12/09/2025
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন এবং বুঝে নেওয়ার পরেই সরাসরি যোগাযোগ করুন।
অযথা ফোনকল বা মেসেজের মাধ্যমে হয়রানি না করার অনুরোধ রইলো।
Child & Old Age Care একটি সনামধন্য আশ্রয়কেন্দ্র, যেখানে বসবাস করছেন অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও শারীরিক-মানসিকভাবে অসুস্থ প্রতিবন্ধী শিশু। এখানে আশ্রয় পাওয়া প্রত্যেকেই সম্পূর্ণ পরিচয়হীন ও অসহায়।
এই অসহায় শিশু ও বৃদ্ধদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে—
পদ ও দায়িত্বাবলী-
ওয়ার্ডবয় – ০৩ জন (বৃদ্ধদের পরিচর্যা করবেন)
👉 মাসিক বেতন: ১২,০০০/- টাকা
আয়া – ০৫ জন (বৃদ্ধা মা ও প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা করবেন)
👉 মাসিক বেতন: ১২,০০০/- টাকা
সুবিধা-
✅ থাকা-খাওয়ার পূর্ণ ব্যবস্থা।
✅ প্রাথমিক চিকিৎসা সুবিধা।
✅ সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) আশ্রয় কেন্দ্রে অবস্থান বাধ্যতামূলক।
যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই
বয়সসীমা: ২৫ – ৩৫ বছর
বিশেষ দ্রষ্টব্য-
👉 প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বেচ্ছাদান নির্ভর।
👉 আশ্রয়কেন্দ্রের পরিবেশ কঠিন— ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি ও দুর্গন্ধে ভরা।
👉 কাজটি অত্যন্ত কষ্টকর ও মানসিকভাবে চ্যালেঞ্জিং।
👉 তাই শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় কাজ করার আগ্রহ ও মানসিক প্রস্তুতি থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো।
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), জীবনবৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবি সংযুক্ত করে আগামী ৩০/০৯/২০২৫ ইং তারিখের মধ্যে (শুক্রবার বাদে) সকাল ০৯টা থেকে বিকাল ০৫টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
📌 শুধুমাত্র সরাসরি যোগাযোগের মাধ্যমেই আবেদন গ্রহণযোগ্য হবে।
ফোন, মেসেজ বা ইমেইলের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
যোগাযোগের ঠিকানা-
📍 Child & Old Age Care (স্থায়ী আশ্রয় কেন্দ্র)
বাড়ি নং: ৫৭৬/১, গ্রাম: কমলাপুর বাহিরটেক
ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা
📞 মোবাইল: +8801955545777, +8801979555260
☎️ বিস্তারিত জানতে টেলিফোন: 01614889988