Bangladesh Pain, Physiotherapy & Rehabilitation Center-BPRC

Bangladesh Pain, Physiotherapy & Rehabilitation Center-BPRC Prof. Dr. Md. Abu Saleh Alamgir's Bangladesh Pain, Physiotherapy & Rehabilitation Center (BPRCN) prov

দৈনন্দিন কাজে কোন কোন অবস্থায় আমাদের মেরুদন্ডে কতটুকু প্রেশার বা চাপ পড়েমানব মেরুদণ্ড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অ...
17/03/2025

দৈনন্দিন কাজে কোন কোন অবস্থায় আমাদের মেরুদন্ডে কতটুকু প্রেশার বা চাপ পড়ে
মানব মেরুদণ্ড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদণ্ডের সুস্থতার উপরে নির্ভর করে। মেরুদণ্ড আমাদের পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মেরুদণ্ডের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে আমাদের পুরো শরীরের স্বাভাবিক কাজকর্ম ব্যথাগ্রস্থ হয় এবং স্বাভাবিক নড়াচড়া এবং চলাফেরা কষ্টদায়ক হয়। মেরুদণ্ড সমস্যাগ্রস্ত হলে যে বিষয়টি প্রথমেই পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ব্যাকপেইন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অনির্দিষ্ট ব্যাকপেইন শিল্পোন্নত দেশগুলোতে প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ লোকের হয়ে থাকে। এই ব্যাকপেইনের অন্যতম প্রধান কারণ মেরুদণ্ডের সমস্যা। আবার এই মেরুদণ্ডের মধ্যে দিয়েই আমাদের শরীরকে নিয়ন্ত্রণকারী স্নায়ু সারা শরীরে ছড়িয়ে থাকে। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হলে এই স্নায়ুর উপরেও চাপ পড়ে যার কারণে আমাদের দেহে ব্যথাসহ অন্যান্য অনেক সমস্যা হতে পারে। তাই মেরুদণ্ডের যত্ন নেয়া এবং যে সকল কাজ করলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত দরকারি।
যেসব কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে-
# আঘাতজনিত কারণে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে
# মেরুদণ্ডে কোনো টিউমার হলে বা অন্য জায়গার কোনো টিউমার মেরুদণ্ডে আসলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
# ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
# জন্মগত অথবা অন্য কোনো কারণে মেরুদণ্ড অস্বাভাবিক বাঁকা হয়ে গেলে।
# মেরুদণ্ডের কশেরুকা হাড় একটির ওপর আরেকটি উঠে গেলে মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
# রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোন কারণে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট হয়ে যেতে পারে যেটাকে বলা হয়
স্পনডাইলোসিস।
# যারা দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত ভার বহনের কাজ করেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হতে পারে।
# যারা দীর্ঘদিন যাবত ধূমপান করেন তাদের ক্ষেত্রে মেরুদণ্ডের ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়। যা পরবর্তীতে তার স্বাভাবিক জায়গা
থেকে বের হয়ে এসে আমাদের শরীর নিয়ন্ত্রণকারি স্নায়ু কে চাপ দিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে।
# যারা অস্টিওপোরোসিস এর সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে মেরুদন্ড যেকোনো সময় সূক্ষ্ম ভাঙ্গার সম্ভাবনা
থাকে।
দৈনন্দিন জীবনযাপনের তাগিদে এবং জীবিকার সন্ধানে মানুষ প্রতিনিয়ত মুভমেন্ট করে যাচ্ছে। ফলে তাকে বিভিন্ন পজিশন মেইনটেন করতে হয়। এগুলো সম্পর্কে আমরা সচেতন নই। ফলে এগুলো আমাদের মেরুদন্ডে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রার চাপ বা প্রেশার তৈরি করে। ফলে আমরা ব্যাক পেইনে আক্রান্ত হই। আসুন, এ সম্পর্কে জেনে নিই-
* যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি, তখন আমাদের মেরুদন্ডে সবচেয়ে কম প্রেশার পড়ে। এর পরিমাণ ২৫ কেজি।
* যখন আমরা কাত হয়ে শুই, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ৭৫ কেজি।
* যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের মেরুদন্ডে চাপ পড়ে ১০০ কেজি।
* যখন আমরা সোজা হয়ে দাঁড়াই এবং সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ১৫০ কেজি।
* যখন কোনো বস্তু সামনের দিকে ঝুঁকে দাঁড়ানো অবস্থায় তোলার চেষ্টা করি, তখন মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ২২০ কেজি।
* যখন আমরা চেয়ারে সোজা হয়ে বসে থাকি, তখন আমাদের মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ১৪০ কেজি।
* যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় সামনের দিকে ঝুঁকি, তখন আমাদের মেরুদন্ডে ১৮৫ কেজি প্রেশার পড়ে।
* আমাদের মেরুদন্ডে সবচেয়ে বেশি প্রেশার পড়ে, যখন আমরা চেয়ারে বসে থাকা অবস্থায় ২০ ডিগ্রি সামনে ঝুঁকে ২০ কেজি ওজনের কোনো বস্তু হাত দিয়ে টেনে তুলি, তখন মেরুদন্ডে প্রেশারের পরিমাণ ২৭৫ কেজি।
আসুন আমরা দৈনন্দিন কাজকর্মে ব্যাক পেইনমুক্ত জীবনযাপনের জন্য দাঁড়ানো, বসা, শোয়া এবং কোনো বস্তু বহন করার ক্ষেত্রে সাবধান হই এবং সতর্কতা অবলম্বন করি। সঠিকভাবে ওজন তুলি এবং তা বহন করি। তবেই পরিপূর্ণ সুস্থ থাকা সম্ভব।
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
বি পি টি, এম ডি, এম পি এইচ, এম ডি এম আর, পি এইচ ডি
ব্যাক-পেইন ও স্পাইন কেয়ার এন্ড কাইরোপ্রাকটর, পাবলিক হেলথ ও নিউট্রিশন এবং ডায়েট কাউন্সেলিং, ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন এন্ড ফিজিক্যাল ফিটনেস বিশেষজ্ঞ সিনিয়র ফিজিওথেরাপি মেডিসিন কনসালটেন্ট

কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি এন্ড রি-হ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা
এ্যাপয়েন্টমেন্টের জন্যঃ ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯

14/02/2024

মানবদেহ প্রাপ্ত বয়স্ক অবস্থায় ৩৬০ টি জোড়া বা জয়েন্টের সমন্বয়ে তৈরি থাকে। বয়স বাড়ার সাথে সাথে এবং ক্ষয়জনিত পরিবর্তনের কারনে এসব জয়েন্টে বিভিন্ন প্রকার ক্ষতি সাধিত হয়ে থাকে।
কারকুমা জয়েন্ট গার্ড জয়েন্টকে মজবুত ও শক্তিশালী করে। অফার সংক্রান্ত তথ্য পেতে ইনবক্স করুন।

কারকুমা জয়েন্ট গার্ড:

✅ এটি প্রাকৃতিক উপাদানে তৈরি একটি ফাংশনাল ফুড প্রোডাক্ট
✅ অস্থি ও সন্ধির সু-স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ভুমিকা পালন করে
✅ অস্থি ও সন্ধির কার্টিলেজ ব্রেকডাউন রোধে সহায়তা করে।
✅ অস্থি ও সন্ধির ম্যাট্রিক্স এর সমতা বজায় রাখতে সহায়তা করে।
✅ অষ্টিওআর্থ্রাইটিজ ও অস্টিওপোরোসিস থেকে মুক্তি দেয়।
✅ হাড়ের জয়েন্টের সাইনোভিয়াল ফ্লূইড তৈরী করতে সহায়তা করে।
✅ জোড়ার বা জয়েন্টের কার্টিলেজ তৈরী করে।
✅ অস্থি সন্ধিকে করে আরও শক্তিশালী ও মজবুত।
✅ পেরিফেরাল জয়েন্ট বা কাধ, কনুই, কব্জির ব্যথায় অত্যন্ত কার্যকরী।
✅ পেরিফেরাল জয়েন্ট বা কুচকি, হাটু ,পায়ের গোড়ালীর ব্যথায়
✅ সেন্ট্রাল জয়েন্ট বা ঘাড়, পিঠ, কোমড়, নিতম্ব ও লেজের ব্যথায়

বি. দ্র.

📌 আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়ম মেনে সেবন করুন
📌 ১ কৌটায় ৯০ পিস ক্যাপসুল থাকে। ৩০ দিনের কোর্সেএক সঙ্গে। 📌 সকালে, দুপুরে, ও রাতে ১টি করে ক্যাপসুল খেতে হবে টানা ৩ মাস।
📌 এটি একটি অর্গানিক ফাংশনাল ফুড, সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত।
📌 GMP, FDA, USDA, BSTI অনুমোদিত।

21/02/2023
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.prokousholnews.com%2Fdetails%2Fhealth-news%2F7379%2FPhysiotherapy-treat...
23/08/2022

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.prokousholnews.com%2Fdetails%2Fhealth-news%2F7379%2FPhysiotherapy-treatment-of-facial-palsy-and-Bells-palsy%3Ffbclid%3DIwAR2cYGGiFJZ9I22tze8mQk0ccQiOeH2gHxoPx0Urad8u4Mws0VcKGrVjtUI&h=AT0hbMzMr9fdEJ26lYnx1Bav6cHDAoRRhfj_Mec2qMdM6Z4bWosxgjeWZdbB5l_fB4A-P_MTQ-zjLt6OIKQvQIeXyE9ftZtfegtaoSbc7cOGFxUUbWdOnJ0Vv0zKJIeYvEm_

ফেসিয়াল পালসি ও বেলস পালসি কী?বেলস পালসি আমাদের মুখের এক ধরনের প্যারালাইসিস, আমাদের ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভটিকে .....

Address

309/B-3 East Nakhalpara, Tejgaon, Dhaka. Ground Floor Near To C&B Staff Courter & Opposite To The Mohakhali Inter District Bus Terminal
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Pain, Physiotherapy & Rehabilitation Center-BPRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Pain, Physiotherapy & Rehabilitation Center-BPRC:

Share

Category