
31/08/2025
নিয়োগ বিজ্ঞপ্তি
Child & Old Age Care.
🎯পদ: কোরআনের হাফেজ (১ জন)
🔹যোগ্যতা ও শর্তাবলি: পূর্ণ ৩০ পাড়া কোরআন হেফজ সম্পন্ন হতে হবে ।
🎯পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হবে ।
🎯নৈতিক চরিত্রবান ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে ।
🎯ভালোভাবে দোয়া করা ও মুনাজাত পড়ানো জানতে হবে ।
🎯সম্মানী/হাদিয়া: ১০,০০০ টাকা । [থাকা খাওয়া সম্পূর্ন ফ্রি] একই স্থানে কাজ। প্রতিদিন যাতায়াতের ঝামেলা নাই।
🎯অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেশি হতে পারে ।
🎯সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নাই । ছয় মাস পরে পাঁচ দিনের ছুটি।
🎯আবেদন ও যোগাযোগ: প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ৩ কপি ছবি ও সিভি সহ ।
🎯শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ । সময়: সকাল ৯টা – বিকাল ৫টা।
🎯সরাসরি যোগাযোগের ঠিকানা: Milton Home Care Pvt. Ltd.
হাউস #৬২/২, প্রধান সড়ক, কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২০৭
(কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজের পাশে)
বিস্তারিত জানতে: 01955545333 (WhatsApp)