সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল This Is The Official Fan Page Of Govt Homoeopathic Medical College And hospital.

24/08/2025
14/08/2025
মাসুদ বয়স ৪২ বছর তিনি দীর্ঘ ২২ বছর ধরে সরিয়াসিস রোগে আক্রান্ত। তিনি অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিত্সা দীর্ঘদিন প্র...
29/07/2025

মাসুদ বয়স ৪২ বছর তিনি দীর্ঘ ২২ বছর ধরে সরিয়াসিস রোগে আক্রান্ত। তিনি অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিত্সা দীর্ঘদিন প্রায় ২২ বছর ধরে করে আসছেন। কিন্তু কোনরূপ কোন পজিটিভ কোন পরিবর্তন আসেনি বরঞ্চ হোমিওপ্যাথি খেয়ে আরো পুরো শরীর ছড়িয়ে পড়েছে। আমার কাছে আসলেও আমার প্রায় দুই মাস পর কোন রূপ পরিবর্তন না হয়ে হাতের দিকে আরো নতুন করে আক্রমণ বাড়ে। কেসটাতে কোন কি নোট পাচ্ছিলাম না এবং ইউনিক কোন বা আনকমন সিমটম পাচ্ছিলাম না এজন্য কেসটা আমার জন্য অনেক জটিল হয়ে যাচ্ছে। ফিজিক্যাল এবং মেন্টাল সবদিক থেকে সে ভালো । পরে ওনার আবার নতুন করে কেস নিলাম। যেগুলোর আমি নিচে দিচ্ছি রুব্রিক্স গুলো।
BACK - PAIN - Cervical region, (neck pain) - bending
head - forward agg.
SKIN - ERUPTIONS - psoriasis
EXTREMITIES - ARTHRITIC nodosities - Finger joints -
stiffness, with
SKIN - ERUPTIONS - scaly - bran-like
SKIN - ERUPTIONS - scaly - white
GENERALITIES - FOOD and DRINKS - fish - aversion
EXTREMITIES - DISTORTED nails
GENERALITIES - HISTORY - family (Inheritance) -
diabetes
তার মেন্টাল সিমটম সেরকম করে প্রথম থেকে পাচ্ছিলাম না। হঠাৎ করে জিভি কিনেটে গ্রাফাইটিসের একটি মেন্টাল সিম্পটোম আমার মনে পড়ে গেল সেটা নিচে দিলাম এবং সেই সিমটমের উপরে ভিত্তি করে তাকে আমি Graphytis এল এম ১ পোটেন্সি থেকে গ্রাজুয়েলি উপরের দিকে আগাচ্ছি।
MENTAL
Simple, practical, down to earth people.

আলহামদুলিল্লাহ রোগীর এখন ৬০% কম। আগে যে খুশকির মতন অনেকগুলো চামড়া পড়ে যেত সেগুলোর পড়ছে না এবং অনেক জায়গায় স্কিনগুলো স্বাভাবিক স্কিনের কালারের চলে আসছে।
ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
এক্স হাউজ ফিজিশিয়ান
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯

যোগাযোগ
সিরিয়াল 01772552374
ইমেইল: dr.humaunbhms@gmail.com
ঠিকানাঃ ৯৪৯/৩/এ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর,ঢাকা

কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক - প্রকৃতির স্পর্শে, সুস্থতার আশ্বাস!
Google map: https://maps.app.goo.gl/oCdSdvNVkNL2poky6

28/07/2025
28/07/2025

📢 পুরুষদের যৌন দুর্বলতা কি আপনাকেও গ্রাস করছে?
ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গ উত্তেজনায় ব্যর্থতা) শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বিপর্যয় ডেকে আনে।
দীর্ঘদিন চিকিৎসা না নিলে সম্পর্ক নষ্ট, আত্মবিশ্বাস হারানো, এমনকি বিষণ্নতাও দেখা দিতে পারে।

কিন্তু ভালো খবর হলো—এটির চিকিৎসা এখন সম্ভব! 🙌
শুধু রোগের কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা নিলেই আপনি ফিরে পেতে পারেন আপনার স্বাভাবিক যৌনজীবন ও আত্মবিশ্বাস।

🔎 ডায়াবেটিস?
🔎 মানসিক চাপ?
🔎 হরমোনের ঘাটতি?
🔎 উচ্চ রক্তচাপ বা হৃদরোগ?

👉 প্রতিটি কারণের পেছনে রয়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা।

ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
এক্স হাউজ ফিজিশিয়ান
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯

🧑‍⚕️ পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন:
📍 Curenter Homeopathic Clinic
ইমেইল: dr.humaunbhms@gmail.com
ঠিকানাঃ ৯৪৯/৩/এ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর,ঢাকা
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক - প্রকৃতির স্পর্শে, সুস্থতার আশ্বাস!

🔖 #যৌনস্বাস্থ্য #ইরেকটাইলডিসফাংশন #পুরুষস্বাস্থ্য #হোমিওপ্যাথি #নিরাময়সম্ভব .HumaunRashid #ভালোথাকুন

28/07/2025
30/06/2025

🚨 এক্স-রে, সিটি এবং এমআরআই এর মধ্যে পার্থক্য কি জানেন?!

এক্স-রে (X-ray), সিটি স্ক্যান (CT Scan) এবং এমআরআই (MRI) – এই তিনটি হলো আধুনিক মেডিক্যাল ইমেজিং প্রযুক্তি যা শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ছবি তুলতে ব্যবহৃত হয়। তবে এদের কাজের পদ্ধতি, উদ্দেশ্য এবং সুবিধা ভিন্ন। নিচে পার্থক্যগুলো তুলে ধরা হলো:

✅ ১. এক্স-রে (X-Ray)
🔹 কার্যপদ্ধতি:
এক্স-রে রেডিয়েশন ব্যবহার করে শরীরের ভিতরের কাঠামোর ছবি তোলে। হাড় এবং ঘন বস্তু এক্স-রে শোষণ করে, ফলে সেগুলো সাদা দেখা যায়।

🔹 ব্যবহার:
হাড় ভাঙ্গা
ফুসফুসে সংক্রমণ (যেমন: নিউমোনিয়া)
দাঁতের সমস্যা
জয়েন্ট বা হাড়ে কোন পরিবর্তন

🔹 সুবিধা ও সীমাবদ্ধতা:

দ্রুত ও সস্তা
তবে সফট টিস্যু (নরম অঙ্গ) ভালোভাবে দেখা যায় না

✅ ২. সিটি স্ক্যান (CT Scan / Computed Tomography)
🔹 কার্যপদ্ধতি:
সিটি স্ক্যান এক্স-রের মতো রেডিয়েশন ব্যবহার করেই বহু কোণ থেকে ছবি নিয়ে কম্পিউটারের মাধ্যমে থ্রিডি ইমেজ তৈরি করে।

🔹 ব্যবহার:
মাথার আঘাত, রক্তপাত

ব্রেইন স্ট্রোক
ক্যানসার শনাক্তকরণ
পেট বা ফুসফুসের জটিলতা

🔹 সুবিধা ও সীমাবদ্ধতা:

অঙ্গের অনেক বিস্তারিত দেখা যায়
রেডিয়েশনের মাত্রা বেশি হওয়ায় বারবার করা নিরাপদ নয়

✅ ৩. এমআরআই (MRI / Magnetic Resonance Imaging)
🔹 কার্যপদ্ধতি:
এমআরআইতে কোনো রেডিয়েশন ব্যবহৃত হয় না, বরং শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড ও রেডিও ওয়েভ ব্যবহার করে শরীরের ছবি তৈরি করে।

🔹 ব্যবহার:

মস্তিষ্ক ও স্নায়ুজনিত রোগ
মেরুদণ্ড (Spine) সমস্যা
জয়েন্ট, লিগামেন্ট, মাংসপেশি সমস্যা
টিউমার, সফট টিস্যুর বিশ্লেষণ

🔹 সুবিধা ও সীমাবদ্ধতা:

খুবই বিস্তারিত ও স্পষ্ট ছবি
রেডিয়েশন নেই (নিরাপদ)
সময় বেশি লাগে, খরচও বেশি
যাদের শরীরে মেটালিক বস্তু আছে (পেসমেকার, ইমপ্লান্ট), তাদের ক্ষেত্রে নিষেধ

ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
এক্স হাউস ফিজিশিয়ান
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯

27/05/2025
Admission 2025
26/05/2025

Admission 2025

Address

Mirpur 14
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram