Unani Ayurvedic Medicine

Unani Ayurvedic Medicine আপনার সেবাই সর্বক্ষণ আমাদের ডাক্তার ?

শ্বেতী রোগে কার্যকরী মেডিসিন  ক্যাপসুল বরছীনাবর্ণনাঃক্যাপসুল  বরছীনা Psoralea corylifolia , Terminalia chebula, Zingiber...
12/09/2025

শ্বেতী রোগে কার্যকরী মেডিসিন ক্যাপসুল বরছীনা
বর্ণনাঃক্যাপসুল বরছীনা
Psoralea corylifolia , Terminalia chebula, Zingiber officinale ও অন্যান্য মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানী মেডিসিন যা মেলানিন উৎপাদনকারী কোষ এর শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বকের স্বাভাবিক রঞ্জন সৃষ্টি প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।ক্যাপসুল বরছীনা রক্ত পরিশোধন করে এবং ত্বকের ফটোসেনসিটিভিটি (আলোর প্রতি সংবেদনশীলতা ও উত্তেজনা) দূর করে। এটি শ্বেতী রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী মেডিসিন।
সেবনবিধি: ১-২ ক্যাপসুল দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

বিঃদ্রঃ মেডিসিনটি সেবনের পৃর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মেডিসিনটি নিয়ে এসেছে কেনার আগে অবশ্যই ভালো কোম্পানির মেডিসিনটি নিবেন।
প্রতি নিয়মিত স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ পেতে সাথেই থাকুন।

#শ্বেতী #রোগীর #ন্যাচারাল #চিকিৎসা #ইউনানী #মেডিসিন

পেটের সকল সমস্যায় কার্কারী আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার। পেটের সমস্যা বলতে সাধারণত হজমের গোলযোগ, বদহজম, পেটে ব্যথা,...
23/08/2025

পেটের সকল সমস্যায় কার্কারী আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার।
পেটের সমস্যা বলতে সাধারণত হজমের গোলযোগ, বদহজম, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাকে বোঝায়। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হতে পারে, যেমন- খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, বা কোনো রোগের কারণে। এই সমস্যাগুলো সহজ সমাধান হলো আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার ।
বর্ণনা: ত্রিফলা পাউডার আমলকী, হরীতকী ও বহেড়ার সমন্বয়ে প্রস্তুত অনন্য আয়ুর্বেদিক মেডিসিন। ইহা বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি ও হৃদরোগে কার্যকরী। ইহা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, অর্শ ও চর্ম রোগে সুফলদায়ক। হরীতকী কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা উপশম করে। আমলকীতে বিদ্যমান ভিটামিন সি ও ফাইলেম্বিক এসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বহেড়ায় বিদ্যমান মেনিটল মূত্রতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে।
উপাদান: Phyllanthus emblica, Terminalia chebula & Terminalia bellirica.
নির্দেশনা: বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, চর্মরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি।
সেবনবিধি: ১ থেকে ২ চা চামচ এক কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ২০০ গ্রাম।
মূল্য: ২০০ গ্রাম ৪০০.০০ টাকা
বিঃদ্রঃ এই মেডিসিনটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে সেবন করার পৃর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।
প্রতিনিয়ত স্বাস্থ্য এবং ইউনানী, আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন।
m.facebook.com/unaniayurvedicmedicine

#ত্রিফলা #এসিডিটি #গ্যাস্ট্রিক #বদহজ #কোষ্ঠকাঠিন্য #থেকে #চির #মুক্তি #ন্যাচারাল #মেডিসিন #ত্রিফলা #পাউড়ার

অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান তাহলে সেবন করুন সফূফ সুসী।  আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি...
22/08/2025

অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান তাহলে সেবন করুন সফূফ সুসী।
আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে।এর কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষই খাদ্যাভ্যাস এমনভাবে গড়ে তুলেছি যে, আমাদের সব সময় পেটে অ্যাসিডিটি তৈরি হয়ে থাকে। অ্যাসিডিটির সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকলে তা ধীরে ধীরে আলসারে রূপ নেয়, যা মারাত্নক ক্ষতিকর। অ্যাসিডিটি এবং আলসার নিরাময়ের জন্য সর্বোত্তম ন্যাচারাল মেডিসিন সফূফ সুসী।
বর্ণনা: সফূফ সুসী পাউডার জাতীয় ন্যাচারাল মেডিসিন। এটি মূলত ভেষজ উদ্ভিদ যষ্টিমধু দিয়ে প্রস্তুতকৃত মেডিসিন , যা দীর্ঘদিন যাবৎ পেপটিক আলসার (পাকস্থলী ও ডিওডেনাল আলসার) এবং অ্যাসিডিটি নিরাময়ের জন্য বর্তমান বিশ্ব বাজারের সর্বাধিক গ্রহণযোগ্য একটি আধুনিক, অনন্য, নিরাপদ ও নিশ্চিত কার্যকরী মেডিসিন।
উপাদান: Glycyrrhiza glabra root , Glycyrrhiza glabra extract & others ingredients.
নির্দেশনা: পেপটিক আলসার (পাকস্থলী ও ডিওডেনাল আলসার), অম্লাধিক্য, পাকস্থলীর ব্যথা।
সেবনবিধি: ১-২ চা চামচ দৈনিক ২ বার আহারের পূর্বে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: সফূফ সুসীর উপাদান যষ্টিমধু এর প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ১০০ গ্রাম।
মূল্য: ১০০ গ্রাম ৩০০.০০ টাকা
বিঃদ্রঃ এই মেডিসিনটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে সেবন করার পৃর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।
প্রতিনিয়ত স্বাস্থ্য এবং ইউনানী, আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন।
m.facebook.com/unaniayurvedicmedicine

#এসিডিটি #গ্যাস্ট্রিক #থেকে #চির #মুক্তি #ন্যাচারাল #মেডিসিন #সফূফ #সূসী Everyone Al-amin Sarkar Anik Shafiul Islam Shahin DrShafiqul Homeopath Maisa Aktar

শারীরিক দুর্বলতায় অর্থাৎ অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা মানুষকে খুব সহজে চাঙ্গা করতে পারে ভেষজ উদ্ভিদ বেড়েলা। পরিচিতঃBotanica...
03/08/2025

শারীরিক দুর্বলতায় অর্থাৎ অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা মানুষকে খুব সহজে চাঙ্গা করতে পারে ভেষজ উদ্ভিদ বেড়েলা।
পরিচিতঃBotanical Name: Sida cordifolia L. English Name: Country mallow, Family Name: Malvaceae। বেড়েলা বর্ষজীবী ঝোপজাতীয় গাছ। সাধারণত পতিত জমিতে জন্মে। গাছ প্রায় ৪ ফুটের কাছাকাছি উঁচু হতে দেখা যায়। বর্ষার প্রারম্ভে গাছ হয়, মে জুন মাস থেকে ফুল উৎপন্ন হতে শুরু করে। পাতা ৪-৬ সেমি লম্বা, হৃদপিন্ডাকৃতির অগ্রভাগ ক্রমশ সরু ও লোমযুক্ত। ডাঁটা পাতার সমান লম্বা। বেড়েলা দুই ধরনের হয়ে থাকে শ্বেত বেড়েলা (Sida cordifolia)এবং পীত বরড়েলা (Sida rhombifolia) হলুদ ফুল হয় যে গাছে তাকে পীত বেড়েলা এবং সাদা ফুল বিশিষ্ট গাছকে শ্বেত বেড়েলা বলা হয়ে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হলো বলারিষ্ট যার প্রদান উপাদান হলো Sida cordifolia (বেড়েলা)। বলারিষ্ট সাধারণ শক্তিবর্ধক এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকারী।
ফাইটোকেমিস্ট্রিঃ βফেনিথাইলামাইন , এফিড্রিন , সিউডোএফেড্রিন , এস -(+)- এন বি- মিথাইলট্রিপটোফান মিথাইল এস্টার, হাইপাফোরিন , ভ্যাসিসিনোন , ভ্যাসিসিনল , কোলিন এবং বিটেইন।
উপকারিতাঃ অপুষ্টির, শুক্রতারল্য, স্বরভঙ্গ, হৃদরোগের ঝুঁকি হ্রাস, বাত ব্যথা, ফোঁড়া, হৃদপিন্ডের ধড়ফড়ানি, প্রসাবের জটিলতা ইত্যাদি রোগে কার্যকারী।
বেড়েলার ব্যবহারঃ
১. অপুষ্টিজনিত দুর্বলতা: অপুষ্টির কারণে শরীর দুর্বল হয়ে গেলে, শ্বেত বেড়েলা মূলের চূর্ণ দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
অথবা বরড়েলার পাতা ১০-১২ টি নিয়ে রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে কচলিয়ে খালি পেটে খেলে শুক্রতারল্য, দুর্বলতা এবং পরিশ্রমে হাঁপিয়ে ওঠা মানুষকে খুব সহজে চাঙ্গা করতে পারে।
২. হৃদপিন্ডের ধড়ফড়ানিঃ হৃদপিন্ডের ধড়ফড়ানিতে বেড়েলার মূলের ছালচূর্ণ পরিমাণমত দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৩. প্রসাবের জটিলতাঃ প্রসাবের জটিলতায় মূলের ছাল ভালভাবে সিদ্ধ করে পানির সাথে মিশিয়ে খেলে উপকারি এবং আটকে থাকা প্রসাব সহজে হয়ে যায়।
৪. ফোঁড়াঃ ফোঁড়া উঠে পাকতে দেরি হচ্ছে তাহলে বেড়েলা গাছের মূল বেঁটে ফোঁড়ার চারপাশে লাগিয়ে রাখলে দ্রুত পেকে যাবে অথবা বসে যাবে পরে বেড়েলার পাতা বেঁটে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত ক্ষত ভালো হয়।

বিঃদ্রঃ বেড়েলা সেবন করার পৃর্বে অবশ্যই রেজিস্টার্ড ইউনানী অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।
প্রতিনিয়ত স্বাস্থ্য এবং ইউনানী, আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন।
m.facebook.com/unaniayurvedicmedicine

একজন পুরুষের প্রতিনিয়ত সফেদ মুসলি খাওয়া উচিৎ। ন্যাচালাল চিকিৎসায়, সফেদ মুসলি পুরুষদের শক্তি এবং যৌন স্বাস্থ্য বৃদ্ধির জন...
02/08/2025

একজন পুরুষের প্রতিনিয়ত সফেদ মুসলি খাওয়া উচিৎ। ন্যাচালাল চিকিৎসায়, সফেদ মুসলি পুরুষদের শক্তি এবং যৌন স্বাস্থ্য বৃদ্ধির জন্য মূল্যবান । এটি পুরুষ হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যৌন ও শারীরিক স্বাস্থ্যকে সমর্থন করে। এই ভেষজটি শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি কমায় এবং যৌন কর্মক্ষমতা উন্নত করে।

সফেদ মুসলি ভারতে পাওয়া একটি ঐতিহ্যবাহী ভেষজ।
পুরুষদের জন্য সফেদ মুসলির উপকারিতাঃ
১. ইরেক্টাইল ডিসফাংশনঃ উত্থানজনিত কর্মহীনতার চিকিৎসায় এর কার্যকারিতার জন্য সফেদ মুসলি অত্যন্ত মূল্যবান । এটি যৌনাঙ্গে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যা উত্থান অর্জন এবং বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুরুষদের জন্য সফেদ মুসলির ব্যবহারকে বিশেষ করে যারা এই অবস্থার সাথে লড়াই করছেন তাদের জন্য উপকারী করে তোলে।
২. যৌন কর্মক্ষমতা উন্নত করাঃ এই ভেষজটি তার কামোদ্দীপক বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিকভাবে কামশক্তির মাত্রা বাড়াতে পরিচিত । নিয়মিত সেবন যৌন আকাঙ্ক্ষা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে, যা তাদের যৌন স্বাস্থ্য উন্নত করতে চাওয়া পুরুষদের কাছে এটি একটি জনপ্রিয় পছন্দ করে তোলে।
৩. স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করেঃ সফেদ মুসলি মানসিক চাপ ব্যবস্থাপনায়ও ভূমিকা রাখে। এটি মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা কমাতে সাহায্য করে, যা যৌন স্বাস্থ্য এবং টেস্টোস্টেরনের মাত্রার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। মনকে শান্ত করে, সফেদ মুসলি টেস্টোস্টেরনের মাত্রা একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা যায়।
৪. পুরুষদের পেশী তৈরি করেঃ পেশী গঠনে আগ্রহীদের জন্য , সফেদ মুসলি পেশী বৃদ্ধি এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এটি শরীরের মধ্যে প্রোটিন সংশ্লেষণকে উৎসাহিত করে পেশী ভরের প্রাকৃতিক বৃদ্ধিকে সমর্থন করে, যা ক্রীড়াবিদ এবং বডি বিল্ডারদের জন্য এটি একটি দরকারী সম্পূরক করে তোলে।
৫. আর্থ্রাইটিসের লক্ষণ কমায়ঃ সফেদ মুসলির প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য জয়েন্টের প্রদাহ এবং আর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত ব্যথা কমাতে সাহায্য করে। এটি জয়েন্টের গতিশীলতা উন্নত করতে এবং অস্বস্তি কমাতে এটিকে উপকারী করে তোলে।
৬. ক্যান্সারের লক্ষণ কমায়ঃ কিছু গবেষণায় দেখা গেছে যে সফেদ মুসলির সম্ভাব্য ক্যান্সার-বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে, বিশেষ করে নির্দিষ্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে। তবে, সুনির্দিষ্ট উপকারিতা প্রতিষ্ঠার জন্য এই ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।
৭. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করুনঃ সফেদ মুসলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে জানা যায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এটি ইনসুলিন সংবেদনশীলতা এবং গ্লুকোজ বিপাক উন্নত করতে সহায়তা করে।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতাঃ সফেদ মুসলির আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা । এটি রোগের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে।
৯. ডায়রিয়াঃ সফেদ মুসলি এর বাঁধাই এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের কারণে ডায়রিয়ার চিকিৎসায় সাহায্য করে, যা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থেকে মুক্তি দেয় এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে।
১০. হৃদরোগের উন্নতি করেঃ সফেদ মুসলি হৃদরোগের স্বাস্থ্যের জন্যও সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর উচ্চ স্যাপোনিন উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। উপরন্তু, এই ভেষজের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ধমনীর ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

প্রয়োজন যোগাযোগ করুন আমাদের সাথে।

ব্যথা কমানোর একটা ম্যাজিক তেল কথায় নয় কাজে পরিচয়।  দাম মাত্র ৫৫.০০৳।
25/07/2025

ব্যথা কমানোর একটা ম্যাজিক তেল কথায় নয় কাজে পরিচয়। দাম মাত্র ৫৫.০০৳।

এন-পেইন ওয়েল (N-Pain oil)ন্যাচারাল ব্যথানাশক তেল বর্ণনা: এন-পেইন ওয়েল (N-Pain oil) বিভিন্ন মূল্যবান ওষুধি উদ্ভিদের অনন্য...
25/07/2025

এন-পেইন ওয়েল (N-Pain oil)
ন্যাচারাল ব্যথানাশক তেল
বর্ণনা: এন-পেইন ওয়েল (N-Pain oil) বিভিন্ন মূল্যবান ওষুধি উদ্ভিদের অনন্য সমন্বয়ে প্রস্তুত ন্যাচারাল ওষুধ। যা কোমর ব্যথা, সন্ধি বেদনা, সায়াটিকা এবং বাত ব্যথা উপশমে কার্যকরী। এতে ব্যবহৃত প্রাকৃতিক উপাদান প্রদাহ, কোমর ব্যথা এবং বাতব্যথা নিরাময়ে সুফলদায়ক।
নির্দেশনা: কোমর ব্যথা, বাত ব্যথা, সায়াটিকা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস।
ব্যবহারবিধি: প্রয়োজনমত ব্যথার স্থানে বাহ্যিকভাবে লাগিয়ে গরম সেক দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন। চোখের ভিতর দিবেন না।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্লাষ্টিক ড্রপারে ১০ মিলি তেল।
মূল্য: ১০ মিলি তেল ৫৫.০০ টাকা

দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকরী শিরাপ কুড়চিযে সকল রোগে কাজ করে : দীর্ঘমেয়াদী আমাশয়, রক্ত আমাশয়, আই ...
06/07/2025

দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকরী শিরাপ কুড়চি

যে সকল রোগে কাজ করে : দীর্ঘমেয়াদী আমাশয়, রক্ত আমাশয়, আই বি এস, ডায়রিয়া।

সেবনবিধি: প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক ২-৩ বার সেব্য অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গোত্থানজনিত সমস্যা) এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক ওষুধ আম্বর মোমিয়ায়ীযে সকল রোগে কাজ করে :  স্না...
02/07/2025

ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গোত্থানজনিত সমস্যা) এর চিকিৎসায় কার্যকরী প্রাকৃতিক ওষুধ আম্বর মোমিয়ায়ী
যে সকল রোগে কাজ করে : স্নায়বিক দুর্বলতা, লিঙ্গোত্থানজনিত সমস্যা, শুক্রতারল্য, বীর্য উৎপাদনে ত্রুটি

সেবনবিধি: ১ ট্যাবলেট দৈনিক ২ বার দুধসহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, শুক্রাল্পতা ও শুক্রতারল্য দূর করে এমন কার্যকারী নিরাপদ মেডিসিন হলো লুবূব কবীর।যে সকল উপ...
01/07/2025

যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, শুক্রাল্পতা ও শুক্রতারল্য দূর করে এমন কার্যকারী নিরাপদ মেডিসিন হলো লুবূব কবীর।
যে সকল উপাদানে তৈরি: প্রতি ৫ গ্রামে আছে-
Orchis latifolia 62.50 mg, Cocos nucifera 62.50 mg, Papaver somniferum (seed) 62.50 mg, Pistacia vera 31.25 mg, Prunus amygdalus (pericarp) 31.25 mg, Juglans regia 62.50 mg & other ingredients Q.S.
যে সকল রোগে কাজ করে: সাধারণ দুর্বলতা, যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, শুক্রস্বল্পতা, শুক্রতারল্য, যৌনাকাঙ্খা হ্রাস।
সেবনবিধি: ১-২ চা চামচ দৈনিক ১ বার দুধ/মধুসহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

দ্রুত বীর্যস্খলনঃ দ্রুত বীর্যস্খলন (Premature Ej*******on) একটি সাধারণ যৌন সমস্যা, যেখানে একজন পুরুষ সঙ্গমের সময় বা তার...
30/06/2025

দ্রুত বীর্যস্খলনঃ দ্রুত বীর্যস্খলন (Premature Ej*******on) একটি সাধারণ যৌন সমস্যা, যেখানে একজন পুরুষ সঙ্গমের সময় বা তার আগে খুব দ্রুত বীর্যপাত করে, যা সঙ্গীর প্রত্যাশার চেয়ে কম সময় স্থায়ী হয়। এর ফলে মানসিক চাপ, উদ্বেগ, এবং সম্পর্কের অবনতি হতে পারে।
মনে রাখবেন, দ্রুত বীর্যস্খলন একটি সাধারণ সমস্যা এবং এর চিকিৎসা সম্ভব। সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
শুক্রতারল্য এবং দ্রুত বীর্যস্খলন রোধ করে কার্যকারী মেডিসিন মা’জুন মুমসিক।
যে সকল উপাদানে তৈরি: প্রতি ৫ গ্রামে আছে Ambra grasea 20.85 mg, Prunus amygdalus 166.65 mg, Corylus avellana 166.65 mg, Pinus gerardiana 166.65 mg, Juglans regia 166.65 mg, Lactuca sativa 166.65 mg, Myristica fragrans (nut) 111.11 mg, Myristica fragrans (arillus) 111.11 mg & other ingredients Q.S.
যে সকল রোগে কাজ করে: শুক্রমেহ, যৌন দুর্বলতা, দ্রুত বীর্যস্খলন।
সেবনবিধি: ১ চা চামচ দৈনিক ১-২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

খাবারের রুচি বৃদ্ধি,পেট ফাঁপা ও বদহজম নিরাময়ে অত্যন্ত কার্যকরী ন্যাচারাল মেডিসিন হলো রুচিপাউড়ার। বর্ণনা: রুচিপাউডার  অরু...
18/06/2025

খাবারের রুচি বৃদ্ধি,পেট ফাঁপা ও বদহজম
নিরাময়ে অত্যন্ত কার্যকরী ন্যাচারাল মেডিসিন হলো রুচিপাউড়ার।

বর্ণনা: রুচিপাউডার অরুচি, পেট ফাঁপা,
বমিভাব ও বদহজমের চিকিৎসায় কার্যকরী। এটি হজমের যাবতীয় গোলযোগ ও রোগ ব্যাধি দূর করার কাজে বিশেষভাবে কার্যকরী। রুচিপাউডার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করে। এতে ব্যবহৃত মৌরি পেটফাঁপা, পেটব্যথা, বদহজম দূর করে। রুচিপাউডারে ব্যবহৃত
জৈন পরিপাকতন্ত্রের গোলযোগ দূর করে ।

খাবারে অরুচি বা ক্ষুধামান্দ্যতে রুচিপাউড়ার কি ভাবে কাজ করেঃ
ক্ষুধামান্দ্য, খেতে ইচ্ছা করে না, মুখে কিছু ভালো লাগে না এই ধরনের সমস্যা অনেকেরই হয়। কখনো সাময়িক, হয়তো দু-চার দিনের জন্যও কিংবা বদহজমের কারণে, কখনো আবার দীর্ঘ মেয়াদে থাকে। নানা কারণে খাবারে অরুচি হতে পারে। রুচিপাউড়ার আদা, জৈন, মৌরি, পুদিনা, গোলমরিচ ইত্যাদি মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানসমূহের সমন্বয়ে প্রস্তুত যা অ্যাসিডের ভারসাম্য পুনরুদ্ধার করে এবং ডাইজেস্টিভ জুস উৎপন্ন করে হজমের যাবতীয় গোলযোগ ও রোগ ব্যাধি দূর করে খাবারের রুচি বৃদ্ধি করতে কার্যকারী ভূমিকা পালন করে।

➡️যাদের প্রয়োজন ইনবক্সে যোগাযোগ করুন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unani Ayurvedic Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram