Dr. Natasha Tiluttoma Aleem-Fertility & IVF Specialist

Dr. Natasha Tiluttoma Aleem-Fertility &
IVF Specialist Dr. Natasha Tiluttoma Aleem
Fertility & IVF Specialist
Asgar Ali Hospital
(IUI.IVF.ICSI.TESA)

11/12/2025

বছর ঘুরে আবারও শীতের আগমন শীতকালীন সতেজ সবজি এবং ফলমূল আপনার সুস্বাস্থ্যর জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। এমন পাঁচটি খাবার রয়েছে যা আপনার প্রজনন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।

•পালং শাক ও সবুজ শাক:প্রচুর (ফলিক অ্যাসিড), আয়রন, এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডিম্বাণু ও শুক্রাণুর গুণমান উন্নত করে।
•আখরোট ও বাদাম:মেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক শুক্রাণুর গতিশীলতা ও ডিম্বাণুর গুণমান বাড়ায়।
•ডিম (কুসুমসহ):জিঙ্ক, ভিটামিন ডি, এবং প্রোটিন সমৃদ্ধ, যা শুক্রাণুর সংখ্যা ও ডিম্বাণুর স্বাস্থ্য উন্নত করে।
•সাইট্রাস ফল (কমলা, লেবু): ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শুক্রাণুর ক্ষতি রোধ করে ও ডিম্বাণুর স্বাস্থ্য রক্ষা করে।
•চর্বিযুক্ত মাছ (স্যালমন):মেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস, যা হরমোন নিয়ন্ত্রণ এবং ডিম্বাণু/শুক্রাণুর স্বাস্থ্য ভালো রাখে। স্বাস্থ্য উন্নত করে।

শীতকালে নিজের এবং নিজের প্রজনন স্বাস্থ্যের যত্ন নিন।

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕ ডা: নাতাশা তিলোত্তমা আলীম

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252

🏨 চেম্বার:
আজগর আলি হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

10/12/2025

এক সংগ্রামী মায়ের মাতৃত্বযাত্রার সাফল্য!
আজ যে গল্পটি শেয়ার করছি, তা শুধু একটি চিকিৎসা-প্রক্রিয়ার বিবরণ নয়- এটি আস্থা, সাহস এবং নিঃশব্দে লড়ে যাওয়া এক নারীর অসাধারণ পথচলার গল্প।

একজন রোগী আমার কাছে এসেছিলেন দীর্ঘদিনের বন্ধ্যাত্ব, তীব্র পিরিয়ড পেইন এবং অসহনীয় মানসিক চাপে ভর করে। পরীক্ষা-নিরীক্ষায় জানা গেল-
🔸 Pelvic Endometriosis
🔸 Endometrial Polyp
🔸 Cervical Polyp

এই তিনটি কারণই তার গর্ভধারণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

পরবর্তীতে তার Laparoscopy এবং Hysteroscopy Surgery করা হয়। সার্জারিতে এন্ডোমেট্রিয়োসিস পরিষ্কার করি, এন্ডোমেট্রিয়াল ও সার্ভিক্যাল পলিপ রিমুভ করে স্বাভাবিক পরিবেশ তৈরি করি যাতে একটি নতুন জীবন গঠনের সুযোগ তৈরি হয়।

সার্জারির পর ধীরে ধীরে তার শরীর সাড়া দিতে শুরু করে। আর শেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত...

আজ সেই যোদ্ধা মা ৩৭ সপ্তাহের সুস্থ গর্ভবতী, শিশুর নড়াচড়া, হাসিমুখ আর ভবিষ্যৎ নিয়ে আনন্দে ভরা একটি সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করলেন।

আল্লাহর অশেষ রহমতে তার মাতৃত্বযাত্রা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়- এই কামনা করছি।

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম

নারী জীবনের সবচেয়ে বড় স্বপ্ন মা হওয়া। মা ডাক শোনার জন্য ব্যকুল হয়ে থাকে হাজারো নারীর জীবন। একটি শিশুর আগমনে পূর্ণতা পায় ...
08/12/2025

নারী জীবনের সবচেয়ে বড় স্বপ্ন মা হওয়া। মা ডাক শোনার জন্য ব্যকুল হয়ে থাকে হাজারো নারীর জীবন। একটি শিশুর আগমনে পূর্ণতা পায় নারীর জীবন। কিন্তু নানা শারীরিক সমস্যা অনেক দম্পতির সন্তান লাভের পথে বাঁধা হয়ে দাড়াই। এই বাঁধা অতিক্রম করে বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে গর্ভধারণ সম্ভব। বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হলঃ

•IVF
•Laparoscopy
•Hystreroscopy
•IUI
•ICSI
এই প্রক্রিয়া গুলো একজন নারীর মা ডাক শোনার আশা, এক দম্পতির পূর্ণতার পথ ,একটি ঘরের আলো । এই সকল উন্নত সেবা এখন একই ছাদের নিচে।

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕ ডা: নাতাশা তিলোত্তমা আলীম

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীমএমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)ফেলোশিপ ইন অ্যাসিস্টেড...
07/12/2025

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (জার্মানি)
ল্যাপারোস্কোপিক হিস্টেরোস্কোপিক সার্জন
ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

🕔 শনিবার -বৃহস্পতিবার
(সকাল ১০টা - বিকাল ৫ টা)
📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

06/12/2025

কম AMH নিয়ে কি মা হওয়া সম্ভব!

অনেক নারীর কাছে কম AMH রিপোর্ট দেখা মাত্রই ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা তৈরি হয়।
কিন্তু মনে রাখুন কম AMH মানেই মা হওয়া অসম্ভব নয়!

সঠিক পরিকল্পনা ও চিকিৎসায় এ অবস্থাতেও অনেকেই সফলভাবে গর্ভধারণ করেন।

আজকের আলোচনার বিষয়-
কম AMH বা ডিম্বাণু কম থাকলে করণীয় কি?

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (জার্মানি)
ল্যাপারোস্কোপিক হিস্টেরোস্কোপিক সার্জন
ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

🕔 শনিবার -বৃহস্পতিবার
(সকাল ১০টা - বিকাল ৫ টা)
📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

04/12/2025

IVF পেশেন্ট তার ভ্রূণ তৈরির সময় অনেক ক্ষেত্রে endometrial layer ঠিক মতো তৈরি হয় না। সেক্ষেত্রে আমরা Hysteroscopic Sub endometrial PRP injection দিয়ে থাকি।

যে ভাবে Hysteroscopic Sub endometrial PRP injection দেওয়া হয় তার একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে শেয়ার করছি . . . . . . .

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕ ডা: নাতাশা তিলোত্তমা আলীম

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত সব কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষা মিলিয়ে যায় একটি ছোট্ট হৃদস্পন্দনে।আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩ বছরে...
03/12/2025

স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত সব কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষা মিলিয়ে যায় একটি ছোট্ট হৃদস্পন্দনে।

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর মায়ের মুখে তৃপ্তির হাসি। আমার তত্তাবধানে থাকা এই রুগীর জরায়ুতে পলিপ (Endometrial Polyp) ছিল। এতে করে সন্তান ধারনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে হিস্টেরোস্কোপিক পলিপেকটমির সাহায্যে তা অপসারন করা হয়। পরবর্তীতে ডিম্বাণু তৈরি ও ডিম্বস্ফোটন (ovulation) এর জন্য ওভুলেশন ইন্ডাকশন (Ovulation Induction) চিকিৎসা পদ্ধতি অনুসরন করি।

এই দীর্ঘ পথ বিশ্বাস আর ধৈর্যের সাথে পারি দেন এই সংগ্রামী মা । আজ সেই বিশ্বাসেরই ফল- কোলে তার সোনামণি। এই দীর্ঘ সময় তার পাশে থাকতে পারাই এবং আমার ওসিলায় তার মাতৃতের আশা পূরণ হওয়া আল্লাহ কাছে শুকরিয়া জানাই।

নবজাতক শিশু ও তার মার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ❤

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕ ডা: নাতাশা তিলোত্তমা আলীম

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

🌍 বিশ্ব এইডস দিবসআজও HIV/AIDS বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্যঝুঁকি।AIDS-এর কোনো স্থায়ী প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, তবে...
01/12/2025

🌍 বিশ্ব এইডস দিবস

আজও HIV/AIDS বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্যঝুঁকি।

AIDS-এর কোনো স্থায়ী প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, তবে ARV/ART ওষুধের মাধ্যমে HIV নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

👉 কিভাবে HIV/AIDS সংক্রমিত হয়:
• অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে
• সংক্রমিত রক্ত গ্রহণের মাধ্যমে
• একই সিরিঞ্জ/সুঁই ব্যবহার করলে
• মা থেকে শিশুর মাঝে (গর্ভকাল, প্রসব বা বুকের দুধের মাধ্যমে)

আপনার সচেতনতা, আপনার নিরাপত্তা।
চলুন, stigma-free সমাজ গড়ি এবং সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করি।

অনেকেই ভাবেন বন্ধ্যাত্ব শুধু হরমোন বা প্রজনন অঙ্গের সমস্যার কারণে হয়...কিন্তু সত্য হলো, স্থূলতা নারী ও পুরুষ উভয়ের প্রজন...
29/11/2025

অনেকেই ভাবেন বন্ধ্যাত্ব শুধু হরমোন বা প্রজনন অঙ্গের সমস্যার কারণে হয়...
কিন্তু সত্য হলো, স্থূলতা নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

বর্তমানে স্থূলতা শুধু শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ায় না, বরং ফার্টিলিটি বা সন্তানধারণ ক্ষমতার ওপরও সরাসরি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে-
👉 নারীদের ৪৫.৬% ও
👉 পুরুষদের ৩২.৬৭% ক্ষেত্রে
স্থূলতা প্রজনন সমস্যার সঙ্গে জড়িত।

স্থূলতার কারণে হরমোনের ভারসাম্য নষ্ট করে, নারীদের ওভুলেশন সমস্যা সৃষ্টি করে, পুরুষদের স্পার্ম কাউন্ট ও গতি কমিয়ে দেয় ইনসুলিন রেজিস্ট্যান্স ও PCOS-এর ঝুঁকি বাড়ায়
IVF/ICSI সফলতার হার কমিয়ে দেয়।

সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সঠিক লাইফস্টাইল- এগুলোই হতে পারে আপনার ভবিষ্যৎ সন্তানধারণের সক্ষমতা রক্ষার প্রথম পদক্ষেপ।

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

আপনার মাতৃত্বের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে!আপনাদের আস্থায় ইতোমধ্যে ৪৫০০+ সফল পরিবারএবং ২০০০+ সফল সার্জারিযা প্রতিদিন...
26/11/2025

আপনার মাতৃত্বের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে!

আপনাদের আস্থায় ইতোমধ্যে ৪৫০০+ সফল পরিবার
এবং ২০০০+ সফল সার্জারি
যা প্রতিদিনই আমাকে অনুপ্রাণিত করে আরও যত্ন, আরও নিখুঁত সেবা দিতে।

প্রতিটি রোগীর প্রতি আন্তরিক মনোযোগ, সঠিক চিকিৎসা পরিকল্পনা এবং দীর্ঘ অভিজ্ঞতাই তৈরি করেছে অসংখ্য সফলতার গল্প..
যেখানে কান্না বদলে গেছে আনন্দে, আর অপেক্ষা বদলে গেছে হাসিতে।

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (জার্মানি)
ল্যাপারোস্কোপিক হিস্টেরোস্কোপিক সার্জন
ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট

🏨 চেম্বার:
আজগর আলী হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

🕔 শনিবার -বৃহস্পতিবার
(সকাল ১০টা - বিকাল ৫ টা)
📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

আলহামদুলিল্লাহ! ভালোবাসার কিছু মুহূর্ত ❤ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীমএমবিবিএস, এফসিপিএস...
25/11/2025

আলহামদুলিল্লাহ!
ভালোবাসার কিছু মুহূর্ত ❤

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (জার্মানি)
ল্যাপারোস্কোপিক হিস্টেরোস্কোপিক সার্জন
ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট

ফার্টিলিটি ফ্যাক্ট! আপনার যা জানা দরকার...বন্ধ্যাত্বের ক্ষেত্রে প্রায় ৩০% কারণ পুরুষের, ৩০% নারীর এবং ২০% উভয়ের ও ২০% অজ...
23/11/2025

ফার্টিলিটি ফ্যাক্ট! আপনার যা জানা দরকার...
বন্ধ্যাত্বের ক্ষেত্রে প্রায় ৩০% কারণ পুরুষের, ৩০% নারীর এবং ২০% উভয়ের ও ২০% অজানা কারণে হয়ে থাকে।

ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ ডা: নাতাশা তিলোত্তমা আলীম
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (জার্মানি)
ল্যাপারোস্কোপিক হিস্টেরোস্কোপিক সার্জন
ফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিষ্ট

🏨 চেম্বার:
আজগর আলি হসপিটাল
ঠিকানা :১১১/১/ A, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ধুপখোলা মাঠের বিপরীতে, সিটি মিলের পাশে, ঢাকা

🕔 শনিবার -বৃহস্পতিবার
(সকাল ১০টা - বিকাল ৫ টা)

📞 এপয়েন্টমেন্ট এবং বিস্তারিত:
01787-683252
10602

#বন্ধ্যাত্ব

Address

House 71, , , Gausul Azam Avenue, , , Sector 14, Uttara
Dhaka
1230

Opening Hours

Tuesday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Natasha Tiluttoma Aleem-Fertility & IVF Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram