16/09/2025
বিপিএসসি ৪র্থ ব্যাচ নব-নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স, ৩৪৭৫ জনের সরকারি চাকরি তে যোগদান সময় প্রয়োজনীয় কাগজপত্র।
১.সিনিয়র স্টাফ নার্স পদে যোগদান আবেদন কপি।
২.BPSC এপ্লিকেশন কপি।
৩.BPSC এডমিট কার্ড কপি।
৪.SSC সার্টিফিকেট
৫.HSC সার্টিফিকেট
৬.নার্সিং সকল সার্টিফিকেট (DIPLOMA,BSC,MPH,MSC ইত্যাদি যে সকল সার্টিফেকেট আছে)।
৭.রেজিস্ট্রেশন কপি।
৮.নাগরিকত্ব সনদপত্র।
৯.NID/SMART কার্ড কপি।
১০.জীবন বৃত্তান্ত এবং ফার্সপোর্ট সাইজের ছবি।
১১.স্বাস্থ্য সনদ (যদি থাকে, বাধ্যতামূলক না)
১২. PMIS ফর্ম (DGNM)
১৩. স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিবরণী ( সম্পদ থাকলে হিসাব দিবেন, এতে ভবিষ্যৎ নিজের জন্য ভালো)
১৪. পদায়ন কৃত পজ্ঞাপন (প্রথম পেইজ, আপনার পদায়ন কৃত কর্মস্থল পেইজ এবং লাস্ট পেইজ)।
১৫.জেলা বৃত্তিক পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার জেলা বৃত্তিক পজ্ঞাপন পেইজ এবং লাস্ট পেইজ)।
১৬. সুপারিশ প্রাপ্ত পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার সুপারিশকৃত পজ্ঞাপন পেইজ এবং লাস্ট পেইজ)।
১৭. লিখিত পরীক্ষা পজ্ঞাপন প্রথম পেইজ, আপনার লিখিত পরীক্ষা রেজাল্ট পেইজ এবং লাস্ট পেইজ)।
১৮. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে যৌতুক নিবো না এবং দিবো না এই মর্মে।
১৯. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে আপনি ৩ বছরের মধ্যে শিক্ষানবিশ চলা কালীন সময়ে আপনি চাকরি ছাড়লে সরকারি বিধিমালা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে এই মর্মে।
২০. ১০-১৫ কপি ছবি স্বত্তায়িত করে নিবেন।
সকল পজ্ঞাপন, PMIS ফর্ম, সম্পদের হিসাব বিবরণী, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, স্টাম্প, আবেদন কপি, জীবন বৃত্তান্ত বাদে বাকি সব কাগজপত্র স্বত্তায়িত করে নিবেন।
সবাই সকল কাগজ পত্র ৫ সেট করে নিবেন, ৪ কপি যোগদান কৃত কর্মস্থলে জমা দিবেন যোগদানের সময় এবং বাকি এক কপি নিজের কাছে রেখে দিবেন।
PMIS ফর্ম, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, সম্পদ বিবরণী ফর্ম, আবেদন কপি, স্টাম্প সব গুলো এক সেট করে বাকি সেট গুলো জন্য ফটোকপি করে নিবেন।
রবিউল হোসেন
সিনিয়র স্টাফ নার্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরুড়া কুমিল্লা।