সুন্নতি বিবাহ বন্ধন

সুন্নতি বিবাহ বন্ধন "সুন্নতি বিবাহ বন্ধন" নেককার স্বামী ও নেককার স্ত্রীর খোঁজে

‘ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ’তে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে? (হা-মীম সিজদাঃ ৩৩)। তোমরাই শ্রেষ্ঠ...
28/10/2024

‘ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ’তে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে? (হা-মীম সিজদাঃ ৩৩)। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। (আলে ইমরান : ১১০) মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি- ১২)

আলহামদুলিল্লাহ্‌ ! আল্লাহ্‌ তায়ালা আমাদেরকে বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামি মিশন নিয়ে মানুষের পরকাল ও ইহকালের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় রাজশাহী শহরের সুপরিচিত খতিব। মা শা আল্লাহ্‌। বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন মানবকল্যাণে তার পথ চলা শুরু করেছে। আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাদের মনোবল ও শক্তিকে বৃদ্ধি করবে ইনশা আল্লাহ্‌।

আল্লাহ্‌ তায়ালা তার দীন-কে বিজয় করবেন-ই। যে এই বিজয়ে তাকে কবুল করাতে পারবে, সে-ই সফলকাম হবে। জানি না কার কোন ছিটেফোটা আমল কখন নাজাতের উছিলা হয়, উম্মতের কল্যাণে একটু ফিকির, একটু আমল, একটু চেষ্টার নিয়তে RUET সংলগ্ন রাজশাহী-ঢাকা বিশ্বরোডের পাশে প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন-এর অফিস কক্ষ ভাড়া নেয়া হয়েছে। আপনারা সবান্ধবে আমন্ত্রিত। একজন ভাই কিছু ফার্নিচার কিনে দিয়েছেন। একজন ভাই প্রিন্টার কিনেছেন। এভাবেই হাঁটি হাটি পা পা করে এর যাত্রা। এরপরেও অনেক কিছু প্রয়োজন।

১। একজন স্বেচ্ছাসেবক ছাত্র বা দায়ী আলেম/পার্ট টাইম ম্যানেজার প্রয়োজন; যিনি পুরো কার্যক্রমকে তার মুহাব্বত ও এখলাছ দিয়ে ঢেলে সাজাবেন। দাওয়াতের নিয়তে উপস্থাপনা, ডিজাইন, ভিডিও ইডিটিং, ক্যামেরা পরিচালনার কাজ শেখার আগ্রহী হলে আলহামদুলিল্লাহ্‌ ।
২। কিছু স্বেচ্ছাসেবক ভাই/বোন প্রয়োজন- উপস্থাপনা, ডিজাইন, ভিডিও ইডিটিং, ক্যামেরা পরিচালনার জন্য।
৩। দায়ী ভাই/বোন প্রয়োজন।
৪। ওলামায়ে কেরামের দিক-নির্দেশনা ও
৫। সকল মানুষের দোয়া ও নিয়মিত সহযোগিতা।

আর্থিক বিষয়ে সহযোগিতা করতে পারেন ২টি উপায়ে-
1. bKash Payment: 01772-084789
2. Bank:
A/C Name: PREACH ISLAM ASSOCIATION,
A/C Number: 20508400200047011,
Islami Bank Bangladesh PLC.
Upashahar Sub-Branch, Rajshahi.

যে কেউ নিয়মিত দাতা সদস্য, আজীবন সদস্য বা সাধারণ সদস্য হতে পারেন। আল্লাহ্‌ তায়ালা আমাদের ইখলাসপূর্ণ চেষ্টা ও মেহনতকে কবুল করুন। আমিন।

04/07/2024
বলুন, তোমরা আল্লাহ্‌ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যখন আমার রবের কাছ থেকে আমার কাছে সুস্পষ্ট...
25/04/2024

বলুন, তোমরা আল্লাহ্‌ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যখন আমার রবের কাছ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। আর আমি আদেশপ্রাপ্ত হয়েছি সৃষ্টিকুলের রব (পালনকর্তা)- এর কাছে আত্মসমর্পন করতে। (আল-মু'মিনঃ ৬৬)

সুতরাং , যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তার আয়াতসমূহে মিথ্যারোপ করে তার চেয়ে বড় যালিম আর কে? তাদের জন্য যে অংশ লেখা আছে তা তাদের কাছে পৌছবে। অবশেষে যখন আমাদের ফিরিশতাগণ তাদের জান কবজের জন্য তাদের কাছে আসবে, তখন তারা জিজ্ঞেস করবে, আল্লাহ্‌ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়েছে এবং তারা নিজেদের বিপক্ষে সাক্ষ্য দেবে যে, নিশ্চয় তারা কাফের ছিল। (আ'রাফঃ ৩৭)

আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহবান কর তারা তো তোমাদেরই মত বান্দা; সুতরাং তোমরা তাদেরকে ডাক, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। (আ'রাফঃ ১৯৪)

আর আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাক তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তারা তাদের নিজেদেরকেও সাহায্য করতে পারে না। (আ'রাফঃ ১৯৭)

তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের; নূহের সম্প্রদায়ের, আ’দের ও সামূদের এবং তাদের পরবর্তীদের? তাদের বিষয় আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না; তাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলীসহ তাদের রসূলগণ এসেছিল; তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করল এবং বলল, ‘যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, তা আমরা প্রত্যাখ্যান করি এবং যার প্রতি তোমরা আমাদেরকে আহবান করছ, তাতে আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি।’ (ইবরহীমঃ ৯)

আর যারা শির্ক করেছে, তারা যখন তাদের শরীকদেরকে দেখবে তখন বলবে, হে আমাদের রব! এরাই তারা যাদেরকে আমরা আপনার শরীক করেছিলাম, যাদেরকে আমরা আপনার পরিবর্তে ডাকতাম; তখন শরীকরা এ কথা মুশরিকদের দিকে ফিরিয়ে দিয়ে বলবে, নিশ্চয় তোমরা মিথ্যাবাদী। (আন-নাহলঃ ৮৬)

বল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য মনে কর, তাদেরকে আহবান কর; করলে দেখবে তোমাদের দুঃখ-দৈন্য দূর করবার অথবা পরিবর্তন করবার শক্তি তাদের নেই। (বনী ইসরঈলঃ ৫৬)

তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে, তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেছেন; প্রত্যেকেই এক নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করে। তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক। সার্বভৌমত্ব তাঁরই। আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক তারা তো খেজুরের আঁটির উপরে পাতলা আবরণ বরাবর (অতি তুচ্ছ) কিছুরও মালিক নয়। (ফাতিরঃ ১৩)

Address

Mugdapara
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নতি বিবাহ বন্ধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুন্নতি বিবাহ বন্ধন:

Share

দ্রুত বিবাহ করিয়ে দিন

মহান রাব্বুল আলামিন কুরআন কারিমে ইরশাদ করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً অর্থাৎ ‘আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।’ (সূরা রুম : আয়াত ২১) আল্লাহ অন্যত্র ইরশাদ করেন- هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ অর্থাৎ ‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ`। (সূরা বাকারা : আয়াত ১৮৭)

আল্লাহ আরো বলেন- وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ - وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمْ اللَّهُ مِن فَضْلِهِ অর্থাৎ তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিবাহে সামর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। (সূরা নূর : আয়াত ৩২-৩৩) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, `বিয়ে হলো আমার সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাত তরিকা ছেড়ে চলবে সে আমার দলভুক্ত নয়।’ (বুখারি) অন্য হাদিসে এসেছে- `হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য, কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌন অঙ্গের পবিত্রতা রক্ষাকারী।’ (মিশকাত) তিনি আরো ইরশাদ করেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারাই স্ত্রীর অধিকার আদায়ে সামর্থ্য রাখে, তারা যেন অবশ্যই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।’ (বুখারি) ইসলামে বৈরাগ্যবাদে স্থান নেই। তাই মানুষ যতক্ষণ পর্যন্ত বিবাহ না করে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। হাদিসে এসেছে- ‘যখন কোনো বান্দা বিবাহ করলো তখন সে তার ঈমানের অর্ধাংশ পূর্ণ করল। (মিশকাত) ‘ইসলামে বৈরাগ্যতা নেই এবং বৈরাগ্য জীবনযাপন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। (দারেমি) পরিশেষে... বিবাহের গুরুত্ব ও উপকারিতা অনস্বীকার্য। মানুষের বংশ বিস্তারের একমাত্র বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাতের ওপর আমল করা হয়। পূরণ হয় জৈবিক চাহিদা। ঈমানের পরিপূর্ণতা অর্জন হয়। জিনা-ব্যবিচারের মতো বড় বড় গোনাহ থেকে রক্ষা পাওয়া যায়। নৈতিক চরিত্রের উন্নতি ঘটে। বংশ পরম্পরা অব্যাহত থাকে। সুখময় সমাজ ও আদর্শ পরিবার গঠন সম্ভব হয়। মানসিকভাবে দেহ ও মন সুস্থ থাকে। মনে প্রশান্তি আসে। স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গভীর হয়। সর্বোপরি ইহ ও পরকালীন কল্যাণ লাভ হয়। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামি অনুশাসন মেনে বিবাহ করার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের তাওফিক দান করুন। আমিন।