09/07/2025
লিউকোরিয়ার লক্ষণসমূহ-
লিউকোরিয়া নিজেই কোনো রোগ নয়, বরং এটি একটি উপসর্গ। স্বাভাবিক ও অস্বাভাবিক যোনি স্রাবের পার্থক্য বুঝতে পারাই স্বাস্থ্যকর প্রজনন স্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি।
স্বাভাবিক লিউকোরিয়ার লক্ষণ-
✅ সাদা, অফ-হোয়াইট বা স্বচ্ছ স্রাব, সাধারণত গন্ধহীন।
✅ ওভুলেশন বা গর্ভাবস্থার আগে স্রাবের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়া।
✅ হরমোনের পরিবর্তনের কারণে স্রাব কখনও পাতলা, কখনও ঘন হতে পারে।
✅ ব্যথা, জ্বালা বা দুর্গন্ধ না থাকা।
অস্বাভাবিক লিউকোরিয়ার লক্ষণ-
✅ হলুদ, সবুজ বা ধূসর স্রাব যা সাধারণত ব্যাকটেরিয়াল সংক্রমণ বা ট্রাইকোমোনিয়াসিসের (Trichomoniasis) লক্ষণ হতে পারে।
✅ দুর্গন্ধযুক্ত স্রাব যা ব্যাকটেরিয়াল সংক্রমণের ইঙ্গিত দিতে পারে।
✅ রক্ত মিশ্রিত স্রাব। এটি সার্ভিক্সের প্রদাহ, পলিপ বা সার্ভিকাল ক্যান্সারের লক্ষণ হতে পারে।
✅ তলপেটে ব্যথা। এটি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (PID) বা অন্য কোনো প্রজনন জনিত সমস্যার লক্ষণ হতে পারে।
✅ ইন্টারকোর্স বা প্রস্রাবের সময় ব্যথা যা ক্ল্যামাইডিয়া বা গনোরিয়ার লক্ষণ হতে পারে।
✅ জ্বর, পিঠব্যথা বা পেলভিক অস্বস্তি। এটি গুরুতর সংক্রমণের লক্ষণ, যা দ্রুত চিকিৎসার প্রয়োজন।
👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা
এপয়েন্টমেন্ট : ১০৬১৫
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা