Curenter Homoeo Clinic

Curenter Homoeo Clinic Health Tips and Homoeopathy Medical Consultation.

ডাঃ মনিকা নাসির
D.H.M.S, C.C.M.T
S.T.I, S.T.S.D (Dhaka)
M & C.H.T (Shishu Hospital)
চেম্বারঃ ২১৭, ১৫নং গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
মোবাইল নম্বরঃ ০১৫৩৩৪৮৩৬০০, ০১৮৫৯৮০৭৬১৫

নিম্নোক্ত রোগের চিকিৎসা করা হয়-

বিনা অপারেশনে স্থায়ী ভাবে নাকের পলিপাস, মাংশ বৃদ্ধি, হাড়বাঁকা, পাইলস, অর্শ গেজ, এনাল ফিচার, টনসিল, মহিলাদের যেকোন সমস্যা (বন্ধ্যত্ব, সাদাস্রাব, জরায়ুতে টিউমার), চর্ম ও যৌন রোগ, কিডনি ও পিত্তথলিতে পাথর, আচিল, এলার্জি ও এজমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।

11/02/2025

পাইলস (piles) এখন একটা কমন ডিজিজ। 🩺
দীর্ঘদিন কনস্টিপেশন (কোষ্ঠকাঠিন্য), আবার কনস্টিপেশন না থাকলেও দেখা দেয় অনেক ক্ষেত্রে (বংশগত কারণে)। 📉
দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে ব্লাড ভেসেল গুলা ক্ষত হয়ে যাই 🩸 এইজন্য টয়লেটের সময় প্রচুর ব্লিডিং হয়। এটাকে বলা হয় হেমোরয়েড/ পাইলস/ অর্শ। ✅ ১০০% কিউরএবল।

এনাল ফিচার (A**l Fisher)
অনেক সময় ব্লাড থাকে না 🩸❌ বাট প্রচন্ড জ্বালাপোড়া করে, চাপ দিয়ে বসতে গেলে ব্যথা 🪑🤕 করে।
টয়লেটের পরে প্রচন্ড জ্বালাপোড়া করে 🔥 এটাকে বলা হয় এনাল ফিচার কারণ টয়লেটের সময় মলদ্বার ফেটে যায়। ✅ ১০০% কিউরএবল।

ফিস্টুলা (Perianal Fistula)
বাংলায় নালী ঘা 🌀 মলদ্বারের ভিতরে ছোট্ট একটা সুরঙ্গ হয়।
টয়লেট করার সময় কিছু মল নালীতে এসে জমা হয়। মলদ্বারের পাশে ছোট্ট একটা ফুসকুড়ি / ফোড়ার মত হয়।
কিছুদিন পর ফ্লুইড বের হয় 💧 এবং তারপর কিছুদিন ভালো থাকে। আবার একই রকম হয়।
📊 ৮০% পেশেন্ট ভালো হয়।

রেক্টাল পলিপ / এনাল পলিপ
সাধারণত ১-৩টি হতে পারে। টয়লেটের সময় সামান্য ব্লাড যেতে পারে আবার নাও যেতে পারে।

🔹 ফার্স্ট স্টেজ: টয়লেটের সময় মাংসপিণ্ড বের হয়, কিন্তু টয়লেট শেষে ভিতরে চলে যায়। (মেডিসিনে কিউরএবল)
🔹 সেকেন্ড স্টেজ: মাংসপিণ্ড বের হয় এবং হাত দিয়ে ভিতরে ঢোকাতে হয়। (মেডিসিনে কিউরএবল)
🔹 থার্ড স্টেজ: সবসময় মাংসপিণ্ড বাহিরে থাকে। এটি অপারেশন কেইস। 🏥

কনস্টিপেশন (Constipation)
কোষ্ঠকাঠিন্য হলে পরপর চার সপ্তাহ বা এর অধিক সময় একদিন বা দুইদিন পরপর টয়লেট হয়।
টয়লেট কিছুটা হওয়ার পর মনে হয় পরিপূর্ণ হয়নি। মলদ্বারের কাছে ভারবোধ হয়।
✅ ১০০% কিউরএবল।

ট্রিটমেন্ট
পাইলস, এনাল ফিসার, রেক্টাল প্রলাপস, ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য ডিজিজের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিন।
🕌 আল্লাহ সহায় থাকলে ১০০% সুস্থ হবেন।

💡 সঠিক ডায়াগনসিস করে হোমিও ট্রিটমেন্টে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

🏥 কিউরেনটার হোমিও ক্লিনিক
👩‍⚕️ ডাক্তার মনিকা নাসির
📍 ২১৭, কবরস্থান রোড, ১৫ নাম্বার গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
🕖 সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা (প্রতিদিন)।
📞 সিরিয়ালের জন্য: ০১৫৪০৭০৪০৫১ 📞

26/01/2025

পাইলস (piles) এখন একটা কমন ডিজিজ। দীর্ঘদিন কনস্টিপেশন (কোষ্ঠকাঠিন্য), আবার কনস্টিপেশন না থাকলেও দেখা দেয় অনেক ক্ষেত্রে (বংশগত কারণে) । দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে ব্লাড ভেসেল গুলা ক্ষত হয়ে যাই এইজন্য টয়লেটের সময় প্রচুর ব্লিডিং হয় এটাকে বলা হয় হেমোরয়েড/ পাইলস/অর্শ। ১০০% কিউরএবল।

এনাল ফিচার (A**l Fisher) অনেক সময় ব্লাড থাকে না বাট প্রচন্ড জ্বালাপোড়া করে, চাপ দিয়ে বসতে গেলে ব্যথা করে, টয়লেটের পরে প্রচন্ড জ্বালাপোড়া করে, এটাকে বলা হয় এনাল ফিচার কারণ টয়লেটের সময় আনাছ অর্থাৎ মলদ্বার ফেটে যায়। ১০০% কিউরএবল।

ফিস্টুলা (perianal fistula) এটা বাংলায় নালী ঘা,মলদ্বারের ভিতরে ছোট্ট একটা সুরঙ্গ হয়, যখন টয়লেট করে তখন কিছু মল নালীতে এসে জমা হয় ।মলদ্বারের বাহিরে একটু পাশে ছোট্ট একটা ফুসকুড়ি / ফোড়ার মত হয় কিছুদিন পর পর এটাথেকে ফ্লুইড বাহির হয় এবং বাহির হওয়ার পর কিছুদিন ভালো থাকে আবার একই রকম হয়। এটা ৮০%পেশেন্ট ভালো হয়।

রেক্টাল পলিপ / এনাল পলিপ সাধারণত একটা দুইটা বা তিনটা হতে পারে,টয়লেটের সময় সামান্য ব্লাড যেতেও পারে আবার নাও যেতে পারে ।এটার তিনটা স্টেজ আছে।

ফাস্ট স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় আবার টয়লেট শেষে ভিতরে চলে যাই (এটা মেডিসিনে কিউরএবল)।

সেকেন্ড স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় টয়লেট শেষে হাত দিয়ে ভিতরে ঢুকানো লাগে (এটাও মেডিসিনে কিউরএবল)।

থার্ড স্টেজঃ সবসময়ই মাংসপিণ্ড বাহিরে থাকে এটা অপারেশন কেইস।
কনস্টিপেশন (constipation) কোষ্ঠকাঠিন্য,পরপর চার সপ্তাহ বা এর অধিক সময় যদি একদিন বা দুইদিন পরপর টয়লেট হয়, টয়লেটের চাপই থাকেনা, টয়লেট কিছুটা হওয়ার পর মনে হয় পরিপূর্ণ হয়নি আরো একটু হলে ভালো হতো, মলদ্বারের কাছে ভারবোধ। ১০০% কিউরেবল।

পাইলস,এনাল ফিসার, রেক্টাল প্রলাপস,ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য ডিজিজের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার কাছ থেকে ট্রিটমেন্ট নেন আল্লাহ সহায় থাকলে ১০০% সুস্থ হবেন।সবার একটা ভুল ধারণা আছে যে, হোমিও ট্রিটমেন্ট দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রসেস, এটা ভুল ধারণা। সঠিক ডায়াগনসিস করে ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাই।

কিউরেনটার হোমিও ক্লিনিক।
ডাক্তার মনিকা নাসির।
২১৭, কবরস্থান রোড, ১৫ নাম্বার গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রোগী দেখা হয়(প্রতিদিন)।
সিরিয়ালের জন্যঃ ০১৫৪০৭০৪০৫১

27/11/2024

পাইলস (piles) এখন একটা কমন ডিজিজ। দীর্ঘদিন কনস্টিপেশন (কোষ্ঠকাঠিন্য), আবার কনস্টিপেশন না থাকলেও দেখা দেয় অনেক ক্ষেত্রে (বংশগত কারণে) । দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে ব্লাড ভেসেল গুলা ক্ষত হয়ে যাই এইজন্য টয়লেটের সময় প্রচুর ব্লিডিং হয় এটাকে বলা হয় হেমোরয়েড/ পাইলস/অর্শ। ১০০% কিউরএবল।

এনাল ফিচার (A**l Fisher) অনেক সময় ব্লাড থাকে না বাট প্রচন্ড জ্বালাপোড়া করে, চাপ দিয়ে বসতে গেলে ব্যথা করে, টয়লেটের পরে প্রচন্ড জ্বালাপোড়া করে, এটাকে বলা হয় এনাল ফিচার কারণ টয়লেটের সময় আনাছ অর্থাৎ মলদ্বার ফেটে যায়। ১০০% কিউরএবল।

ফিস্টুলা (perianal fistula) এটা বাংলায় নালী ঘা,মলদ্বারের ভিতরে ছোট্ট একটা সুরঙ্গ হয়, যখন টয়লেট করে তখন কিছু মল নালীতে এসে জমা হয় ।মলদ্বারের বাহিরে একটু পাশে ছোট্ট একটা ফুসকুড়ি / ফোড়ার মত হয় কিছুদিন পর পর এটাথেকে ফ্লুইড বাহির হয় এবং বাহির হওয়ার পর কিছুদিন ভালো থাকে আবার একই রকম হয়। এটা ৮০%পেশেন্ট ভালো হয়।

রেক্টাল পলিপ / এনাল পলিপ সাধারণত একটা দুইটা বা তিনটা হতে পারে,টয়লেটের সময় সামান্য ব্লাড যেতেও পারে আবার নাও যেতে পারে ।এটার তিনটা স্টেজ আছে।

ফাস্ট স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় আবার টয়লেট শেষে ভিতরে চলে যাই (এটা মেডিসিনে কিউরএবল)।

সেকেন্ড স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় টয়লেট শেষে হাত দিয়ে ভিতরে ঢুকানো লাগে (এটাও মেডিসিনে কিউরএবল)।

থার্ড স্টেজঃ সবসময়ই মাংসপিণ্ড বাহিরে থাকে এটা অপারেশন কেইস।
কনস্টিপেশন (constipation) কোষ্ঠকাঠিন্য,পরপর চার সপ্তাহ বা এর অধিক সময় যদি একদিন বা দুইদিন পরপর টয়লেট হয়, টয়লেটের চাপই থাকেনা, টয়লেট কিছুটা হওয়ার পর মনে হয় পরিপূর্ণ হয়নি আরো একটু হলে ভালো হতো, মলদ্বারের কাছে ভারবোধ। ১০০% কিউরেবল।

পাইলস,এনাল ফিসার, রেক্টাল প্রলাপস,ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য ডিজিজের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার কাছ থেকে ট্রিটমেন্ট নেন আল্লাহ সহায় থাকলে ১০০% সুস্থ হবেন।সবার একটা ভুল ধারণা আছে যে, হোমিও ট্রিটমেন্ট দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রসেস, এটা ভুল ধারণা। সঠিক ডায়াগনসিস করে ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাই।

কিউরেনটার হোমিও ক্লিনিক।
ডাক্তার মনিকা নাসির।
২১৭, কবরস্থান রোড, ১৫ নাম্বার গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রোগী দেখা হয়(প্রতিদিন)।
সিরিয়ালের জন্যঃ ০১৫৩৩৪৮৩৬০০

26/11/2024

পেশেন্ট রিভিউ।।।

আপনি কি এই ডিজিজ গুলার কোনোও একটি সমস্যায় ভুগছেন অথবা সেক্সুয়াল ডিজিজ (ছেলে এবং মেয়ে উভয়ের),বিনা অপারেশনে নাকের পলিপা...
08/10/2024

আপনি কি এই ডিজিজ গুলার কোনোও একটি সমস্যায় ভুগছেন অথবা সেক্সুয়াল ডিজিজ (ছেলে এবং মেয়ে উভয়ের),বিনা অপারেশনে নাকের পলিপাস, পাইলস এছাড়াও অন্য যেকোনোও ডিজিজ এ ভুগছেন???
তাহলে এখনই যোগাযোগ করতে পারেন কিউরেনটার হোমিও ক্লিনিকে।
আমাদের অঙ্গীকার আমরা অহেতুক কোনও পেসেন্টকে ঝুলিয়ে রাখি না। সঠিক ট্রিটমেন্ট প্রোভাইড করি, ইনশাল্লাহ পেশেন্ট সুস্থ হয়।
কিছু পেশেন্টের উদ্দেশ্যে বলা :
আমাদের চেম্বার আছে।নিজস্ব আইডেন্টিটি আছে।ট্রিটমেন্ট এর কাছে আবার ফ্রট কি? যারা ভাল কাজ করতে চাই তাদেরকে সুযোগ করে দিন,সুযোগ নিন। এখন অনলাইনের যুগ প্রচার করার। এটাই একমাত্র পাথেয়ও এজন্য প্রচার করা । ট্রিটমেন্ট নিয়ে উপকার না পেলে তখন বলবেন।

আর একটা কথা, হোমিও মেডিসিন সিলেকটিভ থাকেনা,আপনার ডিজিজের উপরে ভিত্তি করে আপনার মেডিসিন রেডি করা হয় সো, ট্রিটমেন্ট নেওয়ার পর মেডিসিন দেখানো সম্ভব, তার আগে না।
সরাসরি চেম্বারে আসবেন। আপনাদের উপকারের জন্য অনলাইনে ট্রিটমেন্ট দেওয়া হয়,যাতে দেশ-বিদেশ থেকে সবাই ট্রিটমেন্ট নিতে পারে। যারা রিয়েলি ট্রিটমেন্ট নিতে চান তারাই শুধু একমাত্র নক দিবেন প্লিজ।
কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু কিছু পেশেন্টের উদ্দেশ্য করে আজকের এই লেখাগুলো লেখা।

আপনি কি এই ডিজিজ গুলার কোনোও একটি সমস্যায় ভুগছেন অথবা সেক্সুয়াল ডিজিজ (ছেলে এবং মেয়ে উভয়ের),বিনা অপারেশনে নাকের পলিপা...
01/10/2024

আপনি কি এই ডিজিজ গুলার কোনোও একটি সমস্যায় ভুগছেন অথবা সেক্সুয়াল ডিজিজ (ছেলে এবং মেয়ে উভয়ের),বিনা অপারেশনে নাকের পলিপাস, পাইলস এছাড়াও অন্য যেকোনোও ডিজিজ এ ভুগছেন???
তাহলে এখনই যোগাযোগ করতে পারেন কিউরেনটার হোমিও ক্লিনিকে।
আমাদের অঙ্গীকার আমরা অহেতুক কোনও পেসেন্টকে ঝুলিয়ে রাখি না। সঠিক ট্রিটমেন্ট প্রোভাইড করি ইনশাল্লাহ প্রতিটা পেশেন্ট সুস্থ হয়।

22/06/2024

।। পেশেন্ট রিভিউ।।
* অনেকেই বলে মাংস বাহির হয়ে গেছে, ব্লাড যায়, টয়লেট টাইট হয়--প্রতিদিন হয়না , জ্বালাপোড়া হয় --টয়লেট করার পর অনেক বেশি জ্বালাপোড়া করে, এক দুই ঘন্টা থাকে এগুলা কমবে কিনা।
* আপনারা বিজনেস আরম্ভ করেছেন?
* এত টাকা কেন?
* অনেক হোমিও ট্রিটমেন্ট নিয়েছি কোনও কাজ হয়না এজন্য বিশ্বাস হারিয়ে ফেলেছি, আপনার ট্রিটমেন্টে কি কাজ হবে?

এমন হাজারো কোশ্চেন প্রতিদিন থাকে পেইজের মেসেঞ্জারে।।

সবার উদ্দেশ্যেই বলছি আমাদের একটা কোনও ফেইক না।পেশেন্ট রিভিউ হাজারো আছে কিন্তু পাইলস ডিজিজ টা অনেকেই লজ্জা জনক মনে করে এজন্য পোস্ট করা হয় না কিন্তু এই পেশেন্টের অনুমতি নিয়েই পোস্ট করলাম। একবার যখন ট্রিটমেন্ট নেয় তখন এই ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়। প্রতিটা পাইলসের পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হয়ে, যেসব নিয়ম গুলো দেওয়া হয় ওগুলা যদি মেনে চলে কোনও পেশেন্ট কে আর কখনো এই ডিজিজ এ ভুগতে হবে না।
পাইলস,এনাল ফিচার, রেকটাম প্রলাপ্স, কনস্টিপেশন যেকোনও সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করবেন,ইনশাল্লাহ সুস্থ হবেন।।
মিরপুর কাজীপাড়া ঢাকা।
১৫ নাম্বার গলি কবরস্থান রোড।
কিউরেন্টার হোমিও ক্লিনিক।
ডাক্তার মনিকা নাসির।
সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা।
01533483600.

Address

217 North Kazipura, Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Curenter Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Curenter Homoeo Clinic:

Share