সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল This Is The Official Fan Page Of Govt Homoeopathic Medical College And hospital.

19/11/2024
08/10/2024
08/10/2024

বাচ্চাদের এডিনয়েড সমস্যা? হোমিওপ্যাথিতে সঠিক সমাধান!

আপনার শিশুর যদি এডিনয়েড বড় হয়ে শ্বাসকষ্ট, নাক বন্ধ বা কান সংক্রমণের সমস্যা হয়, তবে হোমিওপ্যাথি হতে পারে একটি কার্যকর বিকল্প। নিরাপদ, প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা এডিনয়েডের সমস্যার মূলে গিয়ে আরাম দেয়।

বাচ্চাদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা:

সংক্রমণ কমায়
শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করে
সার্জারির ঝুঁকি কমায়
আপনার শিশুর সুস্থ ও স্বাভাবিক শৈশব ফিরিয়ে আনতে আজই পরামর্শ নিন।

ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯

08/10/2024

🌿 আর্থ্রাইটিসের জন্য হোমিওপ্যাথি – প্রাকৃতিক ও নিরাপদ সমাধান 🌿

বাত বা আর্থ্রাইটিস হলো অস্থিসন্ধির প্রদাহজনিত রোগ, যা ব্যথা, ফোলা, এবং সন্ধিগুলোর নড়াচড়ায় সীমাবদ্ধতা সৃষ্টি করে। এটি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে এবং যেকোনো বয়সের মানুষের মধ্যে হতে পারে। ব্যথা ও অস্বস্তির কারণে দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে।

হোমিওপ্যাথিক চিকিৎসা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আর্থ্রাইটিসের উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে দীর্ঘমেয়াদী আরাম দেয় এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

🔹 হোমিওপ্যাথিক চিকিৎসায় কিছু গুরুত্বপূর্ণ ওষুধ:
রাস টক্স (Rhus Tox):
বাতের ব্যথা যদি সকালে ঘুম থেকে ওঠার পর বা বিশ্রাম শেষে বেড়ে যায় এবং নড়াচড়া করলে আরাম হয়, তাহলে এই ওষুধটি সহায়তা করে।

ব্রায়োনিয়া (Bryonia):
সন্ধি বা জয়েন্টগুলোর ব্যথা যখন চলাফেরায় বেড়ে যায় এবং বিশ্রামের সময় আরাম পাওয়া যায়, তখন এই ওষুধ কার্যকর।

লেডাম পাল (Ledum Pal):
ঠান্ডা পরিবেশে বা ঠান্ডা পানির সংস্পর্শে ব্যথা বেড়ে গেলে এটি সহায়ক।

আর্নিকা (Arnica):
বাতের কারণে জয়েন্টগুলোতে আঘাত বা থেঁতলানোর মতো ব্যথা থাকলে এই ওষুধ ব্যবহৃত হয়।

কালচিকাম (Colchicum):
বাতের কারণে জয়েন্ট ফুলে গেলে বা তীব্র ব্যথা থাকলে এই ওষুধটি ব্যবহার করা হয়।

পালসাটিলা (Pulsatilla):
মহিলাদের ক্ষেত্রে হরমোনজনিত আর্থ্রাইটিসের জন্য এটি বিশেষভাবে কার্যকর।

🔹 আর্থ্রাইটিসের চিকিৎসার পাশাপাশি কিছু পরামর্শ:

সঠিক খাদ্যাভ্যাস: পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, বিশেষ করে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাবার যেমন, মাছ, বাদাম, শাক-সবজি ইত্যাদি।

ব্যায়াম: হালকা ব্যায়াম এবং যোগব্যায়াম জয়েন্টগুলোর নড়াচড়া এবং ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান: শরীরকে হাইড্রেটেড রাখা জয়েন্টগুলোর কার্যক্ষমতা বাড়ায়।

বিশ্রাম: পর্যাপ্ত বিশ্রাম আর্থ্রাইটিসের কারণে হওয়া প্রদাহ কমাতে সহায়ক।

⛑️ বিশেষ পরামর্শ:
আর্থ্রাইটিসের প্রতিটি রোগীর অবস্থা ভিন্ন হতে পারে। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। রোগীর শারীরিক ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

🌱 প্রাকৃতিকভাবে আর্থ্রাইটিসের ব্যথা উপশম করুন এবং আবারও আপনার জীবনের গতিশীলতা ফিরে পান। 🌱

ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯

#হোমিওপ্যাথি #আর্থ্রাইটিস #প্রাকৃতিকচিকিৎসা #স্বাস্থ্যকরজীবন #হোমিওপ্যাথিকথেরাপি

22/08/2024

সদরঘাটে অনেক লন্ঞ বসে থাকে। তাদের কে এ বন্যার সময় কাজে লাগানো যায় কি ???

06/08/2024

সবার তো কাছা ধরে টান দেওয়া হচ্ছে
বসুন্ধরা আর দরবেশ বাবার তো কোনো সংবাদ পাচ্ছি না😔

05/08/2024

এমন একটা নিয়ম হওয়া উচিৎ যে দেশ চালাবে তার কোনো সম্পদ থাকবে না।

সে হবে দেশের সম্পদ
যে সব মোহো ছেড়ে দেশকে সময় দেবে

 #মনুষ্যত্ব  যে যা বলুক, যে যা করুক কি আসে যায় তাতে,নিজে বাচলে, নিজের নাম স্মরণ করো প্রাতেএক সকালে উঠে দেখবে, প্রাণ নাই ...
03/08/2024

#মনুষ্যত্ব

যে যা বলুক, যে যা করুক কি আসে যায় তাতে,
নিজে বাচলে, নিজের নাম স্মরণ করো প্রাতে
এক সকালে উঠে দেখবে, প্রাণ নাই এ দেহে
অন্য সবাই বলবে তখন,কি আসে যায় আর তাতে!
বলছি তোমায়, জেগে উঠো,গর্জে উঠো আবার
ভাইয়ের রক্তে খেললে হোলি, তুমিও হবে সাবার।
দেশটা আমার, দেশটা তোমার,দেশটা মোদের সবার
পা চাটা ওই কুকুরের দল, দেশটা নয় তোর বাবার।

সময় থাকতে হও হুশিয়ার,ওহো বঙ্গবাসী
না চাও যদি মানুষ হতে, ফুটাও মুখে হাসি
দিন শেষে ভাই, তোমায় বলি, দেও হে গলায় ফাসি
ভুলেও কভু বলো না আর বাংলাকে ভালবাসি

Address

Mirpur 14
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share