
10/10/2023
গ্লুকোমিটার ব্যবহারে কিছু সতকর্তা অবলম্বন করা উচিত।
অনেক সময় আমরা ছোট খাটো ভুল করে থাকি যে কারণে ভুল রিডিং আসে..
আসুন জেনে নেই গ্লুকোমিটার ব্যবহারের সঠিক পদ্ধতিঃ
1.গ্লুকোমিটারের সাহায্যে রক্তে সুগারের মাত্রা পরিমাপের জন্য ডেটল জাতীয় জীবাণুনাশক দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে নাহ হলে ফলাফল ভুল আসতে পারে।
২. রক্তে শর্করার মাত্রা পরিমাপ করার আগে কমপক্ষে খাওয়ার পর ২ ঘন্টা অপেক্ষা করতে হবে ।
৩.গ্লুকোমিটারের সুঁচ ফুটানোর আগে হাতে হাত ঘোষে সামান্য গরম করে নিন,কারন হাত ঠান্ডা থাকলে আঙ্গুল থেকে রক্ত নাও বের হতে পারে।
৪. সঠিক পরিমাণে জল পান করা উচিত, শরীরে জলের অভাব থাকলে তা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে ।
তাই সঠিক ও নির্ভুলভাবে ডায়াবেটিস পরিমাপের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস ও স্ট্রিপ অর্ডার করতে আজই ইনবক্স করুন m.me/diabeticshopbd
অথবা ভিজিট করুন
Website: www.diabeticshopbd.com