BRAIN Bóò$têr

BRAIN Bóò$têr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRAIN Bóò$têr, Mental Health Service, Uttara, Dhaka.

01/09/2025
বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০...
01/09/2025

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০০ কোটি মানুষের মধ্যে মেলেনা।

এইটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি সুপরিকল্পিত ভাবে ডিজাইন করা আল্লাহর কুদরতি কারিশমা ❓

সুবহানাল্লাহ❤️ আল্লাহু আকবার❤️

16/08/2025
যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখ...
06/07/2025

যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।

একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত , কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়।

এই জাহাজটার কথা ভাবুন। দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যাঁরা শুধু নিজেদের কথাই ভাবি। অন্যের জীবন কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই আমাদের।

দ্বিতীয় জাহাজটির নাম " ক্যালিফোর্নিয়ান "। মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়।

এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর, যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকুল হলে ঝাঁপিয়ে পড়বো।

শেষ জাহাজটির নাম ছিল " কারপাথিয়ান্স "।
এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় আটান্ন মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।
ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।

মনে রাখা ভাল এক হাজার কারন থাকবে আপনার দায়িত্ব এড়াবার কিন্তু একটাই কারন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার, সেটা হল
#ইচ্ছাশক্তি বা .

The falcons were being taken to live a life of luxury.
28/06/2025

The falcons were being taken to live a life of luxury.

পৃথিবীর সবচেয়ে বড় তেলবাহী জাহাজ: হেলেসপন্ট আলহামব্রা👉 এটি ৪৪১,৮৯৩ টন অপরিশোধিত তেল বহন করতে সক্ষম, যা কিছু দেশের মোট উ...
23/06/2025

পৃথিবীর সবচেয়ে বড় তেলবাহী জাহাজ: হেলেসপন্ট আলহামব্রা
👉 এটি ৪৪১,৮৯৩ টন অপরিশোধিত তেল বহন করতে সক্ষম, যা কিছু দেশের মোট উৎপাদনের সমান। অথচ এর নাবিকসংখ্যা মাত্র ৩৭ জন...
👉 জাহাজটির ডেডওয়েট টনেজ ৪৪১,৮৯৩ টন,
👉 মোট দৈর্ঘ্য ৩৮০ মিটার,
👉 প্রস্থ ৬৮ মিটার,
👉 ড্রাফট ২৪.৫ মিটার এবং এটি সর্বোচ্চ ৩.২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে।
👉 এটি চালিত হয় একটি HSD-Sulzer 9RTA84T-D ইঞ্জিন দ্বারা, যা ৩৬,৯০০ কিলোওয়াট শক্তি উৎপাদন করে ৭৬ RPM-এ, ফলে এটি তেল বোঝাই অবস্থায় ১৬.৫ নট এবং খালি অবস্থায় ১৭.৫ নট গতিবেগে চলতে পারে।
একটি সত্যিকারের সামুদ্রিক দানব!

1 টন AC মানে আসলে কী? অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে...
18/06/2025

1 টন AC মানে আসলে কী?
অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?

ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে । ১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন(১০০০ KG) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।

★ ১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?

ধরি এসিটা ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খায় (আসলেও একটু কম খেতে পারে)।
✅ দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
✅ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট

বাংলাদেশে বিদ্যুতের গড় দাম ধরি ৮ টাকা/ইউনিট।

📌 তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা।

তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।

★ ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?

AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -

একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটা চালু হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার চালু হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটা দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে - বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই বিদ্যুৎ অনেক বিদ্যুৎ খরচ বাচায়।

প্রাপ্তবয়স্ক জলহস্তি হত্যা করা একমাত্র সিংহ, তাও একক যুদ্ধে। ভাবা যায়! 😱😱ছবির যে সিংহ টিকে দেখছেন তার নাম Scarface. ২০০৭...
17/06/2025

প্রাপ্তবয়স্ক জলহস্তি হত্যা করা একমাত্র সিংহ, তাও একক যুদ্ধে। ভাবা যায়! 😱😱

ছবির যে সিংহ টিকে দেখছেন তার নাম Scarface. ২০০৭ সালে জন্ম নেয় স্কারফেস। প্রাপ্ত বয়স্ক হয়ে একের পর এক অন্য দলের সিংহকে হত্যা করে, অগনিত খাবার চুরি করে ফেলা হায়েনা হত্যা করে। নিজ দলের দলনেতাকে পরাজিত করে হয়ে উঠে এক মহাপরাক্রমশালী রাজা। বিশ্বের সর্বাদিক পরিচিত ও শক্তিশালি সিংহের তালিকাগুলোতেও তার ধারে কাছে রয়েছে কোন সিংহ এমন তথ্য বিরল বলা যায়।

তথ্য মতেঃ
👉এখন পর্যন্ত সে ৪০০ টি হায়েনা হত্যা করেছে।
👉সিংহ হত্যা করেছে ১৩০ টির মত।
👉২০১২ সালের লড়াইয়ে চোখে গুরুতর আঘাত পেয়েও বিজয়ী হয়েছিলেন স্কারফেস।
👉তাকেই একমাত্র সিংহ বলে বিশ্বাস করা হয়, যে কিনা একা একটি প্রাপ্তবয়স্ক জলহস্তী হত্যা করেছে।
ভাবতে পারেন যেখানে জলহস্তীর জন্যে সিংহের একটা পুরো দল পর্যন্ত পিছিয়ে পড়তে বাধ্য হয়ে যায়।
👉তার টেরোটরি/রাজত্ব/এলাকা যতটুকু তার চিহ্নিত করা সেইখানে কুমিরদের পর্যন্ত বিতারিত করে দিয়েছিলো।
জঙ্গলের এ রাজা রাজার মত তার বিচরনের ছাপ রেখে গিয়েছে।

২০২১ সালে রাজার মতই একা একা মারা যায় সে। বনের এই রাজাকে শ্রদ্ধাভরে প্রানিবিজ্ঞানী ও প্রানিপ্রেমীরা মনে রাখবে সবসময়।

Address

Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRAIN Bóò$têr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram