23/08/2025
পেটের সকল সমস্যায় কার্কারী আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার।
পেটের সমস্যা বলতে সাধারণত হজমের গোলযোগ, বদহজম, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাকে বোঝায়। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হতে পারে, যেমন- খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, বা কোনো রোগের কারণে। এই সমস্যাগুলো সহজ সমাধান হলো আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার ।
বর্ণনা: ত্রিফলা পাউডার আমলকী, হরীতকী ও বহেড়ার সমন্বয়ে প্রস্তুত অনন্য আয়ুর্বেদিক মেডিসিন। ইহা বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি ও হৃদরোগে কার্যকরী। ইহা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, অর্শ ও চর্ম রোগে সুফলদায়ক। হরীতকী কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা উপশম করে। আমলকীতে বিদ্যমান ভিটামিন সি ও ফাইলেম্বিক এসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বহেড়ায় বিদ্যমান মেনিটল মূত্রতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে।
উপাদান: Phyllanthus emblica, Terminalia chebula & Terminalia bellirica.
নির্দেশনা: বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, চর্মরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি।
সেবনবিধি: ১ থেকে ২ চা চামচ এক কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ২০০ গ্রাম।
মূল্য: ২০০ গ্রাম ৪০০.০০ টাকা
বিঃদ্রঃ এই মেডিসিনটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে সেবন করার পৃর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।
প্রতিনিয়ত স্বাস্থ্য এবং ইউনানী, আয়ুর্বেদিক মেডিসিন বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন।
m.facebook.com/unaniayurvedicmedicine
#ত্রিফলা #এসিডিটি #গ্যাস্ট্রিক #বদহজ #কোষ্ঠকাঠিন্য #থেকে #চির #মুক্তি #ন্যাচারাল #মেডিসিন #ত্রিফলা #পাউড়ার