আপন ডাক্তার

আপন ডাক্তার আপনার সুস্থতা, আমাদের চেষ্টা=আপন ডাক্?

29/05/2022
 #আপনি_জন্ডিসে_আক্রান্ত কি না?জন্ডিসের ৩ লক্ষণঃ>> লিভারে কোনো সমস্যা দেখা দিলে ওজন কমতে শুরু করে। আর জন্ডিসও সরাসরি লিভা...
30/03/2022

#আপনি_জন্ডিসে_আক্রান্ত কি না?

জন্ডিসের ৩ লক্ষণঃ
>> লিভারে কোনো সমস্যা দেখা দিলে ওজন কমতে শুরু করে। আর জন্ডিসও সরাসরি লিভারে আঘাত হানে। হজম প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা পালন করে যকৃৎ বা লিভার।

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি ক্ষতিগ্রস্ত হলে খিদে কমে যায়। খাওয়া-দাওয়ায় অনীহা জন্ম নেয় ও ধীরে ধীরে ওজন কমতে থাকে।

>> জন্ডসের অন্যতম লক্ষণ হলো ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া। লিভারে হলুদ রঙের পিত্ত জমে থাকার ফলে ত্বক ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। এর ফলে পিত্ত পিত্তনালিতেও প্রদাহের সৃষ্টি হয়। ফলে পেটে প্রায়ই জ্বালাপোড়া ভাব হয়।

>> জন্ডিস হলে মাঝে মধ্যেই পেটে ব্যথা হয়। বিশেষ করে পাঁজরের নীচের ডান দিকে সব সময়ই ব্যথা হয়। এর সঙ্গে বমি ভাবও থাকে।

এমন লক্ষণ দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দেরি হলে সমস্যা আরও বাড়তে পারে।

 #ভাতের_মাড়_কেন_খাবেন??মাড় ফেলে দেওয়া ভাতের তুলনায় মাড়সুদ্ধ বা বসা ভাতে ক্যালরির পরিমাণ অবশ্যই বেশি থাকে। এতে শর্করা, থা...
15/02/2022

#ভাতের_মাড়_কেন_খাবেন??

মাড় ফেলে দেওয়া ভাতের তুলনায় মাড়সুদ্ধ বা বসা ভাতে ক্যালরির পরিমাণ অবশ্যই বেশি থাকে। এতে শর্করা, থায়ামিন ইত্যাদি বেশি পরিমাণে রয়ে যায়। সে কারণে গ্রামাঞ্চলে অপুষ্টি ঠেকাতে আগে বসা ভাত খাওয়ার প্রচলন ছিল। কিন্তু স্থূলতা বা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির এ ধরনের ভাত না খাওয়াই ভালো

কিডনি যখন তার কার্যকর ক্ষমতা ক্রমান্বয়ে হারাতে থাকে তখনই শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি কিডনির রোগ বেশি বেড়ে যায়। ত...
12/02/2022

কিডনি যখন তার কার্যকর ক্ষমতা ক্রমান্বয়ে হারাতে থাকে তখনই শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি কিডনির রোগ বেশি বেড়ে যায়। তখনই রক্তে দূষিত পদার্থ বাড়তে থাকে এবং অসুস্থতা বোধ করতে থাকে। সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া, হাড়ের দুর্বলতা, পুষ্টিহীনতা, মেটাবলিক ডিস্ফাংশন সহ সড়বায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে। এই সমস্যার কারণেই কিডনির টিউমার থেকে ক্যান্সার সহ ক্রনিক কিডনি রোগ হতে পারে।

10/02/2022

জীবন সংশ্লিষ্ট চিকিৎসা সেবা নিশ্চিতে সচেতন হোন। স্বাস্থবিষয়ক টিপস পেতে পেজে যুক্ত থাকুন।

আল্লাহু আকবার! আল্লাহু আকবার!! আল্লাহু আকবার!!!
09/02/2022

আল্লাহু আকবার! আল্লাহু আকবার!! আল্লাহু আকবার!!!

 #নাকের_অ্যালার্জির_উপসর্গ:নাকের অ্যালার্জি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এটি একটি জটিল রোগ ...
08/02/2022

#নাকের_অ্যালার্জির_উপসর্গ:

নাকের অ্যালার্জি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এটি একটি জটিল রোগ যা কিনা মানুষের জীবনকে কষ্টদায়ক করে তোলে। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে করোনাকালীন বা এই সময় অ্যালার্জি রোগীদের আরও সতর্ক হতে হবে। এছাড়া আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। এখন অ্যালার্জির কারণে হাঁচির উপদ্রব হবে এবং এক সময় তা শ্বাসকষ্টেও রূপ নিতে পারে। নাকের অ্যালার্জিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যালার্জিক রাইনাটিস বলা হয়। যার অর্থ হচ্ছে অ্যালার্জিজনিত নাকে প্রদাহ। সাধারণত অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলো মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শ্বাসনালিতে প্রবেশ করলে অ্যালার্জির উদ্ভব হয়। অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে অ্যালার্জন বলে।

অ্যালার্জিক রাইনাইটিসের কারণ : নানা ধরেনের অ্যালার্জন যা সচরাচর বা ঋতু পরিবর্তনের কারণে বাইরে দেখা যায়। ঘরে বা অফিসে জমে থাকা পুরনো ধুলাবালি, পরাগ রেণু, পোষা প্রাণীর পশম বা চুল। নানা ধরনের ছত্রাক, ভাইরাস বা ব্যাকটিরিয়া ইত্যাদির কারণেও নাকে অ্যালার্জি হয়। বংশগত কারণে অনেক সময় এ রোগ হয়ে থাকে। কারও বাবা-মা বা ভাইবোনের এ রোগ থাকলে তার দেহেও এ রোগ সংক্রমিত হতে পারে। আবহাওয়া বা বাতাসের আর্দ্রতার তারতম্যের কারণেও এ রোগ হতে পারে। বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় খাদ্য যেমন : চিংড়ি, ইলিশ মাছ, ডিম, পাকা কলা, গরুর মাংস, বেগুন, দুধ, তামাক ইত্যাদি গ্রহণ করলেও অ্যালার্জি হয়। মাইট হচ্ছে অ্যালার্জির সবচেয়ে বড় শত্রু। যা কিনা ঘরের জমে থাকা ধুলা, বিছানা, বালিশ ইত্যাদিতে থাকে।

নাকের অ্যালার্জির উপসর্গ : নাক বন্ধ হওয়া। সাধারণত এক নাক, কখনো কখনো দুই নাকই বন্ধ হয়ে যায়। নাক দিয়ে পানি বা পানিজাতীয় পদার্থ নিঃসৃত হওয়া। মাত্রাতিরিক্ত হাঁচি হওয়া। নাকে চুলকানো বা নাকের ভিতর কিছু আছে এমন মনে হওয়া। শ্বাসকষ্ট হওয়া। নাকের ঘ্রাণশক্তি কমে যাওয়া। মাথাব্যথা ও ঘোরা অনুভব হওয়া। কাশির উপক্রম হওয়া। চোখ চুলকানো বা শরীরে অন্য কোনো স্থানে চুলকানি হওয়া। শরীরে জ্বর জ্বর বা ম্যাজম্যাজ ভাব হওয়া।
চিকিৎসা : এসব রোগীর জন্য প্রথমে করণীয় হচ্ছে যে সব উপাদান অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি করে তা থেকে যতটা সম্ভব দূরে থাকা। চিকিৎসকরা এ ধরনের রোগীদের এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সোডিয়াম ক্রোমোগ্লাইকেট ও স্টেরয়েড ন্যাজাল স্প্রে দিয়ে থাকেন। নাকের বন্ধভাব অল্প সময়ের জন্য নিরাময়ের পদ্ধতি হিসেবে নাকের ড্রপ দেওয়া হয়ে থাকে রোগীদের। তবে হার্টের রোগীদের জন্য জাইলোমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ ব্যবহার উচিত নয়। এন্টিহিস্টামিন শিশুদের এবং গর্ভবতীদের জন্য সেবন ঠিক নয়। অ্যালার্জির অন্যতম চিকিৎসা হচ্ছে ইমিউনোথেরাপি বা ভ্যাকসিন।

লেখক : অধ্যাপক ডা. একেএম মোস্তফা হোসেন
অ্যাজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, মেডিনোভা, মালিবাগ, ঢাকা।

আজকের অর্ডার 🤩🤩🤩
15/03/2020

আজকের অর্ডার 🤩🤩🤩

আপনি কি ড্রাইং বা Art এরজন্য প্রোফেশনাল অার্টিস্ট খুঁজছেন???তাহলে এখনি লাইক দিয়ে আসুনঃ https://www.facebook.com/painting...
13/03/2020

আপনি কি ড্রাইং বা Art এরজন্য প্রোফেশনাল অার্টিস্ট খুঁজছেন???
তাহলে এখনি লাইক দিয়ে আসুনঃ https://www.facebook.com/paintinghousebd/
আথবা যোগাযোগঃ 01966024080 (সাকিব)

12/03/2020

মগ প্রিন্ট করতে চাচ্ছেন ???
তবে আর ভাবনা কিসের 🙂
আমরা দিচ্ছি সেরা কোয়ালিটি স্বল্প মূল্যে !!

রেগ-ডে, বনভোজন, পিকনিক, ঘরোয়া পার্টি, রিইউনিয়ন কিংবা যে কোন উৎসবের জন্য টিশার্ট, মগ প্রিন্টের কথা ভাবছেন?
আপনার ভাবনা গুলোকে সহজ করতে আমরা আছি আপনার পাশে।

আমাদের সার্ভিস সমূহ -----

> প্রিমিয়াম মগ ডিজাইন অ্যান্ড প্রিন্ট।
> জন্মদিন গিফট মগ প্রিন্ট।
> কোম্পানি লোগো দিয়ে মগ প্রিন্ট।
> নিজের ফটো দিয়ে মগ প্রিন্ট।
> বিভিন্ন ইভেন্ট,রেগ ডে, পিকনিক টিশার্ট
ডিজাইন অ্যান্ড প্রিন্ট।

> ডেলিভারি চার্জ প্রযোজ্য

যোগাযোগ -
01781165055

অর্ডার করতে ফোন করুনঃ ০১৭৮১১৬৫০৫৫ ও ০১৭৯২৩৮৭৪৩৮
04/02/2020

অর্ডার করতে ফোন করুনঃ ০১৭৮১১৬৫০৫৫ ও ০১৭৯২৩৮৭৪৩৮

Address

Dhaka, Dhaka Division
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when আপন ডাক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category