17/08/2025
জেমস টাইলার কেন্ট, সিন্থেসিসের প্রায় সকল রুব্রিক্স সহ অন্যান্য রেপার্টরি থেকে প্রায় ১,৩৯,০০০ রুব্রিক্স এবং প্রায় সকল মেটেরিয়া মেডিকা থেকে সকল ঔষুধ নিয়ে বাংলা ও ইংরেজিতে তেরীকৃত ক্লাসিকাল প্লাস অনলাইন হোমিও সফটওয়্যারটির সাহায্যে রেপার্টোরাইজেশন করার মাধ্যমে সঠিক ঔষুধ নির্বাচন এবং প্রেসক্রিপশন তৈরী ও প্রিন্ট নেয়া এবং রোগীলিপি ও প্রেসক্রিপশন সংরক্ষণ করা যায়। এছাড়া মায়াজম নির্ধারণে সফটওয়্যারটির সাহায্য নেয়া যাবে। মেটেরিয়া মেডিকা পিউরা, ঔষুধের তুলনামূলক আলোচনা, অর্গানন, ক্রনিক ডিজিস, কেন্টের ১২ টি অবজারভেশন, হেরিংয়ের আরোগ্যের নীতিমালা, ঔষুধের শক্তি ও মাত্রা সহ অনেক মূল্যবান হোমিও বিষয়ক লেখা বাংলা ও ইংরেজিতে পাঠ করার ব্যবস্থা রয়েছে। সফটওয়্যারটি মোবাইলে বা ল্যাপটপে, কম্পিউটারে নেট / ডাটা কানেক্ট করে চালানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার বিধি গুগল মিটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ক্লাসিকাল প্লাস অনলাইন হোমিও সফটওয়্যারটির ১ মাস মেয়াদের চার্জ ১০০ টাকা; ১ বছর মেয়াদের চার্জ ৮০০ টাকা, ২ বছর মেয়াদের চার্জ ১৫০০ টাকা । মেয়াদ শেষে রিচার্জ করার অপশন আছে। বিকাশে পরিশোধ করা যাবে।
www.homeosoftbd.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে, অথবা আমাদের জানালে আমরা রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি। আমাদের হোয়াটস অ্যাপ নম্বর: 01716-191211
এই লিংকে গিয়ে কয়েকটি ভিডিও দেখলে সফটওয়্যারটির ব্যবহার বিধি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে: https://www.youtube.com/-468/videos
Online homoeopathic software “Classical Plus” developed based on J. T. Kent, Synthesis and others repertories and about 139,000 rubrics are accommodated here in this software. Besides, KEY NOTEs of almost all remedies are available both in Bangla and English. Contact details. Homoeo Dr. Md. Joyn...