22/09/2025
আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইপিআই এর সহযোগীতায় একটি প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন অতিঃ মহাপরিচালক (প্রশাসন), অতিঃ মহাপরিচালক (পরিকল্পনা এবং উন্নয়ন), ইপিআই-সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল পরিচালকবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং টিভি, পত্রিকা, অনলাইন পোর্টাল এর গুরুত্বপূর্ণ সাংবাদিকগণ।
এই প্রেস ব্রিফিং এ যেসকল ব্যাপারে আলোচনা করা হয়েছে তা সংক্ষেপে নীচে উল্লেখ করা হলোঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় প্রায় ৫ কোটি শিশুকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
স্কুলে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে।
যারা বিদ্যালয়ের বাইরে, তারা কমিউনিটি পর্যায়ের নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি এবং অনেক ক্ষেত্রে ওষুধ প্রতিরোধী (Multi Drug Resistant) টাইফয়েড বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই Typhoid Conjugate Vaccine (TCV) নিরাপদ, কার্যকর (প্রায় ৮৫%) এবং ইতোমধ্যেই নেপাল, পাকিস্তানসহ একাধিক দেশে সফলভাবে ব্যবহার হচ্ছে।
www.vaxepi.gov.bd ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে সহজে রেজিস্ট্রেশন করা যাবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য টাইফয়েড টিকা গ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়।