Dr. Sumi’s Hair & Skin Care Centre

Dr. Sumi’s Hair & Skin Care Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sumi’s Hair & Skin Care Centre, Dermatologist, 1-B, Avenue: 1-13, Main Road, Kalwalapara,( 4th Floor), Mirpur-1, Dhaka.
(2)

Dr. Ummay Habiba Sumi
MBBS, DDV(DMC)
Fellowship in aesthetics Laser Surgery (Thailand)
Fellowship in Hair transplants surgery (Singapore)
CEO & Chief Aesthetic Consultant Dermatologist
Dr. Sumi's Hair and Skin Care Centre
01799123129
01819221861

Alhamdulillah! I am delighted to share that I have successfully completed a specialized course on Skin and Hair at Yeanh...
27/11/2025

Alhamdulillah!
I am delighted to share that I have successfully completed a specialized course on Skin and Hair at Yeanhee Hospital, Bangkok, and have been awarded the certificate.
This learning opportunity has enriched my knowledge and will significantly support my professional growth and advancement in the field of medical science.
I am grateful for the guidance and expertise provided throughout the training. Looking forward to applying these skills to improve patient care.

নোটিশসম্মানিত রোগীবৃন্দ, চুল ও ত্বক বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমি ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ব্যাংককে...
20/11/2025

নোটিশ
সম্মানিত রোগীবৃন্দ,

চুল ও ত্বক বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমি ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ব্যাংককের Yanhee Hospital-এ অবস্থান করব।
এই সময়ে আমার চেম্বার বন্ধ থাকবে। ২৬ নবেম্বর, বুধবার থেকে চেম্বারে থাকবো।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

— ডা. উম্মে হাবিবা সুমি
যোগাযোগ :
01799123129
01768437537
01819221861

আঁচিল কী?আঁচিল হল ত্বকের ওপর ছোট, খসখসে, অথবা মসৃণ উঁচু অংশ, যা সাধারণত Human Papilloma Virus (HPV)-এর সংক্রমণে হয়ে থাকে...
19/11/2025

আঁচিল কী?
আঁচিল হল ত্বকের ওপর ছোট, খসখসে, অথবা মসৃণ উঁচু অংশ, যা সাধারণত Human Papilloma Virus (HPV)-এর সংক্রমণে হয়ে থাকে। মুখসহ শরীরের যেকোনো অংশেই হতে পারে।

কেন হয়?

ভাইরাস সংক্রমণ (HPV)

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা

বারবার ঘষা বা ইনজুরি হওয়া

সংক্রমিত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার (রেজার, তোয়ালে ইত্যাদি)

মুখে আঁচিলের ধরন

1. Common wart – শক্ত ও দানাদার ধরনের।

2. Flat wart – খুব ছোট ও সমতল, সাধারণত একাধিক একসাথে থাকে।

3. Filiform wart – সরু ও লম্বা, চোখ, নাক, ঠোঁটের পাশে বেশি হয়।

উপসর্গ

ধীরে ধীরে আকার বড় হওয়া

রঙ সাদা, বাদামী বা ত্বকের রঙের মতো

সাধারণত ব্যথাহীন, তবে ইনফেকশন হলে ব্যথা হতে পারে

চিকিৎসা

✔️ ক্রায়োথেরাপি (Freeze করা - Liquid nitrogen)
✔️ Electrocautery (জ্বালিয়ে ফেলা)
✔️ Laser
✔️ Surgical excision
✔️ Topical medicine যেমন সালিসাইলিক অ্যাসিড, ইমিকুইমোড ইত্যাদি

> মুখের আঁচিল ঘরে কাটাছেঁড়া করা বিপদজনক—ইনফেকশন বা দাগ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

সতর্কতা

আঁচিল খোঁচাখুঁচি করবেন না

অন্যের রেজার বা ফেস টাওয়েল ব্যবহার করবেন না

ত্বক পরিষ্কার রাখুন

ইমিউনিটি ভালো রাখুন

কবে ডাক্তার দেখাবেন

দ্রুত বড় হলে

রক্ত, পুঁজ বা ব্যথা হলে

খুব বেশি ছড়িয়ে পড়লে

সৌন্দর্যগত সমস্যা হলে

সংক্ষেপে

মুখের আঁচিল একটি ভাইরাসজনিত অসুখ এবং চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায়। সময়মতো সঠিক উপায়ে চিকিৎসা নিলে দাগ বা চিহ্ন থাকে না।

ডা: উম্মে হাবিবা সুমি
01799123129
01768437537

লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস (Lichen Simplex Chronicus)লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী (chronic) চু...
19/11/2025

লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস (Lichen Simplex Chronicus)

লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী (chronic) চুলকানিজনিত রোগ। এতে ত্বকের কোন একটি নির্দিষ্ট অংশ বারবার চুলকানো বা ঘষার কারণে ত্বক মোটা, রুক্ষ ও কালচে হয়ে যায়। একে সাধারণভাবে Neurodermatitis বলা হয়।

কারণ

দীর্ঘদিনের চুলকানো বা ঘষা করার অভ্যাস

একজিমা, অ্যালার্জি, স্ট্রেস, উদ্বেগ

শুষ্ক ত্বক

পোকামাকড়ের কামড়

লক্ষণ

খুব বেশি চুলকানি (বিশেষ করে রাতে)

ত্বক মোটা এবং শক্ত হয়ে যায়

রুক্ষ, খসখসে এবং কালো হয়ে যেতে পারে

সাধারণত ঘাড়ের পেছনে, হাত-পা, গোড়ালি, যৌনাঙ্গের আশেপাশে এবং হাতে বেশি দেখা যায়

চিকিৎসা

চুলকানি বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ

স্টেরয়েড ক্রিম/অয়েন্টমেন্ট (যেমন clobetasol, mometasone ইত্যাদি)

অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট চুলকানি কমাতে

Moisturizer ব্যবহার করে ত্বক নরম রাখা

সাবান ও রাসায়নিকযুক্ত প্রসাধনী কম ব্যবহার করা

মানসিক চাপ কমানো

সতর্কতা

চুলকানো বা ঘষা বন্ধ না করলে রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং দাগ থেকে যায়।

ডা: উম্মে হাবিবা সুমি
01799123129
01768437537

ইম্পেটাইগো (Impetigo)ইম্পেটাইগো হলো শিশুদের মধ্যে খুব সাধারণ একধরনের ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা সাধারণত স্ট্যাফাইল...
16/11/2025

ইম্পেটাইগো (Impetigo)
ইম্পেটাইগো হলো শিশুদের মধ্যে খুব সাধারণ একধরনের ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা সাধারণত স্ট্যাফাইলোকক্কাস বা স্ট্রেপটোকক্কাস জীবাণু দ্বারা হয়। মুখ, নাকের আশেপাশে, হাত-পা বা শরীরের যেকোনো স্থানে ছোট ফোস্কা বা পুঁজভরা ঘা দেখা দিতে পারে। ঘা শুকিয়ে হলদে বা বাদামি ক্রাস্ট তৈরি করে—যা ইম্পেটাইগোর বিশেষ লক্ষণ।

লক্ষণ

ছোট ফোস্কা বা পুঁজভরা দানা

ফেটে গেলে ভেজা ঘা ও হলদে ক্রাস্ট

চুলকানি বা ব্যথা

দ্রুত ছড়ানোর প্রবণতা

কারণ

ব্যাকটেরিয়া সংক্রমণ

অন্য ঘা/চুলকানোর স্থান থেকে সংক্রমণ ছড়ানো

গরম ও আর্দ্র আবহাওয়া

দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা

চিকিৎসা

অ্যান্টিবায়োটিক ক্রিম / অয়েন্টমেন্ট

প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ

আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখা

নখ ছোট রাখা ও ঘা খোঁচা না করা

প্রতিরোধ

হাত ধোয়ার অভ্যাস

ব্যক্তিগত জিনিস (তোয়ালে, ওয়াশক্লথ) ভাগাভাগি না করা

ঘা ঢেকে রাখা

সঠিক চিকিৎসায় ইম্পেটাইগো সাধারণত কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যায় এবং দাগও থাকে না।

ডা: উম্মে হাবিবা সুমি
সিনিয়র কনসালটেন্ট
বাংলাদেশ ইনিস্টিউট অব ডার্মাটোলজি এসটিডি & এইডস (বিডসা )
যোগাযোগ : 01799123129, 01768437537, 01819221861

ফর্সা বা কালো ত্বকের কারণ কী?মানুষের ত্বকের রঙ নির্ধারণ করে মেলানিন নামক এক ধরনের রঞ্জক (pigment)।মেলানিন বেশি থাকলে ত্ব...
15/11/2025

ফর্সা বা কালো ত্বকের কারণ কী?

মানুষের ত্বকের রঙ নির্ধারণ করে মেলানিন নামক এক ধরনের রঞ্জক (pigment)।

মেলানিন বেশি থাকলে ত্বক অপেক্ষাকৃত গাঢ় / কালো হয়

মেলানিন কম থাকলে ত্বক উজ্জ্বল / ফর্সা হয়

প্রশ্ন:

👉 যদি জন্মগতভাবে কারো শরীরে একেবারেই মেলানিন না থাকে, তখন কী ঘটে?

উত্তর:

শরীরে মেলানিন না থাকলে সেই শিশু সম্পূর্ণ দুধে ফর্সা হয়ে জন্মায়।
এটি কোনো সৌন্দর্য নয়—এটি একটি জেনেটিক রোগ, যার নাম এ্যালবিনিজম (Albinism)।

➡️ এ্যালবিনিজম রোগীর

ত্বক খুব সংবেদনশীল

চোখে আলো সহ্যক্ষমতা কম

দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে

সূর্যালোকে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি

---

গল্পটি যশোর জেলার বাউলিয়া গ্রামের শিশু আফিয়াকে নিয়ে

দুর্ভাগ্যজনকভাবে জন্মগত এ্যালবিনিজম রোগ নিয়ে জন্মানো শিশু আফিয়া, যার জন্মের পর—

1. তার বাবা সন্তানকে অস্বীকার করেছে

2. এমনকি স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে

এটি শুধু একটি পরিবার বা শিশুর ট্র্যাজেডি নয়—এটি সমাজের অজ্ঞতা ও অমানবিকতার নির্মম উদাহরণ।

আন্তরিক দাবি

এই অমানবিক আচরণের জন্য দোষী ব্যক্তির দ্রুত বিচারিক শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানাই।

" নিশ্চই আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী "
03/11/2025

" নিশ্চই আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী "

অসুস্থ হলে বুঝা যায় ~সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত।  আল্লাহ্ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন।
29/10/2025

অসুস্থ হলে বুঝা যায় ~
সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত।
আল্লাহ্ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন।

Hand, Foot and Mouth Disease (HFMD):সাম্প্রতিক সময়ে এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এটি মূলত একটি ভাইরাসজনিত সং...
27/10/2025

Hand, Foot and Mouth Disease (HFMD):
সাম্প্রতিক সময়ে এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এটি মূলত একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ, যা সাধারণত ৫ /৬ বছরের কম বয়সী শিশুদের বেশি আক্রান্ত করে।

👶 রোগের লক্ষণসমূহ:

হাত, পা ও মুখে ছোট ছোট ফোস্কা বা ঘা

হালকা জ্বর

খাওয়ায় অনীহা

গলা ব্যথা ও বিরক্তি

⚠️ সতর্কতা :
✅ শিশুকে স্কুল বা ডে-কেয়ার থেকে কয়েকদিন বিশ্রামে রাখুন।
✅ আক্রান্ত শিশুর জিনিসপত্র (তোয়ালে, গ্লাস, খেলনা) অন্যের থেকে আলাদা রাখুন।
✅ হালকা খাবার ও পর্যাপ্ত পানি দিন।
✅ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না।

💬 মনে রাখবেন:
কোন কিছুতেই অবহেলা করা যাবে না, মুখের ঘা বা জ্বর বেড়ে গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন।

খুব সহজেই অবান্চিত মোল বা তিল রিমুভ করা যায়। ডা: উম্মে হাবিবা সুমি। যোগাযোগ :0179912312901768437537    #তিল
22/10/2025

খুব সহজেই অবান্চিত মোল বা তিল রিমুভ করা যায়।
ডা: উম্মে হাবিবা সুমি।
যোগাযোগ :
01799123129
01768437537
#তিল

দাড়ি ট্রান্সপ্লান্ট :এক্সিডেন্ট এ কেটে যাওয়া জায়গায় ট্রান্সপ্লান্ট। ডা: উম্মে হাবিবা সুমি। যোগাযোগ :01819221861
22/10/2025

দাড়ি ট্রান্সপ্লান্ট :
এক্সিডেন্ট এ কেটে যাওয়া জায়গায় ট্রান্সপ্লান্ট।
ডা: উম্মে হাবিবা সুমি।
যোগাযোগ :
01819221861

আজ যেন মন টা শুধুই তোর কথা ভাবছে। খুব মিস করছি তোকে। 💞📚🩺👩‍⚕️
21/10/2025

আজ যেন মন টা শুধুই তোর কথা ভাবছে।
খুব মিস করছি তোকে। 💞📚🩺👩‍⚕️

Address

1-B, Avenue: 1-13, Main Road, Kalwalapara,( 4th Floor), Mirpur-1
Dhaka
1216

Opening Hours

Monday 12:00 - 19:00
Tuesday 12:00 - 19:00
Wednesday 12:00 - 19:00
Thursday 12:00 - 19:00
Saturday 12:00 - 19:00
Sunday 12:00 - 19:00

Telephone

8801819221861

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumi’s Hair & Skin Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sumi’s Hair & Skin Care Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category