BPSC =Senior Staff Nurse Exam preparation

BPSC =Senior Staff Nurse Exam preparation আমি একজন রেজিস্ট্রার নার্স। আমি আমার পেজের মাধ্যমে নার্স এবং নার্সিং এর সকল তথ্য উপাত্ত তুলে ধরবো

16/09/2025

বিপিএসসি ৪র্থ ব্যাচ নব-নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স, ৩৪৭৫ জনের সরকারি চাকরি তে যোগদান সময় প্রয়োজনীয় কাগজপত্র।

১.সিনিয়র স্টাফ নার্স পদে যোগদান আবেদন কপি।
২.BPSC এপ্লিকেশন কপি।
৩.BPSC এডমিট কার্ড কপি।
৪.SSC সার্টিফিকেট
৫.HSC সার্টিফিকেট
৬.নার্সিং সকল সার্টিফিকেট (DIPLOMA,BSC,MPH,MSC ইত্যাদি যে সকল সার্টিফেকেট আছে)।
৭.রেজিস্ট্রেশন কপি।
৮.নাগরিকত্ব সনদপত্র।
৯.NID/SMART কার্ড কপি।
১০.জীবন বৃত্তান্ত এবং ফার্সপোর্ট সাইজের ছবি।
১১.স্বাস্থ্য সনদ (যদি থাকে, বাধ্যতামূলক না)
১২. PMIS ফর্ম (DGNM)
১৩. স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিবরণী ( সম্পদ থাকলে হিসাব দিবেন, এতে ভবিষ্যৎ নিজের জন্য ভালো)
১৪. পদায়ন কৃত পজ্ঞাপন (প্রথম পেইজ, আপনার পদায়ন কৃত কর্মস্থল পেইজ এবং লাস্ট পেইজ)।
১৫.জেলা বৃত্তিক পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার জেলা বৃত্তিক পজ্ঞাপন পেইজ এবং লাস্ট পেইজ)।
১৬. সুপারিশ প্রাপ্ত পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার সুপারিশকৃত পজ্ঞাপন পেইজ এবং লাস্ট পেইজ)।
১৭. লিখিত পরীক্ষা পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার লিখিত পরীক্ষা রেজাল্ট পেইজ এবং লাস্ট পেইজ)।
১৮. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে যৌতুক নিবো না এবং দিবো না এই মর্মে।
১৯. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে আপনি ৩ বছরের মধ্যে শিক্ষানবিশ চলা কালীন সময়ে আপনি চাকরি ছাড়লে সরকারি বিধিমালা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে এই মর্মে।
২০. ১০-১৫ কপি ছবি স্বত্তায়িত করে নিবেন।

সকল পজ্ঞাপন, PMIS ফর্ম, সম্পদের হিসাব বিবরণী, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, স্টাম্প, আবেদন কপি, জীবন বৃত্তান্ত বাদে বাকি সব কাগজপত্র স্বত্তায়িত করে নিবেন।

সবাই সকল কাগজ পত্র ৫ সেট করে নিবেন, ৪ কপি যোগদান কৃত কর্মস্থলে জমা দিবেন যোগদানের সময় এবং বাকি এক কপি নিজের কাছে রেখে দিবেন।

PMIS ফর্ম, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, সম্পদ বিবরণী ফর্ম, আবেদন কপি, স্টাম্প সব গুলো এক সেট করে বাকি সেট গুলো জন্য ফটোকপি করে নিবেন।

রবিউল হোসেন
সিনিয়র স্টাফ নার্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরুড়া কুমিল্লা।

12/04/2025

২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী,২৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২ বছর+ হয়ে গেলেও,এখনো ভাইভা সম্পন্ন হয়নাই।গত ৫ মাস যাবৎ ভাইভা শিডিউল এর জন্য অপেক্ষমান।জরুরি বিভাগে এতো ধীরগতি দুঃখজনক।এ নিয়োগ শেষ না হলে পরবর্তী নিয়োগ ও দেরি হবে।তাই দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য আগামীকাল সকাল ১০ টায় পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি এবং পিএসসির সামনে সবাই জড়ো হবে।পেশার স্বার্থে সবার উপস্থিতি কামনীয়।

স্থানঃ আঁগারগাও,পিএসসি (যেখানে ভাইভার কাগজপত্র জমা দিয়েছেন)

সময়ঃ সকাল ১০ টায়

09/04/2025

মন্ত্রনালয় সম্ভাবত চাহিদা পাঠিয়েছে রেজাল্ট নিয়ে গাফিলতি করছে BPSC। BPSC রেজাল্ট দিলে স্বাস্হ্য মন্ত্রনালয় ঈদের আগেই পোস্টিং দিয়ে দিবে ইনশাআল্লাহ। স্বাস্হ্য মন্ত্রনালয় এ না গিয়ে BPSC তে গেলে সেটা ভালো একটা রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। যেহেতু রবিবারে যাবো ইনশাআল্লাহ। ঢাকাতে যারা থাকেন সবাই ১৩ তারিখ রবিবার বিকালে ডিউটি নেন ২ টার আগেই কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। ১ জনের সাথে আরো যে কজন আনতে পারেন সমস্যা নাই যেহেতু আমরা সিভিল ড্রেসে থাকবো তারা কিন্তু দেখবে না যে কে কে পরীক্ষার্থী আবারো বলছি তারা আমাদের সংখ্যা দেখবে। ঢাকাতে যারা ইন্টার্ন আছেন বেকার আছেন সবাই আসেন bpsc তে একবার ঘুরে যান আর মনে মনে আল্লাহর কাছে চান এই bpsc তেই আবার আপনি আসবেন সে দিন আপনার জবের জন্য কাগজ জমা দিতে কিংবা ব্যাক্তিগত প্রয়জনে ভালো ভালো যায়গায় যত যাবেন দেখবেন মন তত বড় হবে। যত সংখ্যায় বেশী হবো তারা তত আমাদের কথা শুনতে আগ্রহী হবেন ইনশাআল্লাহ। প্রয়জনে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেন কারন BPSC তে গেলে তারা আমাদের কথা কিংবা দাবি শুনতে চাইবে আমাদের দাবি স্পস্ট হবে অনতিবিলম্বে আমাদের ভাইভার ডেড দিতে হবে নয়তোবা সরাসরি নিয়োগ দিতে হবে যেহেতু mcq+written হয়ে গেছে। ভাইভার পাশ মার্ক যুক্ত করে রেজাল্ট পাবলিশ করুক। আমাদের কাগজ পএ সম্ভাবত চেক করা শেষ। বিগত দিনেও ভাইভা ছাড়াও রেজাল্ট পাবলিশ করেছে। যেহেতু BPSC আমাদের ভবিষত নস্ট করার কোনো অগ্রাধিকার নেই কারন সবারিই বয়স বাড়ছে এই সার্কুলার শেষ না হলে PG, এবং শিশু হসপিটাল সার্কুলার দিবে না। আপনারা যদি এই ইন্টিরিয়ম গভারমেন্ট এর অধীনে যদি pg শিশুর সার্কুলার না পান নির্বাচিত সরকারের অধীনে যদি সার্কুলার আসে সেই আগের সিস্টেমে নিয়োগ দিবে আগের সিস্টেম কোনটা বুঝে নিয়েন। বিশেষ করে ২২,২৩,২৪,২৫, ইন্টার্ন আছেন আপনারা মনে করতেছেন এ সার্কুলার এ আমাদের কি কিন্তু আপনারা হয়তো বুঝতাছেন না এই সার্কুলার কম্পিলিট হলেই আপনি হয়তো pg শিশু NGO এ পদ গুলো আপনাদের ইনশাআল্লাহ। প্রফেশনের স্বার্থে সবাই আসবেন ইনশাআল্লাহ। আর ১৩ তারিখের জন্য কি কি করা হলো সব কিছু প্রকাশ করলে ভালো হয় যাতে সবাই জানতে পারে। ৭ সদস্য বিশিষ্ট একটা কমিটি করলে ভালো হয় আহবায়ক একজন মেয়ে যেহেতু নার্সিং প্রফেশনে মেয়েই বেশী। আমাদের হাতে সময় নেই

। #নোডিস্টার্ব_নার্স_নিয়োগ_চাই

"যখন দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো জনবল সংকটে ভুগছে, তখন পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত নার্সদের বছরের পর বছর অপেক্ষায় রাখা একটি জাতীয় ক্ষতির শামিল। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, আর এই অধিকার নিশ্চিত করতে হলে যারা নিয়মতান্ত্রিকভাবে যোগ্য প্রমাণ করেছে, তাদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

আমরা কেউ দয়া চাইছি না—চাইছি কেবল ন্যায্য অধিকার। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, এই দীর্ঘসূত্রিতা ও অবহেলার অবসান ঘটিয়ে স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন করুন।"

#ন্যায্য_চাকরি_অধিকার #স্বাস্থ্যখাতে_যোগ্যতার_মর্যাদা #মাননীয়_প্রধান_উপদেষ্টা_দৃষ্টি_দিন

08/04/2025

#ন্যায্য_চাকরি_অধিকার #স্বাস্থ্যখাতে_যোগ্যতার_মর্যাদা

প্রিয় সকল,

বর্তমানে আমাদের দেশের স্বাস্থ্যখাতে এক বিরাট সংকট চলছে—অধিকাংশ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র শূন্যপদে ভুগছে, অথচ যোগ্য নার্সদের বছরের পর বছর ধরে অপেক্ষায় রাখা হচ্ছে।

বিশেষত, ২০২৩ সালের ২৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদের নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রিতার কারণে অনেক নার্স ভাই-বোনেরা এখনো বেকার। সার্কুলার মঞ্জুর হওয়ার পরেও প্রতিটি ধাপে সময় নেওয়া হচ্ছে অতি দীর্ঘ। এই সময়ের মধ্যে অনেক নার্স তাদের উপযুক্ত সম্মানজনক চাকরি পাচ্ছেন না, যা শুধু তাদের পেশাগত জীবনে বাধা নয়, দেশের স্বাস্থ্যখাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। দিন দিন বেকারত্ব বাড়ছে এবং যদি এই প্রক্রিয়া নিয়মিত এবং দ্রুত সম্পন্ন না হয়, তাহলে আরও বড় সংকট তৈরি হতে পারে।

আমরা কেউ দয়া চাইছি না, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার!

প্রতিটি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে, দেশের হাসপাতালগুলোর শূন্যপদ পূর্ণ হবে এবং স্বাস্থ্য খাতের সার্বিক মান উন্নত হবে। তবে এজন্য আমাদের একতাবদ্ধ হতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ও BPSC চেয়ারম্যানের কাছে আমাদের একমাত্র আবেদন—এই দীর্ঘসূত্রিতা বন্ধ করুন, এবং দ্রুততম সময়ে নার্সদের নিয়োগ নিশ্চিত করুন।

**দিন দিন যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে বেকারত্ব আরও মারাত্মক হয়ে উঠবে, যা দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকেও ঝুঁকির মুখে ফেলবে।**

#নোডিস্টার্ব_নার্স_নিয়োগ_চাই
#ন্যায্য_চাকরি_অধিকার
#মাননীয়_প্রধান_উপদেষ্টা_দৃষ্টি_দিন

28/03/2025

💢BCS প্রিলিতে আসা বানানশুদ্ধি ( ১০ম- ৪৫ তম 💢

০১। শুদ্ধ বানান কোনটি – মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ – সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ – পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ – হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ – বিভীষিকা। [১৪তম]
০৬। শুদ্ধ বানান নির্দেশ কর – মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ – সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ – শুশ্রূষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান – আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ – শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন – স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। [২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান – দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ – নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ – আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় – উর্ধ্ব (শুদ্ধ – ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ – পিপীলিকা। [৩৩তম]
১৭। কোনটি শুদ্ধ বানান – শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ – প্রতিযোগিতা। [৩৫তম]
১৯। নিচের কোন বানানটি শুদ্ধ – মনীষী। [৩৫তম]
২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে – প্রবণ। [৩৬তম]
২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ – নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বণ, সূচ্যগ্ৰ, অনূর্ধ্ব)। [৩৭তম]
২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (শুদ্ধরূপ: স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে – ত্রিভুজ। [৩৮তম]
২৪। কোনটি শুদ্ধ বানান – প্রোজ্জ্বল। [৪০তম]
২৫।কোন বানানটি শুদ্ধ —স্বত্ব [ ৪১ তম]
২৬।কোনটি শুদ্ধ নয় —যন্ত্রনা ( শুদ্ধরূপ: যন্ত্রণা)[ ৪২ তম]
২৭। সঠিক বানান নয় — প্রানী ( শুদ্ধ বানান :প্রাণী) [ ৪২ তম]
২৮।ভুল বানান কোনটি — অন্তসার (শুদ্ধ বানান: অন্তঃসার [ ৪৩ তম বিসিএস]
২৯।শুদ্ধ বানান কোনটি — মুমূর্ষু [ ৪৪ তম]
৩০। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি —শিরশ্ছেদ,দরিদ্রতা,সমীচীন [ ৪৫তম]

26/03/2025

একনজরে ০৬ মার্চ ২০২৩ এ প্রকাশিত ২৪২২ জন সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদের পরীক্ষার টাইমলাইন ....

০১. ডিপ্লোমা নার্স ৫৫ পদ সার্কুলার (ক্রমিক নং ১৮ ) .. ০৬.০২.২৩

প্রিলিমিনারি তারিখ ঘোষণা ২৫.০৩.২০২৪ ( এক বছর এক মাস ১৯ দিন পর তারিখ ঘোষণা)

অনুষ্ঠিত হবে.. ২৮.০৪.২০২৫ .. ৯১৭৮ জন প্রিলিমিনারি প্রার্থী ( ডেট দেওয়ার পর সময় থাকলো ১ মাস ০৩ দিন )

০২. সিনিয়র স্টাফ নার্স ২৩৬৭ (ক্রমিক নং ০৯)... সার্কুলার প্রকাশিত ০৬.০৩.২৩

প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঘোষণা ২২/০৮/২৩ ( ৫ মাস ১৪ দিন পর তারিখ ঘোষণা )

পরীক্ষা অনুষ্ঠিত ০২/০৯/২০২৩ পরীক্ষার্থী ৩৭০০০+ ( এক মাস সময় ডেট দেওয়ার পরে ) ..

প্রিলিমিনারি রেজাল্ট ০৯/১০/২৩ পাশ ৯২০৬ জন ( পরীক্ষার এক মাস সাতদিন পর )

লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা (০৯/১১/২৩) পরীক্ষা অনুষ্ঠিত ০৯/১২/২৩ ( এক মাস আগে তারিখ ঘোষণা ) পরীক্ষার্থী: ৯৩০৬ জন

লিখিত রেজাল্ট ১৩/০৯/২০২৪ উত্তীর্ণ: ৪৫৫২ জন ( ১০ মাস চারদিন পর রেজাল্ট প্রকাশ)

লিখিত পরীক্ষা কাগজপত্র জমা দানের তারিখ ১৭/১১/২৪ থেকে ২৮/১১/২৪

মৌখিক পরীক্ষার ডেট এখনো দেয়নি ....
তারপর পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল আগেও হতে পারে, বা আগে নিয়োগ দিয়ে পরেও করতে পারে ।
তারপর জয়েনিং এর তারিখ দিবে।

23/03/2025

নার্স নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৯
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতাল।

১। ভিটামিন B12 এর ঘাটতিতে কী হয়?
(ক) ডায়াবেটিস
(খ) উচ্চ রক্তচাপ
(গ) রিকেট
(ঘ) রক্তশূন্যতা ✅

২। চোখের পানির উৎস কোনটি?
(ক) কনিয়া
(খ) ল্যাক্রিমাল গ্ল্যান্ড✅
(গ) পিউপিল
(ঘ) ফোবিয়া সেন্ট্রালিস

৩। রক্তচাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
(ক) Sphygmomanometer✅
(খ) Stethoscope
(গ) Cardiograph
(ঘ) Echograph

৪। ঔষধ Prescription-এ 'TDPC' লেখা দিয়ে কী বুঝানাে হয়?
(ক) দুইবেলা খাওয়ার পর
(খ) খালি পেটে
(গ) তিন বেলা খাওয়ার পর✅
(ঘ) দুই বেলা খাওয়ার আগে।

৫। মানব শরীরে সর্বমােট vertebra- এর সংখ্যা কত?
(ক) ৩৬টি
(খ) ৩২টি
(গ) ৩৯টি
(ঘ) ৩৩টি✅

৬। Select the synonym of 'Slender
(ক) strong
(খ) weak✅
(গ) bulky
(ঘ) fat

৭। Phagocytosis প্রক্রিয়া করে কোনটি?
(ক) Eosinophil
(খ) Neutrophil✅
(গ) Red blood cell
(ঘ) Platelet

৮। Fill in the blank. He is good __ English.
(ক) at✅
(খ) in
(গ) of
(ঘ) after

৯। কোনটি Negative charge?
(ক) Chloride✅
(খ) Sodium
(গ) Calcium
(ঘ) Magnesium

১০। কোনটি 'হ্ন' এর শুদ্ধরূপ?
(ক) ণ্ + হ
(খ) হ‌্‌ + ণ
(গ) ন্ + হ
(ঘ) হ্ + ন✅

১১। Full term pregnancy বলতে বুঝায়?
(ক) 9 months 7 days✅
(খ) 10 months 10 days
(গ) 9 months
(ঘ) 9 months 10 days

১২। হাইপােগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
(ক) ভিটামিন
(খ) ইনসুলিন
(গ) ব্লাডগ্নকোজ✅
(ঘ) ক্যালসিয়াম

১৩। 'A rolling stone gathers no moss'. The complex form of the sentence is--
(ক) Since a stone is rolling, it gathers no moss
(খ) Though a stone rolls, it gathers no moss
(গ) A stone what rolls gathers no moss
(ঘ) A stone that rolls gathers no moss✅

১৪। মানুষের পিত্তরস কোথায় তৈরি হয়?
(ক) বৃক্ক
(খ) যকৃৎ✅
(গ) থাইরয়েড
(ঘ) পিটুইটারী

১৫। Down's Syndrome হলাে একটি--
(ক) Genetic disorder✅
(খ) রক্তের সমস্যা
(গ) Thyroid জনিত সমস্যা
(ঘ) কিডনির সমস্যা

১৬. ভায়াগ্রা কী?
(ক) জলপ্রপাত
(খ) ঔষধ✅
(গ) রােগ
(ঘ) যন্ত্র

১৭. বছরে আমাদের কয়লা খনি হতে কী পরিমাণ কয়লা উৎপাদিত হচ্ছে?
(ক) ৮-১৫ লক্ষ মে:টন✅
(খ) ২০-২৫ লক্ষ মে:টন
(গ) ২৫-৩০ লক্ষ মে:টন
(ঘ) ৩০-৩৫ লক্ষ মে:টন

১৮. ‘তার দর্শন পেলাম, তারপর আমরা প্রস্থান করলাম’-কী ধরনের বাক্
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য✅
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য

১৯. Hypokaelamia means:
(ক) Low sodium
(খ) Low oxygen
(গ) Low potassium✅
(ঘ) Low bicarbonate

২০. কোনটি TB এর ঔষধ নয় ?
(ক) Rifampicim
(খ) Etambutol
(গ) INH
(ঘ) Ceftraixone✅

২১. 'পাখিসব করে রব রাতি পোহাইল' --- কার রচনা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) মদনমোহন তর্কালঙ্কার✅
(ঘ) অসীম সাহা

২২। দুধের শর্করাকে কি বলে?
(ক) Glycogen
(খ) Starch
(গ) Glucose
(ঘ) Lactose✅

২৩। ব্রহ্মপুত্র নদের মৃতপ্রায় হওয়ার কারণ কী?
(ক) নদীর তলদেশ জমাট
(খ) ভূমিকম্পের কারণ✅
(গ) নদীর গতিপথে বাধা
(ঘ) নদীতে বাঁধ দেয়ার ফল

২৪। খনার বচন কী বিষয় সংক্রান্ত?
(ক) কৃষি✅
(খ) ব্যবসা
(গ) শিল্প
(ঘ) রাজনীতি

২৫। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
(ক) পর্তুগাল ও মরক্কো
(খ) মরক্কো ও স্পেন
(গ) ভারত ও শ্রীলংকা✅
(ঘ) মৌরিতানিয়া ও স্পেন

২৬। Fat Soluble vitamin কোনটি?
(ক) vitamin-B1
(খ) vitamin-B6
(গ) vitamin-B12
(ঘ) vitamin-E✅

২৭। Kidney বিকল হলে রক্তে কোনটির মাত্রা বাড়ে?
(ক) Creatinine✅
(খ) Glucose
(গ) Cholesterol
(ঘ) Amino acid

২৮। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণকে বলা হয়—
(ক) Dysmenorhae
(খ) Oligomenerhae
(গ) Menorrhagia✅
(ঘ) Amenorrhea

২৯। The mother sat vigilantly beside the sick boy. Here the word 'vigilantly' is--
(ক) noun
(খ) adverb✅
(গ) adjective
(ঘ) none of these

৩০। যিনি ব্যাকরণ রচনা করেন, তাকে কী বলে?
(ক) ব্যাকরণ লেখক
(খ) ব্যাকরণবিদ
(গ) বৈয়াকরণ✅
(ঘ) ব্যাকরণ সংকলক

৩১। This is the book I lost. Here 'I lost' is--
(ক) a noun clause
(খ) an adverbial clause
(গ) an adjective clause✅
(ঘ) none of these

৩২। সাধুভাষা সাধারণত কোথায় অনুপযােগী?
(ক) কবিতার পঙক্তিতে
(খ) গানের কলিতে
(গ) গল্পের বর্ণনায়
(ঘ) নাটকের সংলাপে✅

৩৩। Fill in the blank. He insisted--- there.
(ক) on my going✅
(খ) is to go
(গ) over going
(ঘ) to go

৩৪। Who is known as 'The poet of nature' in English literature?
(ক) Lord Tennyson
(খ) John Milton
(গ) William Wordsworth✅
(ঘ) John Keats

৩৫। চাঁদে উড়ােজাহাজ উড়তে পারবে না কেন?
(ক) চাঁদে বাতাস নেই✅
(খ) চাঁদ অমসৃণ
(গ) আলােজনিত সমস্যার কারণে
(ঘ) মাধ্যাকর্ষণজনিত কারণে

৩৬। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
(ক) হংকং
(খ) জাকার্তা
(গ) ম্যানিলা✅
(ঘ) সিংগাপুর

৩৭। বমি হলে মানব শরীরে কোন খনিজের ঘাটতি হয়?
(ক) সােডিয়াম✅
(খ) জিঙ্ক
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) আয়রন

৩৮। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলাে—
(ক) 96°E
(খ) 97.4°
(গ) 98.4° F✅
(ঘ) 99.4° F

৩৯। যে হরমােনের ঘাটতির কারণে Diabetes হয় সেটা হলাে—
(ক) Glucagon
(খ) Thyroxin
(গ) Insulin✅
(ঘ) Prolactin

৪০। ইনসােমনিয়া কী?
(ক) নিদ্রাহীনতাজনিত রােগ✅
(খ) স্নায়ুরােগ
(গ) চোখের রােগ
(ঘ) জেনিটিক্যাল রােগ

৪১। ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) সেলিনা হােসেন
(গ) শওকত ওসমান✅
(ঘ) শওকত আলী

৪২। ‘টুনি মেম’ কোন ধরনের রচনা?
(ক) কাব্য
(খ) ভ্রমণকাহিনী
(গ) উপন্যাস
(ঘ) রম্যরচনা✅

৪৩। They have returned home early. The underlined word is a/an...
(ক) noun
(খ) adjective
(গ) adverb✅
(ঘ) preposition

৪৪। কবি বিহারীলালকে ভােরের পাখি’ উপাধি কে দিয়েছেন?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৫। কোন দেশ SAARC এর সদস্য নয়?
(ক) বাংলাদেশ
(খ) ভুটান
(গ) ভারত
(ঘ) চীন✅

৪৬। Who wrote the novel ‘David Copperfield?
(ক) Thomas Merdy
(খ) Jane Austen
(গ) Charlse Dickens✅
(ঘ) George Eliot

৪৭। Fill in the blank. This could have worked if I __ been more cautious.
(ক) had✅
(খ) have
(গ) might
(ঘ) would

৪৮। লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কী?
(ক) মস্কো
(খ) স্ট্যালিনগ্রাড
(গ) সেন্ট পিটার্সবার্গ✅
(ঘ) কিয়েন
(গ) স্ট্যালিনগ্রান্ড

৪৯। 'তােমাকে অভিবাদন, বাংলাদেশ'-এর লেখক কে?
(ক) মােহাম্মদ মনিরুজ্জামান
(খ) আসাদ চৌধুরী
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক✅

৫০। রক্ত জমাট বাঁধে কোন vitamin-এর কারণে?
(ক) vitamin A
(খ) vitamin B
(গ) vitamin C
(ঘ) vitamin K✅

৫১। In English grammar deals with the information
of sentences—
(ক) Morphology
(খ) Etymology
(গ) Syntax✅
(ঘ) Semantics

৫২। Thalassemia কী?
(ক) Thyroid জনিত সমস্যা
(খ) রক্তের জন্মগত ত্রুটি✅
(গ) Osteoporosis
(ঘ) হৃদরােগ

৫৩। AFB test is done for what?
(ক) Leprosy
(খ) Tuberculosis✅
(গ) Food poisoning
(ঘ) Tetanus

৫৪। মানুষের শরীরে কয়টি হাড় আছে?
(ক) ১০৬টি
(খ) ২০৬টি✅
(গ) ৬০টি
(ঘ) ৫২টি

৫৫। 'ষড়ানন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ষড় + আনন
(খ) ষট + আনন✅
(গ) ষড়া + আননা
(ঘ) ষটা + আনন

৫৬। গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?
(ক) ভিটামিন এ
(খ) ফলিক এসিড✅
(গ) বমির ঔষধ
(ঘ) ক্রিমির ঔষধ

৫৭। পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
(ক) আরিচা
(খ) ভৈরব
(গ) ভােলা
(ঘ) চাঁদপুর✅

৫৮। The word 'omnivorous' means—
(ক) eating all types of food✅
(খ) eating only fruits
(গ) eating only meat
(ঘ) eating grass and plants only

৫৯। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটির রচয়িতা কে?
(ক) কে ফকির মজনু শাহ
(খ) লালন শাহ✅
(গ) কাঙ্গাল হরিনাথ
(ঘ) হাছন রাজা

৬০। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়'? চরণটি কোন গ্রহের অন্তর্ভুক্ত?
(ক) কালিকা মঙ্গল
(খ) অন্নদামঙ্গল✅
(গ) মনসা মঙ্গল
(ঘ) চণ্ডীমঙ্গল

৬১। সারা শরীরে পানি জমে যাওয়াকে কী বলে?
(ক) Anuria
(খ) Acidosis
(গ) Alkalosis
(ঘ) Anasarca✅

৬২। ‘আমি বীরাঙ্গনা বলছি’ উপন্যাসটি কে লিখেছেন?
(ক) নীলিমা ইব্রাহীম✅
(খ) আনােয়ার পাশা
(গ) শহীদুল্লাহ কায়সার
(ঘ) তসলিমা নাসরিন

৬৩। Episiotomy কী?
(ক) Planned incision of the perineum at posterior vaginal wall✅
(খ) Planned incision of uterus
(গ) Unplanned incision of uterus
(ঘ) Planned incision of re**um

৬৪। কোনটি ম্যালেরিয়া জীবাণুর সাথে সম্পর্কিত?
(ক) Falciparum✅
(খ) Nipa virus
(গ) Staphylococcus
(ঘ) Rickets

৬৫। What would be the right antonym of 'initiative?
(ক) apathy✅
(খ) indolence
(গ) enterprise
(ঘ) activity

৬৬। Choose the correct sentence.
(ক) Allof it depend on you.
(খ) All of it are depending on you.
(গ) All of it depends on you.✅
(ঘ) All of it are depended on you.

৬৭। কোন এসিড পাকস্থলীতে থাকে?
(ক) Acetic acid
(খ) Hydrochloric acid✅
(গ) Sulphuric acid
(ঘ) Formic acid

৬৮। রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কে?
(ক) ইউরিক এসিড
(খ) হিমােগ্লোবিন
(গ) লিউকোসাইট
(ঘ) হেপারিন✅

৬৯। Identify the feminine gender.
(ক) c**k
(খ) witch✅
(গ) bull
(ঘ) bachelor

৭০। “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য।আমরা বাঙালি”-এটা কার উক্তি?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্✅
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শেখ ফজলল করিম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭১। Fill in the blank. The President has given— to the bill.
(ক) assent✅
(খ) accent
(গ) acsent
(ঘ) ascent

৭২। কোন পত্রিকার সাথে কবি কাজী নজরুল ইসলাম সম্পৃক্ত ছিলেন?
(ক) ধূমকেতু✅
(খ) গণবাণী
(গ) মুক্তিবার্তা
(ঘ) গণজাগরণ

৭৩। বুকের মাঝখানের Boneটি হলাে—
(ক) Ilium
(খ) Cranium
(গ) Sternum✅
(ঘ) Vertebra

৭৪। Which antibiotic is safe in pregnancy?
(ক) Tetracycline
(খ) Ampicillin✅
(গ) Gentamycine
(ঘ) Ciprofloxacin

৭৫। Which of the following is singular?
(ক) calf✅
(খ) phenomena
(গ) spectators
(ঘ) mice

৭৬। BMI কত হলে obese বলা হয়?
(ক) > 15
(খ) > 30✅
(গ) >24
(ঘ) >20

৭৭। কোন দেশটি নেপালের প্রতিবেশী রাষ্ট্র?
(ক) বাংলাদেশ
(খ) মিয়ানমার
(গ) পাকিস্তান
(ঘ) ভারত✅

৭৮। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
(ক) ১২ হাজার মে:ওয়াট✅
(খ) ২১ হাজার মে:ওয়াট
(গ) ৩০ হাজার মে:ওয়াট
(ঘ) ১৩ হাজার মে:ওয়াট

৭৯। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্ব✅
(খ) বাক্যতত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) শব্দতত্ত্ব

৮০।The idiom 'A stitch in time saves nine' means—
(ক) saving lives
(খ) timely action✅
(গ) saving time
(ঘ) time tailoring

৮১। শিশুদের Immunization schedule অনুযায়ী কোন
Vaccineটি সর্বপ্রথম দেওয়া হয়?
(ক) Polio vaccine
(খ) MMR vaccine
(গ) BCG vaccine✅
(ঘ) DPT vaccine

৮২। –-- অভাবে ঠোটে ও জিহ্বায় ঘা হয়।
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন C
(গ) ভিটামিন B✅
(ঘ) ভিটামিন D

৮৩। ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) ফুলশর
(খ) রঙ্গন✅
(গ) অলি
(ঘ) পত্র

৮৪। 'The waste land' is a poem by—
(ক) W.B. Yeats
(খ) T.S. Eliot✅
(গ) Mathew Arnold
(ঘ) Mathew Arnold

৮৫। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার✅
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

৮৬। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে দেয়া হয়েছে?
(ক) সুরমা
(খ) পদ্মা
(গ) শীতলক্ষ্যা
(ঘ) বুড়িগঙ্গা✅

৮৭। Heart-এর বাইরের আবরণকে কী বলে?
(ক) Pleurae
(খ) Peritoneum
(গ) Pericardium✅
(ঘ) Mucosa

৮৮। সম্প্রতি ইরান কোন দেশের ড্রোন বিমানকে ভূপাতিত করার দাবি করেছে?
(ক) UK
(খ) USA✅
(গ) জাপান
(ঘ) চীন

৮৯। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নাটক কোনটি?
(ক) এখনও ক্রীতদাস✅
(খ) সুবচন নির্বাসন
(গ) কোকিলারা
(ঘ) এখন দুঃসময়

৯০। অতিরিক্ত রক্তক্ষরণের পর যে shock হয় সেটি হলাে—
(ক) Neurogenic shock
(খ) Hypovolumic shock✅
(গ) Cardiogenic shock
(ঘ) কোনােটিই নয়

৯১। কোনটি তুর্কি শব্দ নয়?
(ক) চাকর
(খ) চাকু
(গ) হরতন✅
(ঘ) দারােগা

৯২। টপ + টপ > টপাটপ- এখানে কোনটি ঘটেছে?
(ক) অন্ত্যস্বরাগম
(খ) অপিনিহিতি
(গ) স্বরসঙ্গতি
(ঘ) অসমীকরণ✅

৯৩। প্রতি বছর আমাদের কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে?
(ক) ১ ট্রিলিয়ন ঘনফুট✅
(খ) ৪ ট্রিলিয়ন ঘনফুট
(গ) ১০ ট্রিলিয়ন ঘনফুট
(ঘ) ৮ ট্রিলিয়ন ঘনফুট

৯৪। Mr. Smith is renowned man. Here the underlined word is a/an—--
(ক) verb
(খ) adjective✅
(গ) adverb
(ঘ) noun

৯৫। গর্ভবতী মহিলাদের Hemoglobin-এর কোন মাত্রাকে Anemia বলা হয়?
(ক) <11 gm/d1✅
(খ) 11.5 gm/d1
(গ)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত...
23/03/2025

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা, আসন বিন্যাস ও পরীক্ষার তারিখ।

পরীক্ষা : ২০-০৪-২৫ ( রবিবার)
সময়: দুপুর ১২:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত(বিশেষ দ্রষ্টব্য :যাহারা পরে লাইসেন্স পেয়েছেন তাহাদের কে বাদ দিয়ে দিয়েছে)

12/03/2025

I/V site infection =1)Phlebitis 2)Lymphangitis 3)Air-embolisom4)Cellulitis5)Haematoma6)I/V infiltration

10/03/2025

Maslow's Hierarchy of human needs are 5.. 1)Physiological needs 2)Safety and security needs 3)Love and Belongings needs 4)Self -esteem 5)Self actualization

10/03/2025

Nursing Process =1.Assessment 1.Diagnosis 3.Planning 4.Implementation 5.Evaluation

10/03/2025

Goals of Nursing =1.Promote Health 2.Maintenance of Health3.Restoration of health4.prevention of illnesses 5.Facilitate of coping 6.Care of dying7.Alleviate suffering

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BPSC =Senior Staff Nurse Exam preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram