Dhaka Health MediCare

Dhaka Health MediCare Health Related any information +8801339 810 565

28/03/2025

হার্নিয়া অপারেশনের দুটি আধুনিক পদ্ধতি হলো (১) রোবোটিক সার্জারি (২) ল্যাপারোস্কোপিক সার্জারি এছাড়াও যদি কোন পেশেন্ট অতি ইনফেকশন বেশি থাকে সেক্ষেত্রে ডঃ অপেন সার্জারি করার পরামর্শ দিয়ে থাকে ।

ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি: যেমন পূর্বে আলোচনা করা হয়েছে, একটি ল্যাপারোস্কোপ - একটি ক্যামেরা সহ একটি পাতলা, নমনীয় টিউব - একটি ন্যূনতম আক্রমণাত্মক ল্যাপারোস্কোপিক হার্নিয়া মেরামতের কৌশলের সময় অস্ত্রোপচারের পথ দেখানোর জন্য ঢোকানো হয়, যেখানে ছোট ছেদ তৈরি করা হয়।

28/03/2025

∆ হার্নিয়া কি ?

হার্নিয়া এমন একটি অবস্থা যা পেশী প্রাচীরের দুর্বল অঞ্চলের মধ্য দিয়ে একটি অঙ্গ বা টিস্যু বের হয়ে যাওয়ার ফলে পরিণত হয়। হার্নিয়া শরীরের বিভিন্ন অঞ্চলে বিকশিত হতে পারে তবে এটি প্রায়শই কুঁচকি এবং পেটের অঞ্চলে ঘটে। হার্নিয়াসের কিছু সাধারণ অবস্থানের মধ্যে রয়েছে কুঁচকি অঞ্চল, নাভি অঞ্চল, ফেমোরাল অঞ্চল, পেটের অঞ্চল এবং পূর্বের অস্ত্রোপচার অঞ্চল। হার্নিয়ার সঠিক সময়ে অপারেশন না করালে মারাত্মক আকার করতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে কাজে সঠিক সময়ে হার্নিয়ার অপারেশন করাই উত্তম ।
যোগাযোগ- +8801339-810565
dhakahealthmedicare@gmail.com

26/03/2025

✓পায়খানার রাস্তায় ব্যথা হওয়া !!

পাইলস রোগে সাধারণত তীব্র ব্যথা হয় না। তবে যদি পায়ুপথের গোটা এমন পর্যায়ে চলে যায় যে সেগুলো আঙুল দিয়ে ঠেলেও ভেতরে ঢোকানো না যায়, এবং সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অনেক সময় পায়ুপথ ফেটে যায় যার কারণে ও রক্তপাত হতে পারে এবং যদি দীর্ঘদিন রক্তপাত হতে থাকে তাহলে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে । সেক্ষেত্রে অনেক সময় তীক্ষ্ণ বা তীব্র ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত ১-২ দিন স্থায়ী হয়। ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে-
01339-810565
Health MediCare

পায়ুপথের যেকোনো রোগকেই অধিকাংশ মানুষ পাইলস বলে জানে। কিন্তু পায়ুপথের রোগ মানেই পাইলস নয়। পায়ুপথে নানা ধরনের সমস্যা হতে প...
24/03/2025

পায়ুপথের যেকোনো রোগকেই অধিকাংশ মানুষ পাইলস বলে জানে। কিন্তু পায়ুপথের রোগ মানেই পাইলস নয়। পায়ুপথে নানা ধরনের সমস্যা হতে পারে। বেশির ভাগ রোগী, বিশেষত নারীরা, এসব সমস্যার কথা গোপন করে রাখেন এবং চিকিৎসা গ্রহণ করতে দেরি করে ফেলেন।

আবার অনেকেই লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসকের কাছে না গিয়ে টোটকা ওষুধ, কবিরাজি, হোমিওপ্যাথি গ্রহণ করেন। আর ক্রমশ অবস্থা জটিল হয়ে পড়ে। কিন্তু সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ মানুষ সার্জারি বা অস্ত্রোপচার ছাড়াই হয়তো ভালো হতে পারবেন।

পায়ুপথে সাধারণত ফিসার, ফিস্টুলা, হেমোরয়েড, ফোড়া, প্রোলাপস, রক্ত জমাট, পলিপ বা টিউমার ইত্যাদি রোগ হতে পারে। সব সমস্যার অন্যতম কারণ হলো কোষ্ঠকাঠিন্য। তাই এ বিষয়ে আগে থেকে সচেতন ও সতর্ক থাকতেই হবে। চিকিৎসা না নিলে এ থেকে কখনো কখনো ক্যানসার বা বড় সমস্যাও দেখা দিতে পারে। তাই যথাসময়ে এর চিকিৎসা ও সতর্কতা জরুরি।

Information- +8801339810565

পাইলস বিশেষজ্ঞ প্রফেসর ডঃ আবু সাঈদ এমএম রহমান জেনারেল সার্জন, ল্যাপারোস্কোপিক সার্জন, প্রক্টোলজিস্ট এবং লেজার বিশেষজ্ঞ এ...
17/03/2025

পাইলস বিশেষজ্ঞ
প্রফেসর ডঃ আবু সাঈদ এমএম রহমান
জেনারেল সার্জন, ল্যাপারোস্কোপিক সার্জন, প্রক্টোলজিস্ট এবং লেজার বিশেষজ্ঞ এমবিবিএস ডিএমসি ফ্রেক্স এডিন এফআরসিএস গ্লাসগো সার্জারির অধ্যাপক অবসরপ্রাপ্ত শাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট।

যোগাযোগ করুন 01339-810565 (what's app)

16/03/2025
16/03/2025

স্বাস্থ্য সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন ।

*** পাইলস কেন হয়?বিশেষজ্ঞদের মতে, পায়ুদ্বারের ভেতরে অনেকগুলো শিরা থাকে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে সেই শিরা সাধারণত ফুল...
14/03/2025

*** পাইলস কেন হয়?

বিশেষজ্ঞদের মতে, পায়ুদ্বারের ভেতরে অনেকগুলো শিরা থাকে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে সেই শিরা সাধারণত ফুলে যায়। তারপর ওই স্থান শক্ত হয়ে ছিঁড়ে যায় ও রক্তপাত হয়। এ সমস্যারই নাম পাইলস বা হেমোরয়েডস। রক্তপাতই এ অসুখের প্রধান ও অন্যতম লক্ষণ।

সাধারণত মলত্যাগের সঙ্গেই রক্তপাত হতে থাকে। এছাড়া ব্যথাও হয় অনেকের। তবে সবারই যে অসহ্য যন্ত্রণা হয় তা কিন্তু নয়। এ ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে সহজেই সমস্যার সমাধান করা যায়।

Address

57 North Circular Road Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Health MediCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram