26/01/2025
পাইলস (piles) এখন একটা কমন ডিজিজ। দীর্ঘদিন কনস্টিপেশন (কোষ্ঠকাঠিন্য), আবার কনস্টিপেশন না থাকলেও দেখা দেয় অনেক ক্ষেত্রে (বংশগত কারণে) । দীর্ঘদিন কনস্টিপেশন থাকার কারণে ব্লাড ভেসেল গুলা ক্ষত হয়ে যাই এইজন্য টয়লেটের সময় প্রচুর ব্লিডিং হয় এটাকে বলা হয় হেমোরয়েড/ পাইলস/অর্শ। ১০০% কিউরএবল।
এনাল ফিচার (A**l Fisher) অনেক সময় ব্লাড থাকে না বাট প্রচন্ড জ্বালাপোড়া করে, চাপ দিয়ে বসতে গেলে ব্যথা করে, টয়লেটের পরে প্রচন্ড জ্বালাপোড়া করে, এটাকে বলা হয় এনাল ফিচার কারণ টয়লেটের সময় আনাছ অর্থাৎ মলদ্বার ফেটে যায়। ১০০% কিউরএবল।
ফিস্টুলা (perianal fistula) এটা বাংলায় নালী ঘা,মলদ্বারের ভিতরে ছোট্ট একটা সুরঙ্গ হয়, যখন টয়লেট করে তখন কিছু মল নালীতে এসে জমা হয় ।মলদ্বারের বাহিরে একটু পাশে ছোট্ট একটা ফুসকুড়ি / ফোড়ার মত হয় কিছুদিন পর পর এটাথেকে ফ্লুইড বাহির হয় এবং বাহির হওয়ার পর কিছুদিন ভালো থাকে আবার একই রকম হয়। এটা ৮০%পেশেন্ট ভালো হয়।
রেক্টাল পলিপ / এনাল পলিপ সাধারণত একটা দুইটা বা তিনটা হতে পারে,টয়লেটের সময় সামান্য ব্লাড যেতেও পারে আবার নাও যেতে পারে ।এটার তিনটা স্টেজ আছে।
ফাস্ট স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় আবার টয়লেট শেষে ভিতরে চলে যাই (এটা মেডিসিনে কিউরএবল)।
সেকেন্ড স্টেজঃ টয়লেটের সময় মাংসপিণ্ড বাহির হয় টয়লেট শেষে হাত দিয়ে ভিতরে ঢুকানো লাগে (এটাও মেডিসিনে কিউরএবল)।
থার্ড স্টেজঃ সবসময়ই মাংসপিণ্ড বাহিরে থাকে এটা অপারেশন কেইস।
কনস্টিপেশন (constipation) কোষ্ঠকাঠিন্য,পরপর চার সপ্তাহ বা এর অধিক সময় যদি একদিন বা দুইদিন পরপর টয়লেট হয়, টয়লেটের চাপই থাকেনা, টয়লেট কিছুটা হওয়ার পর মনে হয় পরিপূর্ণ হয়নি আরো একটু হলে ভালো হতো, মলদ্বারের কাছে ভারবোধ। ১০০% কিউরেবল।
পাইলস,এনাল ফিসার, রেক্টাল প্রলাপস,ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য ডিজিজের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার কাছ থেকে ট্রিটমেন্ট নেন আল্লাহ সহায় থাকলে ১০০% সুস্থ হবেন।সবার একটা ভুল ধারণা আছে যে, হোমিও ট্রিটমেন্ট দীর্ঘদিনের ট্রিটমেন্ট প্রসেস, এটা ভুল ধারণা। সঠিক ডায়াগনসিস করে ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাই।
কিউরেনটার হোমিও ক্লিনিক।
ডাক্তার মনিকা নাসির।
২১৭, কবরস্থান রোড, ১৫ নাম্বার গলি, উত্তর কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রোগী দেখা হয়(প্রতিদিন)।
সিরিয়ালের জন্যঃ ০১৫৪০৭০৪০৫১