Dr. Saiful Islam , PT

Dr. Saiful Islam , PT কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট,
বিপিটি, এমপিটি ( অর্থো )
ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।

বনানী শাখা

ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ১১৯ , রোড ১, বনানী চেয়ারম্যান বাড়ী, ঢাকা ।
বনানী ক্লাবের পশ্চিম পাশে।
01710-850563

উত্তরা শাখা

ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা, ঢাকা। এপয়েনম্যান্ট
01932-797229

14/08/2025

একজন সন্মানিত রোগী - তিনি ২ বছর ধরে তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন, ঠিকমতো হাঁটতে পারতেন না, ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যেতো।
PainCure - We Cure Pain থেকে উন্নত চিকিৎসা নেয়ার মাত্র ৫ দিনের মধ্যে তিনি ৭০% সুস্থ!
তাকে ট্রিটমেন্ট দিয়েছেন Dr. Saiful Islam , PT ও ডাঃ জাকির হোসেন পন্ডিত। বর্তমানে তিনি সুস্থ আছেন।
কোমর ব্যথা নিয়ে যে কোন সমস্যায় পরামর্শ পেতে সরাসরি কল দিনঃ 01711-794071

13/08/2025

কোন সার্জারি ছাড়াই জটিল PLID (কোমর থেকে পা পর্যন্ত ব্যথার ) রোগী যেইভাবে সম্পূর্ন ভাল

11/08/2025

কোমর থেকে পা পর্যন্ত তীব্র ব্যথার (PLID ) রোগী মাত্র ১৪ দিনে ভাল। উনার দুইবার সার্জারীর করার কথা ছিল। আলহামদুলিল্লাহ এখন তিনি সম্পূর্ণ ভাল।

05/08/2025

আমাদের সম্মানিত পেশেন্ট যখন প্রথমবার আমাদের সেন্টারে এসেছিলেন, তখন তিনি হুইলচেয়ারে করে নিয়ে আসতে হয়েছিলো।

✅তিনি মূলত একটি মারাত্মক রোগ জিবিএস (GBS) ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি একটি হাসপাতালে ভর্তিও ছিলেন, কিন্তু তেমন কোনোরকম সাফল্য পান নি বা সুস্থ হন নি।

✅কিন্তু, আমাদের সেন্টারে আসার পর আমাদের দক্ষ ফিজিওথেরপিস্টের সহায়তায় নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে মাত্র ১৫ দিনের মাথায় ঠিক হতে থাকলেন 💪।

✅এরপর আস্তে আস্তে করে তিনি আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করা শুরু করেন 🚶‍♂️ যা আপনি আমাদের এই ভিডিওতে নিজেই দেখতে পাচ্ছেন।

আমরা উনার এমন অভাবনীয় উন্নতি দেখে আসলেই অনেক আনন্দিত হয়েছিলাম 😊।

এভাবেই আমরা সবসময় আমাদের সম্মানিত পেশেন্টদের সমস্যা নির্ধারণ করে সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করে থাকি। তাই আমাদের বিশ্বাস, আমরা আপনার সমস্যা সমাধান করে দিবো ইনশাআল্লাহ্‌ ✨।

আমাদের সাথে যেকোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানা

নিউরোফিট, উত্তরা
ঠিকানাঃ হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
📍 চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন: 📱 01753-562762

30/07/2025
22/07/2025

আমাদের সন্তানদের মৃত্যুর আগে আমাদের কেন মৃত্যু হচ্ছে না?
আমরা দেখতেছি আমাদের সন্তানেরা পুড়ে যাচ্ছে , এর চেয়ে ট্র‍্যাজেডি আর কিছু হতে পারে না।

13/07/2025

দীর্ঘদিন ধরে PLID জনিত কোমর ব্যথায় ভুগছিলেন আমাদের এক রোগী। হাঁটা, বসা, এমনকি ঘুমানোও ছিল কষ্টকর।
বর্তমানে এই ভাই কোন ধরণের অপারেশন ছাড়াই শুধুমাত্র ওজোন থেরাপি ও উন্নত ফিজিওথেরাপি নিয়ে পুরোপুরি সুস্থ!

তাই ব্যথার সমস্যায় সময় নষ্ট না করে — দ্রুত সমাধান পেতে এখনই যোগাযোগ করুন!
📞 01774684683

09/07/2025

ডায়াবেটিস নিউরোপ্যাথির কারণে যারা দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, তাদের জন্য DiaBeat - Beating Diabetes, Restoring Lives. এ রয়েছে আশার আলো!

🔥 হাত-পা জ্বালা-পোড়া
⚡ সুচ ফুটানোর মতো ঝিনঝিনি
😶 অবশ বা অসাড় ভাব
🦶 হাটতে কষ্ট হওয়া বা ভারসাম্য হারানো
🔹 পায়ের পাতা বা আঙুলে ব্যথা বা চাপ লাগা
🛏️ রাতে সমস্যা বেড়ে যাওয়া
🦶 ঘা দেরিতে শুকানো

ইত্যাদি সমস্যায় মাত্র ৭-১৫ দিনেই উন্নত চিকিৎসায় মিলবে স্থায়ী সমাধান।

🎁 ফ্রি পরামর্শ পেতে এখনই কল করুনঃ
📞 01774-684683
📲 অথবা WhatsApp-এ সরাসরি মেসেজ করুন

#নিউরোপ্যাথি #পায়েরঝিনঝিন #ডায়াবেটিকচিকিৎসা

Dream From my long walk to Struggle.
19/06/2025

Dream From my long walk to Struggle.

Address

Vision Physiotherapy Centre, House 42, Lake Drive Road, Sector 7, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful Islam , PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saiful Islam , PT:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram