01/11/2024
Pharmacist career in USA by Md Rabiul Islam
(Analytical Chemist II , Pfizer , North Carolina , USA)
আমাদের অনেকের স্বপ্ন থাকে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করার। বিশেষ করে যারা pharmacy discipline-এ আছেন, তাদের জন্য আমি মনে করি আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ এবং জীবনে এক নতুন মাত্রা যোগ করার সুযোগ প্রচুর রয়েছে। আমরা অনেকেই হয়তো জানি কী করতে হবে, আবার অনেকে না জানার কারণে এই সুযোগগুলো কাজে লাগাতে পারি না। দরকার শুধু একটু সঠিক পরিকল্পনা।
আমার মনে হয়, আমাদের ভেতরে অনেক ভয় কাজ করে, মনে হয় আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। কিন্তু আসল কথা হচ্ছে, সঠিক দিকনির্দেশনা আর পরিকল্পনা থাকলে এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়।
দরকারি কাজগুলোর মধ্যে রয়েছে:
1. IELTS / TOEFL / DUOLINGO: এই টেস্টগুলোতে ন্যূনতম স্কোর পেলেই হবে। অনেকের ধারণা থাকে, আমাকে ১০০% মার্ক পেতেই হবে, তা না হলে জীবন শেষ। কিন্তু বাস্তবে সেটা ঠিক না।
2. GRE: অনেক বিশ্ববিদ্যালয়ে উচ্চ GRE স্কোর লাগে, এটা ঠিক। তবে ন্যূনতম স্কোর ২৯০ (মোট ৩৪০ থেকে) পেলেও চলে। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে GRE লাগেই না।
3. Statement of Purpose (SOP): SOP লিখতে হবে কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন বা আপনার আগ্রহের ক্ষেত্রের উপর ভিত্তি করে। এটি আপনার আবেদনের খুব গুরুত্বপূর্ণ অংশ।
4. WES (World Education Services) evaluation: একাডেমিক রেকর্ড যাচাই করার জন্য WES দ্বারা ইভ্যালুয়েশন করাতে হবে।
5. CGPA: ভালো হইলে কথা নাই, না হলেও সমস্যা নাই I
6. Publication : থাকলে খুব যে ভালো, না থাকলেও অনেক সমস্যা হবার কথা না মাস্টার্স এ আসার জন্য I গ্রুপ তৈরী করে পাবলিকেশন করা যাইতে পারে I
7. Job Experience: আমার মনে হয় জব এক্সপেরিয়েন্স খুবই ভালো হেল্প করে ফান্ডস পেতে I
8. Recommendation Letter: আমাদের শিক্ষকরা এই ক্ষেত্রে অনেক মহান এটা আমাকে বলতেই হবে I
আমার ব্যক্তিগত মতামত:
আমেরিকাতে আপনি MS বা PhD যেটাই করুন না কেন, আপনার জন্য অনেক সুযোগ খুলে যাবে। এটা সময়ের ব্যাপার মাত্র। উদাহরণস্বরূপ, আপনি মাস্টার্স করলে ৩ বছরের জন্য OPT (কাজের অনুমতি) পাবেন, যা আপনাকে খুব সহজেই জব মার্কেটে প্রবেশ করাতে সাহায্য করবে। PhD করলে আপনিও ৩ বছরের OPT পাবেন। আর গ্রিনকার্ড সময় হলে এমনিতেই হবে , এটা নিয়ে আলাদা ভাবে চিন্তা করার কিছু নাই , সবাই পাই আপনিও পাবেন I
বিষয়ের নির্বাচন:
আমি বলবো, শুধুমাত্র Pharmaceutical Science ছাড়াও আপনি Biology, Chemistry, বা Biochemistry তে যেতে পারেন, যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম।
আপনার যদি কোন তথ্যের প্রয়োজন হয়, আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারেন।
এখন দেখেন , আপনারা যা ভালো মনে করেন !!!!
Email: askeduxen@gmail.com
[Join our Facebook Group: US-Bengal Education Gateway]
https://www.facebook.com/groups/1229367665037363
Website : https://eduxenbd.org/
Email: askeduxen@gmail.com
Connecting Future