Milton Home Care Pvt. Ltd.

Milton Home Care Pvt. Ltd. We provide 24nursing service at home .Do you need long term nursing services at your own house.(onl

The Milton Home Care (MHC) is a Social organization dedicated to home and community-based health care. The agency was established in 2012 by Milton Samaddar, in the Dhaka. Today, MHC is the parent organization of several companies whose staff provides and coordinates the care of patients residing throughout Dhaka City.Milton Home Care (MHC): a certified home health agency that provides skilled nursing care, rehabilitation therapies and other professional services, as well as certified home health aide services. CONTACT For information: +88 0258050680
miltonhomecare@gmail.com

নিয়োগ বিজ্ঞপ্তিChild & Old Age Care. 🎯পদ: কোরআনের হাফেজ (১ জন) 🔹যোগ্যতা ও শর্তাবলি: পূর্ণ ৩০ পাড়া কোরআন হেফজ সম্পন্ন হতে...
31/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
Child & Old Age Care.

🎯পদ: কোরআনের হাফেজ (১ জন)

🔹যোগ্যতা ও শর্তাবলি: পূর্ণ ৩০ পাড়া কোরআন হেফজ সম্পন্ন হতে হবে ।
🎯পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হবে ।
🎯নৈতিক চরিত্রবান ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে ।
🎯ভালোভাবে দোয়া করা ও মুনাজাত পড়ানো জানতে হবে ।
🎯সম্মানী/হাদিয়া: ১০,০০০ টাকা । [থাকা খাওয়া সম্পূর্ন ফ্রি] একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।
🎯অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেশি হতে পারে ।
🎯সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই । ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।
🎯আবেদন ও যোগাযোগ: প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ৩ কপি ছবি ও সিভি সহ ।

🎯শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ । সময়: সকাল ৯টা – বিকাল ৫টা।

🎯সরাসরি যোগাযোগের ঠিকানা: Milton Home Care Pvt. Ltd.
হাউস #৬২/২, প্রধান সড়ক, কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭
(কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের পাশে)
বিস্তারিত জানতে: 01955545333 (WhatsApp)

📢 নিয়োগ বিজ্ঞপ্তিMilton Home Care Pvt. Ltd.Milton Home Care Pvt. Ltd. অসুস্থ ব্যক্তিদের নিজ বাসায় সেবা ও পরিচর্যা প্রদান...
13/08/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
Milton Home Care Pvt. Ltd.

Milton Home Care Pvt. Ltd. অসুস্থ ব্যক্তিদের নিজ বাসায় সেবা ও পরিচর্যা প্রদানকারী একটি সনামধন্য নার্সিং সেবা প্রতিষ্ঠান।

🎯 পদ: কম্পিউটার অপারেটর (৩ জন)

🔹 যোগ্যতা ও শর্তাবলি: বেসিক কম্পিউটার ও MS Office-এ দক্ষতা থাকতে হবে।

🎯 বাংলা টাইপিং: প্রতি মিনিটে ন্যূনতম ২৫ শব্দ (নির্ভুল)
🎯 ইংরেজি টাইপিং: প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ (নির্ভুল)
🎯 সঠিক ও স্পষ্ট লেখার দক্ষতা থাকতে হবে।

📚 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
🎯 দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
💰 সম্মানী: ১৫,০০০ টাকা।
🎯 অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেশি হতে পারে।

📅 আবেদন ও যোগাযোগ: প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ৩ কপি ছবি ও সিভি সহ।

🎯শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫। সময়: সকাল ৯টা – বিকাল ৫টা।

🎯 সরাসরি যোগাযোগের ঠিকানা: Milton Home Care Pvt. Ltd.
হাউস #৬২/২, প্রধান সড়ক, কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭
(কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের পাশে)
📞 বিস্তারিত জানতে: 01955545333

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুর...
30/06/2025

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।

অসহায় মানুষদের সেবা করতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক মানবিক মনমানসিকতা সম্পন্ন জনবল প্রয়োজন। Child & Old Age Care. একটি বৃহত্তর স্বনামধন্য পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার ও সহায়তার জন্য নিম্ন লিখিত শূন্যপদে কিছু সংখ্যক জনবল প্রয়োজন।

🎯 পদ এবং সংখ্যা: রিসিপশনিস্ট - ৩জন [মেয়ে] অফিস।

🎯 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।

■■ কাজের বিবরণী: মোবাইল এবং ফোনে কথা বলা, সোস্যাল মিডিয়া কমিউনিকেশন, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান, অফিসিয়াল নথিপত্র সংগ্রহ/হিসাব/লেখালেখি ইত্যাদি কাজ করতে হবে।

■■ দক্ষতা: বেসিক কম্পিউটার জানাসহ বাংলা টাইপিং-এ দক্ষ হতে হবে, সুন্দর হাতের লেখা, মিষ্টি ভাষী, সুদক্ষ বাংলা ইংরেজি ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে।

🎯 বয়স সর্বোচ্চঃ ২০ থেকে ৩০ বছর।
🎯 বেতনঃ ১৫০০০/- টাকা। [থাকা খাওয়া সম্পূর্ন ফ্রি] একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।
🎯 ডিউটি টাইম: ১২ ঘন্টা। এখানে ২৪ ঘন্টাই থেকে কাজ করতে হবে। [সকাল ৯:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত]
🎯 সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই তবে মাসে একটি শুক্রবার ছুটি। ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।

■■ নোটঃ এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন।

আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ উল্লেখ্য পদ অনুযায়ী প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আগামী /৩০/০৮/২০২৫ইং তারিখের মধ্যে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত যেকোনো দিন সকাল ০৯ টা থেকে বিকেল ০৩ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

■ ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়।

🎯 সরাসরি যোগাযোগ করতে : Milton Home Care Pvt. Ltd.
অফিস: হাউস # ৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ-এর পাশে)

🎯 আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে- 01955545333 || WhatsApp-01955545333

16/06/2025

বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বয়ঃবৃদ্ধ অসুস্থ পিতা-মাতা ও প্রিয়জনদের যথাযথভাবে পরিচর্যা ও সেবা দেওয়া।

বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি আরও কঠিন হয়ে পড়েছে। কর্মব্যস্ততা, প্রবাসে বসবাস, পারিবারিক বিরোধ, আবাসন সংকট ও জনবলের অভাব; এসব নানা জটিলতার কারণে অনেক সময় আমরা প্রিয়জনদের প্রয়োজনীয় সেবা দিতে পারি না।

ফলে আমাদের অসুস্থ বৃদ্ধ প্রিয়জনরা একদিকে যেমন একাকীত্বে ভোগেন, অন্যদিকে শারীরিকভাবে আরও জটিল রোগে আক্রান্ত হন। দীর্ঘসময় বিছানায় শুয়ে থাকার ফলে শরীরে সৃষ্টি হয় ঘা ও অন্যান্য সমস্যা, যা যথাযথ পরিচর্যার অভাবে আরও গুরুতর রূপ নেয়।

এই পরিস্থিতি বিবেচনায় এনে Milton Home Care Pvt. Ltd. নিয়ে এসেছে বিশ্বস্ত ও পেশাদার আবাসিক নার্সিং সেবা।

এখন আপনি নিশ্চিন্তে আপনার অসুস্থ ও বয়স্ক প্রিয়জনকে আমাদের সেবার আওতায় রেখে সার্বক্ষণিক পরিচর্যা, স্নেহ ও পেশাদার চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবেন।

📌 যারা আমাদের সেবা নিতে পারবেন:
✔️ বয়স ন্যূনতম ৫০ বছরের ঊর্ধ্বে (পুরুষ/মহিলা)
✔️ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ও অক্ষম ব্যক্তি
✔️ দীর্ঘদিন চিকিৎসা চললেও আরোগ্য লাভে ব্যর্থ রোগী

🌟 আমাদের সুযোগ-সুবিধাসমূহ:
🕰️ ২৪ ঘণ্টা প্রশিক্ষিত নার্সিং পরিচর্যা
🧼 পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ
💊 ওষুধ প্রয়োগ, ড্রেসিং ও সেবার নিয়মিত ব্যবস্থা
🌿 শব্দহীন, খোলামেলা মনোরম পরিবেশ (অক্সিজেন মাত্রা নিয়ন্ত্রিত)
🤝 একাকিত্ব দূরীকরণে একসাথে ৮–১০ জন থাকার সুবিধা
🥗 সঠিক সময়ে সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ
🩺 অভিজ্ঞ ডাক্তারদের নিয়মিত পরামর্শ
💰 স্বল্প খরচে মানসম্মত, নিরাপদ ও সুরক্ষিত সেবা

🎯 Milton Home Care Pvt. Ltd. – পরিচর্যার প্রতিটি পরতে ভালোবাসা ও দায়িত্ব।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:📱 +88 01633-303333

■■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা। 📱+881955545777

বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বয়ঃবৃদ্ধ অসুস্থ পিতা-মাতা ও প্রিয়জনদের যথাযথভাবে পরিচর্যা...
15/06/2025

বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বয়ঃবৃদ্ধ অসুস্থ পিতা-মাতা ও প্রিয়জনদের যথাযথভাবে পরিচর্যা ও সেবা দেওয়া।

বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি আরও কঠিন হয়ে পড়েছে। কর্মব্যস্ততা, প্রবাসে বসবাস, পারিবারিক বিরোধ, আবাসন সংকট ও জনবলের অভাব; এসব নানা জটিলতার কারণে অনেক সময় আমরা প্রিয়জনদের প্রয়োজনীয় সেবা দিতে পারি না।

ফলে আমাদের অসুস্থ বৃদ্ধ প্রিয়জনরা একদিকে যেমন একাকীত্বে ভোগেন, অন্যদিকে শারীরিকভাবে আরও জটিল রোগে আক্রান্ত হন। দীর্ঘসময় বিছানায় শুয়ে থাকার ফলে শরীরে সৃষ্টি হয় ঘা ও অন্যান্য সমস্যা, যা যথাযথ পরিচর্যার অভাবে আরও গুরুতর রূপ নেয়।
এই পরিস্থিতি বিবেচনায় এনে Milton Home Care Pvt. Ltd. নিয়ে এসেছে বিশ্বস্ত ও পেশাদার আবাসিক নার্সিং সেবা।

এখন আপনি নিশ্চিন্তে আপনার অসুস্থ ও বয়স্ক প্রিয়জনকে আমাদের সেবার আওতায় রেখে সার্বক্ষণিক পরিচর্যা, স্নেহ ও পেশাদার চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবেন।

📌 যারা আমাদের সেবা নিতে পারবেন:
✔️ বয়স ন্যূনতম ৫০ বছরের ঊর্ধ্বে (পুরুষ/মহিলা)
✔️ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ও অক্ষম ব্যক্তি
✔️ দীর্ঘদিন চিকিৎসা চললেও আরোগ্য লাভে ব্যর্থ রোগী

🌟 আমাদের সুযোগ-সুবিধাসমূহ:
🕰️ ২৪ ঘণ্টা প্রশিক্ষিত নার্সিং পরিচর্যা
🧼 পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ
💊 ওষুধ প্রয়োগ, ড্রেসিং ও সেবার নিয়মিত ব্যবস্থা
🌿 শব্দহীন, খোলামেলা মনোরম পরিবেশ (অক্সিজেন মাত্রা নিয়ন্ত্রিত)
🤝 একাকিত্ব দূরীকরণে একসাথে ৮–১০ জন থাকার সুবিধা
🥗 সঠিক সময়ে সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ
🩺 অভিজ্ঞ ডাক্তারদের নিয়মিত পরামর্শ
💰 স্বল্প খরচে মানসম্মত, নিরাপদ ও সুরক্ষিত সেবা

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:📱 +88 01633-303333

🎯 Milton Home Care Pvt. Ltd. – পরিচর্যার প্রতিটি পরতে ভালোবাসা ও দায়িত্ব।

■■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা। 📱+881955545777

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: গৃহ-শিক্ষকচাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার দেশের অন্যতম ‍বৃহত অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী বাচ্চাদে...
15/05/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: গৃহ-শিক্ষক

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার দেশের অন্যতম ‍বৃহত অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী বাচ্চাদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রীত অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে একজন দক্ষ ও শান্ত মেজাজের গৃহ-শিক্ষক প্রয়োজন।

আগ্রহী প্রার্থীর জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই শুধুমাত্র যারা এই প্রতিকুল পরিবেশে থেকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দানে আগ্রহী সে সকল সম্মানীত শিক্ষকদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন।

■■ পদের নাম: গৃহ-শিক্ষক
■■ পদ সংখ্যা: ০১ জন
■■ যোগ্যতা: স্নাতক/স্নাতোত্তর
■■ অভিজ্ঞতা: শিক্ষকতায় পেশায় অভিজ্ঞ হতে হবে।
■■ বেতন: ১২,০০০/- (বারো হাজার টাকা)।
■■ দায়িত্ব: বাচ্চাদের ক্লাশের পড়া সম্পন্ন করা, বাচ্চাদের পড়া-লেখায় মনোযোগী করে গড়ে তোলা ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহী করাসহ বাচ্চাদের শিক্ষামূলক যেকোনো কাজ।
■■ কর্মস্থান: বিরুলিয়া, সাভার, ঢাকা (গ্রাম্য এলাকা)।
■■ সুযোগ-সুবিধা: বছরে ২বার উৎসব বোনাস, থাকা-খাওয়ার ব্যবস্থা।

■■ আগ্রহী পার্থীগণ শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ আগামী ২৫ শে মে ২০২৫ তারিখের মধ্যে শুক্রবার ব্যতীত সকাল ০৯টা থেকে দুপুর ০২ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

■■ সরাসরি যোগাযোগের ঠিকানা:
■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা। +088 01955545777

■■ আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন: +8801633303333 (হোয়াটসঅ্যাপ)

নিয়োগ বিজ্ঞপ্তি : মেডিকেল অফিসার (ডাক্তার)Child & Old Age Care. দেশের অন্যতম ‍বৃহত অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী বাচ্...
15/01/2025

নিয়োগ বিজ্ঞপ্তি : মেডিকেল অফিসার (ডাক্তার)

Child & Old Age Care. দেশের অন্যতম ‍বৃহত অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী বাচ্চাদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত সকল বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনেরা অজ্ঞাত অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ডাক্তারের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন।

■■ পদের নাম: ডাক্তার (পুরুষ/মহিলা)।

■ যোগ্যতা: এমবিবিএস (পাস), এফসিপিএস (পার্ট-১/২)।
■ অভিজ্ঞতা: জেনারেল মেডিসিন।
■ বেতন: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)।
■ ডিউটি টাইম: সকাল: ৯টা – বিকেল: ৫টা (সপ্তাহে ৫দিন)।
■ কর্মস্থান: বিরুলিয়া, সাভার, ঢাকা (গ্রাম্য এলাকা)।
■ সুযোগ-সুবিধা: বছরে ২বার উৎসব বোনাস, যাতায়াত ব্যবস্থা/থাকা-খাওয়ার ব্যবস্থা।

■■ আগ্রহী পার্থীগণ শিক্ষাগত যোগ্যতার সনদ ও বিএম এন্ড ডিসির রেজিস্ট্রেশন সনদসহ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ আগামী ৭ দিনের মধ্যে শুক্রবার ব্যতীত সকাল ০৯টা থেকে দুপুর ০২টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

■■ সরাসরি যোগাযোগের ঠিকানা : Milton Home Care Pvt. Ltd.
অফিস: হাউস #৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ-এর পাশে)

■■ আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন: +8801633303333 (হোয়াটসঅ্যাপ)

Video Editor ================নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। সিনিয়র ভিডিও এডিটর পদে একাধিক লোক...
04/12/2024

Video Editor
================
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। সিনিয়র ভিডিও এডিটর পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।

■■ পদঃ সিনিয়র ভিডিও এডিটর ( বৃদ্ধা*শ্রমের ফেসবুক পেজ এর জন্য)
স্যালারিঃ ২৫,০০০ (আলোচনা ও অভিজ্ঞতা সাপেক্ষে বাড়তে পারে)
বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ ২৪ বছর+, অনার্স কমপ্লিট - অভিজ্ঞতা থাকলে বয়সের ভিত্তিতে বিবেচনা করা হবে।
*(মানুষের অপা*রেশন, সেলাই, কা*টা, র*ক্ত, প*চা, পো*কা দেখার সহ্য ক্ষমতা মানিয়ে নেওয়া আবশ্যক)

■■ Sample video link: https://www.facebook.com/miltonsamadder.info/videos/1071396904056223/

■ অভিজ্ঞতা: ১ বছর ভিডিও এডিট করার অভিজ্ঞতা এবং এডিটিং সম্পর্কে সম্যক ধারণা থাকা। এডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট (বেসিক ধারণা), এডোবি অডিশন (বেসিক ধারণা), অন্যান্য নতুন নতুন আপডেট সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে।
■ বেসিক ধারনাঃ ভিডিও করা, অডিও রেকর্ড, ফটোশপ এর কাজ, বাংলা-ইংরেজি টাইপিং, গুগল শিট, মাইক্রোসফট অফিস ইত্যাদি।

■■ অফিস লোকেশন-কর্মস্থল: সাভার স্থায়ী আশ্রয় কেন্দ্রের ঠিকানা: Child & Old Age Care. বাড়ি নং: ৫৭৬/১, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।

■ সাপ্তাহিক ছুটি: শুক্রবার, অফিসের সময়: সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৬টা।

■ কাজের ধরণ: ভিডিও কন্টেন্ট, ইন্টার্ভিউ, রিপোর্ট, ডকুমেন্টারি (মিনিমাম- ৩মিনিট) সম্পূর্ণ এডিট করতে হবে।
■ সুবিধা সমূহ: একটি বোনাস, অফিসে দুপুরে লাঞ্চ ব্যাবস্থা, প্রয়োজনে অফিসে থাকার ব্যবস্থা।
আগ্রহী প্রার্থীগণকে নিচের মেইলে অবশ্যই,

Facebook- আইডি সহ সিভি এবং পোর্টফোলিও লিংক পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

■ Subject: Senior Video Editor
applymediacell@gmail.com

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুর...
04/12/2024

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।

Child & Old Age Care. দেশের বৃহত্তম সনামধন্য অজ্ঞাত পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার জন্য নিম্নে লিখিত শূন্য পদে নির্দিষ্ট সংখ্যক জনবল প্রয়োজন।

■■ এম্বুলেন্স/পিকআপ ড্রাইভার: (অষ্টম শ্রেণি পাস): ২ জন [পুরুষ] - বেতন: ১৮,০০০ টাকা।

■ বয়স: ২৫ -৩০ বছর।
■ ডিউটি টাইম: ১২ ঘণ্টা (জরুরী প্রয়োজনে যেকোনো সময়)
■ থাকা ও খাওয়া প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে।
■ বাৎসরিক বেতন বৃদ্ধি সহ বাৎসরিক একটি উৎসব বোনাস। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে প্রদান করা হবে।
■ যেহেতু প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অসহায় এবং অচল অসুস্থ মানুষদের তাই সার্বক্ষণিক প্রতিষ্ঠানে থেকে কাজ করতে হবে।
■ সাপ্তাহিক কোনো ছুটি নেই (তবে জরুরী প্রয়োজনে ছুটি পাবেন)
■ অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।

এখানে আশ্রয়কৃত সকল শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা অজ্ঞাত অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং শারীরিক মানসিক ভারসাম্যহীন হওয়ায় এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। তাই সব কিছু বুঝে আবেদন করার অনুরোধ করছি।

আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ আগামী ১৫/ ১২/ ২০২৪ইং তারিখের মধ্যে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ০৯টা থেকে ০৫টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন। (ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়)
■■ বি.দ্র. ১৫/ ১২/২০২৪ইং নিয়োগ প্রদান করা হবে।

■■ সরাসরি যোগাযোগ করতে : অফিসঃ মিলটন হোম কেয়ার প্রাঃ লিঃ
বাসাঃ ৬২/২ কল্যানপুর প্রধান সড়ক, মিরপুর। কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের পাশে।

■■ আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে শুধুমাত্র নিম্নোক্ত নাম্বারে কল করুন: মোবাইল: +88 01955541333 || +88 01955545333

■■ সতর্কতা: চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে চাকরিতে কোনো ধরনের জামানত প্রদান করতে হয় না এবং চাকরির জন্য চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কোনো ধরনের অর্থ লেনদেন করে না। কোনো ধরনের রেফারেন্স, সুপারিশ গ্রহণযোগ্য নয়। চাকরির জন্য কাউকে টাকা-পয়সা দিয়ে বা অর্থ-লেনদেন করে প্রতারিত হলে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কোনোভাবেই তার দায়ভার গ্রহণ করবে না।

আদেশক্রমে: Child & Old Age Care. কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুর...
27/11/2024

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।

Child & Old Age Care. একটি সনামধন্য বৃহত্তর পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলে অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার জন্য নিম্নে লিখিত পদে কিছু সংখ্যক কর্মচারী প্রয়োজন।
পদ ও দায়িত্বাবলী:
■■ ওয়ার্ডবয়: ০৫ জন (বৃদ্ধদের পরিচর্যাকারী)। বেতন জন প্রতি: ১২০০০/- টাকা।
■■ আয়া: ০৫জন ( বৃদ্ধা মা ও প্রতিবন্ধী শিশুদের পরিচর্যাকারী)। বেতন জন প্রতি: ১২০০০/- টাকা।

সকল পদের জন্য থাকা-খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা বিনামূল্যে রয়েছে। ২৪ ঘন্টা আশ্রয় কেন্দ্রে থেকে কাজ করতে হবে। উপরে উল্লেখিত পোস্টগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই।

■■ বয়স: সর্বোচ্চ ২৫ থেকে ৩৫ বছর।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানের সকল খরচ ব্যয়ভার স্বেচ্ছাদানের মাধ্যমে সংগৃহীত হয়। আশ্রয়কৃত সকল শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং শারীরিক মানসিক ভারসাম্যহীন। এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন।

আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ আগামী ১০/১২/২০২৪ইং তারিখের মধ্যে শুক্রবার ব্যতীত সকাল ০৯টা থেকে ০৫টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন। (ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়)

■■ সরাসরি যোগাযোগ করতে : Milton Home Care Pvt. Ltd. Child & Old Age Care.
অফিস: হাউস #৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ এর পাশে)

■■ আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে - টেলিফোনঃ ০১৯৫৫৫৪১৩৩৩ || ০১৯৫৫৫৪৫৩৩৩

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুর...
24/11/2024

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।

অসহায় মানুষদের সেবা করতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক মানবিক মনমানসিকতা সম্পন্ন জনবল প্রয়োজন। Child & Old Age Care. একটি বৃহত্তর স্বনামধন্য পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার ও সহায়তার জন্য নিম্ন লিখিত শূন্যপদে কিছু সংখ্যক জনবল প্রয়োজন।

■■পদ এবং সংখ্যা: রিসিপশনিস্ট - ৩জন [মেয়ে] অফিস।
■ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।
■ কাজের বিবরণী: মোবাইল এবং ফোনে কথা বলা, সোস্যাল মিডিয়া কমিউনিকেশন, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান, অফিসিয়াল নথিপত্র সংগ্রহ/হিসাব/লেখালেখি ইত্যাদি কাজ করতে হবে।
■ দক্ষতা: বেসিক কম্পিউটার জানাসহ বাংলা টাইপিং-এ দক্ষ হতে হবে, সুন্দর হাতের লেখা, মিষ্টি ভাষী, সুদক্ষ বাংলা ইংরেজি ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে।
■ বয়স সর্বোচ্চঃ ২০ থেকে ৩০ বছর।
■ বেতনঃ ১৩,৫০০/- টাকা। [থাকা খাওয়া সম্পূর্ন ফ্রি] একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।
■ ডিউটি টাইম: ১২ ঘন্টা। এখানে ২৪ ঘন্টাই থেকে কাজ করতে হবে।
■ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই তবে মাসে একটি শুক্রবার ছুটি। ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।

■■ নোটঃ এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন।

আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ উল্লেখ্য পদ অনুযায়ী প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আগামী ৩০/০১/২০২৫ইং তারিখের মধ্যে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত যেকোনো দিন সকাল ০৯ টা থেকে বিকেল ০৩ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

■ ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়।

■■ সরাসরি যোগাযোগ করতে : Milton Home Care Pvt. Ltd.
অফিস: হাউস # ৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ-এর পাশে)

■ আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে- 01955545333 || WhatsApp-01955545333

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুর...
14/02/2024

বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।

অসহায় মানুষদের সেবা করতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক মানবিক মনমানসিকতা সম্পন্ন জনবল প্রয়োজন। Child & Old Age Care. একটি বৃহত্তর স্বনামধন্য পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সকল প্রতিবন্ধী ছোট শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা ব্যক্তিদের পরিচর্যার ও সহায়তার জন্য নিম্ন লিখিত শূন্যপদে কিছু সংখ্যক জনবল প্রয়োজন।

■■পদ এবং সংখ্যা: রিসিপশনিস্ট - ৩জন [মেয়ে] অফিস।

■ শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি পাশ।

■ কাজের বিবরণীঃ মোবাইল এবং ফোনে কথা বলা, সোস্যাল মিডিয়া কমিউনিকেশন, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান, অফিসিয়াল নথিপত্র সংগ্রহ/হিসাব/লেখালেখি ইত্যাদি কাজ করতে হবে।

■ দক্ষতাঃ বেসিক কম্পিউটার জানাসহ বাংলা টাইপিং-এ দক্ষ হতে হবে, সুন্দর হাতের লেখা, মিষ্টি ভাষী, সুদক্ষ বাংলা ইংরেজি ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে।

■ বয়স সর্বোচ্চঃ ২০ থেকে ৩০ বছর।

■ বেতনঃ ১৫,০০০/- টাকা। সম্পুর্ন ফ্রি থাকা খাওয়ার সুবিধা। একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।

■ ডিউটি টাইম: ১২ঘন্টা। এখানে ২৪ ঘন্টাই থেকে কাজ করতে হবে।

■ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই তবে মাসে একটি শুক্রবার ছুটি। ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।

■■ নোটঃ এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন।

আগ্রহী পার্থীগণ জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ উল্লেখ্য পদ অনুযায়ী প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আগামী ২৮/০২/২০২৪ইং তারিখের মধ্যে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত যেকোনো দিন সকাল ০৯ টা থেকে বিকেল ০৩ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

(ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়)

■■ সরাসরি যোগাযোগ করতে : Milton Home Care Pvt. Ltd.
অফিস: হাউস # ৬২/২, প্রধান সড়ক কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭, (কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ-এর পাশে)
আগ্রহীগণ ফোন করে বিস্তারিত জানতে- +8801620555222, +8801626555222 || WhatsApp-01633303333

Address

House 62/2,Kollyanpur Main Road,
Dhaka
1216

Telephone

+8801633303333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milton Home Care Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Milton Home Care Pvt. Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

The Milton Home Care (MHC) is a Social organization dedicated to home and community-based health care. The agency was established in 2013 by Milton Samaddar, in the Dhaka. Today, MHC is the parent organization of several companies whose staff provides and coordinates the care of patients residing throughout Dhaka City.Milton Home Care (MHC): a certified home health agency that provides skilled nursing care, rehabilitation therapies and other professional services, as well as certified home health aide services.

CONTACT For information 01955541333 , 01627779999