20/09/2025
ডাক্তার সাহেব দিয়েছেন biofol 5 mg যেটা ফলিক এসিড । গর্ভাবস্থায় বাচ্চাদের জন্মগত ত্রুটি prevent করার দেয়া হয় । ফার্মেসি দোকানদার সেটা চেন্জ করে দিইছে bislol 5 . যা হাই প্রেশার কন্ট্রোলের মেডিসিন ।
এখন পেশেন্টের প্রেশার কমে বিছানা থেকে উঠতে পারছে না । অলরেডি খাইছে প্রায় 20 টার মতো । ২ মাসের জন্য ৬০ টা দিয়েছে।
এদের জন্য কোনো আইন নাই ? এদের তো জেলে ভরা উচিত। একে তো মেডিসিন চেন্জ করে দিয়েছে, তার উপর রোগী জিজ্ঞেস করছে- "এইটা তো এক নাম না । তখন বলছে কোম্পানির নাম আলাদা কিন্ত কাজ একই !😵💫😵💫😵💫
আজকে একজনে শেয়ার করেছে।
আপনারা ফার্মেসী আংকেলদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে ডাক্তারদের জেনেরিক নামে লিখতে বাধ্য করতেছেন। পরে দেখা যাবে- দুই টাকা মেডিসিন লিখলে সেটা চেঞ্জ করে দিয়ে ২০০ টাকার একটা ধরিয়ে দিয়ে বলবে একই কাজ। হয়- অজ্ঞতা অথবা অর্থলোভ। স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার আরেকটা চমৎকার উদ্যোগ।
দেখেন যা ভালো মনে করেন। 🤐🤐🤐