29/07/2025
মাসুদ বয়স ৪২ বছর তিনি দীর্ঘ ২২ বছর ধরে সরিয়াসিস রোগে আক্রান্ত। তিনি অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিত্সা দীর্ঘদিন প্রায় ২২ বছর ধরে করে আসছেন। কিন্তু কোনরূপ কোন পজিটিভ কোন পরিবর্তন আসেনি বরঞ্চ হোমিওপ্যাথি খেয়ে আরো পুরো শরীর ছড়িয়ে পড়েছে। আমার কাছে আসলেও আমার প্রায় দুই মাস পর কোন রূপ পরিবর্তন না হয়ে হাতের দিকে আরো নতুন করে আক্রমণ বাড়ে। কেসটাতে কোন কি নোট পাচ্ছিলাম না এবং ইউনিক কোন বা আনকমন সিমটম পাচ্ছিলাম না এজন্য কেসটা আমার জন্য অনেক জটিল হয়ে যাচ্ছে। ফিজিক্যাল এবং মেন্টাল সবদিক থেকে সে ভালো । পরে ওনার আবার নতুন করে কেস নিলাম। যেগুলোর আমি নিচে দিচ্ছি রুব্রিক্স গুলো।
BACK - PAIN - Cervical region, (neck pain) - bending
head - forward agg.
SKIN - ERUPTIONS - psoriasis
EXTREMITIES - ARTHRITIC nodosities - Finger joints -
stiffness, with
SKIN - ERUPTIONS - scaly - bran-like
SKIN - ERUPTIONS - scaly - white
GENERALITIES - FOOD and DRINKS - fish - aversion
EXTREMITIES - DISTORTED nails
GENERALITIES - HISTORY - family (Inheritance) -
diabetes
তার মেন্টাল সিমটম সেরকম করে প্রথম থেকে পাচ্ছিলাম না। হঠাৎ করে জিভি কিনেটে গ্রাফাইটিসের একটি মেন্টাল সিম্পটোম আমার মনে পড়ে গেল সেটা নিচে দিলাম এবং সেই সিমটমের উপরে ভিত্তি করে তাকে আমি Graphytis এল এম ১ পোটেন্সি থেকে গ্রাজুয়েলি উপরের দিকে আগাচ্ছি।
MENTAL
Simple, practical, down to earth people.
আলহামদুলিল্লাহ রোগীর এখন ৬০% কম। আগে যে খুশকির মতন অনেকগুলো চামড়া পড়ে যেত সেগুলোর পড়ছে না এবং অনেক জায়গায় স্কিনগুলো স্বাভাবিক স্কিনের কালারের চলে আসছে।
ডাঃ মোঃ হুমায়ুন রশীদ
ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিপ্লোমেট অব ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (আলোনিসোস, গ্রীস)
আই সি ইন প্যালিয়েটিভ কেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)
এক্স হাউজ ফিজিশিয়ান
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
লেকচারার ,
জিরাবো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রেজিঃ নং : এইচ- ১৪৬৯
যোগাযোগ
সিরিয়াল 01772552374
ইমেইল: dr.humaunbhms@gmail.com
ঠিকানাঃ ৯৪৯/৩/এ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর,ঢাকা
কিউরেন্টার হোমিওপ্যাথিক ক্লিনিক - প্রকৃতির স্পর্শে, সুস্থতার আশ্বাস!
Google map: https://maps.app.goo.gl/oCdSdvNVkNL2poky6