Medical Service Center

Medical Service Center সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত
(2)

19/09/2025
সবাই কে একদিন মরতে হবে এই চিন্তাটা মাথায় রাখতে হবে সেই অনুযায়ী দুনিয়াতে চলতে হবে
19/09/2025

সবাই কে একদিন মরতে হবে এই চিন্তাটা মাথায় রাখতে হবে সেই অনুযায়ী দুনিয়াতে চলতে হবে

19/07/2025

""আমি সবসময় আল্লাহর কাছে একটি জিনিস থেকে আশ্রয় চাই!
আর সেটি হলো-নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা! একটু হলেও অন্যদের ওপরে ভাবা!
কারণ আমি জানি, এটাই শয়তানের প্রথম ও সবচেয়ে বড় পাপ ছিলো!
*সে এটাই দাবি করেছিলো যে আমি আদমের চেয়ে উত্তম।
আর এই অহংকারের কারণে তাকে আল্লাহর দরজা থেকে চিরতরে বঞ্চিত করেছেন!
*আজ যখন কারো একটু ফ্যান-ফলোয়ার হয়!
তখন তার চারপাশে শুধু বাহবা দেওয়ার মতো লোক থাকে!
ঠিক তখনই শয়তান সেই প্রশংসার ভিতর দিয়েই আস্তে আস্তে আত্মাকে ঘিরে ফেলে!
সে ফিসফিস করে বলে,
*তুমি একটু ব্যতিক্রম, তুমি সেরা, তুমি সবার চাইতে আলাদা**
ঠিক তখন আমাদের মনে অহংকার গেঁথে দেয়!
আর আমরা সেটা বুঝতেই পারি না-
আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি!
আমি আল্লাহর কাছে বলি🤲
*হে আমার প্রতিপালক! আমাকে অহংকার থেকে রক্ষা করো(আমিন)
আমার হৃদয়কে বিনয়ী করো! আমার অন্তরকে নম্র করো,
তোমার সামনে আমি ধুলার চেয়েও তুচ্ছ*
*তুমি ছাড়া আমি কিছুই নই*
*তুমি ছাড়া আমার কোনো এলাহ নাই*
প্রিয় মানুষজন,
আমার আচরণে, কথায়. চোখে-মুখে বা কোনোভাবে
যদি কখনো অহংকারের ছাপ এসে থাকে!
যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি!
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন!🙏
আমি প্রতিজ্ঞা করছি-
আমি কারো ওপরে না, আমি কারো নিচেও না*
আমি কেবল একজন বান্দা,
যে আল্লাহর করুণা ছাড়া এক কদমও চলতে পারেনা!
সব অহংকার, সব প্রশংসা, সব শ্রেষ্ঠত্ব,
শুধু আল্লাহরই প্রাপ্য
আমি তাঁরই দাস,
তাঁর দরবারেই আমি আমার সমস্ত অহংকার ভেঙে ফেলেছি!
আমার জন্য দোয়া করবেন-
যেন আমি সারা জীবন বিনয়ী, নম্রতা ও খাঁটি ইখলাসের সাথে পথ চলতে পারি!

*হে আমার রব চোখের এক পলক কিংবা তার চেয়েও অল্প সময়ে আপনার রহমত ও করুণা হতে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। (আমিন)🤲🤲🤲🤲

দ্রুত বীর্য-পাত নিয়ে দুশ্চিন্তা?প্রাকৃতিক উপাদানে তৈরি স্বা-স্থ্যকর সমাধান এখন হাতের মুঠোয়।
01/07/2025

দ্রুত বীর্য-পাত নিয়ে দুশ্চিন্তা?
প্রাকৃতিক উপাদানে তৈরি স্বা-স্থ্যকর সমাধান এখন হাতের মুঠোয়।

30/06/2025

বিপদে পাশে থাকা বন্ধুই প্রকৃত বন্ধু ।
— যারা ধৈর্য ধারণ করে এবং সৎকাজে সাহায্য করে, তাদের জন্যই মহান পুরস্কার নির্ধারিত ।

21/03/2025

"মানব জিবনে সব পাপের মূল উৎস তিনটি:

১. অহংকার; যা ইবলিশের পতন ঘটিয়েছিল,,
২. লোভ: যার কারণে আল্লাহু তায়া’লা জান্নাত থেকে আদম (আলাইহিস-সালাম )–কে বের করেছিল।
৩. হিংসা; যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন আদম (আলাইহিস-সালাম)–এর এক সন্তানের বিরুদ্ধে আরেক সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল।

যে ব্যক্তি উক্ত তিনটি বিষয়ের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে দুনিয়ার যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কেননা, কুফরির মূল উৎস হলো ‘অহংকার’, পাপকর্মের মূল উৎস হলো ‘লোভ’, বিদ্রোহ ও সীমালঙ্ঘনের মূল উৎস হলো ‘হিংসা’।"
— ইমাম ইবনুল ক্বাইয়িম রাহিমাহুল্লাহ।
— [আল-ফাওয়াইদ: ৫৮]।🤲🤲

18/03/2025

যে একটি কারণে মানুষ মৃত্যুকে অপছন্দ করে!..

17/03/2025

রাসূল (সাঃ) বলছেন,
"যে ব্যক্তি কাউকে ধোঁকা দেবে
সে আমার উম্মত নয়।"
(সহিহ মুসলিম- ২৯৫;
তিরমিযি ১৩১৫)

আসসালামু আলাইকুম... বিবা^হিত ও অবি^বাহিত ভাইদের জন্য দ্রু^ত বীর্য^পাত থেকে চির-তরে মু^ক্তি নিন বিশে^ষজ্ঞ পরা^মর্শে অনু^য...
10/11/2024

আসসালামু আলাইকুম...
বিবা^হিত ও অবি^বাহিত ভাইদের জন্য দ্রু^ত বীর্য^পাত থেকে চির-তরে মু^ক্তি নিন বিশে^ষজ্ঞ পরা^মর্শে অনু^যায়ী ৩০ সে°কেন্ড সম^য়কে ৩০ মিনিটে রূপা^ন্তর করুন। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Medical Service Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram