05/08/2025
📌 নারীর জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা জরুরি কেন?
নারী—একটি পরিবারের মেরুদণ্ড, একটি সমাজের আশ্রয়স্থল, একটি জাতির ভবিষ্যৎ নির্মাতা। একজন নারীর জীবনে শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন, মাতৃত্ব এবং বার্ধক্য—প্রতিটি ধাপেই শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। এই প্রতিটি পর্যায়ে সুস্থ ও সচেতন থাকা তার নিজের জন্য যেমন প্রয়োজন, তেমনি তার পরিবার ও সমাজের জন্যও।
🌸 শৈশব ও কৈশোরে:
এই সময়ে শরীরে ও মনে ঘটে নানা পরিবর্তন। সঠিক পুষ্টি, মানসিক বিকাশ এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে ভবিষ্যতে নানা জটিলতা দেখা দিতে পারে।
🌺 যৌবনে:
পিরিয়ডের অনিয়ম, PCOS, হরমোনের সমস্যা, ইনফার্টিলিটি—এই সময়ে এসব রোগ খুব সাধারণ। অথচ সময়মতো সচেতন হলে ও চিকিৎসা নিলে এগুলো প্রতিরোধযোগ্য।
🤰 মাতৃত্বকালে:
গর্ভাবস্থার সময় মা ও শিশুর সুস্থতার জন্য সঠিক চিকিৎসা, পুষ্টি ও মানসিক সাপোর্ট খুব জরুরি। অবহেলা করলে জটিলতা তৈরি হতে পারে—যেমন প্রি-এক্ল্যাম্পসিয়া, গর্ভপাত, শিশুর জন্মগত সমস্যা ইত্যাদি।
🧕 মধ্যবয়স ও বার্ধক্যে:
এই সময় হরমোন কমে যাওয়ায় মেনোপজ, হাড় ক্ষয়, হৃদরোগের ঝুঁকি, ইউরিনারি ইনকন্টিনেন্স, স্তন ক্যান্সারের সম্ভাবনা ইত্যাদি বেড়ে যায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা জরুরি।
✅ সচেতনতা মানে নিরাপত্তা। স্বাস্থ্যবান নারী মানেই সুস্থ পরিবার।
আমাদের উচিত প্রতিটি নারীকে তার জীবনযাত্রার প্রতিটি স্তরে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা, এবং তার পাশে থাকা—একজন মা, বোন, স্ত্রী বা কন্যার সুস্বাস্থ্য মানেই একটি উন্নত সমাজ।
🏨 চেম্বার:
উত্তরা ফার্টিলিটি সেন্টার লি:
বাড়ি ৭১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা
🕔 শনিবার ও মঙ্গলবার (সন্ধ্যা ৬ টা - রাত ৮ টা)
📞 এপয়েন্টমেন্ট ও বিস্তারিত: 01780-983271
🏨 চেম্বার:
আজগর আলি হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা
🕔 শনিবার -বৃহস্পতিবার (সকাল ১০টা - বিকাল ৫ টা)
📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত: 01787-683252