
30/06/2025
বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।
অসহায় মানুষদের সেবা করতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক মানবিক মনমানসিকতা সম্পন্ন জনবল প্রয়োজন। Child & Old Age Care. একটি বৃহত্তর স্বনামধন্য পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার ও সহায়তার জন্য নিম্ন লিখিত শূন্যপদে কিছু সংখ্যক জনবল প্রয়োজন।
🎯 পদ এবং সংখ্যা: রিসিপশনিস্ট - ৩জন [মেয়ে] অফিস।
🎯 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।
■■ কাজের বিবরণী: মোবাইল এবং ফোনে কথা বলা, সোস্যাল মিডিয়া কমিউনিকেশন, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান, অফিসিয়াল নথিপত্র সংগ্রহ/হিসাব/লেখালেখি ইত্যাদি কাজ করতে হবে।
■■ দক্ষতা: বেসিক কম্পিউটার জানাসহ বাংলা টাইপিং-এ দক্ষ হতে হবে, সুন্দর হাতের লেখা, মিষ্টি ভাষী, সুদক্ষ বাংলা ইংরেজি ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে।
🎯 বয়স সর্বোচ্চঃ ২০ থেকে ৩০ বছর।
🎯 বেতনঃ ১৫০০০/- টাকা। [থাকা খাওয়া সম্পূর্ন ফ্রি] একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।
🎯 ডিউটি টাইম: ১২ ঘন্টা। এখানে ২৪ ঘন্টাই থেকে কাজ করতে হবে। [সকাল ৯:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত]
🎯 সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই তবে মাসে একটি শুক্রবার ছুটি। ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।
■■ নোটঃ এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন।
আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ উল্লেখ্য পদ অনুযায়ী প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আগামী /২০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত যেকোনো দিন সকাল ০৯ টা থেকে বিকেল ০৩ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।
■ ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়।
🎯 সরাসরি যোগাযোগ করতে : Milton Home Care Pvt. Ltd.
অফিস: হাউস # ৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ-এর পাশে)
🎯 আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে- 01955545333 || WhatsApp-01955545333