পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, Blood bank, Dhaka.

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত-
দল, মত, ধর্ম ও বর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সংগঠন
"পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন"
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

আলহামদুলিল্লাহ! পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আরেকটি অন্যতম প্রাপ্তি ❤️রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া ৬ষ্ঠ প্রতিষ্ঠা ব...
11/04/2025

আলহামদুলিল্লাহ!
পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আরেকটি অন্যতম প্রাপ্তি ❤️

রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন'কে সম্মাননা স্মারক প্রদান করা করেন।
উক্ত স্মারক গ্রহণ করেন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর সদস্য শরিফ মিয়া ও মাসুম মিয়া।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, নাসিরনগর। এর পক্ষ থেকে রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া'র উত্তরোত্তর সফলতা কামনা করছি।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!
06/04/2025

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!

আলহামদুলিল্লাহ! জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক বায়ান্ন পত্রিকায় আমাদের ক্যাম্পেইনের নিউজ প্রকাশিত হয়েছে। ❤️
07/11/2024

আলহামদুলিল্লাহ!
জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক বায়ান্ন পত্রিকায় আমাদের ক্যাম্পেইনের নিউজ প্রকাশিত হয়েছে। ❤️

আলহামদুলিল্লাহ! ❤️পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, এর আয়োজনে ‘‘নাসিরনগর সরকারি কলেজ'' প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নি...
04/11/2024

আলহামদুলিল্লাহ! ❤️

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, এর আয়োজনে ‘‘নাসিরনগর সরকারি কলেজ'' প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন সাফল্যমণ্ডিত হয়েছে।
ক্যাম্পেইন উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জনাব ইমরানুল হক ভূঁইয়া স্যার।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের নাসিরনগর🌸❤ গ্রুপের এডমিন প্যানেল সহ সহযোগী সংশ্লিষ্ট সকলকে।র

আলহামদুলিল্লাহ! ❤️পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আরও একটি প্রাপ্তি!সামাজিক ও মানবিক কাজে অবদানের রাখায় পল্লী রক্তদান ও...
02/11/2024

আলহামদুলিল্লাহ! ❤️
পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আরও একটি প্রাপ্তি!

সামাজিক ও মানবিক কাজে অবদানের রাখায় পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন কে সম্মাননা প্রদান করায় সন্ধি-স্বেচ্ছায় রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সকল দায়িত্বশীল ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন-র পক্ষ থেকে সন্ধি-স্বেচ্ছায় রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন প্লাটফর্মের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত-পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন -এর পক্ষ থেকে "কুন্ডা উচ্চ বিদ্যালয়ে" বিনামূল...
13/09/2024

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত-
পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন -এর পক্ষ থেকে "কুন্ডা উচ্চ বিদ্যালয়ে" বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেনতামূলক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।

স্থান:- কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
তারিখ:-১৫/০৯/২০২৪ খ্রি. রোজ- রবিবার।

উক্ত ক্যাম্পেইনে আপনারা সবাই আমন্ত্রিত।

24/08/2024

২ টা গ্রুপ ও পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন মিলে ৩ টা গ্রুপে প্রায় ১ লক্ষ টাকার ত্রাণ আগামীকাল বন্যার্ত মানুষদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
সকলের প্রতি আমরা কৃতজ্ঞ 🖤

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর জুলাই মাসে ৫৬ টা রিকুইজিশন এর মধ্যে "৪৭ ব্যাগ'' ম্যানেজ করেছে এবং "৩৮ ব্যাগ'' ব্লাড ডোন...
01/08/2024

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর জুলাই মাসে ৫৬ টা রিকুইজিশন এর মধ্যে "৪৭ ব্যাগ'' ম্যানেজ করেছে এবং "৩৮ ব্যাগ'' ব্লাড ডোনেট করতে সক্ষম হয়েছে।
ধন্যবাদ সবাই কে।

অভিনন্দন সর্বোচ্চ ৩ জন রক্ত সংগ্রহকারীদের।
১ম Tanmoy Ahmmed Bhuiyan
২য় Md Sharif Mia
৩য় Junaid Ahmmed

সেরা ৩ রক্ত সংগ্রহ কারী সহ সবার জন্য অনেক শুভ কামনা রইলো।

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ভাই-বোনদের পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে শুভ কা...
29/06/2024

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ভাই-বোনদের পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে শুভ কামনা রইলো।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কেউ নিয়মিত অন্যকে রক্ত দিতে পারেন।রক্তদানের উপকার-অপরকে রক্ত দেওয়ার ...
29/06/2024

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কেউ নিয়মিত অন্যকে রক্ত দিতে পারেন।

রক্তদানের উপকার-
অপরকে রক্ত দেওয়ার মাধ্যমে আপনি বহু মানুষের জীবন রক্ষা করতে পারেন। এই অনুভূতি অনন্য। এটি আপনার মনকেও প্রশান্তি দেবে।

★নিয়মিত রক্তদানে অভ্যস্ত মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, হার্টের রোগের ঝুঁকি কমে।
★রক্তদানের পদ্ধতির মধ্য দিয়ে গেলে আপনার শরীরে যদি কোনো অপ্রত্যাশিত রোগ থাকে; যেমন আয়রনের ঘাটতি, হেপাটাইটিস, ম্যালেরিয়া, এইচআইভি, সিফিলিস, তা জানতে পারবেন।
★বিশেষ কিছু রক্তদান প্রক্রিয়ার মাধ্যমে রোগীর প্লাটিলেট সংগ্রহের সময় প্লাটিলেট কাউন্টও জানা যায়।
★আগে থেকে উচ্চ কোলেস্টেরল থাকলে নিয়মিত রক্তদানে কোলেস্টেরলের মাত্রা কমে যায়।
★তবে রক্ত দিতে চাইলে কিছু বিষয়ে জেনে নেওয়া দরকার।
★রক্তদাতা নিজে কখনো অনিরীক্ষিত রক্ত অথবা রক্তের উপাদান গ্রহণ করে থাকলে নিজে থেকেই রক্তদান থেকে বিরত থাকা উচিত।
★শিরায় কোনোরকম নেশাযুক্ত ওষুধ নেওয়ায় অভ্যস্ত থাকলে রক্তদান করবেন না।
★কোনো সংক্রামক রোগের কারণে অ্যান্টিবায়োটিক সেবনের ১৪ দিনের মধ্যে রক্তদান থেকে বিরত থাকুন।

রক্তের বিভিন্ন রোগ যেমন থ্যালাসেমিয়া, অপ্লাস্টিক অ্যানিমিয়া, ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। তা ছাড়া নারীদের সন্তান প্রসবের সময়, বিভিন্ন অস্ত্রোপচারের আগে ও পরে রক্তের প্রয়োজন হয়। কোনো দুর্ঘটনা ঘটলেও প্রচুর রক্তের প্রয়োজন হয়। তাই আসুন আমরা রক্তদানের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাই।

জনসচেতনতায়: পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, নাসিরনগর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category