23/10/2024
Urgent Recruitment!!
ই-কমার্স/Social Media প্ল্যাটফর্মে ‘মেডিকেল কন্টেন্ট রাইটার’ হিসেবে কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতা আছে এমন অভিজ্ঞ ক্যান্ডিডেট প্রয়োজন।
কোম্পানিঃ The Pharma 360
দায়িত্বসমূহ:
• স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু (যেমন: রোগ, চিকিৎসা, ঔষধ ইত্যাদি) রিসার্চ করা।
• Social Media এবং ই-কমার্স সাইটের জন্য প্রোডাক্টের বর্ণনা, ব্লগ এবং অন্যান্য কন্টেন্ট লেখার দক্ষতা।
• Research Based & Marketing based তথ্যবহুল কন্টেন্ট তৈরি করা।
• সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিং টিমের সঙ্গে কাজ করার মাধ্যমে কন্টেন্টের মান বৃদ্ধি করা।
• স্বাস্থ্যসেবার সাম্প্রতিক বিষয়বস্তু এবং গবেষণা অনুযায়ী কন্টেন্ট প্রস্তুত করা।
যোগ্যতা:
• M. Pharm/MBBS (Highly competent ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ডিগ্রি শিথিলযোগ্য)
• ই-কমার্স প্ল্যাটফর্মে কন্টেন্ট রাইটিং এর ২+ বছরের অভিজ্ঞতা।
• স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিষয়ক কন্টেন্ট লেখার অভিজ্ঞতা।
• SEO ও কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা।
• বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার লেখার দক্ষতা।
• সময়ানুবর্তীতা এবং দায়িত্বশীল মনোভাব।
• Female ক্যান্ডিডেট অগ্রাধিকার পাবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
অতিরিক্ত সুবিধা:
• স্বাস্থ্যসেবা বিষয়ে নতুন কৌশল ও ট্রেন্ড সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ।
• ইসলামিক কর্মপরিবেশ।
• বাৎসরিক ৩ টি বোনাস।
• লাঞ্চ (50% Subsidized)
আবেদন করার নিয়ম:
আপনি এই পদের জন্য নিজেকে যদি ১০০% যোগ্য মনে করেন তবে আপনার আপডেটেড রিজুমি এবং সাম্প্রতিক কন্টেন্টসহ (Portfolio Link) ‘thepharma360@gmail.com’-এ ইমেইল করুন।
আবেদনের শেষ তারিখ: ২৬.১০.২০২৪
ইনশাআল্লাহ্ Highly competent ক্যান্ডিডেটদের মাঝ থেকে অতি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।