Dr. Reaz Mahmud - Orthopaedic Surgeon

Dr. Reaz Mahmud - Orthopaedic Surgeon Orthopaedic, Trauma & Joint Replacement Surgeon

প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত নিয়মিত চেম্বার "ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়ে...
19/04/2025

প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত নিয়মিত চেম্বার "ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ" ভবন নং-১

08/04/2025

চেম্বার শিডিউলঃ
১। রয়েল ম্যাক্স হাসপাতাল লি; ডগাইর মেইন রোড, কোনাপাড়া, ডেমরা, ঢাকা। শনি, সোম ও বুধবার, রাত ৮:০০-১০:০০ টা
২। কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার; মিন্টু চত্বর, তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা গলি, নিউ টাউন, মাতুয়াইল, ঢাকা। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০-৯:০০ টা, অন্যান্য দিন অনকল সন্ধ্যা ৭:০০-৮:০০ টা।
*** এপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ 01898201466

Send a message to learn more

Attending 17th National Conference on Hand Surgery, BDSSHCON 2024
15/11/2024

Attending 17th National Conference on Hand Surgery, BDSSHCON 2024

07/10/2024

Now you can connet to my WhatsApp channel & get updates!

এখন থেকে চাইলে বাসা থেকেই নতুন/পুরনো রোগী কনসালটেশন বা ফলোআপ করতে পারবেন যত্ন এপের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখু...
03/10/2024

এখন থেকে চাইলে বাসা থেকেই নতুন/পুরনো রোগী কনসালটেশন বা ফলোআপ করতে পারবেন যত্ন এপের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।

website: www.reazmahmud.comfb page: https://www.facebook.com/profile.php?id=61565810800634&mibextid=LQQJ4dinstagram: www.instagram.com/in/dr.reazmahmudlinked...

রিকেটস রোগ কী শুধু ভিটামিন-ডি এর অভাবেই হয়? রিকেটস রোগে শিশুদের হাড়ের গঠন দুর্বল হয়, হাড় বাঁকা হয়ে যায়। এছাড়াও শিশুর শার...
27/09/2024

রিকেটস রোগ কী শুধু ভিটামিন-ডি এর অভাবেই হয়?
রিকেটস রোগে শিশুদের হাড়ের গঠন দুর্বল হয়, হাড় বাঁকা হয়ে যায়। এছাড়াও শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।

রিকেটস এর লক্ষণ
- শিশুর পা বাঁকা হওয়া
- হাতের কবজি এবং পায়ের গোড়ালি মোটা হয়ে যাওয়া
- শারীরিক বৃদ্ধি ব্যহত হওয়া
- হাড়ে ব্যথা
- মাংসপেশীর দুর্বলতা

রিকেটস এর কারণসমূহ
প্রধাণত ভিটামিন-ডি এর অভাবে হয়। ছাড়াও ক্যালসিয়াম এর অভাব এবং জিনগত কারনেও রিকেটস হতে পারে।

রিকেটস হয়েছে বোঝা যাবে কিভাবে?
শিশুর শারিরীক পরীক্ষা, ল্যাব ইনভেস্টিগেশন, এক্সরে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করা হয়।

চিকিৎসা কিভাবে করা হয়?
মূলত ভিটামিন-ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত রোদের আলোয় রাখা রিকেটস চিকিৎসার মূল ভিত্তি। ছাড়াও প্রয়োজনে অন্যান্য ঔষধ, ক্ষেত্রবিশেষে সার্জারির প্রয়োজন হতে পারে।

রিকেটস মূলত শিশুর শারিরীক গঠনে ভিটামিন-ডি, ক্যালসিয়াম এর অভাবে হলেও জিনগত কারন, অপর্যাপ্ত রোদের আলো, অপুষ্টিকর খাবার, গর্ভবতী মায়ের অপুষ্টি এবং ভিটামিন-ডি এর ঘাটতির কারনেও হতে পারে। রিকেটস প্রতিরোধে মায়ের গর্ভকালীন সময় থেকেই সচেতনতা জরুরী। শিশুর মধ্যে রিকেটস এর লক্ষন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

25/09/2024

কিশোর বয়সের কুচকিতে ব্যথা এবং খুড়িয়ে হাটা- স্লিপড ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস!

আপনার সদ্য টিনেজ কিশোর/কিশোরী কি হাটু/কুচকিতে ব্যথার কথা বলছে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে? হতে পারে সে স্লিপড ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস সমস্যায় ভুগছে।
স্লিপড ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস কী?
উরুর হাড়ের উপরের অংশে বলের মত দেখতে মাথাটি পেলভিসের সকেটে বসে হিপ জয়েন্ট তৈরি করে। জন্মের পর গোল বলের মাথাটি উরুর হাড়ের সাথে সরাসরি সংযুক্ত থাকে না। এর মাঝে থাকে গ্রোথ প্লেট (যেখানে নতুন হাড় তৈরি হয়) যাকে বলা হয় ফাইসিস। এর উপরের অংশকে বলা হয় এপিফাইসিস। এই এপিফাইসিস যদি কোন কারনে পেছন দিকে সরে যায় তাহলে তাকে স্লিপড ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস।
কাদের হয়ে থাকে?
সাধারণত ১০-১৪ বছর বয়সের কিশোর/কিশোরীদের হয়ে থাকে।
কী কী কারণে হয়ে থাকে?
ক) বয়সন্ধীকালে যখন হঠাৎ দ্রুত শারীরিক বৃদ্ধি হয়ে থাকে তখন হতে পারে।
খ) যাদের পরিবারে ইতোপূর্বে এই ধরণের সমস্যা হয়েছে তাদের ঝুকি বেশি থাকে।
গ) উচ্চতা অনুযায়ী অতিরিক্ত ওজন।
ঘ) হরমোনজনিতঃ হাইপোথাইরয়েডিজম বা গ্রোথ হরমোন ঘাটতি।
লক্ষণ সমূহঃ
১) তীব্র কুচকিতে ব্যথা
২) খুঁড়িয়ে হাঁটা/হাঁটতে না পারা
৩) হাটুতে বা উরুর সামনের দিকে ব্যথা (অনেক ক্ষেত্রে কুচকি ব্যথার দুই সপ্তাহ আগে থেকে হাটুতে ব্যথা হতে পারে)
৪) জয়েন্ট নড়াচড়া করতে কষ্ট হওয়া/না পারা
৫) এক পা ছোট হয়ে যাওয়া।
রোগ নির্ণয়ঃ
সাধারণত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, এক্সরে এবং প্রয়োজনে এমআরআই বা বোন স্ক্যান এর মাধ্যমে করা হয়ে থাকে।
চিকিৎসাঃ
অধিকাংশ ক্ষেত্রেই সার্জারি করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে (রোগের তীব্রতা অনুযায়ী) পূর্ণ শারীরিক বিশ্রাম এবং ঔষধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব।
যদি আপনার বয়সন্ধীকালের কিশোর/কিশোরি হঠাৎ করেই কুচকি ব্যথা, হাটতে কষ্ট হওয়া/না পারা, এক পা ছোট হয়ে যাওয়া সমস্যার কথা বলে, তাহলে আজই একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন। মনে রাখবেন, কখনো এই সমস্যা শুধুমাত্র হাটু কিংবা উরু ব্যথা নিয়েও প্রকাশ পেতে পারে।

নবজাতকের একটি পা কি ছোট মনে হচ্ছে, অথবা শিশু একটু খুঁড়িয়ে হাঁটছে? হতে পারে আপনার শিশু/নবজাতক হিপ ডিসপ্লাসিয়াতে আক্রান্ত।...
23/09/2024

নবজাতকের একটি পা কি ছোট মনে হচ্ছে, অথবা শিশু একটু খুঁড়িয়ে হাঁটছে? হতে পারে আপনার শিশু/নবজাতক হিপ ডিসপ্লাসিয়াতে আক্রান্ত।

DDH / ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ কী?
নবজাতক বা শিশুর হিপ জয়েন্ট (কোমর) এর বেশ কিছু ধরণের জন্মগত সমস্যাকে একত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসিটাবুলাম এর গভীরতা কমে যাওয়া থেকে হিপ ডিসলোকেশন পর্যন্ত হতে পারে।

কারণ এবং ঝুঁকিসমূহঃ
* গর্ভে শিশু উল্টে থাকা
* প্রথম শিশুদের ক্ষেত্রে
* মেয়ে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি
* পারিবারিক/ জিনগত কারণে ঝুঁকি বাড়ে

লক্ষণসমূহঃ
নবজাতকের ক্ষেত্রে- এক পা ছোট থাকা, উরুর চামড়ার ভাঁজে অসমতা, আক্রান্ত পায়ের নড়াচড়ায় সমস্যা ইত্যাদি
শিশুদের ক্ষেত্রে- খুঁড়িয়ে হাঁটা, হাসের মত পা ফেলে হাঁটা, এক পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে হাঁটা ইত্যাদি

রোগ নির্ণয়ঃ
* নবজাতকের ক্ষেত্রে- ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে
* ৬ মাসের কম শিশুদের ক্ষেত্রে- হিপের আল্ট্রাসনোগ্রাম
* এক্সরে হিপ - বড় শিশুদের ক্ষেত্রে

চিকিৎসাঃ
শিশুর বয়স, রোগের মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে চিকিৎসার ধরণ নির্ধারন করা হয়।

করণীয়ঃ
আপনার নবজাতক / শিশুর মধ্যে উল্লেখিত কোন ধরণের অসংলগ্নতা পরিলক্ষিত হলে অতিদ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

21/09/2024
Welcome to my page!
20/09/2024

Welcome to my page!

Address

Dhaka
1362

Opening Hours

Tuesday 19:30 - 23:00
Thursday 19:30 - 23:00
Friday 19:30 - 23:00
Saturday 19:30 - 23:00
Sunday 19:30 - 23:00

Telephone

+8801760211955

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Reaz Mahmud - Orthopaedic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Reaz Mahmud - Orthopaedic Surgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category