ডাক্তারের চিকিৎসা ।। Doctor Treatment

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডাক্তারের চিকিৎসা ।। Doctor Treatment

ডাক্তারের চিকিৎসা ।। Doctor Treatment আপনার যে কোন সমস্যার ও পরামর্শের জন্য আমাকে ইনবস্ক করুন
আপনার সব কঠিন রোগের সহজ সমাধান দিতে আমরা আপনার পাশেই আছি...!!!

নারী যৌন তৃপ্তি লাভের১০টি লক্ষণনিম্নে দেয়া হলঃ------------------------------------------------------------১) দেহ নুইয়ে ...
26/02/2015

নারী যৌন তৃপ্তি লাভের
১০টি লক্ষণনিম্নে দেয়া হলঃ
---------------------------------------------
---------------
১) দেহ নুইয়ে পড়ে ।
২) সারাটা দেহে যেন অবসান আসে ।
৩) দ্রুত হৃদস্পন্দন হতে থাকে ।
৪) আবেশে চোখ বুজে থাকে ।
৫) যোনি থেকে রসস্রাব ক্রমাগত
নির্গত হয় ।
৬) নারীর
সারা দেহে পুনঃপুনঃ শিহরণ
হতে থাকে ।
৭) ধীরে ধীরে গোঁ গোঁ বা প্রাণীর
অনুরূপ
শব্দবের হতে পারে ।
৮) সে পুরুষকে জোর
করে বুকে চেপে ধরে রাখতে পারে ।
৯) সারা শরীর
কাঁপা দিয়ে উঠতে পারে ।
১০) সব
শেষে অনেকে জোরে জোরে হাসে আবার
অনেকেমুচকি হাসি দিতে দিতে চোখ
বুজে ঘুমিয়ে পরে।

যোনীতে মুখ লাগানো যাবে কিনা ?+++যোনীতে মুখদিয়া সুড়সুড়ি দিলে স্ত্নীরউত্তেজনা বাড়ে । হাতদিয়ে সুড়সুড়ি দিলেও নারীরউত্তেজনা ব...
24/12/2014

যোনীতে মুখ লাগানো যাবে কিনা ?
+
+
+
যোনীতে মুখ
দিয়া সুড়সুড়ি দিলে স্ত্নীর
উত্তেজনা বাড়ে । হাত
দিয়ে সুড়সুড়ি দিলেও নারীর
উত্তেজনা বাড়ে । পশুদের হাত নাই তাই
তারা মুখ ব্যবহার
করে । আমরা পশুর
মতো হতে যাবো কেনো ?
হাত দিয়ে সুড়সুড়ি দেওয়াতে কোন
সমস্যা নাই ।
আপনি দেখতে পারবেন ধরতে পারবেন ।
মুখ
দিয়ে সাক করলে বীর্য
মুখে চলে যাওয়ার
সম্ভাবনা আছে তাই মুখ না দেওয়াই
উত্তম । ইসলামের
নিয়ম মেনে চলুন । আপনাদের লাইকের
অভাবে এই
পেইজে কোনো পোষ্টই করি না ।
আপনারা পোষ্ট
পান নাকি পান
না আমি তা কেমনে বুঝমো ?
এতো কষ্ট করে টাইপ করবো কেনো ???
মিনি টিপস গুলো এড়িয়ে যাবেন
না লাইক দিয়ে আমাদের
সাথে থাকুন ।।
আপনার দেয়া একটি লাইক আমাদের নতুন
করে অনুপ্রেরণা জোগায় ।।
******************
বিঃদ্রঃ আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যয় কমেন্ট
করে জানাবেন। আপনার
যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G=
good, N=nice ) লিখে কমেন্ট করবেন।
তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির
হব।.

23/12/2014

(১) s*x শেষে প্রস্রাব
করে নেয়া জরুরি।
(২) একবার s*x এর পর আবার s*x
করতে চাইলে যৌনাঙ্গ
ও হাত ধুয়ে নিতে হবে।
(৩) s*x এর পর সাথে সাথে গোসল
করে নেওয়া ভালো।
(৪) s*x এর পর অন্ততঃ কিছুক্ষন
ঘুমানো উত্তম।
(৫) জুমআর দিন অর্থাৎ বৃহস্পতিবার
রাতে ও
শুক্রবার s*x করা মোস্তাহাব (নফল) ।
(৬) s*x এর বিষয় কারো নিকট প্রকাশ
করা নিষেধ।
এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী-
স্ত্রীর হক নষ্ট করা।
(৭) স্বপ্নদোষের পর s*x
করতে চাইলে প্রস্রাব
করে নিবে এবং যৌনাঙ্গ
ধুয়ে নিতে হবে।
(৮) s*x এর পর মধু এবং দুধ
খাওয়া উপকারি।
(৯) wife কে বলুন তোমার সাথে আজ s*x
করে অনেক মজা পেয়েছি ।
তাহলে সে মনে মনে খুশি হবে এবং পরবর্তীতে s*x
করার জন্য মুথিয়ে থাকবে ।
[ বিঃ দ্রঃ ফেসবুকের নিয়ম
অনুসারে পেইজ
এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট
না করলে ধীরে ধীরে পোস্ট আর
দেখতে পাবেন না।। তাই পোস্ট ভাল
লাগলে লাইক দিয়ে পেজে একটিভ
থাকুন ]
******************
বিঃদ্রঃ আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যয় কমেন্ট
করে জানাবেন। আপনার
যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G=
good, N=nice ) লিখে কমেন্ট করবেন।
তাহলে আর ভাল পোষ্ট
নিয়ে হাজির
হব।

18/12/2014

>>>প্রথম মিলনে রক্তক্ষরন
প্রসঙ্গেঃ ভুল ধারনা

মেয়েদের যৌন মিলনে আগ্রহী করার উপায়মেয়েদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো ভগাঙ্কুর বা ক্লিটোরিস (clitoris)। স্তনবৃন্ত, উরু...
28/10/2013

মেয়েদের যৌন মিলনে আগ্রহী করার উপায়
মেয়েদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো ভগাঙ্কুর বা ক্লিটোরিস (clitoris)। স্তনবৃন্ত, উরুদ্বয়, কানের লতি বা কানের নিচে, ঘাড়, ঠোঁট সহ যে কোন অঙ্গই সংবেদনশীল হতে পারে। ভগাঙ্কুরে জিহ্বা দিয়ে লেহন করে বা আঙুল দিয়ে ঘর্ষণ করে সবচেয়ে তাড়াতাড়ি উত্তেজিত করা সম্ভব। এছাড়া একেকজনের একেক রকম রুচি বা ভালো লাগা থাকে। এসব জেনে নিতে হয়।
উত্তেজিত হলে মেয়েদের যৌনাঙ্গ ফুলে ফাঁপা হয়ে উঠবে, অতিরিক্ত ভিজে পিচ্ছিল হয়ে যাবে, স্তনবৃন্ত শক্ত হয়েফুলে উঠবে, নিঃশ্বাস দ্রুত এবং গাঢ় হয়ে আসবে, মুখে নানারকম শব্দ হবে।
প্রায় বেশীর ভাগ মহিলারাই যৌন মিলনের পরে একান্ত ঘনিষ্ঠ মুহুর্ত চায়৷ সে চাহিদায় তারা পরিতৃপ্ত না হতে পারলে তাদের সঙ্গীর শারীরিক সংসর্গ তাদের খুশী করতে পারে না৷ এই অতৃপ্তির কারণেবেশীর ভাগ মহিলারই তার পুরুষ সঙ্গীটিকে selfish বলে মনে হয়৷ কারণ তাদের মতে যৌন পরিতৃপ্তির সঙ্গে মানসিক সান্নিধ্যও সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ৷ আর মানসিক ছোঁয়া তারা অনুভব করেন মিলন পরবর্তী সান্নিধ্যর মাধ্যমে৷

আরো টিপস পেতে প্রতিটি পোস্টে লাইক দিয়ে পেজে একটিভ থাকুন

28/10/2013

এক গ্লাস পানির উপকারিতাঃ
১. এক গ্লাস পানি ঘুম থেকে উঠার
সাথে সাথেযদি আপনি পান করেন,
তবে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ
সক্রিয় হয়ে যায়।
২. এক গ্লাস পানি যদি আপনি খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে পান করেন
তবে এটা খাবার হজমে সাহায্য
করবে বেশি।
৩. এক গ্লাস পানি গোসলের আগ
মুহূর্তে আপনি পান
করলে এটা আপনাকে উচ্চ রক্তচাপ থেকে বাঁচাতে সাহায্য
করবে।
৪. এক গ্লাস পানি ঘুমাতে যাওয়ার
আগ মুহূর্তে যদি পান করেন
তবে আপনাকে হৃদরোগ এবং হার্ট
অ্যাটাক থেকে বাঁচতে সাহায্য করবে। ভালো লাগলে লাইক দিন,
কমেন্টে করে জানান এবং
আপনার বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনারাই
আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

28/10/2013

•|• অরুচির ঘরোয়া সমাধান •|•
১ থেকে ৩ গ্রাম
আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন
এবং তার সাথে লবন মিশিয়ে খাবার আধ
ঘন্টা আগে প্রতিদিন দিনে ১ বার
করে ৭-৮ দিন খাবেন।
এর সাথে দু'এক ফোঁটা লেবুর রস
মিশিয়ে খেলেঃ-
১. ভালো হজম হয়
২. ক্ষুধা বৃদ্ধি হয়
৩. পেট থেকে গ্যাস নির্গত হয়
৪. পেট ব্যথা ভালো হয়
৫. পেট ফাঁপা ভাল হয়
পোস্টে নিয়মিত লাইক না দিলে আমরা আপনার ওয়াল থেকে হারিয়ে যাবো। নতুন কিছু জানলে লাইক দিন। শেয়ার করে বন্ধুদের দেখান। নিজে জানুন, অন্যকেও জানান। আপনাদের সুখী জীবনই আমাদের
কাম্য। ধন্যবাদ।

28/10/2013

•|• সুস্থ থাকতে তিন কাপ চা •|•
তিন কাপ চা ম্যাজিকের মত বহু গুণ কমিয়ে দেয় হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা। শুধু তাই নয়, দাঁত ক্ষয় রোধ করে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও চায়ের জুড়ি মেলা ভার।
লাল চায়ের (দুধ, চিনি ছাড়া) অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষমতা সুস্থ রাখে হার্ট। এমনকি চিনি মেশালেও চা তার গুণাবলী মোটেও হারিয়ে ফেলে না। মাড়ি ও দাঁতের পক্ষে ক্ষতিকর দুই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেই চা।
দিন রাত মোটা হওয়ার আতঙ্ক যাদের তারা করত তাদের জন্যও সুখবর। ওজন নিয়ন্ত্রণ রাখতেও এই গরম পানীয়ের জুরি মেলা ভার।
চায়ের মধ্যে ফ্লাভনয়েড নামের যে উপাদান ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে। এমনকি কমিয়ে দেয় শরীরের ফ্যাট শোষণের ক্ষমতাও।
পোস্টে নিয়মিত লাইক না দিলে আমরা আপনার ওয়াল থেকে হারিয়ে যাবো। নতুন কিছু জানলে লাইক দিন। শেয়ার করে বন্ধুদের দেখান। নিজে জানুন, অন্যকেও জানান। আপনাদের সুখী জীবনই আমাদের
কাম্য। ধন্যবাদ।

28/10/2013

আযান,
সেতো নামাজের ডাক!
নামাজ,
সেতো বেহেস্তের
চাবি!
বেহেস্ত,
সেতো পরকালের বাড়ি!
পরকাল,
সেতো চিরস্থায়ী!
সুতরাং বন্ধু নামাজ
পড়!

28/10/2013

চরম একটা জোকস না পড়লে মিস
যুবতী ছাতি মিস্ত্রির নিকট
ভাঙ্গা ছাতি নিয়ে গেল-
মিস্ত্রী: “উপরের কাপড় খুলতে হবে,
আর নীচে ডান্ডা লাগাতে হবে”
যুবতী: “যা ইচ্ছা করো, কিন্তু পানি যেন
ভিতরে না পড়ে।

28/10/2013

স্তন সম্পর্কিত কিছু তথ্য :
স্তন নারীদেহের একটি অংশ।
স্তন নিয়ে নর-নারী উভয়েরই ব্যাপক আগ্রহ থাকলেও এর অনেক তথ্যই আমাদের অজনা। আজ আমরা স্তন সম্পর্কিত সেই রকম ৮ টি অজনা তথ্য জানবো।
১. প্রতিটি সাধারণ আকৃতির স্তনের ওজন প্রায়৪৯৮ গ্রাম, এবং দেহের মোট
চর্বির ৪-৫ শতাংশ চর্বি দিয়ে স্তন গঠিত। যাদের স্তন বেশ বড় তারা স্তনেরওজনের জন্য সামনের দিকে একটু ঝুঁকে পড়েন।
২. পুরুষাঙ্গের মতই স্পর্শ পেলে স্তনের (স্তনবৃন্ত সহ) আকার বেড়ে যায়।
৩. যৌনতায় উত্তেজিতস্তনবৃন্দের দৈর্ঘ্য ০.৯৬ সেমি।
৪. আমাদের দেশের নারীদের স্তনের গড়
আকৃতি ৩৪বি।
৫. বড় স্তনের নারীরা তাদের স্তন নিয়ে প্রায় সময়ই বিব্রত হন। ব্রেস্ট ইমপ্লান্টপদ্ধতিতে স্তনের আকার দৃষ্টিনন্দন করা যায়।
৬. মধ্য বয়সের বড় স্তনকে আকর্ষণীয় নয় বরং ছোট স্তন অনকে বছর পরও ছোট রাখাই আকর্ষণীয় ধরা হয়।
৭. স্তনের দুধের স্বাধ মিষ্টি, অনেক ভিটামিন-ই, আয়রণ এবং ফ্যাটি এসিড
সমৃদ্ধ।
৮. স্তনের গড়ন সুন্দর রাখতে সঠিক মাপের ব্রা পরতে হয়। তা না হলে অল্প
বয়সেই স্তনের গড়ন নষ্ট হয়ে যায়।
[[বিঃ দ্রঃ লাইক কম পেলে পোস্ট দিতে আগ্রহ হারাই ফেলি তাই আরো ভাল পোস্ট পেতে বেশি বেশি এই পোস্ট দেখা মাত্রই লাইক দিন]]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তারের চিকিৎসা ।। Doctor Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category