Dr. Tamim's Clinical & Public Health Care

Dr. Tamim's Clinical & Public Health Care Public awareness campaign
Serve the Huminity to ensure Better Health for Everyone.

https://dailysangram.com/bangladesh/health/MXO4cEeFMfEX/
21/08/2025

https://dailysangram.com/bangladesh/health/MXO4cEeFMfEX/

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভ....

15/08/2025
লিভারের যত্ন নিন.......
28/07/2025

লিভারের যত্ন নিন.......

My Chamber Time:  From 5:30pm to 7:30pmMukti Medical Hall-2  From 8:00pm to 10:00pmবকুল Pharma Wholesale Shop   construc...
21/07/2025

My Chamber Time:

From 5:30pm to 7:30pm
Mukti Medical Hall-2

From 8:00pm to 10:00pm
বকুল Pharma Wholesale Shop

construction via WhatsApp (+8801725857606)

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,তখন এমন ভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনু...
15/07/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,
তখন এমন ভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়।
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

কতোটা অসহায় উপলব্ধি তাই না?

স্পর্শ অনেক দামী!!
মানুষ সৃষ্টিই হয়েছে আপনজনের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য।

তাই জীবন থাকতে প্রতিটি সম্পর্কের যত্ন নেয়া উচিৎ।

বাবা-মা , ভাইবোন , স্ত্রী-সন্তান-স্বামী সবার গুরুত্বপূর্ণ বোঝা উচিৎ। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা উচিৎ।
মানুষ বাঁচে কয়দিন?

আপনি ভেবে দেখেছেন কি এই যে কতো পরিশ্রম করে সম্পদ রেখে যেতে মরিয়া হয়ে আছেন , আগামী ১০০ বছর পর কে সেই সম্পদ ভোগ করবে আপনি তাদের চিনেন ও না।
তারাও হয়তো আপনার নামটি জানবে কেবল।

তাই বেঁচে থাকতে যাদের সাথে আছেন তাদের নিয়ে জীবন কে উপভোগ করুন।
তাদের নিয়ে সম্পদ উপভোগ করুন , মানুষের পাশে দাড়ান।
এটাই এমন সম্পদ যা সৃষ্টকর্তা স্বরণে রাখবেন।
Dr.Tamim Al Mishu.

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
07/07/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়— মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার, না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপণ।

“অতএব, (হে জ্বিন ও ইনসান) তোমরা তোমাদের রবের কোন্ নেয়ামতটি অস্বীকার করবে?” [সূরা আর-রহমান: ১৩]

সংগৃহীত

কেন বাচ্চাদের জ্বর এখন সহজে কমছে না?বর্তমানে আমরা লক্ষ্য করছি, অনেক শিশু জ্বরে আক্রান্ত হলে সেই জ্বর ৩-৫ দিন এমনকি কখনও ...
29/06/2025

কেন বাচ্চাদের জ্বর এখন সহজে কমছে না?

বর্তমানে আমরা লক্ষ্য করছি, অনেক শিশু জ্বরে আক্রান্ত হলে সেই জ্বর ৩-৫ দিন এমনকি কখনও ৭ দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে। অনেক সময় সাধারণ প্যারাসিটামল দিয়েও জ্বর কমে না বা অল্প সময় পর আবার উঠে যায়। এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে:
🔎 ১. ভাইরাল ইনফেকশন দীর্ঘস্থায়ী হচ্ছে
বর্তমানে ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস, হিউম্যান প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাসসহ বিভিন্ন ভাইরাস বেশি সময় ধরে জ্বর দিচ্ছে।
এসব ভাইরাল জ্বর ৫-৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং জ্বরের ওঠানামা দেখা যায়।

💊 ২. অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স
অনেক সময় জীবাণু (ব্যাকটেরিয়া) সাধারণ অ্যান্টিবায়োটিকে সাড়া দেয় না।
➡️ ফলে জ্বর পুরোপুরি কমতে দেরি হয় এবং নতুন করে অ্যান্টিবায়োটিক পরিবর্তনের প্রয়োজন পড়ে।

🌫️ ৩. আবহাওয়ার পরিবর্তন ও ধুলাবালি
গরম-ঠান্ডার তারতম্য, বৃষ্টির সময় ঠান্ডা লাগা বা অতিরিক্ত ধুলাবালির সংস্পর্শে বাচ্চারা সহজেই অসুস্থ হচ্ছে।
➡️ এতে দীর্ঘস্থায়ী কাশি-সর্দি এবং তার সাথে জ্বরও দেখা যাচ্ছে।

৪. ভুল ওষুধ বা ঘন ঘন ওষুধ পরিবর্তন
অনেক সময় শুরুতেই ভুল ডোজ বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে জ্বর সহজে নিয়ন্ত্রণে আসে না।
➡️ এতে সংক্রমণ পুরোপুরি সারে না, জ্বর বারবার ফিরে আসে।

🦠 ৫. ডেঙ্গু, টাইফয়েড, নিউমোনিয়া ইত্যাদি জটিল সংক্রমণ বেড়েছে
এই ধরনের সংক্রমণে জ্বর অনেক সময় দীর্ঘস্থায়ী হয় এবং উচ্চমাত্রার হতে পারে।
➡️ জ্বর কমতে ৭–১০ দিন সময় লাগতে পারে।

৬. ইমিউন সিস্টেম দুর্বল হলে
যেসব শিশু অপুষ্টিতে ভোগে, ঘন ঘন অসুস্থ হয় বা ঘুম ঠিকমতো হয় না — তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে।
➡️ ফলে তারা সহজেই ভাইরাসে আক্রান্ত হয় এবং জ্বর সহজে সারে না।

✅ শিশুর বয়স, ওজন ও উপসর্গ বিবেচনায় সঠিক চিকিৎসা পরিকল্পনা করতে হবে
✅ প্রাথমিক জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল ও বিশ্রামই যথেষ্ট, তবে
✅ জ্বর ৩ দিন পার হলে রক্ত পরীক্ষা (CBC, CRP, Dengue, Typhoid, Urine R/M ইত্যাদি) করা জরুরি
✅ শিশুকে তরল খাবার, ঘন ঘন বুকের দুধ/খাবার, আরামদায়ক পরিবেশ দিতে হবে

কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন?

জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হলে

বারবার বমি, খাওয়া বন্ধ, খুব দুর্বল হয়ে গেলে

শ্বাসকষ্ট, খিঁচুনি বা অচেতন ভাব দেখা দিলে

খুব কম প্রস্রাব হলে বা বাচ্চা একেবারেই নিস্তেজ থাকলে

Address

Road No: 04, Kallyanpur, Mirpur
Dhaka
5200

Telephone

+8801725857606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tamim's Clinical & Public Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tamim's Clinical & Public Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram