে সেহরির জন্য উঠা বেশ কষ্টদায়ক। আর দিনের বেলায় চাইলেও ঘুমানো সম্ভব হয় না।

বিশ্রামের সময় দিনের বেলায় অল্প একটু ঘুম অনেক জরুরী। তাই সাধারণত ফজরের নামাজ আদায়ের পরে একটু ঘুমিয়ে নিন।
আবার বিকেল ৫ টা থেকে ইফতার করার মুহূর্ত পর্যন্ত ঘুমিয়ে নেন। এতে অনেক বেশি শক্তি পাবেন।

৬. প্রতিদিন অন্তত ১০ মিনিট ব্যায়াম করুন:

৪৫ মিনিটের ব্যায়াম করা অনেকের কাছে কষ্টকর। কিন্তু শরীরের সুস্থতার জন্য ব্যায়ামের বিকল্প নেই। তাই অল্প সময়ের জন্য হলেও ব্যায়াম করতে হবে।

“শরীরকে একদম বসিয়ে না রেখে কিছু একটা করুন। ইয়োগা করুন অথবা হাঁটুন। যেটাই করতে মন চায় করুন। কিন্তু শরীরকে অলসের মতো মোটেও ফেলে রাখবেন না। এটা আপনার মানসিক শান্তির বিকাশ ঘটাবে। কারণ সারাদিন ঘুমালে শরীর পূর্বের থেকেও বেশি ক্লান্ত ও পরিশ্রান্ত লাগবে আপনার।

৭. আপনার পছন্দের খাবার খান:

পছন্দের খাবার খাওয়ার ব্যাপারে “নিঃসন্দেহে রমজান মাস ডায়েট করার মাস নয়। আপনার পছন্দের খাবারগুলোকে যদি সঠিক পরিমাপে খান তাহলে আপনি নিজের স্বাস্থ্যে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। রোজা রেখেও আপনার শরীর যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় করে রেখেছে বলে আপনি অনুভব করবেন।”

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান করবেন না। ...
14/03/2023

সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে কি কি পরিবর্তন আনা জরুরী? চলুন জেনে নেই।

১. কখনও সকালে খালি পেটে উঠে, দুধ চা পান করবেন না। কারণ এতে গ্যাস্টিক বাড়বে।

২. ঘুম থেকে উঠেই টয়লেট ক্লিয়ার করার চেষ্টা করুণ।

৩. টয়লেট থেকে ফিরে এসে কমপক্ষে ২ গ্লাস পানি পান করুণ।

৪. মধু কিংবা দুধ খেতে পারেন। এতে শরীলে খুব দ্রুত এনার্জী ফিরে পাবেন।

৫. যদি আপনার ওজন অতিরিক্ত হয় চিনি খাওয়া একদম কমিয়ে দিন।

৬. বলে রাখা ভালো যদি আপনার চায়ের নেশা থাকে তাহলে অতিরিক্ত গরম চা কখনই পান করবেন না।

৭. বাইরে বেশি সময় থাকলে ক্ষুদা লাগেবে এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করুণ তেল জাতীয় খাবার এড়িয়ে চলার।

৮. শুনে অবাক হবেন এই যে, ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে ৩৬ ধরণের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৯. রাতে খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাবেন না। একটু হাটুন।

১০. সম্ভব হলে খাওয়ার পড়ে ২০ মিনিট ব্যয়াম করুণ। এতে শরীর ফ্রেশ ও চনমনে লাগবে। ভালো একটা ঘুম হবে।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

 #সকাল সকাল ঠিকমত খাবার না খেলে আপনি কি ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন? চলুন জেনে নেই।আমরা যারা সকালে ব্রেকফ্রাস্ট করি...
15/02/2023

#সকাল সকাল ঠিকমত খাবার না খেলে আপনি কি ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন? চলুন জেনে নেই।

আমরা যারা সকালে ব্রেকফ্রাস্ট করি না, আমরা হয়তো জানি না যে সময়মত খাবার না খাওয়ার জন্য আমাদের মেজাজ অনেক গরম থাকে। এবং যারা লং টাইম না খেয়ে থাকে, তাদের মেজাজ মাত্রা অতিরিক্ত গরম থাকে। এবং শুনে অবাক হবেন একটা সময় এইটা একটা সাইকোপ্যাথি হয়ে যায়।

তাই অবশ্যই এই জায়গা গুলোকে রিকবার করা অতীব জরুরী। এবং দেখবেন আপনার পাকস্থলী শান্তি, এবং নিজেও শান্তি। আরও একটা জিনিস মনে রাখবেন যত ভালো কোলন, তত ভালো ব্রেইন। অর্থ্যাৎ কোলনকে সবসময় ক্লিন রাখতে হবে।

কোলন হলো আমাদের সেকেন্ড ব্রেইন। শুধুমাত্র কোলন কিন্তু মাথার সিগন্যাল ছাড়া চলে। তাই যখনই আমাদের কোলন ক্লিন হয়ে যায়, তখন একেবারেই শান্তি, এবং শান্তিমতো কাজ করা যায়। অনেক ভালো ভালো ডিসিশন নেওয়া যায়। তাই এই কোলনকে ক্লিন রাখতে হলে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, শরীরচর্চার পাশাপশি সকালে ভারী নাস্তা করতে হবে । কোনভাবেই সকালে দেরিতে ব্রেকফাস্ট করা চলবে না। এই অভ্যাস থাকলে আজই পরিত্যাগ করুন।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

শিশুর দেরিতে কথা বলার কারণ কি হতে পারে? ইউনানী শাস্ত্রে কি বলে? চলুন জেনে নেই।১. যেসব শিশু টিভি, মোবাইল, ইত্যাদিতে বেশি...
14/02/2023

শিশুর দেরিতে কথা বলার কারণ কি হতে পারে? ইউনানী শাস্ত্রে কি বলে? চলুন জেনে নেই।

১. যেসব শিশু টিভি, মোবাইল, ইত্যাদিতে বেশি সময় কাটায় তাদের কথা বলতে দেরি হতে পারে।

২. গভেষণায় দেখা গেছে যেসব শিশুরা ১২ মাস হওয়ার আগেই টিভি দেখা শুরু করে, এবং যেসব শিশু দিনে ২ ঘন্টার বেশি সময় টিভি দেখছে, তাদের দেরিতে কথা বলার সম্ভাবনা সাধারণ শিশুর চেয়ে ৬ গুণ বেশি।

৩. তবে অনেকের দ্বিমত এই বিষয়ে যে টিভি কিংবা মোবাইল দেখে শিশুরা অনেক কিছু শেখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এসব শিশু অনেক শব্দ জানলেও তারা অন্য কারো সাথে কথা বলেনা। কিংবা কারো প্রশ্নের কোন জবাব দেয় না।

৪. এমনকি তারা কারো সাথে মিশতেও চায় না। কোন মানুষ যখন শিশুর সাথে কথা বলবে, শিশুও হয়তো কথা বলবে, কিংবা কথা বলার চেষ্টা করবে।

৫. এভাবেই তার ভাষার বিকাশ ঘটবে। সে কথা বলায় দক্ষ হয়ে উঠবে। শুধুমাএ টিভি কিংবা মোবাইল দেখে এই দক্ষতা অর্জন করা সম্ভব নয়।

৬ . তাই বাচ্চাকে শান্ত করার জন্য ডিজিটাল ডিভাইস দেয়াটা খুব সহজ সমাধান মনে হলেও, প্রকৃতপক্ষে এটি উপকারের চেয়ে ক্ষতিই বেশি সাধন করে।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

 #ইউনানী শাস্ত্রে অতিরিক্ত বদহজম হলে করণীয় কি?অতিরিক্ত খাবার খাওয়ার কারণে অনেক সময় বদহজম হয়। আবার ভ্যাপসা গরমেও হজমে সমস...
31/01/2023

#ইউনানী শাস্ত্রে অতিরিক্ত বদহজম হলে করণীয় কি?

অতিরিক্ত খাবার খাওয়ার কারণে অনেক সময় বদহজম হয়। আবার ভ্যাপসা গরমেও হজমে সমস্যা দেখা দিতে পারে।

উৎসব-পার্বণে বেশি ভারি ও তেল-মসলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে।

বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন-

১. খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে, ধীরে-সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন। তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার ঠিকমতো হজম হয় না। তা ছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়।

২. খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়। খাওয়া শেষে আবার একটু সময় পর পানি পান করবেন।

৩. একেকজনের একেক ধরনের খাবার হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স (Lactose Inltolerance) আছে, তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না। অনেকের মিষ্টিজাতীয় দ্রব্যে (যেমন : ফলের রস বা জুস, চকলেট ইত্যাদি) সমস্যা হয়। কারও সমস্যা হয় রুটি, যব বা ডালজাতীয় খাবারে। কার কোনটাতে সমস্যা, সেটা তিনিই ভালো ধরতে পারবেন। তাই বদহজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ-এ জাতীয় কথা ঢালাওভাবে বলা যায় না।

৪. ধূমপান, চুইংগাম চিবোনো ও স্ট্র দিয়ে জুসজাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে। তাই এ ধরনের অভ্যাস বর্জন করুন।

৫. পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারও। তাই এগুলো খেতে হবে হিসাব করে।

৬. কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে। তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন।

হলিস্টিক ইউনানী মেডিসিন সেন্টার

Address

Uttara, Sector:07, Road: 1/A, Sonargoan Janapath Road
Dhaka
1230

Opening Hours

Tuesday 16:00 - 00:00
Thursday 16:00 - 00:00
Sunday 16:00 - 00:00

Telephone

+8801682088252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holistic Unani Medicine Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Holistic Unani Medicine Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

An Ancient Healing Solution

একটি প্রাচীন নিরাময় সমাধান