28/11/2025
Video Editor
================
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। সিনিয়র ভিডিও এডিটর পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন।
■■ পদঃ সিনিয়র ভিডিও এডিটর ( বৃদ্ধা*শ্রমের ফেসবুক পেজ এর জন্য)
স্যালারিঃ ২৫,০০০ (আলোচনা ও অভিজ্ঞতা সাপেক্ষে বাড়তে পারে)
বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ ২৪ বছর+, অনার্স কমপ্লিট - অভিজ্ঞতা থাকলে বয়সের ভিত্তিতে বিবেচনা করা হবে।
*(মানুষের অপা*রেশন, সেলাই, কা*টা, র*ক্ত, প*চা, পো*কা দেখার সহ্য ক্ষমতা মানিয়ে নেওয়া আবশ্যক)
■■ Sample video link: https://www.facebook.com/miltonsamadder.info/videos/1071396904056223/
■ অভিজ্ঞতা: ১ বছর ভিডিও এডিট করার অভিজ্ঞতা এবং এডিটিং সম্পর্কে সম্যক ধারণা থাকা। এডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট (বেসিক ধারণা), এডোবি অডিশন (বেসিক ধারণা), অন্যান্য নতুন নতুন আপডেট সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে।
■ বেসিক ধারনাঃ ভিডিও করা, অডিও রেকর্ড, ফটোশপ এর কাজ, বাংলা-ইংরেজি টাইপিং, গুগল শিট, মাইক্রোসফট অফিস ইত্যাদি।
■■ অফিস লোকেশন-কর্মস্থল: সাভার স্থায়ী আশ্রয় কেন্দ্রের ঠিকানা: Child & Old Age Care. বাড়ি নং: ৫৭৬/১, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।
■ সাপ্তাহিক ছুটি: শুক্রবার, অফিসের সময়: সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৬টা।
■ কাজের ধরণ: ভিডিও কন্টেন্ট, ইন্টার্ভিউ, রিপোর্ট, ডকুমেন্টারি (মিনিমাম- ৩মিনিট) সম্পূর্ণ এডিট করতে হবে।
■ সুবিধা সমূহ: একটি বোনাস, অফিসে দুপুরে লাঞ্চ ব্যাবস্থা, প্রয়োজনে অফিসে থাকার ব্যবস্থা।
আগ্রহী প্রার্থীগণকে নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করুন।
■■ Facebook- আইডি সহ সিভি এবং পোর্টফোলিও লিংক পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। WhatsApp- 01614889988