01/12/2025
ল্যাপারোস্কোপিক সার্জারি ট্রেনিং,চায়না (পর্ব ৩): (রোবটিক সার্জারি)
চায়নাতে এখনো রোবোটিক সার্জারি খুব ব্যাপকভাবে চালু হয়নি। এর মূল কারণ হলো, রোবোটিক সার্জারি এখনো সাধারণ মানুষের হেলথ ইন্সুরেন্সের আওতাভুক্ত নয়। তবুও জটিল ও সূক্ষ্ম অপারেশনগুলো রোবটিক সার্জারির মাধ্যমেই সফলভাবে করা হচ্ছে।
রোবোটিক সার্জারির অত্যাধুনিক প্রযুক্তি—da Vinci Xi Robot (ভিডিওর প্রথম অংশে দেখা যায়)। তবে মজার বিষয় হলো, চাইনিজরা ইতোমধ্যে এই দা ভিঞ্চির মতোই প্রায় সমমানের কার্যক্ষমতা সম্পন্ন Toumai Surgical Robot তৈরি করেছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই চায়নাতে রোবোটিক সার্জারির বিস্তৃত ব্যবহার শুরু হবে বলে ধারণা করা যায়।
আর সক্ষমতার দিক থেকে প্রায় একই হলেও, চীনে তৈরি রোবটগুলো তুলনামূলকভাবে অনেক বেশি সাশ্রয়ী—যা ভবিষ্যতে বাংলাদেশের জন্যও একটি বড় সম্ভাবনা হয়ে উঠতে পারে।