10/11/2025
আলহামদুলিল্লাহ, চায়না ট্যুর শেষ করে দেশে ফিরলাম। অনেকদিন চেম্বার করতে পারি নাই। ইনশাআল্লাহ আবারও পুরো উদ্যমে প্রাক্টিস শুরু করেছি।
তবে চায়না ভ্রমণ নিয়ে কিছু লিখব ধাপে ধাপে। চায়না দেশ হিসেবে বলা যায় সফল একটা দেশ। ওখানে ধনী গরিব বৈষম্য একেবারেই কম। প্রায় সব মানুষই স্বচ্ছল। ছেলে মেয়ে সবাই সমান তালে কাজ করে। সবাই ভাল ড্রেস আপ পরে ,সবার পায়ে কেডস জুতা। ব্যক্তিগত প্রাইভেট গাড়ি কম। প্রায় সবার ইলেক্ট্রিক মটর সাইকেল আছে। দূরের পথ সবাই মেট্রোতে যাতায়াত করে। মেট্রো স্টেশনে হাজার হাজার ইলেক্ট্রিক মটর সাইকেল রেখে কাজে যায়।
চাইনিজরা খেতে খুব পছন্দ করে, তবে মেদভুড়ি ওয়ালা কোন চাইনিজ লোক কোথাও দেখি নাই। তেল খুবই কম খায়। চায়নার খাদ্যাভাস বা খাবার ধরন অত্যান্ত বিস্তৃত।তারা প্রচুর হাঁটে। গড় আয়ু ৭৯ এর কাছাকাছি। চিকিৎসার ক্ষেত্রে তারা অধিকাংশ চাইনিজ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহন করে। নরমাল হাসপাতাল লোকজন প্রায় নেই বলা চলে।
চায়নার টেকনোলজি অনেক উন্নত। সারা পৃথিবীর ৭০% বুলেট ট্রেন চায়নায়। ১৪৫ কিলোমিটার পথ ৩০ মিনিটে পৌছে গেছি। বুলেট ট্রেনে কোন ঝাকি ঝাক্কা নেই। মনে হবে ঘরে বসে আছেন।
চায়না মানেই অতি উচু উচু বিল্ডিং। অল্প জায়গায় প্রচুর লোকজন বসবাস করে খুবই সুন্দরভাবে। সবকিছু অত্যন্ত পরিষ্কার।
চায়না অনেক বড় দেশ হলেও পশ্চিমে ( অর্ধেক অংশ ) পানি স্বল্পতার কারণে তেমন লোক থাকে না। পূর্ব পাশ্বে প্রায় ৯৫% লোক বসবাস করে।
চায়নার মানুষ খুবই সাহায্যকারী। তবে সেখানে ধর্ম চর্চা এবং রাজনৈতিক চর্চা দুটোই প্রায় অচল।
চাইনিজরা চায়না ভাষার বাহিরে অন্য ভাষা কম বুঝে। ইংরেজি ভাষা খুব কমই পারে। তাই নতুন কেউ চায়নায় গেলে ভাষা এবং খাদ্যাভ্যাস নিয়ে কিছুটা সমস্যায় পরে যায়। যদিও কিছুদিন পরে ঠিক হয়ে যায়।