Dr. Saiful Islam , PT

Dr. Saiful Islam , PT কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট,
বিপিটি, এমপিটি ( অর্থো )
পেইন কিউর ও ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।

বনানী শাখা

ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ১১৯ , রোড ১, বনানী চেয়ারম্যান বাড়ী, ঢাকা ।
বনানী ক্লাবের পশ্চিম পাশে।
01710-850563

উত্তরা শাখা

ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা, ঢাকা। এপয়েনম্যান্ট
01932-797229

আলহামদুলিল্লাহ, চায়না ট্যুর শেষ করে দেশে ফিরলাম। অনেকদিন চেম্বার করতে পারি নাই। ইনশাআল্লাহ আবারও পুরো উদ্যমে প্রাক্টিস শ...
10/11/2025

আলহামদুলিল্লাহ, চায়না ট্যুর শেষ করে দেশে ফিরলাম। অনেকদিন চেম্বার করতে পারি নাই। ইনশাআল্লাহ আবারও পুরো উদ্যমে প্রাক্টিস শুরু করেছি।

তবে চায়না ভ্রমণ নিয়ে কিছু লিখব ধাপে ধাপে। চায়না দেশ হিসেবে বলা যায় সফল একটা দেশ। ওখানে ধনী গরিব বৈষম্য একেবারেই কম। প্রায় সব মানুষই স্বচ্ছল। ছেলে মেয়ে সবাই সমান তালে কাজ করে। সবাই ভাল ড্রেস আপ পরে ,সবার পায়ে কেডস জুতা। ব্যক্তিগত প্রাইভেট গাড়ি কম। প্রায় সবার ইলেক্ট্রিক মটর সাইকেল আছে। দূরের পথ সবাই মেট্রোতে যাতায়াত করে। মেট্রো স্টেশনে হাজার হাজার ইলেক্ট্রিক মটর সাইকেল রেখে কাজে যায়।

চাইনিজরা খেতে খুব পছন্দ করে, তবে মেদভুড়ি ওয়ালা কোন চাইনিজ লোক কোথাও দেখি নাই। তেল খুবই কম খায়। চায়নার খাদ্যাভাস বা খাবার ধরন অত্যান্ত বিস্তৃত।তারা প্রচুর হাঁটে। গড় আয়ু ৭৯ এর কাছাকাছি। চিকিৎসার ক্ষেত্রে তারা অধিকাংশ চাইনিজ ট্র‍্যাডিশনাল চিকিৎসা গ্রহন করে। নরমাল হাসপাতাল লোকজন প্রায় নেই বলা চলে।

চায়নার টেকনোলজি অনেক উন্নত। সারা পৃথিবীর ৭০% বুলেট ট্রেন চায়নায়। ১৪৫ কিলোমিটার পথ ৩০ মিনিটে পৌছে গেছি। বুলেট ট্রেনে কোন ঝাকি ঝাক্কা নেই। মনে হবে ঘরে বসে আছেন।

চায়না মানেই অতি উচু উচু বিল্ডিং। অল্প জায়গায় প্রচুর লোকজন বসবাস করে খুবই সুন্দরভাবে। সবকিছু অত্যন্ত পরিষ্কার।

চায়না অনেক বড় দেশ হলেও পশ্চিমে ( অর্ধেক অংশ ) পানি স্বল্পতার কারণে তেমন লোক থাকে না। পূর্ব পাশ্বে প্রায় ৯৫% লোক বসবাস করে।

চায়নার মানুষ খুবই সাহায্যকারী। তবে সেখানে ধর্ম চর্চা এবং রাজনৈতিক চর্চা দুটোই প্রায় অচল।

চাইনিজরা চায়না ভাষার বাহিরে অন্য ভাষা কম বুঝে। ইংরেজি ভাষা খুব কমই পারে। তাই নতুন কেউ চায়নায় গেলে ভাষা এবং খাদ্যাভ্যাস নিয়ে কিছুটা সমস্যায় পরে যায়। যদিও কিছুদিন পরে ঠিক হয়ে যায়।

আমার ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন শেষে ইন্টার্ন শুরু হয়েছিল প্যারালাইসিস রোগী দিয়ে ।  প্যারালাইসিস রোগীদের নিয়ে আমার মনে সব ...
25/09/2025

আমার ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন শেষে ইন্টার্ন শুরু হয়েছিল প্যারালাইসিস রোগী দিয়ে । প্যারালাইসিস রোগীদের নিয়ে আমার মনে সব সময় একটা হতাশা কাজ করে । বিশেষ করে স্ট্রোক জনিত প্যারালাইসিস আমাদের দেশে সবচেয়ে বেশি । এই ধরনের রোগীই আমাদের কাছে বেশি আসে -তাদের কষ্ট কাছ থেকে দেখেছি ।

আমার বাবাও স্ট্রোকে মারা গিয়েছিল । সত্যি কথা হল - স্ট্রোকের ভাল চিকিৎসা এই দেশের কোথাও নেই । ইমার্জেন্সি চিকিৎসা তো একেবারেই নেই , রিহ্যাবিলিটেশন চিকিৎসাও অত্যান্ত দুর্বল । এটার প্রধান কারণ হল আমাদের বাজে হেলথ সিস্টেম এবং আমাদের হেলথ অথোরিটি রিহ্যাবিলিটেশনকে সেক্টরকে প্রাধান্য দিয়ে কোন কাজ করে না । সবচেয়ে বড় কথা হল - যারা রিহ্যাবিলিটেশন পেশাজীবি এই সমাজে তাদের কোন উন্নতি বা সম্মান কোনটাই নেই । হেলথ প্রফেশনালদের অভ্যন্তরীন দ্বন্ধ এই ক্ষেত্রে দায়ী ।

স্ট্রোক রিহ্যাবের জন্য যেখানে বাংলাদেশের প্রতিটা উপজেলায় সরকারি বেসরকারি হাসপাতালে বিজ্ঞানসম্মত মেশিন দরকার , সেট আপ দরকার , দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক দরকার সেইগুলো কিছু এই দেশে নাই । অর্থাৎ স্ট্রোক হলে হয় সাথে সাথে মৃত্যু বা ধুকে ধুঁকে মৃত্যু । এইভাবে চলছে স্ট্রোকের চিকিৎসা ।

আমার অনেক দিন ধরে স্বপ্ন স্ট্রোক নিয়ে কিছু করা , কিন্তু এর জন্য দরকার কোটি কোটি টাকা । তাই স্ট্রোক নিয়ে কাজ করা প্রায় বাদই দিয়েছিলাম । পরবর্তীতে ভাবলাম - কিছু হলেও করা যায় বা শুরু করা যায় । তাই ভিশন ফিজিওথেরাপি সেন্টারের অধীনে আমরা একটা নিউরো রিহ্যাব ইউনিট #নিউরোফিট NeuroFit চালু করেছি , যারা অন্তত কিছু টাকাও খরচ করার ক্ষমতা আছে তাদের জন্য । অন্তত কেউ টাকা দিয়ে হলে কিছু ভাল চিকিৎসা পাক । কারণ স্ট্রোকের চিকিৎসা দান খয়রাতের টাকা দিয়ে সম্ভব নয়। স্ট্রোকের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ভাল চিকিৎসা অত্যান্ত ব্যয় বহুল । এটা একমাত্র সম্ভব পাবলিক ইনসুরেন্সের মাধ্যমে ।

স্ট্রোক রোগীদের রিহ্যাবের জন্য নিউরোফিটের উদ্যোগকে এগিয়ে যাওয়ার জন্য নিউরোফিট টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাই । বিশেষ আমাদের টিম লিডার Afreen Proma Faisal Ahmed Shanto Dr. Arafath Hossain Raihan , PT Dr Paramananda Roy PT সহ সকল টিম সদস্যকে ।

নিউরোফিটের নতুন সংযোজন অত্যাধুনিক আরটিএমএস (rTMS ) থেরাপি স্ট্রোকের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, ইনশাল্লাহ । আমি মনে বাংলাদেশের প্রতিটা সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট এবং আরটিএমএস থাকা বাধ্যতামূলক , যেখানে অন্তত স্ট্রোকের চিকিৎসা হয় । স্ট্রোকের রিহ্যাবে আরটিএমএসের বিকল্প কিছুই নেই ।

স্ট্রোক রোগীদের জন্য বৈপ্লবিক চিকিৎসা RTMS /TMS ( Repetitive Transcranial Magnetic Stimulation ) এখন নিউরো ফিটে। বি: দ্র...
24/09/2025

স্ট্রোক রোগীদের জন্য বৈপ্লবিক চিকিৎসা RTMS /TMS ( Repetitive Transcranial Magnetic Stimulation ) এখন নিউরো ফিটে।

বি: দ্র: নিউরোফিট হল ভিশন ফিজিওথেরাপি সেন্টারের অত্যাধুনিক নিউরো রিহ্যাব ইউনিট।

18/09/2025

গত এক মাসে ২জন ফুসফুসের ক্যান্সার রোগী পেয়েছি । একজন কয়েকদিন আগে মারা গেছে । আরেকজন মৃত্যুপথ যাত্রী । দুজনই ইতিমধ্যে নিজের সহায় সম্ভল বিক্রি করে চিকিৎসা করিয়েছেন । কোন লাভ হয় নাই ।এডভান্স স্টেজে চলে গেলে এই ক্যান্সারে মৃত্যু অবধারিত ।

তাই ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করাই এক মাত্র উপায়

১। ধূমপান পরিহার করুনঃ যারা ধূমপান করেন , এখনি ধূমপান পরিহার করুন । ফুসফুস ক্যান্সারের বড় কারণ এই ধূমপান । অনেকে পানের সাথে তামাক পাতা খান , এটাও মহিলাদের ফুসফুসের ক্যান্সার অন্যতম বড় কারণ ।

২। ধূমপায়ীদের সঙ্গ পরিহার করুন ঃ আপনার পাশে কেউ ধূমপান করলে , সেই ধোঁয়া থেকে আপনার ক্যান্সার হতে পারে ।

৩। দূষিত বায়ূ থেকে দূরে থাকুন । শিল্প কল কারখানার ময়লা আবর্জনা - ধোঁয়া , গাড়ির ধোঁয়া , দূষিত বাতাস ফুসফুস ক্যান্সারের আরকে অন্যতম বড় কারণ। তাই চেষ্টা করুন এইসব দূষণ এড়িয়ে চলতে ।

তবে ধূমপান আর তামাক পাতাই ফুসফুস ক্যান্সারের মূল হোতা । এইগুলো দূর করতে পারলে আমরা ফুসফুসের ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারব ।

ফুসফুসের ক্যান্সারে ফিজিওথেরাপি ঃ

ফুসফুসের ক্যান্সারে ফিজিওথেরাপি অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে । ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো, শ্বাসকষ্ট কমানো, ব্যথা নিয়ন্ত্রণ, শরীরফিট রাখা এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করাই ফিজিওথেরাপির মূল লক্ষ্য। ফুসফুসের বিভিন্ন ব্যায়াম ( Diaphragmatic breathing , Pursed-lip breathing , segmental breathing ) এই অবস্থায় অত্যান্ত গুরুত্বপূর্ন ।

এছাড়া সহায়ক চিকিৎসা হিসেবে বিশেষ করে অপারেশনের পরে কিংবা কেমোথেরাপির সাথে আকুপাংচার দিলে ব্যথা কমে , রোগীর জীবন মাত্রার মান উন্নত হয় ।

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
ফিজিওথেরাপি কনসালট্যান্ট
বিপিটি , এমপিটি

01/09/2025

১২-১৩ বছরের রাফফান ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পায়, ফলে তার লিগামেন্ট ছিঁড়ে যায়।
সার্জারির বিকল্প হিসেবে Pain Cure-এর আধুনিক চিকিৎসা নিয়ে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিস্তারিত শুনুন রাফফান এর বাবার মুখে।
হাঁটুর জটিল সমস্যায় নিরাপদ ও কার্যকর সমাধানে ভরসা করুন Pain Cure-এ।
বিস্তারিত জানতে কল দিনঃ 01305-301247

01/09/2025

২০২০ সাল থেকে এই ভাই তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন। দেশে বহু স্থানে চিকিৎসা নিয়েও ব্যথা কমে নি, এমনকি ইন্ডিয়া গিয়েও সমাধান হয়নি।
অবশেষে PainCure - We Cure Pain -এ এসে ওজোন থেরাপি ও আকুপাংচার সহ আধুনিক চিকিৎসা নিয়ে আজ তিনি স্থায়ীভাবে ব্যথামুক্ত।
দীর্ঘদিনের ব্যথার স্থায়ী সমাধানে ভরসা রাখুন Pain Cure - এর উন্নত চিকিৎসায়।
বিস্তারিত জানতে কল দিনঃ 01334-913597

31/08/2025

এই ভাই ১২ বছর ধরে PLID জনিত তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন, নিজে নিজে বসা-দাঁড়ানোও ছিল তার কাছে স্বপ্নের মত! PainCure - We Cure Pain -এ ওজোন থেরাপি ও আধুনিক চিকিৎসায় আজ তিনি হাঁটছেন, নিজের কাজ নিজেই করছেন!!
বিস্তারিত শুনুন তার বড় ভাইয়ের মুখে।
আরো জানতে সরাসরি কল দিনঃ 01334-913580

31/08/2025

এই আংকেল ইন্ডয়া সহ বহু জায়গায় চিকিৎসা নিয়েও কোন ফলাফল পান নি, অবশেষে PainCure - We Cure Pain থেকে চিকিৎসা দেয়ার মাধ্যমে আমরা তার মুখে হাসি ফুটাতে পেরেছি। বিস্তারিত শুনুন রোগীর মুখেই!
যার ব্যথার সমস্যায় চিকিৎসার পরও কোন ফলাফল পাচ্ছে না - তারা যোগাযোগ করুনঃ 01988-899936

21/08/2025

ওজোন বা ওজোন থেরাপি কি টক্সিক ?

ওজোন থেরাপি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ওজোন গ্যাস (O₃) নিয়ন্ত্রিতভাবে শরীরে প্রয়োগ করা হয়। এর ফলে শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, প্রদাহ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ওজোন থেরাপি নিয়ে যে কোন সমস্যায় পরামর্শ পেতে সরাসরি কল দিনঃ 01711-794071
#ওজোন_থেরাপি

14/08/2025

একজন সন্মানিত রোগী - তিনি ২ বছর ধরে তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন, ঠিকমতো হাঁটতে পারতেন না, ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যেতো।
PainCure - We Cure Pain থেকে উন্নত চিকিৎসা নেয়ার মাত্র ৫ দিনের মধ্যে তিনি ৭০% সুস্থ!
তাকে ট্রিটমেন্ট দিয়েছেন Dr. Saiful Islam , PT ও ডাঃ জাকির হোসেন পন্ডিত। বর্তমানে তিনি সুস্থ আছেন।
কোমর ব্যথা নিয়ে যে কোন সমস্যায় পরামর্শ পেতে সরাসরি কল দিনঃ 01711-794071

05/08/2025

আমাদের সম্মানিত পেশেন্ট যখন প্রথমবার আমাদের সেন্টারে এসেছিলেন, তখন তিনি হুইলচেয়ারে করে নিয়ে আসতে হয়েছিলো।

✅তিনি মূলত একটি মারাত্মক রোগ জিবিএস (GBS) ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি একটি হাসপাতালে ভর্তিও ছিলেন, কিন্তু তেমন কোনোরকম সাফল্য পান নি বা সুস্থ হন নি।

✅কিন্তু, আমাদের সেন্টারে আসার পর আমাদের দক্ষ ফিজিওথেরপিস্টের সহায়তায় নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে মাত্র ১৫ দিনের মাথায় ঠিক হতে থাকলেন 💪।

✅এরপর আস্তে আস্তে করে তিনি আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করা শুরু করেন 🚶‍♂️ যা আপনি আমাদের এই ভিডিওতে নিজেই দেখতে পাচ্ছেন।

আমরা উনার এমন অভাবনীয় উন্নতি দেখে আসলেই অনেক আনন্দিত হয়েছিলাম 😊।

এভাবেই আমরা সবসময় আমাদের সম্মানিত পেশেন্টদের সমস্যা নির্ধারণ করে সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করে থাকি। তাই আমাদের বিশ্বাস, আমরা আপনার সমস্যা সমাধান করে দিবো ইনশাআল্লাহ্‌ ✨।

আমাদের সাথে যেকোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন।

আমাদের ঠিকানা

নিউরোফিট, উত্তরা
ঠিকানাঃ হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০
📍 চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন: 📱 01753-562762

30/07/2025

Address

House No/25/E, Road No/lake Drive Road, Sector 07, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful Islam , PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saiful Islam , PT:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram