24/09/2025
বিএসপিএমআর কনফারেন্স ২০২৫ হাইলাইটসঃ
ক) এ সম্মেলনের বৈজ্ঞানিক সেশন স্মরণকালের সবচেয়ে বড়। অ্যাবস্ট্রাক্টের সংখ্যা ছিল সর্বাধিক। বিগত সকল কনফারেন্সগুলোর যে অনন্য দিক ও চমৎকারিত্ব ছিল, যেমন প্রি কনফারেন্স ওয়ার্কশপ, পোস্টার, ফ্রি পেপার সেশন, বিদেশী স্পিকার, ফ্রি পেপার সেশন, কালচারাল সেশন প্রায় সেগুলোর সবগুলো এবারের আয়োজনেও সন্নিবেশিত করা হয়েছে। এবারের বাড়তি পাওনা ছিল পোস্ট কনফারেন্স ট্যুর।
খ) এই প্রথম ফিজিক্যাল মেডিসিনের নবীন ফিজিয়াস্ট্রিস্টদের জন্য তিনটি এওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিং চলাকালীন আটিকেল পাবলিশ করার জন্য উৎসাহদানে “রিসার্চ ইন্সপিরেশন এওয়ার্ড”, ইনোভেশনে হবার জন্য উৎসাহদানে “ইয়ং ফিজিয়াট্রিস্ট এওয়ার্ড”, তারুন্য নির্ভর লিডারশীপকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য “ইমার্জিং ফিজিয়াট্রিস্ট এওয়ার্ড” প্রবর্তন করা হয়েছে।
গ) এই প্রথম “লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড” প্রবর্তন ও কার্যকর করার মধ্য দিয়ে সোসাইটি নিজ ঋণ পরিশোধের জন্য সামান্য চেষ্টা করেছে।।
ঘ) এই প্রথম একজন শিক্ষককে “আইকন অফ ফিজিক্যাল মেডিসিন এওয়ার্ড” দিয়ে সোসাইটি নিজেকে সম্মানিত করেছে।
ঙ) এই প্রথমবারের মতো ফিজিক্যাল মেডিসিন সোসাইটি কোর্সে নতুন অর্ন্তভূক্ত তারুণ্যকে অফিসিয়ালি সংবর্ধনা জানিয়েছে।
চ) এই প্রথমবারের মতো ফিজিক্যাল মেডিসিন সোসাইটি পাশকৃত ফিজিয়াস্ট্রিস্টদের ক্রেষ্ট দিয়ে অফিসিয়ালি সংবর্ধনা জানিয়েছে।
ছ) এই প্রথমবারের মতো ফিজিক্যাল মেডিসিন সোসাইটি পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক ট্রাভেলিং স্কলারশীপ চালু করেছে।
জ) এই প্রথমবারের মতো সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব ফিজিক্যাল মেডিসিনকে গুরুত্ব দিয়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল ও জাতীয় ডিজএবিলিটি এসেমেন্ট গাইডলাইন তৈরিতে সক্রিয়ভাবে সহযোগিতা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চ) এই প্রথমবারের মতো ফিজিক্যাল মেডিসিন সোসাইটির নিজস্ব স্থায়ী কার্যালয় চালুর জন্য ধারনাপত্র উপস্থাপন করেছে।
ছ) এবারই প্রথম এবং সাফল্যের সঙ্গে গ্র্যান্ড রাউন্ড ও কুইজ কম্পিটিশন প্রবর্তন করা হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠাণ করার জন্য উদ্যোক্তা পিএমআর গঠণে উৎসাহ দেয়া হয়েছে।
ঝ) নতুন কমিটির এক বছরের মধ্যে বৃহৎ এ কর্মযজ্ঞ সম্পাদনের সাহস ও আয়োজন ছিল একটি চ্যালেঞ্জ। পুরো ইসি বিশেষ করে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, কনফারেন্স চেয়ার ও কনফারেন্স সেক্রেটারি, সায়েন্টিফিক চেয়ারও বিভাগ, অফিস বিভাগ, অর্থ বিভাগের মাঝে চমৎকার সম্পর্ক দুরুহ কাজটিকে সহজ করেছে।
ঞ) এবারের বৈজ্ঞানিক সেশনগুলোতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণের পরিমাণ ও গুণগত মান ছিল চোখে পড়ার মত। আশাকরি এ সম্মেলন ভবিষ্যতে যারা সম্মেলন সংগঠিত করবেন তাঁদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ডা. মুহিব্বুর রহমান রাফে
ট্রেজারার
বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন