11/02/2025
পাইলস (piles) এখন একটা কমন ডিজিজ। 🩺
দীর্ঘদিন কনস্টিপেশন (কোষ্ঠকাঠিন্য), আবার কনস্টিপেশন না থাকলেও দেখা দেয় অনেক ক্ষেত্রে (বংশগত কারণে)। 📉
দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে ব্লাড ভেসেল গুলা ক্ষত হয়ে যাই 🩸 এইজন্য টয়লেটের সময় প্রচুর ব্লিডিং হয়। এটাকে বলা হয় হেমোরয়েড/ পাইলস/ অর্শ। ✅ ১০০% কিউরএবল।
এনাল ফিচার (A**l Fisher)
অনেক সময় ব্লাড থাকে না 🩸❌ বাট প্রচন্ড জ্বালাপোড়া করে, চাপ দিয়ে বসতে গেলে ব্যথা 🪑🤕 করে।
টয়লেটের পরে প্রচন্ড জ্বালাপোড়া করে 🔥 এটাকে বলা হয় এনাল ফিচার কারণ টয়লেটের সময় মলদ্বার ফেটে যায়। ✅ ১০০% কিউরএবল।
ফিস্টুলা (Perianal Fistula)
বাংলায় নালী ঘা 🌀 মলদ্বারের ভিতরে ছোট্ট একটা সুরঙ্গ হয়।
টয়লেট করার সময় কিছু মল নালীতে এসে জমা হয়। মলদ্বারের পাশে ছোট্ট একটা ফুসকুড়ি / ফোড়ার মত হয়।
কিছুদিন পর ফ্লুইড বের হয় 💧 এবং তারপর কিছুদিন ভালো থাকে। আবার একই রকম হয়।
📊 ৮০% পেশেন্ট ভালো হয়।
রেক্টাল পলিপ / এনাল পলিপ
সাধারণত ১-৩টি হতে পারে। টয়লেটের সময় সামান্য ব্লাড যেতে পারে আবার নাও যেতে পারে।
🔹 ফার্স্ট স্টেজ: টয়লেটের সময় মাংসপিণ্ড বের হয়, কিন্তু টয়লেট শেষে ভিতরে চলে যায়। (মেডিসিনে কিউরএবল)
🔹 সেকেন্ড স্টেজ: মাংসপিণ্ড বের হয় এবং হাত দিয়ে ভিতরে ঢোকাতে হয়। (মেডিসিনে কিউরএবল)
🔹 থার্ড স্টেজ: সবসময় মাংসপিণ্ড বাহিরে থাকে। এটি অপারেশন কেইস। 🏥
কনস্টিপেশন (Constipation)
কোষ্ঠকাঠিন্য হলে পরপর চার সপ্তাহ বা এর অধিক সময় একদিন বা দুইদিন পরপর টয়লেট হয়।
টয়লেট কিছুটা হওয়ার পর মনে হয় পরিপূর্ণ হয়নি। মলদ্বারের কাছে ভারবোধ হয়।
✅ ১০০% কিউরএবল।
ট্রিটমেন্ট
পাইলস, এনাল ফিসার, রেক্টাল প্রলাপস, ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য ডিজিজের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিন।
🕌 আল্লাহ সহায় থাকলে ১০০% সুস্থ হবেন।
💡 সঠিক ডায়াগনসিস করে হোমিও ট্রিটমেন্টে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
🏥 কিউরেনটার হোমিও ক্লিনিক
👩⚕️ ডাক্তার মনিকা নাসির
📍 ২১৭, কবরস্থান রোড, ১৫ নাম্বার গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
🕖 সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা (প্রতিদিন)।
📞 সিরিয়ালের জন্য: ০১৫৪০৭০৪০৫১ 📞