16/01/2026
Ka*****ra Vanilla Flavoured Dotted Condom. 🧁🍧
যারা একটু রোমান্টিক ফিল আর হালকা সুইট স্মেল পছন্দ করেন, তাদের জন্য দারুণ একটা অপশন। ভ্যানিলা ফ্লেভারের কারণে ব্যবহারটা ন্যাচারাল লাগে, কোনো তীব্র গন্ধ বা অস্বস্তি আসে না। যারা ফ্লেভার কনডম প্রথমবার ট্রাই করবেন, তাদের জন্যও এটা ইজি ও কমফোর্টেবল চয়েস।
কনডমগুলো ডটেড হওয়ায় ফিলিংটা আরও ভালো আসে, আর কোয়ালিটিও স্ট্যান্ডার্ড। খুব বেশি মোটা না, আবার ঢিলাও না ফিট ঠিক থাকে। কাপলদের মধ্যে এটা বেশ জনপ্রিয়, বিশেষ করে যারা নিয়মিত একই টাইপ কনডমে বোর হয়ে গেছেন।