ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন

ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন যে কোন জায়গায় সেচ্ছায় আমরা রক্ত প্রদান করি।
বন্ধুরা সবাই একএিত সমাজ করবো আলোকিত।
মেইন সংগঠনের পেজ লিংক 👇
https://www.facebook.com/FOLBD

23/10/2025

আপনার রক্তের গ্রুপ কি?
ভেবে নিন আপনার বোনের রক্তের প্রয়োজন ।এখন আপনি কি তাকে রক্ত দিতে পারবেন?
বিস্তারিত কমেন্ট এ জানান

15/10/2025
15/10/2025

সাবধান!!
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা,
তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।
কোনো ভুল সিদ্ধান্ত নিও না।

আল্লাহ্‌ যেন সবার জন্য সুন্দর ফলাফল দান করেন 🤲
সবার জন্য দোয়া রইলো🙏💚

শুভকামনা রইলো এইচএসসি ব‍্যাচ ২০২5 HSC

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ও রহমতে এবং সকলের সদস্যদের সহযোগিতায় ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন ক্যাম্পিং অবশ...
12/10/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ও রহমতে এবং
সকলের সদস্যদের সহযোগিতায় ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন
ক্যাম্পিং অবশেষে সম্পূর্ণ হলো পঞ্চগড় জেলায়। 🖤🧡

আসসালামু আলাইকুম Friends Of Life এর৯ বছর পূর্তি উপলক্ষ্যে "পঞ্চগড় জেলা শাখায়" আয়োজিত ★ফ্রেন্ডস অফ লাইফ★ কতৃক বিনামূল্যে ...
08/10/2025

আসসালামু আলাইকুম Friends Of Life এর
৯ বছর পূর্তি উপলক্ষ্যে "পঞ্চগড় জেলা শাখায়" আয়োজিত
★ফ্রেন্ডস অফ লাইফ★ কতৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
সবাইকে সাথে থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হলো।
স্থানঃ সোনাহার উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়।

কুকু*র যদি পারে অন্য কুকু*রের জন্য রক্ত*দান করতে, মানুষ কেন পিছিয়ে থাকবে ! ১২০ দিন পর পর স্বেচ্ছায় রক্ত*দান করুন।Friends...
08/10/2025

কুকু*র যদি পারে অন্য কুকু*রের জন্য রক্ত*দান করতে, মানুষ কেন পিছিয়ে থাকবে !

১২০ দিন পর পর স্বেচ্ছায় রক্ত*দান করুন।Friends Of Life Helping Hands Friends Of Life ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন @

"শুন হে মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।"

৪৬ তম বি পজেটিভ রক্তদান সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এস,এম,রনি ভাই।
27/09/2025

৪৬ তম বি পজেটিভ রক্তদান সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এস,এম,রনি ভাই।

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে ...
27/09/2025

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে গেছি মানসিকভাবে।

ঢাকা মেডিকেল ও তার আশেপাশে যত ব্লাড ব্যাংক আছে তারা প্রায় সবাই এক ব্যাগ রক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে রক্তের পরিবর্তে স্যালাইন/লাল রঙ মিশ্রিত করে সেই প্যাকেট ভর্তি করে এবং সে রক্তগুলো আপনার আর আমার কাছে চড়া দামে বিক্রি করে।

ঘটনা এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার মানুষ যে রক্ত দান করেছিলেন, সেই রক্ত দিয়ে বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।

যাদের কাজ রক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারা যদি স্যালাইন আর লাল রঙ মেশানো রক্ত রোগীর শরীরে প্রবেশ করায়- সেক্ষেত্রে রোগীর অবস্থা কী হবে?

আপনি, আমি হয়তো রক্তের সন্ধান মিলেছে বলে খুশি হয়ে যাবো এই ভেবে- এবার রোগীকে বাঁচানো যাবে। বাই চান্স বাঁচাতে না পারলে কান্নাকাটি করে বলবো- হায়াত ছিল না হয়তো।

অথচ হায়াত ছিল। রোগীকে ঠিকঠাক রক্ত দেয়া গেলে তিনি ঠিকই বাঁচতে পারতেন। কিন্তু যার শরীরে রক্তের পরিবর্তে স্যালাইন বা লাল রঙ ঢুকছে- সেই রোগী কীভাবে বাঁচবে?

বাংলাদেশের প্রতিটা সেক্টরের বেশিরভাগ মানুষ টাকার জন্য আসলে এতটাই নিচে নেমে গেছে যে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পশুর অবস্থানও তাদের চেয়ে একটু উপরে। এত নিকৃষ্ট একটা জাতির ন্যূনতম কোন উন্নতির সম্ভাবনা আছে বলে আমার আর বিশ্বাস হয় না।

ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড গ্রুপের পক্ষ থেকে রাজিব ভাইকে,অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ,,এক গর্ভবতী মাকে রক্ত দান করার জন্য,,
27/09/2025

ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড গ্রুপের পক্ষ থেকে রাজিব ভাইকে,অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ,,এক গর্ভবতী মাকে রক্ত দান করার জন্য,,

ফ্রেন্ডস অফ লাইফ এর রক্ত যোদ্ধা। প্রিয়    Prince Rofiq এর প্রথম ও পজেটিভ লাল ভালোবাসা দান করলেন। তার জন্য অনেক অনেক শুভ...
27/09/2025

ফ্রেন্ডস অফ লাইফ এর রক্ত যোদ্ধা। প্রিয় Prince Rofiq এর প্রথম ও পজেটিভ লাল ভালোবাসা দান করলেন। তার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

11/04/2025

সড়ক দুর্ঘটনা কবলিত ব্যক্তির জন্য জরুরী ভিত্তিতে বি+ পজেটিভ রক্তের প্রয়োজন।
রোগী পান্থপথ সমরিতা হসপিটালে ভর্তি রয়েছে।যদি কেহ রক্ত দিয়ে সহযোগিতা করেন তাহলে,
এই নাম্বারে যোগাযোগ করুন ০১৩০৩২৭৭৭৮৯

Address

Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফ্রেন্ডস অফ লাইফ ব্লাড ডোনেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category