Helping Hands of Bangladesh

Helping Hands of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Helping Hands of Bangladesh, Home Health Care Service, Dhaka.

HELPING HANDS OF BANGLADESH
House # 1055, East Monipur, Mirpur – 02, Dhaka – 1216
Helpline: +8801717553315, Email – helpinghandsbd24@gmail.com, nayansarkar65@gmail.com

স্মৃতির পাতায় সংগ্রহ করুন!!
24/10/2024

স্মৃতির পাতায় সংগ্রহ করুন!!

03/10/2024

একটি দেশের প্রধান চাষী হচ্ছে গণতন্ত্রের ধারকগণ, কিন্তু যখন জমি চাষ বিহীন পড়ে থাকে তখন আগাছা হয় !!” ( মনের কষ্ট )

 #আগে শুধু পড়তাম বুঝতাম না , এখন বুঝি বিষয় গুলো কি ছিল!! আপনারা হয়তো বেধাবি তাই আগেই বুঝে ছিলেন!!
26/09/2024

#আগে শুধু পড়তাম বুঝতাম না , এখন বুঝি বিষয় গুলো কি ছিল!! আপনারা হয়তো বেধাবি তাই আগেই বুঝে ছিলেন!!

21/08/2024

বাংলাদেশের দেশের কোন সংস্কার প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে “ মানুষের সংস্কার ”!!

 #জীবন ও জীবিকা!ভারতের রাস্তায় খাবার বিক্রি করেন এক পিএইচডি গবেষক! তা দিয়েই চালাচ্ছেন পড়ার খরচ!সম্প্রতি ভারতের তামিল নাড...
19/08/2024

#জীবন ও জীবিকা!

ভারতের রাস্তায় খাবার বিক্রি করেন এক পিএইচডি গবেষক! তা দিয়েই চালাচ্ছেন পড়ার খরচ!
সম্প্রতি ভারতের তামিল নাডুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় বিদেশি ইউটিউবার ক্রিস লুইস গুগল ম্যাপ দেখে খাবার খেতে যান রাস্তার পাশের এক দোকানে। সেখান থেকে চিকেন ৬৫ অর্ডার দেন তিনি৷ এরপর কথায় কথায় দোকানদার জানান, দোকান চালানোর পাশাপাশি পড়াশোনা করছেন তিনি। তাও আবার সাধারণ কোনো বিষয়ে নয়। তিনি পিএইচডি করছেন বায়োটেকনোলজিতে৷ দারুল রাইয়ান নামের এই দোকানদার ক্রিসকে বলেন তার নাম গুগলে সার্চ করে দেখতে। তাহলেও দেখতে পাবেন তার সব রিসার্চ আর্টিকেল। এই কথা শুনে বিদেশি ইউটিউবার বেশ অবাকই হন৷ উল্লেখ্য দারুল বর্তমানে এসআরএম ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি নামে ভারতের একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। আর দোকানটি তিনি ১৬ বছর বয়সে খুলেছিলেন। যা এখনও পার্ট টাইম হিসেবে চালিয়ে পড়াশোনার খরচ চালাচ্ছেন।
এই ঘটনার পর থেকে ভারতে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই পিএইচডি গবেষকের পড়াশোনার সকল খরচ বহন করতে চাচ্ছেন। আবার অনেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে দোষ দিচ্ছেন। যেই শিক্ষা ব্যবস্থায় পিএইচডি গবেষকেও পেট চালানোর জন্য রাস্তার পাশে খাবার বিক্রি করতে হয় সেটার ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন তারা৷

(সংগৃহীত)

বাইজেন্টাইন কালে তৈরি প্রায় ৫০০-৭০০ বছর আগের এই তেলের বাতি সিরিয়া থেকে পাওয়া l একটি স্যান্ডেল পরা ডান পায়ের আকারে ঝু...
18/07/2024

বাইজেন্টাইন কালে তৈরি প্রায় ৫০০-৭০০ বছর আগের এই তেলের বাতি সিরিয়া থেকে পাওয়া l একটি স্যান্ডেল পরা ডান পায়ের আকারে ঝুলন্ত এই তেলের বাতি কারুশিল্পীর এক অনবদ্য সৃষ্টি l (সংগৃহীত)

আমরা অনেকেই এই কালির সাথে পরিচিত। আমারো সৌভাগ্য হয়েছে এই কালি দিয়ে লিখবার। আমর পিসিমা একটা (ঝড়না ) কলম আমাকে গিফট করেছিল...
18/07/2024

আমরা অনেকেই এই কালির সাথে পরিচিত। আমারো সৌভাগ্য হয়েছে এই কালি দিয়ে লিখবার। আমর পিসিমা একটা (ঝড়না ) কলম আমাকে গিফট করেছিল সেটা আমি ব্যবহার করেছিলাম।

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর স্বাধীনতা সংগ্রামী ননীগোপাল মৈত্র তাঁর ভাই শঙ্করাচার্য মৈত্রের সঙ্গে স্বদেশি কালি তৈরির উদ্যোগ নেন। দুই ভাইয়ের উদ্যোগে বিদেশী কলমের কালি বর্জন করে স্বদেশি কালি তৈরির লক্ষ্যেই ১৯৩৪ সালে যাত্রা শুরু হয় সুলেখা কালির।
বাংলা তো বটেই একটা সময় দেশজুড়ে সুলেখা কালির একচেটিয়া ব্যবসা শুরু হয়ে যায়। সে সময় এই কালির চাহিদা এতটাই বাড়ে যে বাংলার বাইরেও সুলেখা কালির উৎপাদন শুরু হয়। এ কালি দিয়ে সুন্দর লেখা যায়। তাই এর নাম দেওয়া হয় ‘সু’ লেখা। (সংগৃহীত)

অনলাইনে অর্ডার করে ঘরে বসে খাবার ডেলিভারি পাবার বিষয়টি আজ আর নতুন কিছু নয়। তবে আজ থেকে ছ-সাত দশক আগে ইন্টারনেট শব্দটাই ক...
18/07/2024

অনলাইনে অর্ডার করে ঘরে বসে খাবার ডেলিভারি পাবার বিষয়টি আজ আর নতুন কিছু নয়। তবে আজ থেকে ছ-সাত দশক আগে ইন্টারনেট শব্দটাই কানে শোনেনি কেউ। তবে বাড়িতে খাবার ডেলিভারি কিন্তু তখনও হতো।
১৯৬০ এর দশকে ইরানের একাধিক শহরে এভাবেই খাবার পৌঁছে যেত ঘরে ঘরে। সেই সময়কার ফুড ডেলিভারির এক বিরল চিত্র... (সংগৃহীত)

18/07/2024
”এতগুলো অসুস্থতা নিয়ে ও আমার বেঁচে আছি”             আসলেই আমরা কেউ সুস্থ্য না!!
18/07/2024

”এতগুলো অসুস্থতা নিয়ে ও আমার বেঁচে আছি”
আসলেই আমরা কেউ সুস্থ্য না!!

কথা কিন্তু বাস্তব , কিন্তু বলবার কোন উপায় নাই।চারিদিকে শুধু GPA 5 এর ছড়াছড়ি!চীনের ইন্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দ...
18/07/2024

কথা কিন্তু বাস্তব , কিন্তু বলবার কোন উপায় নাই।

চারিদিকে শুধু GPA 5 এর ছড়াছড়ি!
চীনের ইন্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো, জাপানের ইন্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো। রাশিয়ার ইন্জিনিয়ারেরা রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানালো। কোরিয়ান ইন্জিনিয়ারেরা পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলণ করলো। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটে পড়াশোনা শেষ করা ইন্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে! পদ্মা সেতুর দৈর্ঘ্য কতো? মোট পিলারের সংখ্যা কতো? রূপপুর পাওয়ার হাউজের চুল্লির উচ্চতা কতো? মেট্রো রেলের আয়তন কতো? ঘন্টায় কতো কি:মি: বেগে চলে? আর; বসে বসে পার্সেন্টেজ খাবে,, ,, এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা।
আর তাই এই সব ভূয়া শিক্ষাব্যবস্থায় না থেকে উদ্যোক্তা হন, নিজেকেই নিজের বস হিসেবে গড়ে তুলেন,তখন দেখবেন সব জায়গাতেই আপনার মূল্যায়ন আছে।
সংগৃহীত:

18/07/2024

”তোমাকে মানুষ যে ভাবে দেখতে পায় আসলে তুমি কি তাই, না কি অন্য কিছু” নিজেকে প্রশ্ন করো?

Address

Dhaka
1216

Telephone

+8801717553315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Helping Hands of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Helping Hands of Bangladesh:

Share