
28/10/2024
‘ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ’তে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে? (হা-মীম সিজদাঃ ৩৩)। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। (আলে ইমরান : ১১০) মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি- ১২)
আলহামদুলিল্লাহ্ ! আল্লাহ্ তায়ালা আমাদেরকে বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামি মিশন নিয়ে মানুষের পরকাল ও ইহকালের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় রাজশাহী শহরের সুপরিচিত খতিব। মা শা আল্লাহ্। বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন মানবকল্যাণে তার পথ চলা শুরু করেছে। আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাদের মনোবল ও শক্তিকে বৃদ্ধি করবে ইনশা আল্লাহ্।
আল্লাহ্ তায়ালা তার দীন-কে বিজয় করবেন-ই। যে এই বিজয়ে তাকে কবুল করাতে পারবে, সে-ই সফলকাম হবে। জানি না কার কোন ছিটেফোটা আমল কখন নাজাতের উছিলা হয়, উম্মতের কল্যাণে একটু ফিকির, একটু আমল, একটু চেষ্টার নিয়তে RUET সংলগ্ন রাজশাহী-ঢাকা বিশ্বরোডের পাশে প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন-এর অফিস কক্ষ ভাড়া নেয়া হয়েছে। আপনারা সবান্ধবে আমন্ত্রিত। একজন ভাই কিছু ফার্নিচার কিনে দিয়েছেন। একজন ভাই প্রিন্টার কিনেছেন। এভাবেই হাঁটি হাটি পা পা করে এর যাত্রা। এরপরেও অনেক কিছু প্রয়োজন।
১। একজন স্বেচ্ছাসেবক ছাত্র বা দায়ী আলেম/পার্ট টাইম ম্যানেজার প্রয়োজন; যিনি পুরো কার্যক্রমকে তার মুহাব্বত ও এখলাছ দিয়ে ঢেলে সাজাবেন। দাওয়াতের নিয়তে উপস্থাপনা, ডিজাইন, ভিডিও ইডিটিং, ক্যামেরা পরিচালনার কাজ শেখার আগ্রহী হলে আলহামদুলিল্লাহ্ ।
২। কিছু স্বেচ্ছাসেবক ভাই/বোন প্রয়োজন- উপস্থাপনা, ডিজাইন, ভিডিও ইডিটিং, ক্যামেরা পরিচালনার জন্য।
৩। দায়ী ভাই/বোন প্রয়োজন।
৪। ওলামায়ে কেরামের দিক-নির্দেশনা ও
৫। সকল মানুষের দোয়া ও নিয়মিত সহযোগিতা।
আর্থিক বিষয়ে সহযোগিতা করতে পারেন ২টি উপায়ে-
1. bKash Payment: 01772-084789
2. Bank:
A/C Name: PREACH ISLAM ASSOCIATION,
A/C Number: 20508400200047011,
Islami Bank Bangladesh PLC.
Upashahar Sub-Branch, Rajshahi.
যে কেউ নিয়মিত দাতা সদস্য, আজীবন সদস্য বা সাধারণ সদস্য হতে পারেন। আল্লাহ্ তায়ালা আমাদের ইখলাসপূর্ণ চেষ্টা ও মেহনতকে কবুল করুন। আমিন।