28/10/2024
১১-১১-২০২৪ রক্ত সৈনিকের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বচ্চো রক্তদাতা এবং সর্বচ্চো রক্ত সংগ্রহ কারী সম্মাননা এবং যারা শুরু থেকে এখন পর্যন্ত যারা রক্ত সৈনিকের পাশে ছিলো নিয়মিত রক্তদাতা সবাইকে নিয়ে একটি প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করতে চাচ্ছি এতে করে রক্ত সৈনিকের সকল শুভাকাঙ্ক্ষী নিয়মিত রক্তদাতা যারা আগের রক্ত দিয়েছেন সাময়িক ভাবে বন্ধ করেছেন সবার কাছে পরামর্শ চাচ্ছি এই উদ্যোগটি কেমন হবে।